• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo
শেষ মুহূর্তে ট্রেনে অতিরিক্ত চাপ, ছাদে চড়েই ঢাকা ছাড়ছেন অনেক যাত্রী
ঈদযাত্রায় শেষ মুহূর্তে ট্রেনগুলোতে মাত্রাতিরিক্ত যাত্রীর চাপ দেখা গেছে। স্টেশনে রাত থেকেই অপেক্ষা করতে গেছে ঘরমুখো মানুষদের। ট্রেনের ভেতরে চড়তে না পেরে অসংখ্য মানুষ ছাদে উঠে বাড়ির উদ্দেশে রওনা করছেন। যেকোনো মূল্যেই তাদের বাড়িতে যেতে হবে। তাই ঝুঁকি নিয়ে হলেও ঈদ আনন্দ উদযাপন করতে বাড়িতে যাচ্ছেন তারা। বাড়ির উদ্দেশে তাই নারী, পুরুষ, শিশুসহ ছাদে উঠেই ঘরমুখো যাত্রীরা ঢাকা ছাড়ছেন।  অতিরিক্তি যাত্রীর কারণে টিকিট কাটার পরও অনেকে নিজ সিটে বসতে পারেননি। ট্রেনের ভেতরে যেন পা ফেলার জায়গা নেই। ট্রেনের ছাদে চড়া এক যাত্রী বলেন, বাড়ি তো যেতে হবে। টিকিট নেই। দেশের জনগণের তুলনায় ট্রেনের সক্ষমতা খুবই কম। বাসে গেলে আরও ভোগান্তিতে পড়তে হবে। সেজন্য ঝুঁকি জেনেও ট্রেনের ছাদে করেই গ্রামে যেতে হচ্ছে। আরেকজন যাত্রী জানান, তিনি তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে বাড়ি ফিরছেন। টিকিট না পাওয়ায় এবং ভেতরে জায়গা না পেয়ে বাধ্য হয়েই তিনি ছাদে চড়ে রওনা দিয়েছেন।
০৯ এপ্রিল ২০২৪, ১৭:২৯

রাজধানীতে বাসার ছাদে তরুণীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার
রাজধানীর খিলক্ষেত এলাকায় ২২ বছর বয়সী এক তরুণীকে বাসার ছাদে নিয়ে ধর্ষণের ঘটনায় পলাতক আসামি গালিফকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (১৭ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) মো. মাহফুজুর রহমান। গ্রেপ্তার গালিফ খিলক্ষেত থানা এলাকার আহম্মদ মোক্তাদির আরিফ ওরফে সুমনের ছেলে। র‍্যাব-১ এর সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারী গত ২৩ ফেব্রুয়ারি খিলক্ষেত থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন তানভীর (২২), গালিফ (২২), মাহাদী (২২) ও মো. সানি (২১)। পরে মামলার প্রেক্ষিতে শনিবার (১৬ মার্চ) রাতে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা থানার কুড়িল চৌরাস্তার জান্নাতি আই অপটিকস দোকানের সামনে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ধর্ষণের ঘটনায় তার সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন। ঘটনার পর গ্রেপ্তার এড়াতে অভিযুক্ত আসামি রাজধানীর বিভিন্ন থানা এলাকায় আত্মগোপন করেছিলেন বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা। এর আগে মামলার এজাহারে ভিকটিম অভিযোগ করেছিলেন, তিনি রাজধানীর উত্তরায় একটি শো-রুমে কাজ করেন। মার্কেটে কাজ করার সময় প্রায় ৬ মাস আগে তার সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া হতো। ওই ছেলের সঙ্গে সম্পর্ক না রাখার জন্য আসামি সানি ভুক্তভোগী তরুণীকে ভয়ভীতি ও হুমকি দেয়। বিষয়টি সমাধানের জন্য ৩ নম্বর আসামি মাহাদী গত ২২ ফেব্রুয়ারি ওই তরুণীকে খিলক্ষেত যেতে বলেন। মাহাদীর কথায় তরুণী খিলক্ষেত গেলে আসামিরা একটি বাড়ির পঞ্চম তলা ভবনের ছাদে নিয়ে শারীরিক সম্পর্কের জন্য জোর করে। এরই একপর্যায়ে প্রধান আসামি তানভীর ওই তরুণীকে ধর্ষণ করে।
১৮ মার্চ ২০২৪, ০১:৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়