• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo
সালাউদ্দিনের মন্তব্য নিয়ে যা বললেন কোচ ক্যাবরেরা
গত মার্চে সৌদি আরবে দুই সপ্তাহের ট্রেনিং করেছিল বাংলাদেশ ফুটবল দল। এরপরও ফিলিস্তিনের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ম্যাচেই পরাজিত হয় জামাল ভূঁইয়ারা। দুই হারের জন্যই কোচের সমালোচনা করেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে এই সমালোচনাকে ইতিবাচক ভাবেই দেখছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সোমবার (২৯ এপ্রিল) বাফুফে ভবন প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে অনির্ধারিত এক আলোচনায় সমসাময়িক অনেক বিষয়ে মন্তব্য করেছেন। এ সময় সালাউদ্দিনের সমালোচনা নিয়ে ক্যাবরেরা বলেন, তিনি ফেডারেশনের সভাপতি। তার সমালোচনার এখতিয়ার রয়েছে। আমি সেটি ইতিবাচক হিসেবেই দেখি, সব সময় শেখার ও উন্নতির জায়গা থাকে। প্রায় তিন সপ্তাহের ছুটি কাটিয়ে জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা গত ১৯ এপ্রিল ঢাকায় ফিরেছেন। জুন উইন্ডোতে বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে বাংলাদেশের শেষ দুই ম্যাচের দল গঠন ও প্রস্তুতির পরিকল্পনা করছেন তিনি। ২৯ মে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ। খেলোয়াড়দের এক দিন বিশ্রাম দিয়ে অস্ট্রেলিয়া ম্যাচের আগে ৪-৫ দিনের বেশি অনুশীলনের সুযোগ নেই। এই নিয়ে কোচ বলেন, অস্ট্রেলিয়া ম্যাচের আগে ৪-৫ সেশনের বেশি অনুশীলন করানো যাবে না। ৬ জুন ম্যাচ খেলে পরের দিনই কাতারে রওনা দেয়ার পরিকল্পনা আমার। এটি অবশ্য জাতীয় দল কমিটিই চূড়ান্ত করবে। আগামী ৬ জুন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পরের ম্যাচ ১১ জুন কাতারে লেবাননের বিপক্ষে। এই দুই ম্যাচের জন্য কোচ ২৬ জন খেলোয়াড় ডাকতে চান। এই ব্যাপারে কোচ বলেন, আমাদের এই উইন্ডো খুব সংক্ষিপ্ত। তাই ২৬ জন খেলোয়াড় ডাকার পরিকল্পনা রয়েছে। এখনো লিগের ৫ রাউন্ড বাকি রয়েছে। খেলোয়াড়রা পর্যবেক্ষণে রয়েছে। জাতীয় দলের নির্ভরযোগ্য দুই ফুটবলার তারিক কাজী ও শেখ মোরসালিন মার্চ উইন্ডোতে ইনজুরির জন্য ছিলেন না। মোরসালিন সম্প্রতি কিংসের হয়ে মাঠে নেমেছেন। মোরসালিনের ফেরা এবং ২৬ জনের দলে নতুন মুখ নিয়ে হ্যাভিয়ের বলেন, মোরসালিন খেলছে এটা আমাদের জন্য ইতিবাচক দিক। নতুন কেউ আসতে পারে দলে, আমরা সবার উপরই নজর রাখছি।’ অন্য সবার মতো গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ জাতীয় দলের বিদেশি ফুটবল কোচও। বাংলাদেশে এসেছেন প্রায় আড়াই বছর। এই সময়ের মধ্যে এবারই সর্বোচ্চ গরম অনুভব করলেও ফেডারেশন কাপ, লিগ ম্যাচ দেখতে ছুটছেন স্প্যানিশ কোচ।
১ ঘণ্টা আগে

বিশ্বকাপের আগে নতুন কোচ পেল পাকিস্তান
সাদা বলের দুই ফরম্যাটে জন্য দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেন এবং টেস্ট দলের জন্য অস্ট্রেলিয়ার জেসন গিলেস্পিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে মে মাসে পাকিস্তান দলের ইংল্যান্ড সফরে দলের দায়িত্ব বুঝে নেবেন কারস্টেন। অন্যদিকে দুই বছরের চুক্তিতে টেস্ট দলের দেখভাল করবেন গিলেস্পি। প্রথমবারের মতো ভিন্ন-ভিন্ন ফরম্যাটের জন্য আলাদা কোচ নিয়োগ দিলো পিসিবি। কোচ নিয়োগের বিষয়ে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির ভাষ্য, ‘কারস্টেন এবং গিলেস্পি দুজনেই জনপ্রিয় এবং অভিজ্ঞ কোচ। তাদের নিয়োগ আমাদের দলের ওপর আন্তর্জাতিক সংস্থাগুলোর আস্থা ফুটিয়ে তোলে।’ ক্রিকেট ক্যারিয়ারে ১৯৯৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ১০১ টেস্ট এবং ১৮৫ ওয়ানডে খেলেছেন কারস্টেন। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারতের কোচ ছিলেন তিনি। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটান্সের কোচের দায়িত্ব পালন করছেন ৫৬ বছর বয়সী কারস্টেন। আগামী মাসে ইংল্যান্ড সফরে ৪ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ দিয়ে পাকিস্তানের কোচ হিসেবে যাত্রা শুরু করবেন তিনি। কারস্টেনের ভাষ্য, ‘দলের বর্তমান অবস্থা বুঝতে এবং কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের জন্য পরিকল্পনা সাজানো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী মেগা ইভেন্টগুলো জয় করা চ্যালেঞ্জিং ও মূল উদ্দেশ্য। সেটা জুনে আসন্ন টুর্নামেন্ট বা ভবিষ্যতের অন্য কোনো ইভেন্ট হোক। এই প্রতিযোগিতায় সাফল্য অর্জন করতে পারাটা হবে অসাধারণ কিছু।’ অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট ক্যারিয়ারে ৭১ টেস্ট এবং ৯৭ ওয়ানডে ম্যাচ খেলেছেন ৪৯ বছর বয়সী গিলেস্পি। ২০১৪ এবং ২০১৫ সালে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী ইর্য়শায়ারের কোচ ছিলেন গিলেস্পি। ৪৯ বছর বয়সী গিলেস্পির মন্তব্য, ‘পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব পালন করা যেকোনো কোচের জন্য বড় প্রাপ্তি। আমি বুঝতে পারি, সেখানে প্রত্যাশা আছে এবং এটি দায়িত্বের মাধ্যমেই আসে। আমি যা করতে পারি, তা হলো এটিকে গুরুত্ব সহকারে নেওয়া এবং আমি যদি মনে করতাম, এটি সামলাতে পারবো না; তাহলে আমি এ কাজটি নিতাম না।’ এদিকে কারস্টেন এবং গিলেস্পির সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ। এর আগে, নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ছিলেন আজহার। ২-২ সমতায় শেষ হয় সিরিজটি। চলতি বছরের শেষ দিকে ঘরের মাঠে বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন গিলেস্পি। গত ফেব্রুয়ারিতে পিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকে পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক পরিবর্তন এনেছেন নকভি। নির্বাচক কমিটিতে পরিবর্তনের পাশাপাশি শাহিন শাহ আফ্রিদিকে সরিয়ে বাবর আজমকে সাদা বলের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এরপর ইংল্যান্ড সিরিজ শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে উড়াল দেবে তারা।
৮ ঘণ্টা আগে

মোস্তাফিজে সন্তুষ্ট চেন্নাই কোচ
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বল হাতে দারুণ সময় পার করছেন মোস্তাফিজুর রহমান। তবে আগামী জুনে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে আইপিএলের মাঝপথে দেশে ফিরবেন চেন্নাই সুপার কিংসের এই পেসার। এদিকে দ্য ফিজের দেশে ফিরে যাওয়াটা চেন্নাইয়ের জন্য কষ্টের বলে মন্তব্য করেছেন দলটির ব্যাটিং কোচ অস্ট্রেলিয়ার মাইক হাসি। চলতি আইপিএলে চেন্নাইয়ের প্রথম ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন কাটার মাস্টার। এরপর দলটির হয়ে ৫ ম্যাচ খেলে সবগুলোতেই উইকেট শিকার করেছেন দ্য ফিজ। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ২৪ ওভার বল করে ২২৬ রান খরচায় ১১ উইকেট শিকার করেছেন বাঁ-হাতি এই পেসার। বোলিংয়ে তার গড় ২০ দশমিক ৫৪ ও  ইকোনোমি ৯ দশমিক ৪১। তবে জাতীয় দলের আন্তর্জাতিক সূচি থাকায় চেন্নাইয়ের হয়ে আর মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পাবেন দ্য ফিজ। কেননা, পহেলা মে পর্যন্ত তাকে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিজের স্লোয়ার ডেলিভারির প্রশংসা করে ভারতীয় সংবাদমাধ্যমকে হাসির ভাষ্য, ‘সে (ফিজ) দুর্দান্ত স্লোয়ার ডেলিভারি করতে পারে। তার সেই ডেলিভারি খেলা ব্যাটারদের জন্য খুব কঠিন। বিশেষ করে চেন্নাইর মাঠে। সে যখন বাংলাদেশে ফিরে যাবে, তখন আমরা খুব কষ্ট পাবো। কিন্তু তার দেশ থেকে তাকে ডাকা হয়েছে। যতদিন সম্ভব আমরা তাকে রাখতে চেয়েছিলাম। এখন পর্যন্ত তার  পারফরমেন্সে আমরা খুশি।’
২৩ এপ্রিল ২০২৪, ১৯:০২

ঢাকায় পৌঁছেছেন কোচ হাথুরুসিংহে ও মুশতাক
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে টাইগারদের স্পিন বোলিং কোচ হিসেবে মুশতাক আহমেদকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই সাকিব-মিরাজদের দায়িত্ব নিতে ঢাকায় পা রেখেছেন এই পাকিস্তানি কিংবদন্তি। সোমবার (২২ এপ্রিল) বিকেল ৫টা ২০ মিনিটে বাংলাদেশে পৌঁছেছেন মুশতাক। অন্যদিকে এর আগের দিন রোববার রাতে বাংলাদেশে চলে এসেছে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জানা গেছে, আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের স্পিনারদের সাথে কাজ করবেন মুশতাক। অভিজ্ঞ এই কোচ এর আগে ইংল্যান্ড, পাকিস্তানসহ বেশ কিছু দলে কাজ করেছেন। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর তার প্রথম অ্যাসাইনমেন্ট ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। নতুন দায়িত্ব বুঝে নিতে ঢাকায় পা রেখেছেন মুশতাক। এ ছাড়া জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও বাংলাদেশে চলে এসেছেন। মাঝে তার আসা না আসা নিয়ে কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হলেও বিসিবি বরাবরই বলেছে এখানে কোনো ধোঁয়াশা নেই। সব শঙ্কা দূরে ঠেলে দিয়ে তাই বাংলাদেশে চলে এসেছেন হাথুরু। সবকিছু ঠিক থাকলে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে প্রধান কোচের দায়িত্বে থাকবেন তিনিই। এর আগে জরুরি কারণে শ্রীলঙ্কা সিরিজের মাঝ পথে হাথুরুকে ছুটি দেয় বিসিবি। ছুটি পেয়ে অস্ট্রেলিয়াতে ফিরে যান হাথুরু। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় নিক পোথাসকে। আগামী ৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের প্রথম তিন ম্যাচ চট্টগ্রামে হলেও পরের দুই ম্যাচ হবে মিরপুরে।  
২২ এপ্রিল ২০২৪, ২০:৫৮

২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
রাশিয়া বিশ্বকাপের পর থেকেই ব্যর্থতার বৃত্তে ঘোরপাক খাচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। যার ফলে গত বছরের সেপ্টেম্বরে হান্সি ফ্লিককে সরিয়ে দায়িত্বে আনা হয় ইউলিয়ান নাগেলসমানকে। প্রথম ধাপে আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত চুক্তি ছিল ৩৬ বছর বয়সী এই কোচের। এবার তার সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বৃদ্ধি করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। নাগেলসমানের অধীনে এখন পর্যন্ত ছয়টি ম্যাচে জার্মানির ডাগআউট সামলে তিনটিতে জয়ের দেখা পেয়েছেন নাগেলসমান। ধুঁকতে থাকা দলটিকে ফিরিয়েছেন জয়ের ধারায়। যা বজায় রাখতে চান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও। চুক্তি বৃদ্ধি প্রসঙ্গে নাগেলসমান বলেন, এটি হৃদয়ের সিদ্ধান্ত। দেশের সেরা খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে পারা ও জাতীয় দলকে প্রশিক্ষণ দিতে পারাটা অনেক সম্মানের। সফল ও আকর্ষণীয় পারফরম্যান্সের মাধ্যমে আমাদের সুযোগ আছে পুরো দেশকে অনুপ্রাণিত করার।  ‘মার্চে ফ্রান্স ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দুটি সত্যিই আমাকে ছুঁয়ে গেছে। ঘরের মাঠে একটি সফল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে চাই আমরা এবং আমার কোচিং করা দল নিয়ে বিশ্বকাপে চ্যালেঞ্জ নিতে সত্যিই মুখিয়ে আছি।’ গুঞ্জন ছিল আবারও বায়ার্নে ফিরতে পারেন নাগেলসমান। কেননা চলতি মৌসুম পর বর্তমান কোচ টমাস টুখেলকে ছেড়ে দেবে বায়ার্ন। তার বিকল্প খুঁজতে ইতোমধ্যেই তোরজোড় শুরু করেছে তারা। সেই তালিকা থেকে নাগেলসমান নামটি বাদই দিতে হলো। উল্লেখ্য, ২০২১-২৩ পর্যন্ত বায়ার্নের কোচ ছিলেন নাগেলসমান।           View this post on Instagram                       A post shared by Dawid Malan (@djmalan29)
১৯ এপ্রিল ২০২৪, ২১:১৩

যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে ‍তুলেছিল বাংলাদেশ; যা আইসিসি কোনো আসরে প্রথম অর্জন টাইগারদের। এই সাফল্যের পেছনের অন্যতম নায়ক ছিলেন হেড কোচ স্টুয়ার্ট ল। এবার যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এই অজি কিংবদন্তি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোচ হিসেবে ল-এর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। বাংলাদেশের এই সাবেক কোচের প্রথম প্রতিপক্ষও টাইগাররাই। বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। সেটিই যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে স্টুয়ার্ট ল-এর প্রথম সিরিজ। এর আগে ২০১১ সালে বাংলাদেশের জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ল। ছিলেন ২০১২ পর্যন্ত, তার অধীনে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে ওঠে বাংলাদেশ। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত। এর বাইরে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কোচ হিসেবেও অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেছেন।  ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন অস্ট্রেলিয়া জাতীয় দলের সঙ্গেও। এ ছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তার অধীনেই এসেছিল যুব এশিয়া কাপের শিরোপা।  সবশেষ কাজ করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ হিসেবে। কিন্তু যুব বিশ্বকাপে ব্যর্থতার পর তার সঙ্গে আর চুক্তি বৃদ্ধি করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিয়ে ৫৫ বছর বয়সী এই কোচ বলেন, এ সময়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে যোগ দিতে পারা রোমাঞ্চকর ব্যাপার। যুক্তরাষ্ট্র অন্যতম শক্তিশালী সহযোগী দেশ।  ‘আমি বিশ্বাস করি, সামনে আমরা একটা ভয়ংকর দল গঠন করতে পারব। বাংলাদেশ সিরিজের জন্য প্রস্তুতি নেওয়াই হবে প্রথম কাজ, এরপর ঘরের মাঠে বিশ্বকাপে লক্ষ্য ঠিক করতে হবে, যেটা অনেক বড় বিষয়।’ আগামী ২১ মে শুরু হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি ম্যাচ হবে ২৩ ও ২৫ মে। সিরিজের সব কটি ম্যাচই হবে টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে।   
১৮ এপ্রিল ২০২৪, ১৩:১৪

বাংলাদেশের নতুন স্পিন কোচ পাকিস্তানের মুশতাক
বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার ও বিশ্বকাপজয়ী মুশতাক আহমেদ। জানা গেছে, তিনি এই মাসের শেষের দিকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ক্যাম্পের আগে দলের সাথে যোগ দেবেন এবং ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত বাংলাদেশ দলের সাথে কাজ করবেন। মুশতাক আহমেদ বলেন, স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হতে পারাটা আমার জন্য অনেক গর্বের। আমি এই ভূমিকার জন্য উন্মুখ এবং আমার অভিজ্ঞতা খেলোয়ারদের দিতে চাই, কারণ তারা খুব কোচযোগ্য এবং আমি সবসময় বিশ্বাস করি যে তারা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দলগুলির মধ্যে একটি। তারা যে কাউকে হারাতে পারে কারণ তাদের সামর্থ্য, সম্পদ এবং প্রতিভা রয়েছে। আমি চেষ্টা করব তাদের মধ্যে সেই বিশ্বাস জাগিয়ে তুলতে। দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত।  প্রসঙ্গত, ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত ইংল্যান্ডের এবং ২০১৮ ওয়েস্ট ইন্ডিজের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন ৫৩ বছর বয়সী এই ক্রিকেটার।  
১৬ এপ্রিল ২০২৪, ২০:১৭

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ
গত ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশের কোচিং প্যানেলের বেশ কয়েকটি পদ খালি হয়। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সেসব পদে কোচ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  সেই ধারাবাহিকতায় গত মাসে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার নাথান কিয়েলিকে নিয়োগ দিয়েছিল বিসিবি। আসন্ন জিম্বাবুয়ে সিরিজ দিয়ে শুরু হবে কিয়েলি অধ্যায়। রোববার (১৪ এপ্রিল) রাতে ঢাকায় এসে পৌঁছেছেন কিয়েলি। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপরারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস। দ্রুতই কাজ শুরু করবেন ক্রিকেটারদের সঙ্গে। কাজ শুরু আগে আজ (সোমবার) কেইলি এসেছিলেন মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।  দুই বছরের চুক্তিতে জাতীয় দলের সঙ্গে কাজ করবেন নতুন এই কোচ। কিয়েলি এর আগে পেশাদার ক্রিকেট ও রাগবিতে কাজ করেছেন। এছাড়া চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্রিকেট নিউ সাউথ ওয়েলসে ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এ ছাড়া এনএসডব্লিউ ব্লুজ, এনএসডব্লিউ পাথওয়েস ও প্রমীলা বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের সাথে কাজ করেছেন কিয়েলি।
১৫ এপ্রিল ২০২৪, ১৪:১৪

সাকিবের মাঠে ফেরা নিয়ে যা জানালেন কোচ সোহেল 
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন সাকিব আল হাসান। এরপর ডিপিএলে শেখ জামালের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আর মাঠে নামেননি তিনি। কারণ, পবিত্র ওমরা হজ পালন করতে সৌদি আরবে যান সাকিব।  এরপর পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করতে সৌদি থেকেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই বিশ্বসেরা অলরাউন্ডার। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী-সন্তানদের সঙ্গে সেই ছবিও দেখা গেছে।  তবে কবে নাগাদ দেশে ফিরছেন সাকিব এটি এখন বড় প্রশ্ন। কেননা ঈদের ছুটি শেষে আজ (সোমবার) থেকে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএলের দশম রাউন্ড। আর এদিন পারটেক্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের শেখ জামাল।  এই ম্যাচে সাকিবকে পাওয়া যাবে না সেটি স্পষ্ট করেছেন শেখ জামালের কোচ সোহেল ইসলাম। তবে পরবর্তী ম্যাচ আবাহনীর বিপক্ষে সেই ম্যাচে দেখা যেতে পারে তাকে। রোববার (১৪ এপ্রিল) গণমাধ্যমে সোহেল বলেন, সাকিব আপাতত ছুটিতে আছেন। কালকের ম্যাচ না খেলে পরের ম্যাচ খেলার সম্ভাবনা আছে। এদিকে পরের ম্যাচে আবাহনীর বিপক্ষে শেখ জামালের খেলা সহজ হবে না বলে জানিয়েছেন দলের কোচ সোহেল। প্রতিপক্ষকে নিয়ে তিনি বলেন, আবাহনী অনেক ভাল দল। জাতীয় দলের অনেক খেলোয়াড় আছেন আবাহনীতে। তবে ক্রিকেট খেলা, জানেন তো। আমাদের দলও বেশ ভাল। দুই বছর আগে আমরা চ্যাম্পিয়ন হয়েছি।  ‘গত বছর যে দুটি ম্যাচ খেলেছি, এর মধ্যে আমরা একটাতে জিতেছি। আমাদের দল কিন্তু খুব একটা বদলায়নি। যখন আবাহনীর সঙ্গে খেলা হবে, তখন আমাদের চেষ্টা থাকবে ভালো করার।’  
১৫ এপ্রিল ২০২৪, ১৩:০৬

অবশেষে নতুন কোচ পেলো পাকিস্তান
মাসখানেক ধরেই নতুন করে সবকিছু সাজাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডে বিশ্বকাপে রীতিমত ভরাডুবির পর দুই দফায় অধিনায়কের পদে রদবদল এসেছে। নেতৃত্ব হারিয়ে ফের তা ফিরে পেয়েছেন বাবর আজম। একই সঙ্গে সাত সদস্যের নির্বাচক কমিটির ঘোষণাও এসেছে। এদিকে এতকিছুর পরও দ্য গ্রিন ম্যানদের প্রধান কোচ নিয়ে ধোঁয়াশা কাটেনি। এই তালিকায় গ্যারি কারস্টেন ও জেসন গিলেস্পির নামও জোরেশোরে শোনা গিয়েছে। তবে সেই সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি।  এবার সব ধোঁয়াশা একপাশে রেখে অন্তর্বর্তীকালীন কোচে আস্থা রেখেছে দেশটির ক্রিকেট বোর্ড। মূলত নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজকে সামনে রেখে লম্বা সময় অপেক্ষাও করতে নারাজ পিসিবি। গুঞ্জন ছিল, মোহাম্মদ ইউসুফ পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন। তবে তাকে নয়, স্বল্প সময়ের জন্য সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদকে দায়িত্ব দিয়েছে পিসিবি। অন্যদিকে ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন ইউসুফ।  সোমবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজহার মাহমুদকে প্রধান কোচের দায়িত্ব দেওয়ার বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  বিবৃতিতে পিসিবি বলেছে, আজহার মাহমুদকে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য প্রধান কোচ পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে সাঈদ আজমলকে আরও একটি সিরিজের জন্য স্পিন বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। নিউজিল্যান্ড সিরিজেও থাকছেন তিনি। এ ছাড়া সাবেক পেসার ও নির্বাচক ওয়াহাব রিয়াজকে ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে। দ্য গ্রিন ম্যানদের হয়ে ১৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আজহার। উইকেট শিকার করেছেন ১৬২টি। এ ছাড়া ২ হাজার ৪২১ রানও করেছেন তিনি। এর আগে, ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেন আজহার মাহমুদ। উল্লেখ্য, আগামী ১৮ এপ্রিল থেকে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। একই ভেন্যুতে ২০ ও ২১ এপ্রিল হবে পরের দুটি ম্যাচ। এ ছাড়া ২৫ ও ২৭ এপ্রিল শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ হবে লাহোরে।  
০৯ এপ্রিল ২০২৪, ১৩:৫৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়