logo
  • ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০, ২০ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩০ জন, আক্রান্ত ১৩৫৬ জন, সুস্থ হয়েছেন ১০৬৬ জন: স্বাস্থ্য অধিদপ্তর

পিএসজিতেই থাকছেন নেইমার?

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪১ | আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৬
পিএসজিতেই থাকছেন নেইমার?
ছবি- সংগৃহীত
নেইমার নাটকের শেষ হচ্ছে অবশেষে। বার্সেলোনায় আর যাওয়া হচ্ছে না তার। এমনটাই বলছে ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলো। ব্রাজিলীয় তারকা নেইমার চাইলেও এবারের মতো সেটা আর হচ্ছে না।

নেইমারের দল-বদল নিয়ে আলোচনায় বসতে চেয়েছিল পিএসজি ও বার্সা। সেই আলোচনায় শেষ পর্যন্ত ভেস্তে যাওয়ায় নেইমার মত পাল্টে ফরাসি ক্লাবটিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।

ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ এর দেয়া তথ্য অনুযায়ী, নেইমার পিএসজিতে থাকার ইচ্ছাটা তার পরিবারকে জানান। তার এই ইচ্ছাটা আবার বার্সা ও পিএসজিকে জানিয়ে দেয় তার ঘনিষ্ঠরা।

এছাড়া নতুন মৌসুমে পিএসজি নেইমারকে ছাড়া বেশ কয়েকটি ম্যাচ খেলে ফেলেছে। তাই নিজের দিক বিবেচনা করেই নেইমার এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানাচ্ছে সংবাদ মাধ্যমগুলো।

নেইমারকে দলে নেয়ার জন্য শুধু বার্সেলোনাই নয়, এই দৌড়ে ছিল রিয়াল মাদ্রিদও।

তবে শেষ পর্যন্ত কোনটাতেই যাওয়া হয়নি তার। তাই নেইমার এখন জাতীয় দল নিয়ে বেশ মনোযোগী। জাতীয় দলের সঙ্গে দ্রুতই যোগ দেয়ার কথা রয়েছে তার। আগামী ৭ ও ১১ সেপ্টেম্বর কলম্বিয়া ও পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচেও খেলার কথা রয়েছে ২৭ বছর বয়সী নেইমারের। এরপর ফিরবেন পিএসজিতে।

এমআর/ এমকে

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৪২১০২ ১৩৭৯০৫ ৩১৮৪
বিশ্ব ১৮২৫২২৭৫১১৪৫৫৭৮০৬৯৩১১৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়