• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কাভার্ডভ্যানের চাপায় চিকিৎসক নিহত

আরটিভি নিউজ

  ২৬ মার্চ ২০২৪, ১৯:৪২
মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে
ছবি : সংগৃহীত

মাগুরায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রীসহ দুজন।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে মাগুরার ঢাকা-খুলনা মহাসড়কের লক্ষ্মীকান্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হোমিও চিকিৎসকের নাম শাহজাদ জোয়ার্দার (৪০)। তিনি ঝিনাইদহের পাইকপাড়া গ্রামের মৃত মজিদ জোয়ার্দারের ছেলে।

পুলিশ জানায়, মোটরসাইকেলযোগে স্ত্রী আরাবী খাতুন ও প্রতিবেশী এক নারীকে নিয়ে মাগুরার ওয়াপদা এলাকায় যাচ্ছিলেন শাহজাদ। পথে লক্ষ্মীকান্দর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে যশোরমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন শাহজাদ। তার স্ত্রীসহ আহত দুজনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌতম চন্দ্র মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পণ্যবাহী কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে গরুবাহী ভটভটির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 
জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
কচুয়ায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 
X
Fresh