logo
  • ঢাকা বুধবার, ২৩ অক্টোবর ২০১৯, ৭ কার্তিক ১৪২৬

বিয়ের আগে কাজল কাকে ভালোবাসতেন?

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৮ এপ্রিল ২০১৯, ১৮:৫২ | আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৯:৫৬
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। অভিনয়ের পাশাপাশি সুখেই সংসার করছেন তিনি। ভালোবেসেই অজয় দেবগণকে বিয়ে করেন এই অভিনেত্রী। বলিউডের সুখী দম্পতি আখ্যা দেয়া হয় তাদের।

দুই তারকার মধ্যে বোঝাপড়া বেশ ভালো। কিন্তু নায়িকার জীবনে অজয় আসার আগে নাকি অন্য এক নায়কের প্রতি তার ভালোবাসা ছিল। খবর ভারতীয় গণমাধ্যমের।

শুধু তাই নয়, ওই নায়ক নাকি রীতিমতো ক্রাশ ছিলেন কাজলের। নায়িকার এই গোপন খবর এতদিন পর প্রকাশ্যে আনলেন তারই ঘনিষ্ঠ বন্ধু, নির্মাতা করণ জোহর।

খবরে বলা হয়, সম্প্রতি কপিল শর্মার শো-এ অতিথি হিসেবে গিয়েছিলেন কাজল-করণ দুজনেই। অনুষ্ঠানে তিনি জানান, ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ঋষি কাপুর অভিনীত ‘হেনা’র প্রিমিয়ার পার্টিতে অক্ষয়ের মাধ্যমেই কাজলের সঙ্গে আলাপ হয় তার।

করণের ভাষ্য, ‘ছবিটির বিশেষ ওই প্রদর্শনীতে সারাক্ষণ অক্ষয়কে খুঁজেছিল কাজল। অক্ষয়ই নাকি তখন তার ক্রাশ ছিল। সেদিন অনেক খোঁজাখুঁজির পরেও নাকি নায়কের সাক্ষাৎ পাননি কাজল। তবে বন্ধু হিসেবে আমি আর কাজল একে অপরকে খুঁজে পেয়েছিলাম।’

যদিও অক্ষয়কে নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি এই অভিনেত্রী। করণের কথা শুনে শুধুই হেসেছেন।

এম/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়