• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

গোল করে বিরতিতে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ জুলাই ২০২১, ০৮:০১
argentina vs ecuador, otamendi, messi, rtv online , brazil vs chile, copa america
ছবি- সংগৃহীত

প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা। কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে গোল করে বিরতিতে গেছে লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটি। আলবেসিলেস্তেদের এগিয়ে দিয়েছেন রদ্রিগো ডি পল।

রোববার (৪ জুলাই) ম্যাচের ৪০তম মিনিটে মেসির বাড়ানো বল থেকে নিশানাভেদ করেন ইতালিয়ান ক্লাব উদিনেসের মিডফিল্ডার পল।

বিরতিতে যাওয়ার পাঁচ মিনিট আগে অধিনায়ক মেসি লাউতারো মার্টিনেজকে বল দেন। ইকুয়েডরের গোলরক্ষক হার্নান গালিন্দেজ আগে বেড়ে লাউতারোকে পরাস্ত করেন। তবে বল মেসির কাছে এলে ডি পলের দিকে বাড়িয়ে দেন। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার ভুল করেননি গোল করতে।

পেদ্রো লুডোভিকো অলিম্পিক স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে আর্জেন্টিনা।

২৩ মিনিটের মাথায় ইকুয়েডরের ডিফেন্স লাইনের ভুলে বল পেয়ে যান মেসি। গোলরক্ষককে একা পেয়েও সুবর্ণ সুযোগ মিস করেন ছয়বারের ব্যালন ডি’ অর জয়ী। শট নিলে তা পোস্টে লেগে ফিরে আসে।

তিন মিনিট পর ইকুয়েডরের মিডফিল্ডার সেবাস মেন্দেজের করা শট ফিরিয়ে দেন আর্জেন্টাাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে মায়ামির জয়
মেসির ন্যাপকিন পেপারের দাম সাড়ে ১১ কোটি টাকা!
কোপার আগে আরও দুই ম্যাচ আর্জেন্টিনার, প্রতিপক্ষ কারা?
আয়ে সবার শীর্ষে রোনালদো, মেসি কোথায়?
X
Fresh