• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo
সুন্দরবনে অগ্নিনির্বাপণ নিয়ে সবশেষ যা জানা গেল
সুন্দরবনের গহীনে লাগা আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। পানির উৎস থেকে দুর্ঘটনাস্থলের দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার। চলাচলের রাস্তাও বেশ দুর্গম। নিরাপত্তাজনিত কারণে জেলা প্রশাসন রাতে নির্বাপণকাজ বন্ধ রেখেছে। সোমবার (৬ মে) ভোর সাড়ে ৫টায় পুনরায় কার্যক্রম শুরু করা হবে।  রোববার (৫ মে) ফায়ার সার্ভিস মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।   বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোর ৬টা থেকে ছয়টি ফায়ার পাম্পের মাধ্যেমে রিলে সিস্টেম বজায় রেখে সুন্দরবন-সংলগ্ন খাল থেকে পানি নিয়ে অগ্নিনির্বাপণ কার্যক্রম গ্রহণ করা হয়। তবে উল্লেখ্য যে, পাম্প বসানোর মতো কোনো জায়গা না-থাকায় নৌকায় পাম্প বসিয়ে অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। চতুর্দিকে আগুন যেন ছড়িয়ে না যায়, সেজন্য অগ্নিদুর্ঘটনা পানি দিয়ে সংকুচিত করা হয়েছে। পার্শ্ববর্তী ভোলা ও শেওলা নদী থেকে পানি এনে অগ্নিনির্বাপণের চেষ্টা করা হয়েছে। ফায়ার সার্ভিসের অফিসার-কর্মচারীসহ মোট ৫৫ ও ভলান্টিয়ার প্রায় ২৫০ জন অগ্নিনির্বাপণ কার্যক্রমে নিয়োজিত ছিল। এ ছাড়াও জেলা প্রশাসন, বন বিভাগ, বাংলাদেশ বিমানবাহিনী, নৌবাহিনী, জেলা পুলিশের সদস্যরা পুরো সময় অগ্নিনির্বাপণে বিশেষভাবে নিয়োজিত ছিল। ফায়ার সার্ভিস বলছে, এটি একটি বুশ ফায়ার। বিভিন্ন অংশে বিচ্ছিন্নভাবে এখনো আগুন ছড়িয়ে আছে। অগ্নিকাণ্ডের ব্যাপ্তি প্রায় ২ বর্গ কিলোমিটার। এখনো ধোঁয়া বিদ্যমান। জীবজন্তু এবং ঘন বনের জন্য শ্বাস-প্রশ্বাস স্বাভাবিকভাবে গ্রহণ করা যায় না। অগ্নিনির্বাপণের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থাও নেই। এ ছাড়া ফায়ার সার্ভিসের সব ইকুইপমেন্ট হ্যান্ড ক্যারি করে সুন্দরবন এলাকায় নেওয়ার পর নৌকায় স্থাপন করে অগ্নিকাণ্ড নির্বাপণ করা হচ্ছে। এর আগে, শনিবার (৪ মে) দুপুরের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনা জানার সঙ্গে সঙ্গে বন বিভাগের পাশাপাশি ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট সরকারি অন্য প্রতিষ্ঠানের লোকজন ঘটনাস্থলে পৌঁছায়। বন বিভাগের কর্মীরা স্থানীয় কমিউনিটি পেট্রোলিং গ্রুপ, ভিলেজ টাইগার রেসপন্স টিম এবং স্থানীয় জনগণের সহায়তায় চারপাশ থেকে ফায়ার লাইন কাটার কাজ শুরু করেন। কিন্তু ওই সময় ভাটার কারণে খালে পানি না থাকায় আগুনে পানি দেওয়া সম্ভব হয়নি। তবে রাতেই বন বিভাগের নিজস্ব ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট এবং পানি দেওয়ার মেশিন এনে সেটি রেডি করে পাইপ লাগিয়ে সেট করে রাখা হয়।
৬ ঘণ্টা আগে

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের 
গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আল আমিন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।  শনিবার (৪ মে) দুপুরে এ ঘটনা ঘটে  বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম রাফি।   নিহত নাম আল আমিন গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকার বাসিন্দা আক্তার আলীর ছেলে। স্থানীয় চান্দনা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন তিনি।  স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার আল আমিন ও তার খালাতো ভাই শাকিল আহমেদসহ চারজন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট চত্বরে বেড়াতে যান। এ সময় চার-পাঁচজন ছিনতাইকারী প্রথমে তাদের নাম-পরিচয় জানতে চায়। এরপর তাদের সঙ্গে যা আছে তা দিতে বলে। এক পর্যায়ে আল আমিনের কাছে থাকা মোবাইল ফোনটি ছিনতাইয়ের চেষ্টা করলে সে তাদের বাধা দেয়। এ সময় ছিনতাইকারীরা তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গাজীপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম রাফি জানান, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আল আমিন। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। 
১৬ ঘণ্টা আগে

নায়িকাকে দেখতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দেখতে যাওয়ার পথে জামালপুরে প্রাণ গেল এক কলা ব্যবসায়ীর। সড়ক দুর্ঘটনায় নিহত ওই ব্যবসায়ীর নাম মো. মজনু মিয়া (৪০)। তিনি ইসলামপুর উপজেলার মুখশিমলা এলাকায় মৃত দুলাল মিয়ার ছেলে।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মজনু মিয়া বৃহস্পতিবার (২ মে) রাতে জেলার মেলান্দহ উপজেলার দুরমুট বৈশাখী মেলায় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দেখতে যাচ্ছিলেন। ইসলামপুর থেকে তাকে বহনকারী অটোরিকশাটি ফুলতলা মোড়ে পৌঁছালে, সেখানে পেছন থেকে আরেকটি অটোরিকশা তাতে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে পড়ে মাথায় মারাত্মকভাবে আঘাত পান মজনু মিয়া। এ সময় দ্রুত ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৪ মে) দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানান, দুরমুট মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দেখার জন্য বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যার পরপরই রওয়ানা হন মজনু মিয়া। পথে তাকে বহনকারী অটোরিকশাটি দুর্ঘটনার শিকার হয়। এ সময় তিনি অটোরিকশার সামনে বসেছিলেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে। আজ (৪ মে) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
০৪ মে ২০২৪, ২১:২৬

চলন্ত ট্রাকে চালকের মৃত্যু, প্রাইভেটকারের ওপর উঠে গেল ট্রাক
চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রাকের ভেতরে মারা গেছেন ট্রাকচালক মো. আব্দুল মান্নান (৬০)। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি প্রথমে সামনে থাকা একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ ছাড়া পাশে থাকা একটি প্রাইভেটকারের ওপর উঠে যায় ট্রাকটি। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা তিন শিক্ষার্থী সামান্য আহত হন। শনিবার (৪ মে) দুপুর ২টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  ট্রাক চালকের মো. আব্দুল মান্নান কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বাসিন্দা ছিলেন। হাইওয়ে পুলিশ নিহত চালকের লাশ ও আহত যাত্রীদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ গণমাধ্যমকে বলেন, চলন্ত ট্রাকটির চালক হঠাৎ মারা যাওয়ায় নিয়ন্ত্রণহীন হয়ে ট্রাকটি আশপাশের গাড়িতে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। গাড়িতে থাকা যাত্রীরা সামান্য আহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার করেছে।
০৪ মে ২০২৪, ১৬:৪৭

মুন্সীগঞ্জে সড়কে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
মুন্সীগঞ্জের গজারিয়ায় কাভার্ডভ্যান-প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।  শুক্রবার (৩ মে) রাতে উপজেলার বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের হোসেন আলী বেপারীর ছেলে আলমগীর হোসেন (৫৮), তার ছোট ছেলে জহিরুল ইসলাম (২৭), তার মামি রাহেলা বেগম (৫৫)। আহতরা হলেন, আলমগীর হোসেনের বড় ছেলে নজরুল ইসলাম (৩০) ও প্রাইভেটকারচালক ইব্রাহিম খলিল সুজন (৩৩)। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঢাকার ডেমরা এলাকার বাসিন্দা কুয়েত প্রবাসী আলমগীর হোসেন সম্প্রতি দেশে ফিরেছেন। শুক্রবার পরিবার নিয়ে গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কাদরা গ্রামে বেড়াতে গিয়েছিলেন। বেড়ানো শেষ করে রাত সাড়ে ১০টার দিকে তার মামি রাহেলা বেগমকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ঢাকাতে নিয়ে আসছিলেন। পথে রাত দেড়টার দিকে তাদের প্রাইভেটকারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে আসলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে তা রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় আলমগীর হোসেনসহ ঘটনাস্থলেই মারা যান তিনজন। চালকসহ আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক। তিনি বলেন, রাত ১টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে দুর্ঘটনার খবর জানানো হয়। খবর পাওয়ার ৫ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। হতাহত সবাইকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ বিষয়ে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, মরদেহ বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। কাভার্ডভ্যানটিকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
০৪ মে ২০২৪, ১২:৫৭

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের
ময়মনসিংহে পুকুরের ডুবে ওমর ফারুক (১০) ও আবু বক্কর (৭) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) বিকেল ৫টার দিকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের শিমুলতলি মোড় এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের শ্রীগলদি গ্রামের মো. কামাল মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, মো. কামাল মিয়া গত ১০ থেকে ১২ বছর ধরে সপরিবারে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডে গোদারাঘাট এলাকার বিল্লাল ডাক্তারের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি পেশায় ভ্যানচালক। তার স্ত্রী অন্যের বাসায় কাজ করেন। ঘটনার দিন সকালে কামাল ও তার স্ত্রী-সন্তানদের বাসায় রেখে কাজে যান। দুপুরের দুই শিশু খাওয়াদাওয়া করে ঘুমাতে যায়। কিন্তু কখন ঘুম থেকে উঠে বাইরে যায়, বিষয়টি বাড়ির অন্য কেউ টের পায়নি। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হলেও প্রতিবেশীরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। একপর্যায় শিমুলতলি মোড়ের পুকুরে ছোট ছেলে আবু বকরকে ভেসে থাকতে দেখে স্থানীয় তাকে হাসপাতালে পাঠায়। আবু বকরকে উদ্ধারের আধাঘণ্টা পর একই পুকুর থেকে ওমর ফারুককে মৃত অবস্থায় উদ্ধার করে। আবু বকরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
০৩ মে ২০২৪, ০৯:২২

দেড় মাস বয়সী নাতিকে ডাক্তার দেখাতে গিয়ে প্রাণ গেল নানির 
লক্ষ্মীপুরে দেড় মাস বয়সী নাতি রাহাত ইসলামকে ডাক্তার দেখাতে ক্লিনিকে নেওয়ার পথে পিকআপ ভ্যানের চাপায় এক নারী নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (২ মে) দুপুরে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের খোয়াসাগর দিঘীর পাড়ে লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জেসমিন আক্তার (৫৩) রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়নের বাবুর হাট এলাকার মৃত আব্দুল খালেকের স্ত্রী। নিহতের মেয়ে রোমানা আক্তার জানায়, রাহাতকে ডাক্তার দেখানোর জন্য জেসমিন আক্তার দালাল বাজার স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে আসেন। সঙ্গে রোমানাও ছিলেন। এ সময় তারা অটোরিকশা থেকে নেমে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি পিকআপ জেসমিনকে চাপা দেয়। ঘটনার সময় শিশু রাহাত তার নানির কোলেই ছিল। এতে গুরুতর আহত অবস্থায় জেসমিনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় নানি মারা গেলেও নাতি প্রাণে বেঁচে যায়। দালাল বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমদাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। পিকআপটি আমাদের হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
০৩ মে ২০২৪, ০৮:১১

ভেঙে গেল ভারতের ১২৭ বছরের পুরোনো গোদরেজ গ্রুপ
ভারতের জনপ্রিয় এবং পুরোনো ব্যবসায়ী গোষ্ঠী গোদরেজ গ্রুপের মালিকেরা তাদের ব্যবসা ভাগ করার বিষয়ে একমত প্রকাশ করেছেন। ফলে ১২৭ বছরের পুরোনো এই গ্রুপটি ভেঙে যাচ্ছে। নতুন করে গোদরেজ এন্টারপ্রাইজ এবং গোদরেজ ইন্ডাস্ট্রিজ নামে দুটো আলাদা গ্রুপ তৈরি হচ্ছে। ১৮৯৭ সালে গোদরেজ গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন দুই ভাই আরদেশির গোদরেজ এবং পিরোজশা বুরজোরজি গোদরেজ। গ্রুপের বর্তমান মালিকেরা প্রায় ৫৯ হাজার কোটি রুপির (৭০০ কোটি ডলার) ব্যবসা ভাগ করতে যাচ্ছেন। তবে গোদরেজ এন্টারপ্রাইজ এবং গোদরেজ ইন্ডাস্ট্রিজ নামে দুটো আলাদা গ্রুপে ভাগ হয়ে ব্যবসা পরিচালনা করলেও তারা গোদরেজ ব্র্যান্ড ব্যবহার করতে পারবে। ৭৫ বছর বয়সী জামশিদ গোদরেজ ‘গোদরেজ এন্টারপ্রাইজ গ্রুপের’ (জিইজি) নেতৃত্বে থাকবেন। যিনি গ্রুপটির চেয়ারপারসন এবং ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন। আর নির্বাহী পরিচালকের দায়িত্বে থাকবেন নিরিকা হোলকার। এই গ্রুপটি গোদরেজ অ্যান্ড বয়েস কোম্পানির মালিকানা পেয়েছে যা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, অ্যারোস্পেস, তালা এবং নির্মাণ ব্যবসায় জড়িত। অন্যদিকে ৭৩ বছর বয়সী নাদির গোদরেজ ‌‘গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপের’ (জিআইজি) নেতৃত্বে থাকবেন । তিনি গ্রুপটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন। জিআইজির যেসব কোম্পানির মালিকানা পেয়েছে তার মধ্যে আছে গোদরেজ ইন্ডাস্ট্রিজ, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, গোদরেজ প্রপার্টিজ, গোদরেজ অ্যাগ্রোভেট এসটেক লাইফসাইন্সেসের মত প্রতিষ্ঠান। নাদির গোদরেজের ভাই আদি গোদরেজ এবং পরিবারের সদস্যরা গ্রুপটির পরিচালনার দায়িত্বে থাকবেন। ২০২১ সালের আগস্টে গোদরেজ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন ৮২ বছর বয়সী আদি গোদরেজ । তিনি তার ভাই নাদির গোদরেজের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। ২০২৬ সালের আগস্টে নাদির গোদরেজের পরিবর্তে গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপের মালিকানা পাবেন আদি গোদরেজের ছেলে পিরোজশা গোদরেজ। সূত্র : রয়টার্স
০২ মে ২০২৪, ১৫:৪৭

শিক্ষার্থীদের স্বস্তি দিতে ক্লাসরুম হয়ে গেল ‘সুইমিং পুল’
তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, তীব্র গরমে শিক্ষার্থীদের স্বস্তি দিতে ভারতের উত্তরপ্রদেশের কনৌজের একটি স্কুলের শ্রেণিকক্ষকে সুইমিং পুলে রূপান্তরিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিন ধরেই পারদের পারদ ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। তাপপ্রবাহ রেকর্ড হওয়ায় অনেক শিশু বাড়িতে থাকতে বাধ্য হওয়ার পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। এনডিটিভির শেয়ার করা ভিডিওতে দেখা যায়, মহাসুনাপুর গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী শ্রেণিকক্ষে কৃত্রিম সুইমিং পুলে খেলছে, যা দেখতে দুই ফুট পানির ট্যাংকের মতো। স্কুলের প্রিন্সিপাল বৈভব রাজপুত বলেন, তাপপ্রবাহ বাড়ায় স্কুলে পড়ুয়ার সংখ্যা অনেকটাই কমে গেছে। কিন্তু স্কুলের একটি শ্রেণিকক্ষ পানিতে ভরে যাওয়ার পর শিশুরা আসতে শুরু করেছে। তারা এখন পড়াশোনা করছে এবং সাঁতার কেটে গরম থেকে মুক্তি পাচ্ছে। দারুণ সব আইডিয়া তৈরির জন্য বৈভব গ্রামটিতে বেশ জনপ্রিয়। তিনি বলেন, ‌একটি ক্লাসরুম পানিতে পূর্ণ করার পর শিশুরা স্কুলে আসতে শুরু করে। তারা এখন পড়াশোনা করছে এবং পাশাপাশি সাঁতার কেটে গরম থেকে স্বস্তিও পাচ্ছে। এদিকে রেকর্ডভাঙা তাপমাত্রায় অতিষ্ঠ আফ্রিকার দেশ মালি, সেনেগাল, গিনি, বারকিনা ফাসো, নাইজেরিয়া, নাইজার ও শাদও। এমন পরিস্থিতিতে প্রচণ্ড গরমে মালির কিছু এলাকায় দুধ ও রুটির চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে বরফ। ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের (ডব্লিউএএ) বিজ্ঞানীরা বলছেন, অতি-উচ্চ তাপমাত্রার জন্য দায়ী মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মানুষ যদি জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে পৃথিবীকে উষ্ণ না করত, তাহলে মালি অথবা বারকিনা ফাসোর তীব্র তাপপ্রবাহের তাপমাত্রা আরও ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম হতো। 
০১ মে ২০২৪, ২০:৪৯

গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল প্রকৌশলীর
গাজীপুরের পূবাইলের মীরের বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় শাহাদাত হোসেন মুন্না (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  বুধবার (১ মে) সকালে মীরের বাজার এলাকার গাজীপুর-গাউছিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন ময়মনসিংহের নান্দাইল থানার রামগতি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি গাজীপুর-গাউছিয়া ঢাকা বাইপাস সড়ক উন্নয়ন প্রজেক্টের ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শাহাদাত হোসেন মোটরসাইকেলে করে গাজীপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূবাইল থানার ওসি মো. কামরুজ্জামান। তিনি বলেন, শাহাদাত হোসেনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়েছে।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
০১ মে ২০২৪, ১৩:৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়