• ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
logo

সুপার এইটে বাংলাদেশ

প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০৪:৫৯ | আপডেট : ১৭ জুন ২০২৪, ০৯:৩২

ঢাকা
ছবি : সংগৃহীত

সুপার এইটে বাংলাদেশ

০৮: ৫৮, জুন ১৭

প্রায় ১৭ বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে সুপার এইটে খেলেছিল বাংলাদেশ। এরপর পেরিয়েছে সাতটি আসর। তবে গ্রুপ পর্বের বাধা উৎরানো হয়নি। এবার নেপালকে উড়িয়ে সেই আক্ষেপ ঘুচালো বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করলো শান্ত বাহিনী। দারুণ জয়ে 'ডি' গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হয়ে সুপার এইটে নিশ্চিত করলো বাংলাদেশ।

সোমবার (১৭ জুন) কিংসটাউনের আর্নস ভেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯ দশমিক ৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ৪ বল বাকি থাকতেই সবকটি উইকেট হারিয়ে ৮৫ রানে থামে নেপাল। ২১ রানের জয়ে শেষ আট নিশ্চিত করল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

বিস্তারিত : ইতিহাস গড়ে সুপার এইটে বাংলাদেশ

ব্রেকথ্রু দিলেন তাসকিন

০৮: ৪৭, জুন ১৭

আগের বলেই ছক্কা হজম করেছিলেন। ত্রবে পঞ্চম বলেই ফাঁদে পড়লেন গুলশান ঝা।

১২ বলে ২২ দরকার নেপালের, হাতে আছে ৩ উইকেট।

মোস্তাফিজের ম্যাজিক

০৮: ৪০, জুন ১৭

ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিল কুশল-দিপেন্দ্রর জুটি। তবে সেই জুটি ভেঙেছেন কাটার মাস্টার। তাকে তুলে মেরেছিলে কুশল। তবে প্রত্যাশা অনুযায়ী হয়নি। মিড-অফে সহজ ক্যাচ নেন শান্ত। এতে ভেঙেছে তাদের ৫২ রানের জুটি।

রিভিউ হারাল বাংলাদেশ

০৮: ৩৪, জুন ১৭

কাজে এলো না রিভিউ। সাকিবের বলে ঐরীর বিপক্ষে এলবিডব্লুর রিভিউ নিয়েছিল লাল-সবুজেরা। তবে আম্পায়ার্স কল; এতে উইকেট বঞ্চিত বাংলাদেশ।

১৫ ওভারশেষে নেপাল ৬৫/৫

‘ক্লোজ ফিনিশ’-এর দিকে ম্যাচ

০৮: ৩০, জুন ১৭

পুঁজি মাত্র ১০৬! তবে ফিল্ডিংটা বেশ অগোছালো বাংলাদেশের। মিসফিল্ড আর ওভার-থ্রোয়ে বেশ কয়েকটি রান দিয়ে ফেলেছে বাংলাদেশ। টানা তিন স্পিনারকে আক্রমণে আনার পর তাসকিনকে ফিরিয়েছেন শান্ত। শেষ ওভারে নেপালের দরকার ৪৬ রান।

খরুচে দুই স্পিনার

০৮: ০৮, জুন ১৭

নেপালের ইনিংসের ১৫ দশমিক ৩ ওভারই স্পিনাররা করেছিলেন। অন্যদিকে ইনিংসের অষ্টম ওভারে এসে আক্রমণে এসেছিলেন টাইগার স্পিনাররা। তবে ৫টি ওয়াইডে শুরুটা করেন রিশাদ হোসেন। অন্যপ্রান্তে সাকিবও ভালো শুরু পাননি। দুই ওভারে ১৪ রান খরচ করেছেন তারা।

তানজিমের রেকর্ড

০৭: ৫৮, জুন ১৭

৪/৭

বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং ফিগার

বিশ্বমঞ্চে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে এক ইনিংসে ২ মেডেন

তানজিমের চতুর্থ

০৭: ৫৬, জুন ১৭

এবার রোহিতেরই কার্বন কপি। কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে সেই রিশাদের হাতেই ক্যাচ দিয়ে ফেরেন সুন্দীপ জোরা। এতে ৭ রানে ৪ উইকেট শিকার করে নিজের কোটা শেষ করলেন তানজিম।

উইকেট মিছিলে মোস্তাফিজ

০৭: ৫২, জুন ১৭

মোস্তাফিজের ফুললেংথের ডেলিভারিতে ড্রাইভ করেছিলেন আসিফ শেখ। কাভারে দুইবারের চেষ্টায় ক্যাচ নেন সাকিব। এতে পাওয়ারপ্লেতে নেপালও ৪ উইকেট হারাল।

পাওয়ারপ্লেতে বাংলাদেশের স্কোর ৩১/৪।

পাওয়ারপ্লেতে নেপাল ২৪/৪।

ফের তানজিম

০৭: ৪২, জুন ১৭

আগের ওভারে জোড়া উইকেট শিকার করেছিলেন। এবার টানা তৃতীয় ওভারে বোলিংয়ে এসে শিকার করলেন আরও এক উইকেট। তানজিমের লেংথ বলে কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে সরাসরি রিশাদের হাতে ধরা পড়েন নেপালের অধিনায়ক রোহিত। এবারও উইকেট মেইডেন। এতে ১২ বলে কোনো রান না তুলতে ৩ উইকেট হারাল নেপাল।

তানজিমের জোড়া শিকার

০৭: ৩১, জুন ১৭

তানজিমের ফুলটস, ঠিকঠাক ব্যাটে নিতে পারেননি নেপালের ওপেনার। জায়গা বানিয়ে খেলতে গিয়ে বোল্ড হয়ে ফিরেছেন।

এক বল পর ফের উইকেট পেয়েছে বাংলাদেশ। স্লটে ভেবে তোলে মারতে গিয়েছিলেন অনিল শাহ। ক্যাচ নিয়ে তাকে ফিরিয়েছেন শান্ত। ২ উইকেটে তানজিমের মেইডেন।

৩ ওভারে ৯/২।

রানে শুরু নেপালের

০৭: ২৭, জুন ১৭

ইনিংসের প্রথম বলেই উইকেট হারিয়েছিল বাংলাদেশ। অন্যদিকে বাউন্ডারি পেয়েছে নেপাল। তানজিমের করা প্রথম ওভারে ৫ রান তুলেছে নেপাল।

দ্বিতীয় ওভারে ৫ ডট বলে দিলেও শেষ বলে বাউন্ডারি হজম করেন তাসকিন।

২ ওভারে ৯/০

১০৬ রানে থামল বাংলাদেশ

০৭: ০৮, জুন ১৭

ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ১০৬ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। সুপার এইটে যেতে তাই ১০৫ রানের মধ্যেই নেপালকে আটকাতে হবে টাইগারদের।

১৯ ওভারে ১০১/৯

০৭: ০৫, জুন ১৭

অতঃপর ১০০ পেরিয়েছে বাংলাদেশের দলীয় পুঁজি। ব্যাটিং ধসের দিনে এটিই বড় প্রাপ্তি।

নেই রিশাদও

০৬: ৫৬, জুন ১৭

আগের ওভারে চার-ছক্কার পরই প্যাভিলিয়নে রিশাদ, এতে শুরুর আগেই থামল রিয়াদের ঝড়।

৮ উইকেট নেই

০৬: ৫০, জুন ১৭

গুগলি বুঝতেই পারলেন না তানজিম। জাকেরের কাছেও লামিচানের গুগলির জবাব ছিল না। এবার ২৬ বলে ১২ রানে প্যাভিলিয়নে ফিরলেন জাকের। এতে শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট পেলেন লামিচানে।

জাকের-রিশাদে লড়াই...

০৬: ৪৯, জুন ১৭

এই উইকেটে ব্যাটিং সহজ বোধ হচ্ছে না। তবে নেপালকে আটকে দেওয়ার মতো পুঁজি পেয়ে গেছে বাংলাদেশ। দলকে লড়াইয়ের পুঁজি এনে দিতে লড়ছেন জাকের আলী ও রিশাদ হোসেন।

১৫ ওভারে ৭৫/৭

বেঁচেও বাঁচলেন না তানজিম

০৬: ৪২, জুন ১৭

সঙ্গে সঙ্গে রিভিউ করেছিলেন সাকিব আল হাসান। তবে এবার সেদিকে আগ্রহ ছিল না তানজিমের। একদম শেষ মুহূর্তে এসে রিভিউ করেন। এতে সফলও হয়েছেন।

লামিচানেকে স্লগ সুইপ করতে গিয়ে তার পায়ের পিছনে লাগে ব্যাট। তবে বল ট্র্যাকিং দেখিয়েছে, অফ-স্ট্যাম্প মিস করতো। তবে লাভ খুব একটা হয়নি। পরের বলেই বোল্ড এই পেসার।

বাংলাদেশ ৬৯/৭

সাকিবও পারলেন না!

০৬: ২১, জুন ১৭

রিভিউ করেছিলেন। তবে বল ট্র্যাকিং দেখানোর আগেই প্যাভিলিয়নের পথ ধরেন সাকিব। সাকিবও জানতে, রিভিউতে কোনো ফায়দা নেই।

রোহিতকে ঘুরিয়ে খেলতে গিয়ে মিস করেন সাকিব। খোলা চোখেই দেখা যাচ্ছিল, আউট। বল ট্র্যাকিংও সেটাই নিশ্চিত করেছে। এতে ৮ ওভার বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ।

রানআউট রিয়াদ

০৬: ২১, জুন ১৭

চাপ সামলে খেলছিলেন রিয়াদ-সাকিব জুটি। তবে সামান্য ভুলে বেশিক্ষণ স্থায়ী হলো না এই জুটি। রানআউটে প্যাভিলিয়নে ফিরলেন রিয়াদ।

লামিচানের ফুলটস মিড-অফে খেলেছিলেন সাকিব। সেখানে রানআউটের সুযোগ ছিল না। এরপরও খানিকটা সময় নিয়েই দৌড় শুরু করেন সাকিব, তা দেখে রিয়াদও সাড়া দেন। ততক্ষণে যা বিপদ হওয়ার হয়ে গেছে। ৫২ রানে ৫ উইকেট হারিয়ে খাঁদের কিনারায় বাংলাদেশ।

এবার হৃদয়!

০৬: ০৯, জুন ১৭

তানজিদ, শান্ত, লিটনের পর প্যাভিলিয়নে হৃদয়ও। পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। খানিকটা দূরের বলে হাঁটু গেড়ে খেলে বাউন্ডারি হাঁকান হৃদয়। পরের বলে রোহিতের ফের চড়াও হতে চেয়েছিলেন। তবে এবার পরাস্ত তিনি।

বিহাইন্ড দ্য স্কয়ারে ক্যাচ নিয়েছেন সন্দীপ লামিচানে। এতে পূর্ণ ওভার বোলিং না করেই উইকেট পেলেন রোহিত।

৬ ওভারশেষে ৩১ রান।

লিটন!

০৫: ৫১, জুন ১৭

ইনিংসের পঞ্চম ওভারে এসেই তৃতীয় উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। এবার ফিরেছেন লিটন। জোড়া উইকেট হারানোর পর দায়িত্ব নিয়ে খেলতে পারেননি। উল্টো চাপ কমাতে শট হাঁকিয়ে বিপদ বাড়িয়েছেন উইকেটকিপার এই ব্যাটার।

সোমপালের শর্ট বলে খাড়া ওপরে তোলার পর আর বাঁচেননি। যথেষ্ট সময় নিয়ে ক্যাচ নিয়েছেন কিপার আসিফ শেখ।

বাংলাদেশ ২৫/৩।

শান্তর দুঃস্বপ্নের বিশ্বকাপ

০৫: ৫১, জুন ১৭

৭, ১৪, ১, ৪; চলতি বিশ্বকাপে শান্তর ৪ ইনিংস।

টপ-অর্ডারে মোটেই সুবিধা করতে পারছেন না শান্ত। টপ-অর্ডারের চেহারাও বেশ বিবর্ণই। ৪ ম্যাচে ৬, ৭, ২৩ এবং ২৯ রানে প্রথম দুই উইকেট খুইয়েছে বাংলাদেশ।

২ ওভারে ২ উইকেট

০৫: ৪৯, জুন ১৭

রিভিউ নিয়ে বেঁচেছেন ওপেনার শান্ত। তবে সেই সুযোগ পাননি শান্ত। টাইগার অধিনায়কের রক্ষণ ভেদ করে গেছে অফ স্পিনার দীপেন্দ্র ঐরীর বল। ফুললেংথের বলটি বুঝতেই পারেননি শান্ত। এতে দুই ওভারেই ২ উইকেট হারালো বাংলাদেশ।

দুই ওভারে ১১/২

বাঁচলেন লিটন

০৫: ৪৫, জুন ১৭

জোরাল আবেদন না হলেও সাড়া দিয়েছিলেন আম্পায়ার স্যাম নোগাজস্কি। লিটনকে এলবিডব্লু দিয়েছিলেন। তবে রিভিউতে বেঁচে গেছেন এই ওপেনার।

বল ট্র্যাকিং দেখিয়েছে, লিটনের লেগ স্টাম্প মিস করে যেত, ইমপ্যাক্টেও ছিল আম্পায়ার্স কল। তবে প্রথম ওভারে তানজিদকে হারিয়ে চাপে বাংলাদেশ।

১ ওভারে ৩/১

প্রথম বলেই উইকেট!

০৫: ৩৭, জুন ১৭

সৌম্য-তানজিদ, শান্ত-তানজিদের পর এবার লিটন-তানজিদ; চতুর্থ ম্যাচে বাংলাদেশের তৃতীয় ওপেনিং জুটি। তবে নেপালের বিপক্ষে মাত্র ১ বলই টিকলো এই জুটি। সোমপালকে ইনিংসের প্রথম বলেই ডাউন দ্য গ্রাউন্ডে খেলতে চেয়েছিলেন তানজিদ। তবে নিয়ন্ত্রণে পাননি। এতেও পরাস্থ হয়েছেন। যে কারণে ইনিংসের দ্বিতীয় বলেই ক্রিজে নামতে হয়েছে শান্তকে।

একাদশ

০৫: ০৭, জুন ১৭

নেদারল্যান্ডস ম্যাচের একাদশ ধরে রেখেছে বাংলাদেশ। অন্যদিকে একাদশে একটি পরিবর্তন এনেছে নেপাল। কারান কেসির পরিবর্তে একাদশে এসেছেন জোরা।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।

নেপাল একাদশ

কুশল ভুর্টেল, আসিফ শেখ, রোহিত পাউডেল (অধিনায়ক), অনিল সাহ, দীপেন্দ্র সিং আইরি, কুশল মাল্লা, গুলসান ঝা, সোমপাল কামি, সুদীপ জোরা, সন্দীপ লামিচানে, অবিনাশ বোহারা।

টস

০৫: ০৫, জুন ১৭

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।

নেপাল পরীক্ষার সামনে টাইগাররা

০৪: ৫৫, জুন ১৭

সবাইকে স্বাগতম আরটিভির লাইভ স্কোর আপডেটে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।

মন্তব্য করুন

Radhuni
    আরও
    • লাইভ স্কোর আপডেট এর পাঠক প্রিয়