• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
গুজরাটকে সহজ লক্ষ্য দিলো পাঞ্জাব
চলতি আইপিএলের ৩৭তম ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংস। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ‍গুজরাটকে ১৪৩ রানের লক্ষ্য দিয়েছে পাঞ্জাব। রোববার (২১ এপ্রিল) টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে পাঞ্জাবের দুই ওপেনার স্যাম কারান এবং প্রাভসিমরান সিং। দুজনের ব্যাট থেকে আসে ৫১ রান। ২১ বলে ৩৫ রান করে সাজঘরে ফেরেন প্রাভসিমরান। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি রাইলি রুসোও। ৭ বলে ৯ রান করে নুর আহমেদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই প্রোটিয়া ব্যাটার। এরপর ১৯ বলে ২০ রান আরেক আফগান স্পিনার রশিদ খানের শিকার হন স্যাম কারান। এতে ১৫ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ছন্দ হারায় পাঞ্জাব। সেই সঙ্গে উইকেট মিছিল শুরু করেন লাইম লিভিংস্টোন (৬), জিতেস শর্মা (৩), আশুতেশ শর্মা (৩) ও শাশাঙ্ক সিং (৮)। শেষ দিকে হারপ্রীত সিংকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন হারপ্রীত ব্রার। ১১ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলে আউট হন ব্রার। শেষ পর্যন্ত হারপ্রীত সিংয়ের ১৯ বলের ১৪ রানে ভর করে দশ উইকেট হারিয়ে ১৪২ রানের লড়াকু পুঁজি পায় পাঞ্জাব। গুজরাট টাইটান্সের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন সাই কিশোর। এ ছাড়াও মোহিত শর্মা ও নুর আহমেদ দুটি করে উইকেট শিকার করেন। এক উইকেট নেন রশিদ খান।
২১ এপ্রিল ২০২৪, ২১:৫১

২ রানে হায়দরাবাদের কাছে হারল পাঞ্জাব
মুল্লানপুরে টস জিতে হায়দরাবাদকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় পাঞ্জাব। শুরুতে ব্যাট করা হায়দরাবাদের হয়ে ১৫ বলে ২১ রান করেন ওপেনার ট্রাভিস হেড, অপর ওপেনার ১৬ রান যোগ করেন অভিষেক শর্মা। ৩৭ বলে ৬৪ রান করেন সেরা ইনিংস খেলা রেড্ডি। তার ব্যাট থেকে আসে পাঁচটি ছক্কা ও চারটি চারের শট। ২০ রানে ৩ উইকেট হারিয়ে পথ হারায় পাঞ্জাব। একশ'র আগে পঞ্চম উইকেট হারায় তারা। ২২ বল করে খেলে যথাক্রমে ২৯ ও ২৮ রান করেন মিডল অর্ডারে আশা দেওয়া স্যাম কারেন ও সিকান্দার রাজা। শেষে হাল ধরে দলকে জয়ের প্রান্তে তুলে নেন শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা। শেষ ওভারে ২৬ রান নিলেও দলকে জেতাতে পারেনরি তারা। শশাঙ্ক ২৫ বলে ৪৬ ও আশুতোষ ১৫ বলে ৩৩ রান করেন। তবু অশ্বদ্বীপ-শশাঙ্করা এক রেড্ডির কাছে পরাজিত হন। পাঞ্জাব কিংসের বাঁহাতি পেসার অর্শদীপ সিংয়ের খাবি কেটে যায় সানরাইজার্স হায়দরাবাদ। নিতিশ কুমার রেড্ডি ছাড়া ক্রিজে দাঁড়াতে পারেনি কেউ। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান তুলে ফেলে হায়দরাবাদ। অশ্বদ্বীপ ৪ ওভারে ২৯ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। হায়দরাবাদের কেউ অশ্বদ্বীপের মতো আগুন ঝরাতে পারেননি। দলকে ২ রানের জয় এনে দিয়েছেন প্যাট কামিন্স-ভুবনেশ্বর কুমাররা।  
১০ এপ্রিল ২০২৪, ০১:৪৭

আইপিএল ২০২৪ / টস জিতে ফিল্ডিংয়ে পাঞ্জাব
দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আসরের শুরুটা দুর্দান্ত করেছিল পাঞ্জাব কিংস। তবে পরের দুই ম্যাচেই হারের স্বাদ পেয়েছে শিখর ধাওয়ানের দল। নিজেদের চতুর্থ ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছে পাঞ্জাব।  বৃহস্পতিবার (৪ এপ্রিল) টস জিতে গুজরাটকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে পাঞ্জাব। গুজরাট টাইটান্সের একাদশ: ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, কেইন উইলিয়ামসন, আজমাতুল্লা ওমরজাই, বিজয় শঙ্কর,  রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, উমেশ যাদব ও দর্শন নালকাণ্ডে।  পাঞ্জাব কিংসের একাদশঃ শিখর ধাওয়ান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, প্রভসিমরন সিং, জিতেশ শর্মা, শশাঙ্ক সিং, স্যাম কারান, সিকান্দার রাজা, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাদা ও অর্শদীপ সিং।  
০৪ এপ্রিল ২০২৪, ১৯:৫৩

শপথ নিলেন পাঞ্জাব পরিষদের সদস্যরা
পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) তাদের শপথ পড়ান বিদায়ী স্পিকার সিবতাইন খান। এ শপথের মধ্য নিয়ে নওয়াজ কন্যা মরিয়ম নওয়াজ সংসদীয় রাজনীতিতে প্রবেশ করলেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।  ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনের পর এটাই ছিল প্রথম প্রাদেশিক পরিষদের অধিবেশন। যেখানে নবনির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন। অধিবেশনে ৩১৩ জন আইনপ্রণেতা উপস্থিত ছিলেন যার মধ্যে ২১৫ জন পিএমএল-এন এবং এর সহযোগী দলগুলোর। বাকী ৯৮ জন ছিলেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) সদস্য।  বিদায়ী স্পিকার সিবতাইন খান বলেন, শনিবার (২৪ ফেব্রুয়ারি) গোপন ব্যালটের মাধ্যমে পাঞ্জাব প্রাদেশিক সরকারের স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে। এজন্য আজ স্পিকার এবং ডেপুটি স্পিকারের মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে।  তবে দুই ঘণ্টা দেরিতে এই শপথ অনুষ্ঠান শুরু হয়। প্রতিবেদনে কারণ হিসেবে বলা হয়েছে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং সুন্নি উত্তেহাত কাউন্সিলের নির্বাচিত সদস্যরা শপথ নেয়ার সময় একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং উচ্চ বাচ্য শব্দ বিনিময় করেন। 
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়