• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

কোহালির সঙ্গে কোনও তুলনাই হয় না বাবরের: রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ আগস্ট ২০২০, ২৩:১৩
PAK, ENG, T-20i, IND, PAK, BABAB AZAM, BIRAT KOHLI, rtvnews
ছবি- সংগৃহীত

বেশ কয়েক বছর ধরেই অনেকে বিরাট কোহলির সঙ্গে তুলনা দিচ্ছেন বাবর আজমের। দুজনই দারুণ ব্যাটসম্যান নিঃসন্দেহে। কেউ কেউ শুধু বিরাট কোহলই নয় স্টিভেন স্মিথ বা কেইন উইলিয়ামসনের সঙ্গেও তুলনা দেন বাবরের।

তবে এসবের থেকে একদমই বিপরীত বাবরের স্বদেশী রমিজ রাজা। তিনি কোনোভাবেই কোহলির সঙ্গে মেলাতে পারেন না বাবরকে।

সম্প্রতি কলকাতার আনন্দবাজারকে দেয়া সাক্ষাৎকারে রমিজ রাজা বলেছেন, কোহলির সঙ্গে কোনো তুলনা হয় না বাবরের।

‘বিরাট কোহালির সঙ্গে কোনও তুলনাই হয় না বাবরের। এই মুহূর্তে কোহালি বিশ্বের সেরা ব্যাটসম্যান। বাবর অত্যন্ত প্রতিভাবান হলেও অনেক দূর যেতে হবে ওকে।’

কিন্তু কেন এমনটা বললেন রমিজ সেটিরও ব্যাখ্যা করেছেন তিনি। রমিজ আরও বলেন, এই তুলনা উল্টো চাপে ফেলবে বাবরকে।

‘কোহালির মতো ম্যাচউইনার ক’জন আছে? বাবরকে আরও ম্যাচ জেতাতে হবে। পাকিস্তান ওর কাছ থেকে প্রচুর রান চায়। আশা করব এসব চাপ যেন না নেয় বাবর। বরং বলব, কোহালির সঙ্গে এই তুলনাটা একটা সম্মান হিসেবে দেখুক বাবর। এর থেকে প্রেরণা খুঁজতে পারে ও।’

ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের সিরিজে প্রত্যাশা অনুযায়ী রান করতে পারেননি বাবর। শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাবরকে টি-টোয়েন্টি সিরিজের জন্য পরামর্শ দিয়ে রমিজ রাজা বলেন, ‘এউইন মর্গ্যানকে দেখে শিখুক বাবর। কী ভাবে চাপটা সামলায় ও। মর্গ্যানের মুখ দেখে মনে হয় না, ও চাপে আছে। মাঠের বাইরেও আমার সঙ্গে ওর দেখা হয়েছে। সব সময় মুখে একটা হাসি লেগে থাকে। অধিনায়ক হিসেবে তীক্ষ্ণ মস্তিষ্কের মালিক। যে কোনও দলের সম্পদ।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহিন-আমিরদের এক হাত নিলেন রমিজ রাজা
নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত বাবর আজম
আমিরকে জাতীয় দলে দেখতে চান না রমিজ রাজা
চলতি আসরে প্রথম সেঞ্চুরির দেখা পেল আইপিএল
X
Fresh