logo
  • ঢাকা সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১ আশ্বিন ১৪২৬

২৬ বছরের তরুণীর প্রেমে অজয়!

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৩ এপ্রিল ২০১৯, ১২:২১ | আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১২:২৯

গতকাল মঙ্গলবার জীবনের পঞ্চাশতম অধ্যায় পেরিয়েছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। ভক্ত ও অনুসারীরা শুভেচ্ছায় ভরিয়ে তুলেছে অভিনেতার মন। তবে জন্মদিনে ভক্তদের একটি খুশির খবর দিতে ভোলেননি এই তারকা।

অজয় খবর দিয়েছিলেন ২৬ বছর বয়সী এক তরুণীর প্রেমে পড়েছেন তিনি। খবর শুনে ভক্তরা প্রথমে চমকে গিয়েছিলেন। চোখ কপালে তুলে পরবর্তী খবরের জন্য অপেক্ষা করছিলেন। সব ভুল ভাঙে একটি সিনেমার ট্রেলার মুক্তির পর।

এ দিনই মুক্তি পেল অজয়ের আসন্ন ছবি ‘দে দে পেয়ার দে’র ট্রেলার। আর সেখানেই চিত্রনাট্য এগিয়েছে ৫০ বছরের নায়ক আর ২৬ নায়িকাকে ঘিরে। দুজনের প্রেম রসায়ন নিয়েই এই সিনেমা। 

এর আগে বিভিন্ন সিনেমায় কমেডি ঘরানার অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন অজয়। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে পিয়ারি ব্যহেনা, জিগার, দিব্য শক্তি, প্লাটফর্ম, শক্তিমান, এক হি রাস্তা, বেদারদি, ধাউয়ান, দিলওয়ালে ইত্যাদি। নতুন সিনেমাটিও কমেডি ঘরানার। অজয়ের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন রকুলপ্রীত সিংহ।

জানা গেছে, আগামী ১৭ মে সিনেমাটি মুক্তি পাবে।

 

জিএ/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়