• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
হাতিরঝিলে ভাসমান সেই মরদেহের পরিচয় পাওয়া গেছে
রাজধানীর হাতিরঝিলের লেকে থেকে উদ্ধার হওয়া সেই মরদেহের পরিচয় পাওয়া গেছে। সোমবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের নাম ফাইয়াজ কাদের চৌধুরী ফারদিন (২৩)। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর শাহজাহানপুরে থাকতেন। ফাইয়াজের বাবা ফজলুল কাদের চৌধুরী বলেন, ২০২১ সাল থেকে ফারদিন মানসিক রোগে ভুগছিল। রোববার রাতে বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে সে বাসা থেকে বের হয়। এরপর বহুবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এর আগে, এদিন সকালে হাতিরঝিল রামপুরা ব্রিজের নিচে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পথচারীরা। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার এসআই ফুল কুমার বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
১৫ এপ্রিল ২০২৪, ১৫:৩৭

বঙ্গোপসাগরে ভাসমান শকুন উদ্ধার
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ভাসমান অবস্থায় অসুস্থ একটি শকুন উদ্ধার করেছে জেলেরা। সাত দিন ধরে বঙ্গোপসাগরে জেলেদের ট্রলারেই রেখে খাবার খাইয়ে সুস্থ করে রাখেন তারা। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার (৬ ফেরুয়ারি) সকালে ট্রলারের মাঝি দেলোয়ার হোসেন বন বিভাগের কাছে হস্তান্তর করেন। এর আগে মঙ্গলবার (৩০ জানুযারি) বঙ্গোপসাগরে মাছ ধরার সময় দেলোয়ারের মালিকানা এফবি বেলায়েত  ট্রলারে এ ঘটনা ঘটে। ট্রলারের মালিক ও মাঝি দেলোয়ার হোসেন বলেন, গভীর সাগরে মাছ ধরার জন্য জাল ফেলে অপেক্ষা করছিলাম। অনেকক্ষণ ধরে শকুনটি সাগরে ভাসছিল। প্রথমে ভেবেছিলাম এমনিতেই ভাসছে। পরে দীর্ঘক্ষণ একই অবস্থায় দেখে ট্রলার চালিয়ে পাশে গিয়ে উদ্ধার করি। শরীরে কোনো আঘাত না থাকলেও শারীরিকভাবে দুর্বল মনে হওয়ায় ট্রলারে রেখেই খাবার খাইয়ে রাখি। পরে মঙ্গলবার ট্রলার নিয়ে কূলে এসে বন বিভাগের কাছে শকুনটি হস্তান্তর করা হয়। হরিণঘাটা বন বিভাগের বিট কর্মকর্তা আবদুল হাই বলেন, জেলেদের থেকে একটি শকুন আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা জানান, শকুনটি অসুস্থ অবস্থায় সাগর থেকে উদ্ধার করেছেন। আমরা পরীক্ষানিরীক্ষা করে দেখবো সুস্থ থাকলে বনে অবমুক্ত করা হবে। পরিবেশকর্মী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, অতিমাত্রায় কৃষিতে কীটনাশক, পোকামাকড় জাতীয় জীবজন্তু মারার জন্য বিষ মিশ্রিত খাবার প্রয়োগ, জলবায়ু পরিবর্তন, বন উজাড় শকুন বিলুপ্তির অন্যতম কারণ। এ ছাড়াও মানুষের অত্যাচার তো আছেই। জীববৈচিত্র্য রক্ষার জন্য সুন্দর পরিবেশ এবং বন সংরক্ষণ দরকার। এ জন্য স্থানীয় সরকার, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্তদের পাশাপাশি রাজনৈতিক দল এবং নেতাদের সদিচ্ছা ও আন্তরিকতা বাড়ানো দরকার।  
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৭

তুরাগে সেনাবাহিনীর ভাসমান ব্রিজ
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাদ ফজর থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে। আখেরি মোনাজাতের মধ্যদিয়ে এ পর্ব শেষ হবে রোববার (৪ ফেব্রুয়ারি)। এরই মধ্যে দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে ইজতেমাস্থলে আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।  সেখানে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে তুরাগ নদের উপর ৫টি ভাসমান ব্রিজ স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ছাড়া ওজু ও খাবার পানির জন্য দুটি ওয়াটার ব্রাউজার সার্বক্ষণিক পানি সরবরাহ করবে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে সেনাসদস্যরা ইজতেমা এলাকায় ক্যাম্প স্থাপন করে এসব জনকল্যাণমূলক কাজ সম্পন্ন করছেন। এর পাশাপাশি ইজতেমা এলাকায় একটি বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। চারদিন বিরতি দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে শুক্রবার (৯ ফেব্রুয়ারি)। আখেরি মোনাজাতের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমার এ পর্ব শেষ হবে রোববার (১১ ফেব্রুয়ারি)।
০১ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৫

বিশ্ব ইজতেমায় সেনাবাহিনীর ভাসমান ব্রিজ ও ওয়াটার বাউজার স্থাপন  
বিশ্ব ইজতেমায় মুসল্লিদের নিরাপদে যাতায়াতের সুবিধার জন্য তুরাগ নদীর ওপর ৫টি ভাসমান ব্রিজ নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ছাড়া আগত মুসল্লিদের অজু ও খাবার পানির জন্য সেনাবাহিনীর ২টি ওয়াটার বাউজার সার্বক্ষণিক পানি সরবরাহ করবে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।  এতে আরও বলা হয়, সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে সেনাসদস্যরা ইজতেমা এলাকায় ক্যাম্প স্থাপন করে এসব জনকল্যাণমূলক কাজ সম্পন্ন করছেন। এর পাশাপাশি ইজতেমা এলাকায় নিরাপত্তার স্বার্থে ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড কর্তৃক একটি বোম্ব ডিসপোজাল টিম প্রস্তুত রাখা হয়েছে। আইএসপিআর জানায়, যে কোনো জাতীয় প্রয়োজনে সেনাবাহিনী সবসময় দেশের সাধারণ মানুষের পাশে থেকে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জনকল্যাণমূলক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও সেনাবাহিনীর পক্ষ থেকে বিশ্ব ইজতেমা এলাকায় ভাসমান ব্রিজ ও ওয়াটার বাউজার স্থাপন করা হয়।
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২১

শিকার থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, ক্ষতসহ ভাসমান হরিণ উদ্ধার
বরগুনার পাথরঘাটার বিষখালী নদী থেকে একটি পাল্লা হরিণ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।  মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে হরিণঘাটা ইকোপার্ক-সংলগ্ন বিষখালী নদী থেকে হরিণটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কর্মকর্তা লে. শাকিব মেহেদী। কোস্টগার্ড সূত্রে জানা যায়, বিষখালী নদীতে নিয়মিত টহল অবস্থায় হরিণঘাটা ইকোপার্ক-সংলগ্ন নদীতে হরিণটিকে সাঁতার কাটতে দেখা যায়। পরে সেখান থেকে উদ্ধার করে বিকেল ৫টার দিকে পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পাথরঘাটা বনবিভাগের কর্মকর্তা জিয়াউল ইসলাম জানান, উদ্ধার হওয়া হরিণটির শরীরে একাধিক ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে হিংস্র প্রাণির আক্রমণের শিকার হয়ে বাঁচার জন্য নদীতে ঝাঁপ দিয়েছে হরিণটি। হরিণটি পাঁচ ফুট লম্বা এবং এর ওজন প্রায় দুই মন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাথরঘাটা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা হারুন অর রশিদ জানান, সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে পাথরঘাটা প্রাণিসম্পদ অধিদপ্তরের আহত অবস্থায় হরিণটি বন বিভাগের লোকজন নিয়ে আসে। হরিণটির শরীরের ২০টি শেলাই লেগেছে। হরিণটি সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
০৯ জানুয়ারি ২০২৪, ২২:০০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়