• ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
logo

পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ এপ্রিল ২০২৪, ২৩:৪০
ছবি : আরটিভি

পাবনার আমিনপুর থানার কাজিরহাট ফেরিঘাট থেকে ১২ ট্রাক ভারতীয় চিনি আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ট্রাকের ড্রাইভার ও হেলপারসহ ২২ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে ১২টি ট্রাকসহ ২৪২ টন চিনি আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান আহমেদ তুহিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে যে, সিলেট থেকে অবৈধভাবে ১২ ট্রাক ভারতীয় চিনি বিক্রির জন্য আনা হচ্ছে। যার পরিমাণ ২৪২ টন। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল আমিনপুর থানার কাজিরহাট নামক স্থানে অভিযান চালিয়ে ১২টি ট্রাকসহ ভারতীয় চিনি জব্দ করা হয়।

বিষয়টি এখনো প্রক্রিয়াধীন হওয়ায় শুক্রবার (১৯ এপ্রিল) বিস্তারিত জানাবেন বলে জানান এই কর্মকর্তা। এ সময় ট্রাকের চালকসহ ২২ জনকে আটক করা হয়েছে। তবে কারা কীভাবে এসব চিনি আনছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি অস্ত্রসহ আরসা কমান্ডার আটক
জাবিতে পিটিয়ে হত্যা: ধামরাইয়ের সাবেক ছাত্রলীগ নেতা আটক
ভোলায় অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান আটক
সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ আটকে দিলো বিজিবি