• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo
গাংনীতে ইসতিসকার নামাজ আদায়
তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায় করেছেন মেহেরপুরের গাংনীর মুসল্লিরা।  শুক্রবার (৩ মে) সকাল ১০টায় গাংনীর পশ্চিম মালসাদহ গ্রামের পশ্চিমপাড়া ফুটবল মাঠে এ নামাজের আয়োজন করা হয়। নামাজ শেষে খুতবা পাঠ করে গুনাহ মাফের জন্য তওবা পড়ানো হয় মুসল্লিদের। এর পর বৃষ্টি চেয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন মুসল্লিরা। আল্লাহর কাছে স্বস্তির পানি চেয়ে চোখের পানি ফেলেন অনেকে। এ সময় সকল মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করা হয়। নামাজে ইমামতি করেন পশ্চিম মালসাদহ গ্রামের জামে মসজিদের পেশ ইমাম মাওলানা গোলাম কিবরিয়া। নামাজ শেষে তিনি মহান আল্লাহর কাছে ক্ষমা চান। চলমান তাপদাহকে গজব উল্লেখ করে তিনি আল্লাহর কাছে তওবা করে ফরিয়াদ করার আহ্বান জানান।  
০৩ মে ২০২৪, ১৩:৩১

শেরপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
অনাবৃষ্টি, খরা ও প্রচণ্ড তাপদাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির আশায় শেরপুর পৌরসভা ঈদগাহ মাঠে ইসতিসকার নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে ইসতিসকার নামাজ আদায় ও বৃষ্টি চেয়ে মোনাজাত করেন তারা। পৌর ঈদগাহ মাঠে স্থানীয় আলেম ওলামাদের আহ্বানে আয়োজিত ইসতিসকার নামাজের ইমামতি এবং দোয়া পরিচালনা করেন তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদরাসার মুহতামিম মাওলানা সিদ্দিক আহমদ।  এতে বক্তব্য রাখেন ইদ্রিসিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ফজলুর রহমান, নওহাটা ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নুরুল আমীন, তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদরাসার শিক্ষা সচিব মাওলানা মো. হজরত আলী, ইত্তেফাকুল উলামা শেরপুরের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ। 
৩০ এপ্রিল ২০২৪, ১৩:৪৭

সন্দ্বীপে ইসতিসকার নামাজ আদায় 
তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টি প্রার্থনায় সন্দ্বীপে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা বৃষ্টি প্রার্থনায় অঝোরে কান্না করেন।  শনিবার (২৭ এপ্রিল) স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে বাদ আছর মুছাপুর ইউনিয়নের জেবেননুর সুলতান উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজের আয়োজন করা হয়।  নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা খবিরুল ইসলাম।  এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ ফোরকান উদ্দিন আহমেদ, মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মমতাজুল করিম, অধ্যক্ষ বেলায়েত হোসেন তালুকদার প্রমুখ। 
২৭ এপ্রিল ২০২৪, ২৩:১৯

আখাউড়ায় ইসতিসকার নামাজ আদায় 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃষ্টির জন্য প্রার্থনা করে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। শনিবার (২৭ এপ্রিল) আখাউড়া পৌরসভার সদর ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে উপজেলার বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা অংশগ্রহণ করেন। পাশাপাশি নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন। নামাজে অংশগ্রহণকারীরা জানান, বৈশাখের শুরু থেকে ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টি না হওয়ায় তীব্র গরমে কষ্ট ভোগ করছেন সকল শ্রেণি পেশার মানুষ। তীব্র গরম থেকে মুক্তি পেতে আল্লাহর সাহায্য চেয়ে এই নামাজ আদায় করেন তারা। নামাজ শেষে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন মুসল্লিরা। মোনাজাতে মুসল্লিরা নিজেদের পাপের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে রহমতের বৃষ্টি কামনা করেন।  
২৭ এপ্রিল ২০২৪, ১৯:৪০

চাঁদপুরে ইসতিসকার নামাজ আদায় 
চাঁদপুরে বৃষ্টির জন্য প্রার্থনা করে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শহরের মাইক্রো স্ট্যান্ডে এ নামাজের আয়োজন করা হয়। এতে শত শত মুসল্লি অংশ গ্রহণ করেন। এ উপলক্ষে সকাল থেকেই মাঠে উপস্থিত হতে থাকেন সব শ্রেণি-পেশার মুসল্লিরা। পরে নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়। নামাজে ইমামতি করেন নাজিরপাড়া জামে মসজিদের ইমাম গাজী মোহাম্মদ আবু হানিফ। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় চলমান বৈশ্বিক সংকট থেকে মুক্তির জন্য দোয়াও করা হয়। পরে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা আগত মুসল্লিদের (চালক ও যাত্রী) মাঝে খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেন।
২৭ এপ্রিল ২০২৪, ১৭:৩২

টাঙ্গাইলে বৃষ্টির জন্য হাজারও মানুষের নামাজ আদায়
প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ। নেই বৃষ্টির দেখা। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ধানসহ বিভিন্ন ফসল। অন্যদিকে পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচ পাম্পের পানি সংকট দেখা দিয়েছে। তাই টাঙ্গাইলের ভূঞাপুরে তীব্র তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করেছেন এলাকার মুসল্লিরা। শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন ইমাম ও মুয়াজ্জিন পরিষদের উদ্যোগে এই নামাজের আয়োজন করা হয়। নামাজ শেষে সবাই মহান আল্লাহ পাকের কাছে মাফ চেয়ে গরম থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য রহমত কামনা করে দোয়া করেন। এ সময় অসংখ্য মুসল্লি অংশ নেন এবং বৃষ্টির জন্য মহা আল্লাহর কাছে প্রার্থনা করে কান্নায় ভেঙে পড়েন। নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত। প্রচণ্ড তাপদাহের কারণে নিম্ন আয়ের খেটেখাওয়া মানুষ চরম বিপাকে পড়েছেন। শিশুসহ নানা বয়সের মানুষ ঠান্ডাজ্বর ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তীব্র গরম থেকে মুক্তি পেতে আল্লাহর দরবারে বৃষ্টি প্রার্থনায় এলাকাবাসীর উদ্যোগে এ নামাজের আয়োজন করা হয়। নামাজে অংশ নেওয়া মো. লিটন মণ্ডল বলেন, প্রচণ্ড তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও মোনাজাতের আয়োজন করেন এলাকাবাসী। তীব্র গরমের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। জমির আধাপাকা ধানসহ বিভিন্ন ফসল নষ্ট হচ্ছে। এ থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে দুই হাত তুলে মোনাজাত করছি। মুসল্লি জাহিদুল ইসলাম জানান, টানা ক‌য়েক‌দি‌ন ধরে প্রচণ্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রখর রো‌দের কার‌ণে জী‌বিকা নির্বাহের জন্য বাইরে বের হ‌তে পার‌ছেন না শ্রমজী‌বী মানু‌ষ। এ কারণে বৃষ্টি চেয়ে আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ আদায় ও বিশেষ মোনাজাত করা হয়। বৃদ্ধ মুসল্লি আলহাজ্ব খন্দকার আব্দুল করিম বলেন, দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখি ও গাছপালা সহ সবাই খুব কষ্টে আছেন। তাই আমরা বৃষ্টির আশায় নামাজ আদায় করতে আসছি। আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব। তাই তীব্র তাপদাহ থেকে বাঁচতে মহান আল্লাহ তায়ালার কাছে বৃষ্টি প্রার্থনা করে নামাজ আদায় ও দোয়া প্রার্থনা করেছি। নামাজ ও মোনাজাতের পর গোবিন্দাসী বাজার জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব শহিদুল ইসলাম বলেন, ইসতিসকার নামাজের অর্থ হল, দুনিয়ায় যদি কোন বালা-মুসিবত আসে, প্রচণ্ড দাবদাহ, খরার কারণে ফসলাদি নষ্ট হয়ে যায়, তখন মাঠে গিয়ে খোলা আকাশের নিচে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ পড়তে হয়। আমরা সকলে আল্লাহর কাছে আমাদের কৃতকর্মের জন্য মোনাজাত করেছি। আল্লাহ যেন রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে শান্তি এবং সবুজ জমিন ফিরি়য়ে দেন। সব বালা মুসিবত থেকে যেন আমাদেরকে হেফাজত করেন, সেই দোয়া করেছি। এতে ইমামতি করেন সিরাজগঞ্জ বনপাড়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আলহাজ্ব হজরত মাওলানা মুফতি মইনুল ইসলাম খান।  তিনি বলেন, অনাবৃষ্টির কারণে মানুষ হাহাকার করছে। মহান আল্লাহ কোনোও কারণে আমাদের ওপরে নারাজ হয়েছেন। এ কারণে বৃষ্টিবর্ষণ বন্ধ রেখেছেন। আজকে মহান আল্লাহর কাছে বৃষ্টির জন্য মুসল্লিদের নিয়ে নামাজ আদায় করেছি। নামাজ শেষে তীব্র গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করেছি। মহান আল্লাহ আমাদের নামাজ কবুল করে রহমতের বৃষ্টি দেবেন এমনটাই প্রত্যাশা আমাদের সকলের।
২৭ এপ্রিল ২০২৪, ১৫:৪৩

বৃষ্টির জন্য বগুড়ায় ইসতিসকার নামাজ আদায়
প্রখর রোদ ও তীব্র দাবদাহের হাত থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায় করেছেন বগুড়ার দুপচাঁচিয়ার মুসল্লিরা। শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির আয়োজনে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ আদায় করা হয়। নামাজ শেষে খুতবা পাঠ ও বিশেষ দোয়া করা হয়। নামাজ ও দোয়া পরিচালনা করেন উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাও. আজিজুর রহমান। নামাজ আদায় করতে আসা দুপচাঁচিয়া থানার ওসি (তদন্ত) আব্দুর রশিদ সরকার বলেন, বর্তমানে যে বৈরী আবহাওয়া বিরাজ করছে এর থেকে পরিত্রাণের জন্য আজকের এ নামাজে উপস্থিত হয়ে আল্লাহর দরবারে রোদ, তাপদাহ ও অনাবৃষ্টি থেকে পরিত্রাণের আশায় এ নামাজ আদায় করলাম।  এ বিষয়ে উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি মাওলানা আজিজুর রহমান বলেন, উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির আহ্বানে ৫০০ মুসল্লি নিয়ে নামাজ শেষে আল্লাহর দরবারে মাগফেরাত কামনার জন্য একত্রিত হয়েছি। নামাজ আদায় শেষে মোনাজাত করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি। 
২৭ এপ্রিল ২০২৪, ১৪:৫৪

ব্রাহ্মণবাড়িয়ায় ইসতিসকার নামাজ আদায়
দেশে তীব্র তাপপ্রবাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টি ও স্বস্তিদায়ক কোমল আবহাওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার কুট্টাপাড়া আনসারীয়া ঈদগাহ কমিটির আয়োজনে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ নামাজ ও দোয়ার আয়োজন করা হয়। এতে অংশ নিতে বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীসহ বিভিন্ন গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা ছুটে আসেন। নামাজে ইমামতি করেন সরাইল বিকেল বাজার শাহী মসজিদের খতিব মাওলানা খালেদ সাইফুল্লাহ্ আল হুদা। এ সময় মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে দুই রাকাত নামাজ আদায় করা হয়। নামাজ শেষে খুতবা পাঠ শেষে চলমান তাপদাহসহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে মুক্তি পেতে অশ্রুসিক্ত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ ও দোয়া করা হয়। 
২৭ এপ্রিল ২০২৪, ১৪:৪১

সোনারগাঁয়ে ইসতিসকার নামাজ আদায়
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গোবিন্দপুর মাদরাসা ও এলাকাবাসীর উদ্যোগে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।  শনিবার (২৭ এপ্রিল) সকালে গোবিন্দপুর মাদরাসা মাঠে এই দোয়া অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। আজ সকালে নানা বয়সী মানুষ নামাজের জন্য মাঠে হাজির হন। নামাজের ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশ্যে নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মোনাজাত করেন তারা। নামাজ পড়তে আসা স্থানীয় কৃষক আমিনুল ইসলাম বলেন, ‘অনেকদিন বৃষ্টি হয় না গরমে বাইরে যেতে পারছিনা। এই জন্যে জমির ক্ষতি হচ্ছে। তাই বৃষ্টির জন্য নামাজ আদায় করতে আসছি।’ নামাজ পরিচালনা করেন গোবিন্দপুর মাদরাসার খতিব মুফতি আবুবক্কর কাসেমী। 
২৭ এপ্রিল ২০২৪, ১৪:২৩

রাজশাহীতে ইসতিসকার নামাজ আদায়
রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষায় বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে হজরত শাহমখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে এই নামাজ আদায় করেন মুসল্লিরা। এ সময় বিশেষ এই নামাজ আদায় করতে মহানগরীর বিভিন্ন স্থানে থেকে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এদিকে, প্রচণ্ড খরতাপে খোলা ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মুসল্লিরা নামাজ আদায় করেছেন। এতে ইমামতি করেন রাজশাহী সাহেব বাজার বড় মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল গণি আব্বাসী। নামাজ শেষে আরবিতে খুতবা শোনার পরে ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে আল্লাহর কাছে তীব্র গরম থেকে পানাহ চেয়ে রহমতের জন্য বৃষ্টি চেয়ে অঝোরে কেঁদে মোনাজাত করেন তিনি। এই অসহনীয় তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করেন মুসল্লিরা। এ ছাড়াও প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়। নামাজ শেষে মুসল্লিরা বলেন, অনাবৃষ্টির কারণে ফসলের ক্ষতি হচ্ছে, মানুষ হাহাকার করছে। মহান আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন, তিনি কোনো কারণে আমাদের ওপরে নারাজ হয়েছেন। এ কারণে বৃষ্টিবর্ষণ বন্ধ রেখেছেন। আমরা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেছি। আজকে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করেছি।
২৭ এপ্রিল ২০২৪, ১৩:৫৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়