• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু মঙ্গলবার
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ আগামী মঙ্গলবার (৫ মার্চ) থেকে শুরু হচ্ছে।  প্রতি বছরই বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ফুটবল টুর্নামেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন সাংবাদিকরা। পেশাগত ব্যস্ততার মাঝেও সাংবাদিকদের এই মিলনমেলা ফের আয়োজন করতে পেরে দেশের একমাত্র পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন-বিএসজেএ গর্বিত বিগত বছরগুলোর ন্যায় এবারও স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল আয়োজিত হচ্ছে।  এবারও ৩২টি মিডিয়া হাউজ ৮ গ্রুপে বিভক্ত হয়ে নক-আউট পদ্ধতিতে খেলায় অংশগ্রহণ করবে। ৮ গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে। পরবর্তীতে সেমিফাইনাল ও ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে আগামী ৫ মার্চ টুর্নামেন্ট শুরু হবে এবং ৯ মার্চ টুর্নামেন্টের পর্দা নামবে। এর আগে, রোববার (৩ মার্চ) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে টুর্নামেন্টের ড্র, জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সহকারী বিপণন কর্মকর্তা তেহসিনা খানম ও জাতীয় ফুটবল দলের সাবেক ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি। তেহসিনা খানম বলেন, বিএসজেএ’র সঙ্গে আমাদের সম্পর্ক প্রায় তিন দশকের। আশা করি, সামনের দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রেখে সমানতালে চলতে পারবে বিএসজেএ ও কুল। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সবার জন্য শুভকামনা থাকবে। আয়োজন সফল ও সুন্দর হোক। জাহিদ হাসান এমিলি বলেন, সাংবাদিকরা সারা বছর সব ধরনের খেলাধুলা কাভার করেন। তাদের নিজেদের টুর্নামেন্ট নিশ্চিতভাবেই খুব আকর্ষণীয় একটি বিষয়। অতীতেও আমি মাঠে বসে এই টুর্নামেন্টের খেলা দেখেছি। আশা করছি, এবারও মাঠে বসে সবার খেলা উপভোগ করব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএসজেএ’র সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, টুর্নামেন্টের চেয়ারম্যান রায়হান আল মুঘনি, টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক আরিফুর রহমান বাবু।
০৪ মার্চ ২০২৪, ০৯:৩৪

মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন আরটিভি 
টিসিজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আরটিভি একাদশ।  মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে নগরের এম এ আজিজ স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ফাইনালে সময় টিভি একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। বিজয়ী দল আরটিভি একাদশের দেবাশীষ বড়ুয়া দেবু ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন। চ্যাম্পিয়ন হয়ে আরটিভি একাদশ আকর্ষণীয় ট্রফির সঙ্গে নগদ ১৫ হাজার টাকা প্রাইজমানি পেয়েছে। অন্যদিকে রানার্স-আপ হয়ে ট্রফির সঙ্গে নগদ ১০ হাজার টাকা প্রাইজমানি পেয়েছে সময় টিভি একাদশ। এ টুর্নামেন্টে সময় টিভি একাদশের খেলোয়াড় মোহাম্মদ ইকবাল সেরা খেলোয়াড় এবং বাংলা টিভি একাদশের খেলোয়াড় বাবুন পাল সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।  টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশের সঞ্চালনায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মো. হাকিম আলী, কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, ব্যবসায়ী মোহাম্মদ আক্কাস উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়ন আরটিভি একাদশকে অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, এমন অসাধারণ আয়োজনের জন্য টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ। বেশ ভালো ফুটবল খেলা হয়েছে। এ রকম আয়োজনে যুক্ত হয়ে সত্যিই অভিভূত। ভবিষ্যতেও সাংবাদিকদের এমন মিলনমেলায় পাশে থাকার অঙ্গীকার করে তিনি বলেন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সবসময় ভালো কাজের পাশে থাকে। যারা সংবাদ নিয়ে কাজ করে, তারাই আজ মাঠে নেমেছে। এ রকম আয়োজনকে আমরা সবসময় উৎসাহিত করি। আশা করছি, এ মেলবন্ধন আগামী দিনেও অটুট থাকবে।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২২

চট্টগ্রামে টিসিজেএ মিডিয়া কাপ ফাইনালে আরটিভি
চট্টগ্রামের টেলিভিশন ক্যামেরা সাংবাদিকদের সংগঠন (টিসিজেএ) আয়োজিত মিডিয়া কাপ ফুটবলের ফাইনালে উঠেছে আরটিভি। টানা তিন ম্যাচে অপরাজিত থেকে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে বেসরকারি চ্যানেলটি। আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ফাইনালের শিরোপা লড়াইয়ে সময় টেলিভিশনের মুখোমুখি হবে আরটিভি। গত ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রথম খেলায় আরটিভি টিম সময় টিভির টিমের সঙ্গে ১-১ গোলে ড্র, ২য় খেলায় (৪ ফেব্রুয়ারি) ইন্ডিপেন্ডেন্ট টিভির সঙ্গে ১-০ গোলে জয় এবং সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে বাংলা টিভি টিমের সঙ্গে গোল শূন্য ড্র করে অপরাজিত দল হিসেবে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে টিম আরটিভি। উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় গত শনিবার মুখোমুখি হয় আরটিভি ও সময় টিভি। খেলায় বিরতির আগে মনিরুল ইসলাম পারভেজের বদলি হিসেবে মাঠে নেমেই সাইফুল ইসলামের গোলে এগিয়ে যায় আরটিভি। তবে খেলায় বিরতির পরে সময় টিভি শেষ মুহূর্তে গোল করলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় টিম আরটিভিকে।   টুর্নামেন্টের দ্বিতীয় দিন রোববার সকালে মুখোমুখি হয় আরটিভি ও ইন্ডিপেন্ডেন্ট টিভি। খেলার শুরু থেকেই ইন্ডিপেন্ডেন্ট টিভির উপর প্রভাব বিস্তার করে খেলতে শুরু করে আরটিভির খেলোয়াড়রা। খেলার প্রথম বিরতির ঠিক আগ মুহূর্তে ডি-বক্সের সামনে থেকে অ্যাটাকিং মিডফিল্ডার রাহুল দাশ নয়নের জোরালো শট ইন্ডিপেন্ডেন্ট টিভির গোলরক্ষক হুমায়ুন মাসুদকে পরাস্ত করে লক্ষ্যভেদ করে জালে পৌঁছে যায় বল। খেলায় দ্বিতীয়ার্ধে আরটিভির সুবল বড়ুয়া ও  মো. সেলিম উল্লাহ মাঝ মাঠ থেকে বেশ কয়েকটি আক্রমণ করলেও আর গোলের দেখা পায়নি আরটিভি।  তবে খেলার শেষ মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট টিভির নিশ্চিত গোল বা-দিকে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ সেভ দিয়ে আরটিভির জয় নিশ্চিত করেন গোলরক্ষক সুজিত চন্দ্র সাহা। টুর্নার্মেন্টের দ্বিতীয় খেলায় অসাধারণ পারফরমেন্সের জন্য ম্যাচ সেরার পুরস্কার পান আরটিভির রাহুল দাশ নয়ন। ফাইনালে ওঠার আগে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই দেবাশীষ বড়ুয়া দেবু, আবদুস সাত্তার ও রহমান মিজান ত্রয়ীর শক্তিশালী ডিফেন্স দর্শক, আয়োজকদের বিশেষ নজর কেড়েছে।  এদিকে সোমবার তৃতীয় খেলায় বাংলা টিভির সঙ্গে গোল শূন্য ড্র করে আরটিভি। খেলার শুরু থেকেই আক্রমণ করে করে আরটিভি। খেলার ১৫ মিনিটের মাথায় রাহুল দাশের জোরালো শর্ট ঠেকিয়ে দেন বাংলা টিভির গোলরক্ষক বাবুন পাল। এ ছাড়া সুবল বড়ুয়া ও মো. সলিমউল্লাহ সেলিম বেশ কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি আরটিভি। খেলাটি ড্র হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে আরটিভি। সোমবারের দিনের দ্বিতীয় খেলায় ইন্ডিপেন্ডেন্ট টিভিকে ১-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে সময় টিভি।  আরটিভির দলনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন- সুবল বড়ুয়া (প্রতিদিনের বাংলাদেশ)। এ ছাড়া গোলরক্ষক সুজিত চন্দ্র সাহা (দৈনিক বণিক বার্তা), প্লে-মেকার ও চট্টগ্রাম আবাহনীর সাবেক অধিনায়ক দেবাশীষ বড়ুয়া দেবু, ইমু খান (আরটিভি), সাইফুল মাহমুদ (আরটিভি), রহমান মিজান (চট্টগ্রাম প্রতিদিন), আবদুস সাত্তার (খবরের কাগজ), রাহুল দাশ নয়ন (দৈনিক পূর্বদেশ), মো. সেলিম উল্লাহ (চ্যানেল ২৪), চট্টগ্রামের মুক্তিযোদ্ধা সংসদের সাবেক খেলোয়াড় মনিরুল ইসলাম পারভেজ (এটিএন নিউজ), সৌরভ দাস (প্রথম আলো)।  দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন আরটিভির এমরাউল কায়েস মিঠু, কোচ হিসেবে দৈনিক বণিক বার্তার দেবব্রত রায়, মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন দৈনিক কালবেলার সাইদুল ইসলাম এবং দলের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আরটিভির চট্টগ্রামের ইনচার্জ আরিফুল ইসলাম।
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫১

নির্বাচনী মিডিয়া সেন্টার উদ্বোধন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মিডিয়া সেন্টার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ মিডিয়া সেন্টার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি বলেন, দেশি-বিদেশি সাংবাদিকদের সুবিধার জন্য এ মিডিয়া সেন্টার স্থাপিত হয়েছে। এখানে সাংবাদিকরা সব ধরনের লজিস্টিক সুবিধা পাবেন। নির্বাচনে আপনাদের (সাংবাদিকদের) বিশেষ ভূমিকা রয়েছে। আমরা আশা করব আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। এর আগে নির্বাচনের অগ্রগতি জানাতে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করে নির্বাচন কমিশন। ব্রিফিং শেষে তথ্য অধিদপ্তরের উদ্যোগে স্থাপিত মিডিয়া সেন্টার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।   তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হুমায়ুন কবীর খোন্দকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন। এ সময় পররাষ্ট্র সচিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ৬০ জন বিদেশি পর্যবেক্ষক এসে পৌঁছেছেন। ১২৭ জনের আসার কথা। এ ছাড়া ৭৩ জন বিদেশি সাংবাদিক অ্যাক্রিডিটেশন পেয়েছেন। পর্যবেক্ষকদের আসা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত। ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ ৭ জানুয়ারি।
০৪ জানুয়ারি ২০২৪, ১৯:৪৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়