• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ফুলগাজীতে জাল ভোট দিতে গিয়ে আটক ১১

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ মে ২০২৪, ২১:১৬
ছবি : সংগৃহীত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ফেনীর ফুলগাজীতে ১১জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (৮ মে) ভোট শুরুর পর ফুলগাজীর বিভিন্ন কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, জাল ভোট দেওয়ার চেষ্টা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে উপজেলার হাজী আমির হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র থেকে দুজনকে আটক করা হয়েছে।

অন্যদিকে উপজেলার আলী আজম উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পুষ্পেন সাহা জানান, একই অভিযোগে তার কেন্দ্রে আরও তিনজনকে আটক করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম জানান, জাল ভোট ও বিশৃঙ্খলার অভিযোগে তাদেরকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ১৯টি জাল ভোট বাতিল করা হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসমাত জাহান লিপি জানান, ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে দুই জন চেয়ারম্যান, পাঁচ জন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। উপজেলার ছয়টি ইউনিয়নের ৩২টি ভোটকেন্দ্রের ২৪৪ বুথে মোট এক লাখ পাঁচ হাজার ৬৭১ জন ভোটার রয়েছেন। এর আগে একক প্রার্থী থাকায় মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীতে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু 
ঘুষ নিতে বাড়িতে কনস্টেবল, আটকে ৯৯৯-এ কল
রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার ৪ সন্ত্রাসী আটক
‘জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে’
X
Fresh