• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

ভারত থেকে দেশে ফিরে গ্রেপ্তার হত্যা মামলার আসামি

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ মে ২০২৪, ২০:৫০
ভারত থেকে দেশে ফিরে গ্রেপ্তার হত্যা মামলার আসামি
ছবি : আরটিভি

নড়াইলের লোহাগড়া উপজেলায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জাকারিয়াকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ।

শনিবার (২৫ মে) ভোরে গোপালগঞ্জ জেলার সদর থানাধীন মিয়াবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. জাকারিয়া লোহাগড়া উপজেলার মাইগ্রামের মুক্তার হোহেনের ছেলে। জাকারিয়া গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ভারতে পালিয়ে ছিলেন।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মো. জাকারিয়া নামে ওই ব্যক্তিকে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এ মামলায় গ্রেপ্তারের ভয়ে জাকারিয়া দীর্ঘদিন ভারতে পালিয়ে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরে এলে লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) এফ এম হাসিবুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আকিজুর রহমান অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলার সদর থানা এলাকার মিয়াবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ‘গ্রেপ্তারের পর আসামিকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠান।’

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আমারে দেখিবার আইসো শেষ জানাজার আগে’ 
কারাগারে পাঠানো হলো মিন্টুকে
ত্রিশালের যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 
আ.লীগ নেতা বাবুর দায় স্বীকার