• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

১১১টি কবিতা নিয়ে ননীগোপালের ‘স্পর্শহীন হাতের ছোঁয়া’ বইমেলায়

আরটিভি নিউজ

  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪২
বইমেলা
সংগৃহীত

অমর একুশে বইমেলায় এলো ১১১টি কবিতা নিয়ে ননীগোপাল চক্রবর্ত্তীর বই ‘স্পর্শহীন হাতের ছোঁয়া’। মুক্তিযোদ্ধা, বিশিষ্ট অভিনেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও দক্ষ সংগঠক পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং অর্থ মন্ত্রণালয়ের উপসচিব, বিশিষ্ট নজরুল গবেষক ও কবি মো. জেহাদ উদ্দিন বইটির মোড়ক উন্মোচন করেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের মুল মঞ্চে হয় বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

এ সময় বক্তারা বলেন, ননীগোপাল চক্রবর্ত্তী একজন সংস্কৃতিবান সাদা মনের মানুষ। নিজস্ব কর্ম স্পৃহায় পৌঁছে গেছেন মানুষের মননে। তার এ লেখনী সমাজকে আরও আলোকিত করবে বলেই আশা করেন বিশিষ্টজনেরা।

অমর একুশে গ্রন্থমেলার ২৬০-২৬১ নম্বর স্টল বইঘর প্রকাশনীতে বইটি পাওয়া যাবে। ‘স্পর্শহীন হাতের ছোঁয়া’ বইটিতে রয়েছে ১১১টি কবিতা। কবিতায় মানবিক প্রেম, প্রকৃতি আর যাপিত জীবনের নানা প্রতিচ্ছবি ফুটে উঠেছে। মানবিক মূল্যবোধ আর জীবনবোধের গভীরে তার বিচরণ। এরই মধ্যে তিনি দু-হাজারের অধিক কবিতা লিখেছেন। এ গ্রন্থে স্থান পেয়েছে শতাধিক কবিতা। এ ছাড়াও তিনি লিখছেন ছোট গল্প, অনুগল্প ও উপন্যাস।

লেখকের জন্ম ১৯৫৫ সালে রাজবাড়ি উপজেলায়। পড়ালেখা শেষে যুক্ত হন শিক্ষকতা পেশায়। ছাত্রজীবন থেকেই লেখালেখি শুরু। বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা, গল্প, নিবন্ধ, উপ-সম্পাদকীয় ও ফিচার লিখেছেন বাবু ননীগোপাল চক্রবর্ত্তী। সংগীত শিক্ষক হিসেবে নিজ এলাকা নড়াইল জেলার লোহাগড়ায় জনপ্রিয়তায় শীর্ষে তিনি। পাঠকের অনুপ্রেরণা পেলে বাকি জীবন লেখালেখির সাথে যুক্ত থাকার প্রত্যয় তার।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বইমেলায় ৬০ কোটি টাকার বই বিক্রি
বইমেলায় যারা পেলেন গুণীজন স্মৃতি পুরস্কার
বইমেলায় ৬০ কোটি টাকার বই বিক্রি
শেষ সময়ে প্রাণবন্ত বইমেলা
X
Fresh