• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo
সাভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সাভারে অজ্ঞাত গাড়ির চাপায় নাহিদ মাহমুদ (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে থানা পুলিশ। সোমবার (৬ মে) ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।  এ ঘটনায় মোটরসাইকেল আরোহীকে চাপা দেওয়া পরিবহনটি শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহত নাদিম মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার জামির্তা এলাকার মোহসীন আলীর ছেলে। তিনি মোটরসাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছিলেন। হাইওয়ে পুলিশ জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেন দিয়ে নাহিদ মাহমুদ যাচ্ছিলেন। তিনি মহাসড়কের পুলিশ টাউনের সামনে গেলে অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আইয়ুব আলী বলেন, মোটরসাইকেল আরোহীকে চাপা দেওয়া পরিবহনটি শনাক্তের চেষ্টা চলছে। একইসঙ্গে পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৫ ঘণ্টা আগে

যশোরে বাসচাপায় সাইকেল আরোহী নিহত
যশোরের বেনাপোলে গোল্ডেন লাইন পরিবহনের চাপায় মোস্তফা (৪৮) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আনিসুর রহমান (৩৩) নামে অপর এক সাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।  বুধবার (১ মে) যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল সানরাইজ স্কুল ও রজনী ক্লিনিকের সামনে এ দুঘর্টনা ঘটে। নিহত মোস্তফা শার্শার লাউতাড়া গ্রামের আবুল ঢালীর ছেলে এবং আনিসুর রহমান একই গ্রামের রেজাউল মুন্সির ছেলে। বাসে থাকা যাত্রী ও স্থানীয়রা জানান, সকালে ঢাকা টু বেনাপোলগামী গোল্ডেন লাইন পরিবহেরন বাসটি দ্রুত গতিতে আসছিলো। বেনাপোল সানরাইজ স্কুল ও রজনী ক্লিনিকের সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে তা বেনাপোলগামী দু’জন সাইকেল আরোহীকে চাপা দেয়।  এ সময় ঘটনাস্থলে মোস্তফার মৃত্যু হয় এবং অপর একজনকে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় স্থানীয় লোকজন বাসটিকে আটকে রাখলেও বাসের চালক ও হেলপার পালিয়ে যান।
০১ মে ২০২৪, ১৪:১৭

হিলিতে গরুবাহী ভটভটির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 
দিনাজপুরের হিলিতে গরুবাহী ভটভটির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে হিলি-বিরামপুর আঞ্চলিক সড়কের ডাঙ্গাপাড়া বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে।  নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন নবাবগঞ্জ উপজেলার কুমারপাড়া গ্রামের ধীরাজ কুমার ছেলে ধীমান কুমার ঘোষ (৩০) ও একই উপজেলার দাউদপুর এলাকার আনারুলের ছেলে আরিফ হোসেন (৩৫)।  প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাকিমপুর থানা পুলিশ জানায়, দুপুরের দিকে মোটরসাইকেলে করে হিলি থেকে দুই বন্ধু বিরামপুর যাওয়ার পথে হাকিমপুর উপজেলার শেষ সীমানায় গরুবাহী ভটভটির ধাক্কায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।   বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানা পুলিশের উপপরিদর্শক (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম জানান, দুপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলের আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে গরুবাহী ভটভটি জব্দ করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৬ এপ্রিল ২০২৪, ১৬:৪৮

নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় মো. সোহাগ রানা (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ রানা উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।   এ তথ্য নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলিমুল আল রাজী। তিনি বলেন, আজ রাত সাড়ে ৯টার দিকে সোহাগ মোটরসাইকেল নিয়ে তার শ্বশুরবাড়ি সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দেন। পথে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।   তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।  এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
২০ এপ্রিল ২০২৪, ১৭:৫৯

বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  শুক্রবার ১২ (এপ্রিল) বিকেলে উপজেলার মনসার টেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার মো. ওসমানের পুত্র আবদুল্লাহ আল মামুন ওরফে হৃদয় (২২) এবং একই এলাকার ফোরকান বাদশার পুত্র মো. ইমরান (১৬)। স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহী দুইজন বোয়ালখালী উপজেলার দিকে যাওয়ার সময় পটিয়া থেকে ছেড়ে যাওয়া বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন। এ বিষয়ে পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
১২ এপ্রিল ২০২৪, ১৯:৫৩

ঈদের দিন রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত
ঈদের দিন রাজধানীর গুলশানে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল ৩টার দিকে গুলশান-২ গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  এরপর ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে বিকেল পৌনে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা সিএনজি অটোরিকশা চালক মো. সবুজ জানান, গুলশান-২ নম্বর গোলচত্বর এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ওই নারী ছিটকে পড়ে গুরুতর আহত হন। এরপর তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।  ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।  তিনি জানান, নিহত নারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। নিহত নারীর বয়স আনুমানিক ২৭ বছর। মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
১১ এপ্রিল ২০২৪, ১৯:৩১

সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় ২ বাইসাইকেল আরোহী নিহত
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল নামকস্থানে ফ্রেশ কোম্পানির সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় দুই বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।  সোমবার (১ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র হাসান আলী (২১)। তিনি সদর উপজেলার চাঁদবিল গ্রামের লিটন আলীর ছেলে। নিহত অপর একজনের নাম ও ঠিকানা এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ।  এ ঘটনায় ট্রাকচালক বাবুল আলীকে (৩৭) আটক করেছে পুলিশ। তিনি মাগুরা জেলার শালিখা গ্রামের কাশেম আলীর ছেলে। তিনি ফ্রেশের সিমেন্ট কোম্পানিতে কর্মরত ছিলেন।  এ বিষয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, সকালে দুই যুবক বাইসাইকেল নিয়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল গ্রাম থেকে মেহেরপুরের দিকে আসছিলেন। এ সময় ফ্রেশ কোম্পানির সিমেন্টবোঝাই একটি ট্রাক মেহেরপুরের দিকে আসছিল। চাঁদবিল মাঠের মধ্যে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেল আরোহীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই দুজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের দুটি দল ঘটনাস্থলে আসে। সেখান থেকে ট্রাকচালক বাবুলকে আটক করে পুলিশ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। মরদেহের ময়নাতদন্ত শেষে সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।  প্রত্যক্ষদর্শীরা জানান, সিমেন্টবোঝাই ট্রাকের ওই চালক দুর্ঘটনার আগে ঘুমন্ত অবস্থায় ছিলেন। সে কারণেই এ দুর্ঘটনা ঘটে। এর আগেও একই সড়কে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রতিটি দুর্ঘটনা ঘটেছে ভোর থেকে সকালের মধ্যে। দুর্ঘটনাগুলোর অন্যতম কারণ চালকের ঘুমিয়ে যাওয়া, এমন অভিযোগ করেন স্থানীয়রা। একজন চালক টানা ১২ থেকে ১৪ ঘণ্টা গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে ভোরের দিকে ঘুম চোখে গাড়ি চালানোর বিষয়টিকে দুর্ঘটনার কারণ বলে মনে করেন তারা।  বিষয়টি নিয়ে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তা না হলে এ দুর্ঘটনা আরও বাড়বে বলেও মনে করেন তারা।   
০১ এপ্রিল ২০২৪, ১৫:২১

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম শংকর মালো (৪২)। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে অন্তর মালো (২০)। রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কে মাঝকান্দি মাজেদা জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।  শংকর মালো ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের মলিন মালোর ছেলে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শংকর মালো তার ছেলে অন্তর মালোকে নিয়ে মোটরসাইকেলে করে কানাইপুর থেকে মাগুরা যাচ্ছিলেন। পথে অজ্ঞাত এক গাড়ির চাপায় ঘটনাস্থলেই শংকর নিহত হন। এতে তার ছেলে অন্তর গুরুতর আহত হন। অন্তরকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী। ওসি সালাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত অন্তর মালোকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহত শংকর মালোর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক গাড়িটি বাস নাকি ট্রাক তা শনাক্ত করা যায়নি, শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
০১ এপ্রিল ২০২৪, ০০:০০

কাভার্ডভ্যানের চাপায় চিকিৎসক নিহত
মাগুরায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রীসহ দুজন। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে মাগুরার ঢাকা-খুলনা মহাসড়কের লক্ষ্মীকান্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হোমিও চিকিৎসকের নাম শাহজাদ জোয়ার্দার (৪০)। তিনি ঝিনাইদহের পাইকপাড়া গ্রামের মৃত মজিদ জোয়ার্দারের ছেলে। পুলিশ জানায়, মোটরসাইকেলযোগে স্ত্রী আরাবী খাতুন ও প্রতিবেশী এক নারীকে নিয়ে মাগুরার ওয়াপদা এলাকায় যাচ্ছিলেন শাহজাদ। পথে লক্ষ্মীকান্দর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে যশোরমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন শাহজাদ। তার স্ত্রীসহ আহত দুজনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌতম চন্দ্র মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পণ্যবাহী কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে।
২৬ মার্চ ২০২৪, ২০:০২

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর চাটখিলে ট্রাকচাপায় আরিফ হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (২১ মার্চ) রাত পৌনে ৯টার দিকে চাটখিল-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভীমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত আরিফ উপজেলার বদলকোট ইউনিয়নের হিরাপুর গ্রামের মুক্তার বাড়ির মোহাম্মদ আলীর ছেলে। তিনি নির্মাণশ্রমিক ছিলেন। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক এসব তথ্য নিশ্চিত করে বলেন, রাত পৌনে ৯টার দিকে চাটখিল বাজার থেকে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় আরিফ। যাত্রাপথে তার মোটরসাইকেলটি চাটখিল-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভীমপুর এলাকার মাসি বেপারী বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রামগঞ্জ মুখি একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।   তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।  
২২ মার্চ ২০২৪, ১১:২৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়