• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

সোনারগাঁয়ে ইসতিসকার নামাজ আদায়

মো. মোশারফ হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ২৭ এপ্রিল ২০২৪, ১৪:২৯
সোনারগাঁয়ে ইসতিসকার নামাজ আদায়
ছবি : আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গোবিন্দপুর মাদরাসা ও এলাকাবাসীর উদ্যোগে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকালে গোবিন্দপুর মাদরাসা মাঠে এই দোয়া অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়।

আজ সকালে নানা বয়সী মানুষ নামাজের জন্য মাঠে হাজির হন। নামাজের ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশ্যে নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মোনাজাত করেন তারা।

নামাজ পড়তে আসা স্থানীয় কৃষক আমিনুল ইসলাম বলেন, ‘অনেকদিন বৃষ্টি হয় না গরমে বাইরে যেতে পারছিনা। এই জন্যে জমির ক্ষতি হচ্ছে। তাই বৃষ্টির জন্য নামাজ আদায় করতে আসছি।’

নামাজ পরিচালনা করেন গোবিন্দপুর মাদরাসার খতিব মুফতি আবুবক্কর কাসেমী।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জে ৬২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ
সোনারগাঁ উপজেলা নির্বাচন : প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
গাংনীতে ইসতিসকার নামাজ আদায়
বিশ বছর আগে হারিয়ে যাওয়া ভাইকে ফিরে পেলেন সুজন
X
Fresh