logo
  • ঢাকা রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯, ৩১ ভাদ্র ১৪২৬

বাহুবলি’র নায়কের গালে ভক্তের চড়!

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৬ মার্চ ২০১৯, ১৩:০৪

অধিক জনপ্রিয়তা নিয়ে তারকারা কখনও কখনও অপ্রীতিকর পরিস্থিতিতে পড়েন। আর তা তারকাদের ভাবিয়ে তোলে, হতবাক করে দেয়।

বাহুবলি খ্যাত ভারতের দক্ষিণি সিনেমার জনপ্রিয় নায়ক প্রভাসের সঙ্গে এমনই একটা ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বিমানবন্দরে এক নারী ভক্ত চড় দিয়েছেন প্রভাসের গালে। এতে অবাক হয়ে যান তিনি। তবে বিরক্ত হননি। এই ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায় প্রভাস হেঁটে যাচ্ছেন। হঠাৎ এক নারী ভক্ত ছবি তোলার আবেদন করেন। ছবি তোলা শেষে ভক্ত আবেগি হয়ে লাফালাফি করেন। এই সময় আনন্দে প্রভাসের গালে চড় বসান। প্রভাস নিজেকে সামলে আরও এক ভক্তের সঙ্গে ছবি তোলেন।

জানা যায়, ‘সাহো’ নামের একটা সিনেমার শুটিং-এ লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন প্রভাস। আর সেখানেই অদ্ভুত এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি।

 

জিএ/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়