• ঢাকা রোববার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
উপজেলা নির্বাচন / চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭ শতাংশ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ চলছে। এই ধাপে দুপুর ১২ পর্যন্ত ১৭ শতাংশ ভোট পড়েছে। মঙ্গলবার (২১ মে) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে গড়ে ১৬ দশমিক ৯৪ শতাংশ। সাধারণত দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়ে। আশা করি, প্রথম ধাপের চেয়ে ভোটের হার বাড়বে। এ সময় নির্বাচনে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়ে জাহাংগীর আলম বলেন, ১৮টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এদিকে, দ্বিতীয় ধাপে ১৫৭ উপজেলায় ভোটগ্রহণের কথা থাকলেও আদালতের নির্দেশে মৌলভীবাজার সদর উপজেলার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এই ধাপে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২২ জন প্রার্থী। তাদের মধ্যে সাতজন চেয়ারম্যান, আটজন ভাইস চেয়ারম্যান এবং সাতজন মহিলা ভাইস চেয়ারম্যান। এ ছাড়া দুই উপজেলায় তিনটি পদেই একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় ধাপে মোট ভোটার তিন কোটি ৫২ লাখ চার হাজার ৭৪৮ জন। এরমধ্যে পুরুষ এক কোটি ৭৯ লাখ পাঁচ হাজার ৪৬৪ জন এবং নারী এক কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৪৭ জন। তৃতীয় লিঙ্গ ভোটার ২৩৭ জন। এই ধাপে মোট প্রাথী এক হাজার ৮২৪ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, ইসি ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় গত ৮ মে ভোট অনুষ্ঠিত হয়। আজ দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ চলছে। এরপর তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় আগামী ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫৫টি উপজেলায় আগামী ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  
২১ মে ২০২৪, ১৪:২৭

মোট ভোটার ২২১৭, ঘণ্টায় ৭ ভোট
রাজবাড়ী সদর উপজেলা পুলিশ লাইন্স উচ্চবিদ্যালয় কেন্দ্রে ১ ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৭টি। কেন্দ্রের ৬টি বুথের ২টিতে ভোট পড়েনি একটিও। কেন্দ্রের মোট ভোটার রয়েছেন ২ হাজার ২১৭ জন।  মঙ্গলবার (২১ মে) সকাল ৯টায় সরেজমিনে কেন্দ্রে গিয়ে এমন তথ্য পাওয়া যায়।  দেখা যায়, কেন্দ্রের সামনে পুলিশ ও আনসার সদস্যরা অবসর সময় কাটাচ্ছেন। মহিলা কেন্দ্রের বুথ রয়েছে ছয়টি। এর মধ্যে দুটি বুথে কোনো প্রার্থীরই পোলিং এজেন্ট পাওয়া যায়নি। অন্য বুথে শুধু চেয়ারম্যান প্রার্থীর পোলিং এজেন্ট দেখা গেছে। কেন্দ্রটির পাশেই পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ৬৯ জন। এই কেন্দ্রে মোট ভোট পড়েছে ২২টি। এ বিষয়ে পুলিশ লাইন্স উচ্চবিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা শ্রাবন্তী দত্ত বলেন, এই কেন্দ্রের সবাই নারী ভোটার। এ কারণে ভোটারের উপস্থিতি কম। তবে বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়বে বলে তিনি আশাবাদী।  রাজবাড়ী সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজবাড়ী সদর উপজেলায় মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৮ হাজার ৬৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ১২৯ জন, নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ৫০৫ জন, হিজড়া ভোটার ৬ জন। ভোটকেন্দ্র ১১৫টি। ভোট কক্ষ ৭৬৯টি।
২১ মে ২০২৪, ১২:৫৬

২ ঘণ্টায় ৩ ভোট
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের কালিহাতী, ভূঞাপুর ও ঘাটাইল এ তিন উপজেলায় ভোট গ্রহণ চলছে। এরমধ্যে ভূঞাপুর উপজেলার একটি কেন্দ্রে ১ ঘণ্টায় মাত্র ২টি ভোট এবং উপজেলার টেপিবাড়ী উচ্চবিদ্যালয় কেন্দ্রের একটি নারী বুথে ২ ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৩টি। সরেজমিনে মঙ্গলবার (২১ মে) সকাল ৯টায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের মহিলা বুথ কক্ষে এ ২টি ভোট পড়েছে বলে জানান সহকারী প্রিসাইডিং অফিসাররা। এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এ ছাড়া কেন্দ্রের একটি পুরুষ কক্ষে ভোট পড়েছে ১২টি। অপরদিকে ভূঞাপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের নারী কক্ষে ভোট পড়েছে ২২টি এবং পুরুষ একটি কক্ষে ভোট পড়ে ৪৮টি ওপরে।  অপরদিকে, টেপিবাড়ী উচ্চবিদ্যালয়ে কেন্দ্রে মোট ১১টি বুথে ২টায় ভোট পড়েছে ২৩২টি। তারমধ্যে এ কেন্দ্রের একটি কক্ষের নারী বুথে ২ ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৩টি। একই চিত্র বলরাম উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতিতেও। এ কেন্দ্রে ২ ঘণ্টায় একটি বুথে ভোট পড়েছে ৪টি। ভূঞাপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে কেন্দ্রে প্রিসাইডিং অফিসার আবুল কালাম আজাদ বলেন, সকালে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। তাই কম ভোট পড়ছে।  তিনি বলেন, আমার কেন্দ্রে নারীর ভোটার রয়েছেন ২ হাজার ৬৮৮ জন। ভূঞাপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার লুৎফর রহমান বলেন, তার কেন্দ্রে পুরুষ রয়েছেন ভোটার ২ হাজার ৫৮টি। বেলা সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ৪২টির মতো ভোট পড়েছে।  টেপিবাড়ী উচ্চবিদ্যালয়ে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. জাফর ইকবাল জানান, শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। তবে ভোটারের উপস্থিতি সন্তোষজনক না। একটি নারী বুথে ২ ঘণ্টায় ৩ ভোট পড়ে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বৃদ্ধি পাবে বলে আশা করছি।
২১ মে ২০২৪, ১২:৪৫

উপজেলা নির্বাচন / দুই ঘণ্টায় ভোট পড়েছে ৭-৮ শতাংশ
সারাদেশে চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ। ১৫৬টি উপজেলায় মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে একযোগে ভোটের কার্যক্রম শুরু হয়েছে এ ধাপে। নিরবচ্ছিন্নভাবে এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে ভোট শুরুর প্রথম দুই ঘণ্টায়, অর্থাৎ সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সারাদেশে ৭-৮ শতাংশ ভোট পড়েছে।  মঙ্গলবার (২১ মে) সকাল পৌনে ১১টায় নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।   তিনি জানিয়েছেন, ১৫৬ উপজেলায় আজ সকাল ৮টা থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সিরাজগঞ্জ সদর উপজেলায় এক আনসার সদস্য শারীরিক অসুস্থতায় হার্ট অ্যাটাক করে মারা গেছেন।  ভোটার উপস্থিতি কম প্রসঙ্গে অশোক কুমার বলেন, ভোট শুরু হয়েছে মাত্র দুই ঘণ্টা হয়েছে। বিভিন্ন জেলার প্রাপ্ত তথ্যে একেক অঞ্চলে বিভিন্ন হারে ভোট পড়ছে। কোথাও বেশি, কোথাও কম। তবে বেলা বাড়ার সঙ্গে এই হার আরও বাড়বে। উল্লেখ্য, ১৫৬ উপজেলায় মোট কেন্দ্রের সংখ্যা ১৩ হাজার ১৬টি। ভোট কক্ষ রয়েছে ৯১ হাজার ৫৮৯। অস্থায়ী ভোট কক্ষ রয়েছে আট হাজার ৮৪১টি। এই ধাপে মোট ভোটার তিন কোটি ৫২ লাখ চার হাজার ৭৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন এক কোটি ৭৯ লাখ পাঁচ হাজার ৪৬৪ জন। নারী ভোটার রয়েছেন এক কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৪৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৩৭ জন।
২১ মে ২০২৪, ১৩:৪৩

এক ঘণ্টায় ভোট পড়েছে মাত্র দুটি
ব্রাহ্মণবাড়িয়া শহীদ স্মৃতি কলেজ কেন্দ্রের ৫নং বুথে এক ঘণ্টায় ভোট পড়েছে মাত্র দুটি।  মঙ্গলবার (২১ মে) সকাল থেকে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখে গেছে, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের এ নির্বাচনে ভোটার উপস্থিতি সকাল থেকেই কম। অধিকাংশ কেন্দ্রগুলোতে সুনসান নিরবতা বিরাজ করছে। নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তারা কিছুটা অলসভাবে সময় পার করছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা।  জেলার কসবা ও আখাউড়া এ ২ উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯ হাজার ২৩৬ জন। কসবায় ভোটার রয়েছে ২ লাখ ৮১ হাজার ৩৬৬ জন এবং আখাউড়ায় ১ লাখ ২৭ হাজার ৮৭০ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২৯টি।  শহীদ স্মৃতি কলেজের প্রিসাইডিং অফিসার মো. আল-আমিন বলেন, ‘টোটাল কেন্দ্র এক ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ১০০। ৫নং বুথে প্রথম ঘণ্টায় দুটি ভোট পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা করছি।’ এখন পযর্ন্ত দুই উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
২১ মে ২০২৪, ১০:৩৫

ময়মনসিংহে ২ ঘণ্টায় কেন্দ্রে ভোট পড়েছে ৩৪০টি
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ময়মনসিংহের ফুলপুর উপজেলার দুটি কেন্দ্রে গত ২ ঘণ্টায় ভোট পড়েছে ৩৪০টি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে মনে করেছেন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা।  বুধবার (৮ মে) সকাল ১০টায় জেলার ফুলপুর নারী ভোটকেন্দ্র ৮১ নম্বর বালিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের মোট ভোটার সংখ‍্যা ৩ হাজার ৭৫০। এর মধ‍্যে ২ ঘণ্টায় ৯১টি ভোট পড়েছে বলে নিশ্চিত করেছেন প্রিজাইডিং অফিসার মোহাম্মদ জহিরুল হক মন্ডল।  সেই সঙ্গে এই এলাকার পুরুষ ভোটকেন্দ্র ৮০ নম্বর বালিয়া বহুমুখী উচ্চ বিদ‍্যালয়ের মোট ভোটার সংখ‍্যা ৩ হাজার ৭৯১। এর মধ‍্যে দুই ঘণ্টায় ২৪৯টি ভোট পড়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার রিপন চন্দ্র দেবনাথ। এ হিসাবে ভোট গ্রহনের প্রথম দুই ঘন্টায় মোট ৭৫৪১টি ভোটের মধ‍্যে ভোট পড়েছে ৩৪০টি। এতে ভোটের পার্সেন্টিস শতকরা ৪ দশমিক ৫০।  সরেজমিন ঘুরে দেখা যায়, এই কেন্দ্র দুটিতে সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। তবে এতে ভোটার উপস্থিতি অতি নগণ্য। সেই সঙ্গে ৮১ নম্বর বালিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের নারী কেন্দ্রের ভোটার তালিকায় গড়মিল থাকায় ভোট প্রদানে বিড়ম্বনার শিকার হতে দেখা গেছে ভোটারদের।  সূত্র জানায়, ময়মনসিংহের তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ২৩৯টি কেন্দ্রে মোট ৭ লাখ ৪৫ হাজার ৪৬৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন।   জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীও ভোটের মাঠে সরব আছে।
০৮ মে ২০২৪, ১২:২৪

উপজেলা নির্বাচন / প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ১০ শতাংশ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। বুধবার (৮ মে) বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ভোটগ্রহণ শুরুর পর প্রথম দুই ঘণ্টায় সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ১০ শতাংশ। নির্বাচন কমিশন (ইসি) তথ্য অনুযায়ী- উপজেলায় এ পর্বে ভোটাধিকার প্রয়োগ করবেন দুই কোটি ৮০ লাখের বেশি মানুষ। প্রায় সব উপজেলায় মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৩৯টি উপজেলা পরিষদে প্রতিটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রায় ১৬০০ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলার মধ্যে ২২টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হচ্ছে। এ ধাপে মোট এক হাজার ৬৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান পদে ৬২৫ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন। প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১০ করে অর্থাৎ মোট ২৮ প্রার্থী এরই মধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এদিকে, যৌথবাহিনীর অভিযান চলমান থাকায় পার্বত্য জেলা বান্দরবানের তিন উপজেলায় নির্বাচন স্থগিত করে ইসি। প্রথম ধাপে ১১ হাজার ৫৫৬ কেন্দ্রের ৮১ হাজার ৮০৪ ভোট কক্ষে ৩ কোটি ১৪ লাখ ৬৮ হাজার ১০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ১ কোটি ৬০ লাখ ২ হাজার ২২৪, নারী ১ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৯০ ও ১৮৮ জন হিজড়া ভোটার রয়েছেন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ভোট ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
০৮ মে ২০২৪, ১৩:৫১

ভোটার ৩২১৩, প্রথম ১ ঘণ্টায় ভোট পড়েনি ১টিও
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে ঝিনাইদহে দুটি উপজেলায় (ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ) ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত। তবে সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হলেও ৯টা পর্যন্ত ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে কোনো ভোটার দেখা যায়নি। ঝিনাইদহের দুইটি উপজেলায় সরকার সমর্থক ছাড়া বিরোধী শিবিরের কোনো প্রার্থী নেই। বিএনপি ও জামায়াত নির্বাচন বর্জন করলেও আওয়ামী লীগের জোটভুক্ত কোনো শরিক দলও এ নির্বাচনে অংশ নেয়নি। ফলে নির্বাচনে তেমন কোনো উত্তাপ নেই। ভোটারদের অভিযোগ অংশগ্রহণমূলক ও শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলে নির্বাচন জমে ওঠে না। ঝিনাইদহ জেলা নির্বাচন অফিস থেকে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার ১৭টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৬৫টি। যেখান মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ৯৩৪। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৫ হাজার ৪০৬ জন। মহিলা ভোটার রয়েছে ১ লাখ ৯৫ হাজার ৫২৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩ জন। এদিকে কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র রয়েছে ৯১টি। যেখানে ভোটার সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৯২৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৩২৮ জন। মহিলা ভোটার রয়েছে ১ লাখ ২০ হাজার ৫৫৩ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩ জন। ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে টেলিফোন প্রতীকে এস. এম আনিচুর রহমান খোকা, দোয়াত-কলম প্রতীকে জে.এম রশীদুল আলম, মোটর-সাইকেল প্রতীকে মো. গোলাম ছরওয়ার খান, হেলিকপ্টার প্রতীকে নূর-এ আলম ও আনারস প্রতীকে মো. মিজানুর রহমান (মাসুম) প্রতিদ্বন্দ্বিতা করছেন। কালীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবলী নোমানী, টেলিফোন প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন সোহেল, মোটরসাইকেল প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, হেলিকপ্টার প্রতীকে কাস্টভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদ শমশের ও কাপ- পিরিচ প্রতীকে জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর শাখার সহসভাপতি ইমদাদুল হক সোহাগ। ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোছা. ফিরোজা সুলতানা বলেন, সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে এখনো পর্যন্ত কোনো ভোট পোল হয়নি। এই কেন্দ্রে ৩ হাজার ২১৩ জন ভোটার রয়েছেন। নারী ভোটার ১ হাজার ৭২৩ জন, পুরুষ ১ হাজার ৯০ জন। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে।  
০৮ মে ২০২৪, ১০:২৭

ট্রেনে তিন ঘণ্টায় ঢাকা থেকে খুলনা
এ বছরের জুলাই মাসে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল শুরু করবে। এর ফলে এ রুটের দূরত্ব ৩৬৭ কিলোমিটার থেকে কমছে ১৯৫ কিলোমিটার। নতুন দূরত্ব কমে দাঁড়াবে ১৭২ কিলোমিটারে। ইতোমধ্যে পদ্মা রেল সংযোগ প্রকল্পের প্রথমাংশে সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলছে। এখন ঢাকা থেকে যশোর যেতে সময় লাগবে সোয়া ২ ঘণ্টা এবং ঢাকা থেকে খুলনা ও ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত যেতে লাগবে তিন ঘণ্টা সময়। এর আগে এ রুটে যাতায়াতে কমপক্ষে ১০ ঘণ্টা সময় লাগত।  রেলওয়ে (পশ্চিমাঞ্চল) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা-ঢাকা রুটে প্রথম ট্রেনটি খুলনা থেকে ভোর ৬টায় ছেড়ে ঢাকায় আসবে সকাল ৯টায় এবং ট্রেনটি সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছবে দুপুর সাড়ে ১২টায়। অন্যদিকে ঢাকা-খুলনা রুটে প্রথম ট্রেনটি ঢাকা থেকে ৬টায় ছেড়ে খুলনায় আসবে সকাল ৯টায় এবং ট্রেনটি সকাল সাড়ে ৯টায় খুলনা থেকে ছেড়ে গিয়ে ঢাকায় পৌঁছবে দুপুর সাড়ে ১২টায়। খুলনা-ঢাকা রুটে তৃতীয় ট্রেনটি ঢাকা থেকে দুপুর ১টায় খুলনার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছবে বিকেল ৪টায়। আর ফিরতি ট্রেনটি রাত সাড়ে ৭টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছবে সকালে সাড়ে ১০টায়।  চতুর্থ ট্রেনটি খুলনা থেকে দুপুর সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং ঢাকায় পৌঁছবে বিকেল সাড়ে ৩টায়। ঢাকা থেকে দুপুর একটায় ছেড়ে গিয়ে খুলনায় পৌঁছবে বিকেল ৪টায়। আর ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস সকাল ১০টায় ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে গিয়ে পৌঁছবে দুপুর ১টা ৩০ মিনিটে এবং বেনাপোল থেকে দুপুর ৩টায় ছেড়ে গিয়ে ঢাকায় পৌঁছবে সন্ধ্যা সাড়ে ৬টায়। ঢাকা-খুলনা রুটের মতো ঢাকা-দর্শনা রুটে ট্রেন থাকছে দুইটি। ঢাকা-দর্শনা রুটে প্রথম ট্রেনটি দর্শনা থেকে সকাল সাতটায় ছেড়ে ঢাকা পৌঁছবে দুপুর ১২টায় এবং ঢাকা থেকে দুপুর ১টায় ছেড়ে দর্শনায় পৌঁছবে বিকাল ৪টায়। দ্বিতীয় ট্রেনটি ঢাকা থেকে বিকাল সাড়ে ৪টায় ছেড়ে গিয়ে দর্শনায় পৌঁছবে ৯টা ৪০ মিনিটে এবং দর্শনা থেকে রাত ১১টা ৫৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছবে পরদিন সকাল ৫টায়। আর ঢাকা থেকে গোপালগঞ্জের গোবরা রুটের ট্রেনটি সকাল ৬টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছবে সকাল সাড়ে আটটায়। আর ঢাকা থেকে সন্ধ্যা ৬টায় ছেড়ে গিয়ে রাত সাড়ে ৮টায় গোপালগঞ্জে পৌঁছবে। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন পর্যন্ত দূরত্ব ৭৭ কিলোমিটার। এ রেলপথের জন্য ভাড়া নির্ধারণে বাংলাদেশ রেলওয়ে একটি প্রস্তাবনা তৈরি করেছে। প্রস্তাবনায় ঢাকা-ভাঙ্গা রুটে মেইল ট্রেনে ১২০ টাকা, কমিউটার ট্রেনে ১৪৫ টাকা, আন্তনগর ট্রেনের শোভন চেয়ারে ৩৫০ টাকা, এসি চেয়ার ৬৬৭ টাকা, এসি সিট ৮০৫ টাকা ও এসি বার্থ ১২০২ টাকা নির্ধারণ করা হয়। রেল কর্তৃপক্ষের প্রস্তাবনায় ট্রেনের ভাড়া বাড়ার পেছনে প্রধান দুটি কারণ দেখানো হয়েছে। একটি পদ্মা সেতু অপরটি গেন্ডারিয়া-কেরানীগঞ্জ পর্যন্ত উড়ালপথ। এই পথের জন্য অতিরিক্ত পথ যোগ করে ভাড়া বেশি ধরা হচ্ছে। পদ্মা সেতুর প্রতি কিলোমিটারকে ২৫ কিলোমিটার দূরত্ব ধরে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুকে ১৫৪ কিলোমিটার রেলপথ ধরা হয়েছে। অন্যদিকে গেন্ডারিয়া থেকে কেরানীগঞ্জ পর্যন্ত উড়ালপথের প্রতি কিলোমিটারকে ধরা হয়েছে ৫ কিলোমিটার। প্রায় ২৩ কিলোমিটার উড়ালপথকে ১১৫ কিলোমিটার রেলপথ ধরা হয়েছে। রেলওয়ে সূত্র জানায়, এ জন্যই ঢাকা থেকে ভাঙ্গার দূরত্ব ৭৭ কিলোমিটার হলেও রেলওয়ে পদ্মা সেতু ও কেরানীগঞ্জের উড়ালসেতুর জন্যে দূরত্ব নির্ধারণ করা হয়েছে ৩৫৩ কিলোমিটার। অন্যদিকে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলওয়ের দূরত্ব ৯৪ কিলোমিটার। কিন্তু মধুমতী সেতু থাকায় সেখানে ২৫ কিলোমিটার অতিরিক্ত দূরত্ব ধরা হবে। এজন্য প্রকৃত দূরত্ব ১৭২ কিলোমিটার হলেও রেলওয়ের হিসেবে ঢাকা-যশোর রুটের দূরত্ব ৪৩৫ কিলোমিটার। সে অনুযায়ী ভাড়া হতে যাচ্ছে ৫০০ টাকা। একইসঙ্গে যশোর থেকে খুলনার দূরত্ব ৪৫ কিলোমিটার বেশি হওয়ায় ঢাকা-খুলনা ভাড়া হবে ৫৫০ টাকা। বর্তমানে দেশে লোকাল, মেইল, কমিউটার ও আন্তঃনগর— এই চার ধরনের ট্রেন চলাচল করে। লোকাল ট্রেনের ভাড়া কিলোমিটার প্রতি ৩৯ পয়সা আর আন্তঃনগর ট্রেনের ভাড়া নন-এসি শ্রেণির ভিত্তি ভাড়া ১ টাকা ১৭ পয়সা। আর কিলোমিটার প্রতি এসি শ্রেণির ভিত্তি ভাড়া ১ টাকা ৯৫ পয়সা।
০৫ মে ২০২৪, ১৭:২৭

৬১ ঘণ্টায় সাড়ে ৯ হাজার মেসেজ পেয়ে হতবাক সনু
বলিউড অভিনেতা সনু সুদ শুক্রবার (২৬ এপ্রিল) জানিয়েছিলেন, তার ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করছে না। তারপর কেটে গেছে ৬১ ঘণ্টা। অবশেষে মোবাইলের অন্যতম প্রয়োজনীয় অ্যাপটিকে ফিরে পেলেন তিনি। রোবাবার (২৮ এপ্রিল)  সোশ্যালে একটি পোস্ট করে খবরটি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন ‘দাবাং’ অভিনেতা। এক্স হ্যান্ডেলে সনু লেখেন, অবশেষে হোয়াটসঅ্যাপ ফিরে পেলাম। ৬১ ঘণ্টায় মাত্র ৯ হাজার ৪৮৩টি না পড়া মেসেজ! ধন্যবাদ। শনিবার (২৭ এপ্রিল)  ইনস্টাগ্রামের স্টোরিতে বিষয়টি জানিয়ে সনু লেখেন, হোয়াটসঅ্যাপ ঘুম থেকে ওঠো। হাজার হাজার মানুষ হয়তো সাহায্যের জন্য আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। এখনও আমার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে রয়েছে। অতিমারির সময় থেকেই মানুষের সেবায় নিজেকে সমর্পণ করেছেন সনু। তার ফোনে হোয়াটসঅ্যাপ কাজ না করার নেপথ্যে অনেকে আবার ‘চক্রান্ত’ দেখেছিলেন। প্রসঙ্গত,  এই মুহূর্তে সনু তার প্রথম পরিচালিত ছবি ‘ফতেহ্‌’ নিয়ে ব্যস্ত। ছবিতে তার বিপরীতে রয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ।
২৯ এপ্রিল ২০২৪, ২১:০০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়