• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo
৬ মে লিডসে কাব্যশীলনের কবিতা ও শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা
ব্রিটেনের লিডস শহরে সাহিত্যপত্র কাব্যশীলনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে কবিতা ও শাস্ত্রীয় সঙ্গীতের এক ব্যতিক্রমধর্মী আয়োজন ‘ক্রন্দন ও কুয়াশার গান।’  সোমবার (৬ মে)  বিকেল ৪টায় লিডসের মূরটাউন মেথডিস্ট চার্চে এই বিশেষ অনুষ্ঠান মঞ্চস্থ হবে বলে জানিয়েছেন কাব্যশীলনের নির্বাহী সম্পাদক সৈয়দ আনোয়ার রেজা।  এতে হিন্দুস্তানি শাস্ত্রীয় ও উপশাস্ত্রীয় সঙ্গীত, গজল, ঠুমরির পাশাপাশি বিচিত্র বর্গের বাংলাগানও পরিবেশন করবেন ভারত থেকে আগত, সদ্য প্রয়াত উস্তাদ রাশিদ খানের জ্যেষ্ঠ  সঙ্গীতশিষ্যা, বর্তমান প্রজন্মের অন্যতম শীর্ষ শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী কোয়েল ভট্টাচার্য। তবলা সঙ্গত করবেন পন্ডিত শুভঙ্কর ব্যানার্জির দুই মেধাবী সঙ্গীতশিষ্য কুন্তল দাস ও অনিরুদ্ধ মুখার্জি।  কবি সৈয়দ আনোয়ার রেজা ও ডা. শারমীন নিজামের উপস্থাপনায় অনুষ্ঠিতব্য এই আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থাকবেন দক্ষিণ এশিয়া শিল্প, সাহিত্য ও সঙ্গীতের শীর্ষ প্রতিষ্ঠান সৌধের পরিচালক কবি টি.এম আহমেদ কায়সার। কথা ও কবিতা পাঠ করবেন কবি ও গল্পকার সোমা দাশ, কবি শ্রী গাঙ্গুলি, বাচিকশিল্পী নাজমা ইয়াসমীন, ইফফাত মিতুল ও যুক্তরাজ্য সাহিত্য সংসদের সভাপতি  আহমদ সৈয়দ শাহনুর।
০৪ মে ২০২৪, ১৮:১০

দাউদকান্দি সাহিত্য সংসদ আয়োজিত স্বরচিত কবিতা পাঠ
দাউদকান্দি সাহিত্য সংসদের আয়োজনে স্বরচিত কবিতা পাঠ ও সাহিত্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) বিকেলে দাউদকান্দি উপজেলার গৌরীপুরে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক কবি আলী আশরাফ খানের সভাপতিত্বে এবং দাউদকান্দি সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা ও সদস্য সচীব সাংবাদিক শরীফ প্রধানের সঞ্চালনায় কবিতা পাঠের আসরটি সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে কবিতা পাঠ করেন ছড়াকার খন্দকার আল মামুন। বিশেষ অতিথি হিসেবে ভয়েস আর্টিস্ট এসএম মিজান, গীতিকার ইউসুফ নাছির কবিতা পাঠ করেন। অন্যান্যের মধ্যে কবিতা পাঠ করেন, মোহাম্মদ শাহআলম সরকার, মোহাম্মদ সাইফুল ইসলাম, মো: কামরুল হাসান, মোহাম্মাদ আবু জাফর, রোকশানা আক্তার ও মহিউদ্দিন। স্বরচিত কবিতাগুলোর মধ্যে ছিলো, স্রস্টার দয়া ও মহিমার বর্ননা, তীব্রতাপদাহ, দাউদকান্দি আমার জন্ম ভূমি, আমি মুসলীম, কিশোর গেং, সমসাময়িক বিষয়, প্রেম ও প্রকৃতি নিয়ে। কবিতা পাঠ শেষে কামরুল হাসানের একক ও যৌথ লেখা ৩টি কবিতার বই  কবি আলী আশরাফ খানকে উপহার দেন।    
৩০ এপ্রিল ২০২৪, ১২:৪৭

১১১টি কবিতা নিয়ে ননীগোপালের ‘স্পর্শহীন হাতের ছোঁয়া’ বইমেলায়
অমর একুশে বইমেলায় এলো ১১১টি কবিতা নিয়ে ননীগোপাল চক্রবর্ত্তীর বই ‘স্পর্শহীন হাতের ছোঁয়া’। মুক্তিযোদ্ধা, বিশিষ্ট অভিনেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও দক্ষ সংগঠক পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং অর্থ মন্ত্রণালয়ের উপসচিব, বিশিষ্ট নজরুল গবেষক ও কবি মো. জেহাদ উদ্দিন বইটির মোড়ক উন্মোচন করেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের মুল মঞ্চে হয় বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এ সময় বক্তারা বলেন, ননীগোপাল চক্রবর্ত্তী একজন সংস্কৃতিবান সাদা মনের মানুষ। নিজস্ব কর্ম স্পৃহায় পৌঁছে গেছেন মানুষের মননে। তার এ লেখনী সমাজকে আরও আলোকিত করবে বলেই আশা করেন বিশিষ্টজনেরা।  অমর একুশে গ্রন্থমেলার ২৬০-২৬১ নম্বর স্টল বইঘর প্রকাশনীতে বইটি পাওয়া যাবে। ‘স্পর্শহীন হাতের ছোঁয়া’ বইটিতে রয়েছে ১১১টি কবিতা। কবিতায় মানবিক প্রেম, প্রকৃতি আর যাপিত জীবনের নানা প্রতিচ্ছবি ফুটে উঠেছে। মানবিক মূল্যবোধ আর জীবনবোধের গভীরে তার বিচরণ। এরই মধ্যে তিনি দু-হাজারের অধিক কবিতা লিখেছেন। এ গ্রন্থে স্থান পেয়েছে শতাধিক কবিতা। এ ছাড়াও তিনি লিখছেন ছোট গল্প, অনুগল্প ও উপন্যাস।  লেখকের জন্ম ১৯৫৫ সালে রাজবাড়ি উপজেলায়। পড়ালেখা শেষে যুক্ত হন শিক্ষকতা পেশায়। ছাত্রজীবন থেকেই লেখালেখি শুরু। বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা, গল্প, নিবন্ধ, উপ-সম্পাদকীয় ও ফিচার লিখেছেন বাবু ননীগোপাল চক্রবর্ত্তী। সংগীত শিক্ষক হিসেবে নিজ এলাকা নড়াইল জেলার লোহাগড়ায় জনপ্রিয়তায় শীর্ষে তিনি। পাঠকের অনুপ্রেরণা পেলে বাকি জীবন লেখালেখির সাথে যুক্ত থাকার প্রত্যয় তার।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়