• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে ‘পরাজয়ের সেঞ্চুরি’ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ মে ২০২৪, ১৮:৪৬
বাংলাদেশ
ছবি- গেটি ইমেজ

যুক্তরাষ্ট্রর বিপক্ষে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ হেরেছে বাংলাদেশ। যা নিয়ে ক্রিকেটার, কোচ ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের ধুয়ে দিচ্ছে ভক্তরা। এর মধ্যেই আরও এক লজ্জার রেকর্ড গড়েছে টাইগাররা। প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে পরাজয়ের সেঞ্চুরি করেছে টাইগাররা।

এখন পর্যন্ত ১৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে ১০০টিতে হেরেছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ শুরুর আগে টাইগারদের হার ছিল ৯৮টি। অবিশ্বাস্যভাবে মার্কিনীদের কাছে টানা দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে টাইগাররা। ফলে সঙ্গী হয়েছে এই ফরম্যাটে পরাজয়ের সেঞ্চুরি।

১০০ হারের বিপরীতে ৬৪টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। বাকি ৪টি ম্যাচে ফলাফল আসেনি । দ্বিতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের চেয়ে ম্যাচ খেলেছে বেশি। ১৯৩টি ম্যাচ খেলে ৮০টি ম্যাচে জিতেছে তারা, হেরেছে ৯৯ ম্যাচে, ফলাফল আসেনি ১০টি ম্যাচে।

তৃতীয় স্থানে আছে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ও ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এখন পর্যন্ত ১৮৯টি ম্যাচ খেলে ৮৫ জয়ের বিপরীতে ৯৮টি ম্যাচ হেরেছে লঙ্কানরা।

এ ছাড়া জিম্বাবুয়ে ১৪৫ ম্যাচ খেলে ৪৭ জয়ের বিপরীতে ৯৫ ম্যাচে এবং নিউজিল্যান্ড ২১৬ ম্যাচ খেলে ১০৯ জয়ের বিপরীতে ৯০ ম্যাচে হেরেছে।

বাংলাদেশের এই হারের সেঞ্চুরির রেকর্ড আরও বেশি তিক্ত, যুক্তরাষ্ট্রের কাছে হারের কারণে। টাইগারদের টানা হারিয়ে দুই ম্যাচে হারিয়ে আগে সিরিজ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এবার টাইগারদের সামনে হোয়াইটওয়াশ এড়ানোই প্রধান লক্ষ্য।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৭ জুন)
ওয়েস্ট ইন্ডিজে টাইগারদের ঈদ উদযাপন
কোরবানির আগে ট্রিপল সেঞ্চুরি কাঁচা মরিচের, শসা ছাড়াল সেঞ্চুরি