• ঢাকা বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

বিশ্বকাপ জিতে জুতার ভেতরে কী ঢেলে খেলেন অজিরা, দেখুন ভিডিও

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ নভেম্বর ২০২১, ১২:৫৭

প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন অস্ট্রেলিয়া। ট্রফি তোলার পরে সাজঘরে বিশেষ উল্লাস করতে দেখা গেছে অ্যারন ফিঞ্চ, ম্যাথু ওয়েডদের। দেখা যায়, নিজেদের জুতোর মধ্যে বিয়ার ঢেলে খাচ্ছেন তারা। একে একে কয়েক জন ক্রিকেটারকে সেটা করতে দেখা গেল।

আইসিসির পক্ষ থেকে অস্ট্রেলিয়া দলের উল্লাসের একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, ছবি তোলার পরে হঠাৎ পা থেকে জুতো খুলে তার মধ্যে বিয়ার ঢাললেন ওয়েড। তার পরে জুতো থেকেই সেই বিয়ার খেলেন। একই কাজ করতে দেখা গেল মার্কাস স্টোইনিসকেও। ওয়েডের জুতো থেকেই বিয়ার খেলেন তিনি।

টুর্নামেন্ট জিতলে মাঠের মধ্যে অনেককেই বিয়ার বা শ্যাম্পেন খেতে দেখা যায়। কিন্তু সরাসরি বোতল থেকে বিয়ার খাওয়ার ঘটনা আগে দেখা যায়নি। এ ভাবে জুতোর মধ্যে বিয়ার ঢেলে খেয়ে কেন উল্লাসে মাতলেন অজি ক্রিকেটাররা?

অস্ট্রেলিয়াতে এ ধরনের উল্লাস খুব জনপ্রিয়। একে বলা হয় ‘শুয়ি’ (জুতোর ইংরেজি থেকে এই নামকরণ)। তারা মনে করে এভাবে উল্লাস করলে তা সব খারাপ সময় দূর করে সৌভাগ্যের বার্তা বয়ে আনে। কোনো নারীর জুতো থেকে শ্যাম্পেন খেলে তা আরও সৌভাগ্য নিয়ে আসে বলেই মনে করা হয় অস্ট্রেলিয়ায়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ে নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে পরিবর্তন
লজ্জার হারের পর নাসায় টাইগাররা
প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সৈকত
প্রথম দেখায় বাংলাদেশকে লজ্জায় ডুবিয়েছিল যেসব দেশ
X
Fresh