• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

বৃষ্টির জন্য বগুড়ায় ইসতিসকার নামাজ আদায়

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ এপ্রিল ২০২৪, ১৪:৫৮
বৃষ্টির জন্য বগুড়ায় ইসতিসকার নামাজ আদায়
ছবি : সংগৃহীত

প্রখর রোদ ও তীব্র দাবদাহের হাত থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায় করেছেন বগুড়ার দুপচাঁচিয়ার মুসল্লিরা।

শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির আয়োজনে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ আদায় করা হয়।

নামাজ শেষে খুতবা পাঠ ও বিশেষ দোয়া করা হয়। নামাজ ও দোয়া পরিচালনা করেন উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাও. আজিজুর রহমান।

নামাজ আদায় করতে আসা দুপচাঁচিয়া থানার ওসি (তদন্ত) আব্দুর রশিদ সরকার বলেন, বর্তমানে যে বৈরী আবহাওয়া বিরাজ করছে এর থেকে পরিত্রাণের জন্য আজকের এ নামাজে উপস্থিত হয়ে আল্লাহর দরবারে রোদ, তাপদাহ ও অনাবৃষ্টি থেকে পরিত্রাণের আশায় এ নামাজ আদায় করলাম।

এ বিষয়ে উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি মাওলানা আজিজুর রহমান বলেন, উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির আহ্বানে ৫০০ মুসল্লি নিয়ে নামাজ শেষে আল্লাহর দরবারে মাগফেরাত কামনার জন্য একত্রিত হয়েছি। নামাজ আদায় শেষে মোনাজাত করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছটফট করতে করতে মারা গেলেন স্বামী-স্ত্রী
বগুড়ার ৩ উপজেলার ২২২ ভোট কেন্দ্রের ৮৬টি ঝুঁকিপূর্ণ
বগুড়ায় আ.লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার 
বসতবা‌ড়ি‌তে বিস্ফোরণ, আহত স্কুলছাত্রীর ঢাকায় মৃত্যু
X
Fresh