• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

সেনবাগে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

সেনবাগ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ এপ্রিল ২০২৪, ১৯:০৪
সেনবাগে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ
ছবি : আরটিভি

নোয়াখালীর সেনবাগে বোরো ধান কাটার সময় হয়ে গেছে। কিন্তু চলমান তাপদাহের এই পরিস্থতিতে দেখা দিয়েছে শ্রমিক সংকট। ফলে খেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। এ অবস্থায় কৃষকের ধান কেটে ঘরে তোলার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিপ্তরের সামনে পাঁচ কৃষকের হাতে পাঁচটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীরা উপস্থিত ছিলেন।

এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও ধান বস্তায় ভরার কাজও করা যাবে।

সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষকরা।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আম কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার বৃদ্ধা, আটক ২ 
সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে সাইফুল আলম দিপুর গণসংযোগ 
সেনবাগে বইছে নির্বাচনী হাওয়া, এগিয়ে সাইফুল আলম দিপু
সেনবাগে সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন
X
Fresh