• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

আখাউড়ায় ইসতিসকার নামাজ আদায় 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ এপ্রিল ২০২৪, ১৮:৪২
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃষ্টির জন্য প্রার্থনা করে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

শনিবার (২৭ এপ্রিল) আখাউড়া পৌরসভার সদর ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে উপজেলার বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা অংশগ্রহণ করেন। পাশাপাশি নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন।

নামাজে অংশগ্রহণকারীরা জানান, বৈশাখের শুরু থেকে ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টি না হওয়ায় তীব্র গরমে কষ্ট ভোগ করছেন সকল শ্রেণি পেশার মানুষ। তীব্র গরম থেকে মুক্তি পেতে আল্লাহর সাহায্য চেয়ে এই নামাজ আদায় করেন তারা।

নামাজ শেষে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন মুসল্লিরা। মোনাজাতে মুসল্লিরা নিজেদের পাপের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে রহমতের বৃষ্টি কামনা করেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, পৌর মেয়র ও চেয়ারম্যানকে শোকজ
আরব আমিরাতে বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
ছেলের কবরে বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবাও
গাংনীতে ইসতিসকার নামাজ আদায়
X
Fresh