logo
  • ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২০, ১২ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ২১, আক্রান্ত ১৯৭৫ জন, আর সুস্থ হয়েছেন ৪৩৩ জন: স্বাস্থ্য অধিদপ্তর

অর্থ কষ্টে ‘মহাভারত’ অভিনেতা সতীশ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২২ মে ২০২০, ১৯:১৯ | আপডেট : ২২ মে ২০২০, ২৩:৪২
satish kaul
ছবি সংগৃহীত
অভিনেতা সতীশ কউল। একটা সময় পাঞ্জাবি সিনেমা ও টেলিভিশনের জনপ্রিয় মুখ ছিলেন তিনি। সতীশ কউলকে একাধিক বলিউড ছবিতেও দেখা গেছে।

লকডাউনের জেরে ভীষণ অর্থ কষ্টে পড়েছেন এই অভিনেতা। ক্যারিয়ারে এই তিনি ‘মহাভারত’-এ ইন্দ্রের ভূমিকায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতা ও কাজ না পেয়ে লুধিয়ানার একটি বৃদ্ধাশ্রমে আশ্রয় নেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবর, লকডাউনের জেরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী না পেয়ে সাহায্যের আবেদন করেছেন সতীশ কউল। এ সময় মেডিসিন  এবং খাবার কোনও কিছুই সংগ্রহ করতে পারচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

খবরে বলা হয়, অভিনেতা সতীশ কউল ২০১১ সালে মুম্বাই থেকে লুধিয়ানা চলে যান। সেখানে একটি অভিনয় শেখার স্কুল চালু করেন তিনি। তবে বেশি দূর আগাতে পারেননি। ২০১৫ সালে পড়ে গিয়ে তার কোমরের হাড় ভেঙে যায়। তখন থেকেই অর্থ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটছে তার।

এম

 

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৩৬১০ ৬৯০১ ৪৮০
বিশ্ব ৫৫৮৯৭১২ ২৩৬৬৫৫১ ৩৪৭৯০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়