• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
১১ পরিবর্তন নিয়েও জয় ইতালির
একাদশ ঘোষণাতেই চমক রেখেছিলেন ইতালির কোচ লুসিয়ানো স্পালেত্তি। ইউরোর আগে অনেক ফুটবলারকে পরখ করে নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। তাই বলে পুরো ম্যাচের একাদশই পাল্টে ফেলা হবে, এটা ভাবাও অসম্ভব। সেটাই করে দেখালেন ইতালিয়ান কোচ। তবে পুরো বদলে ফেলা একাদশ নিয়েও খুব একটা সমস্যা হয়নি। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে জয় পেয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। সোমবার (২৫ মার্চ) বাংলাদেশ সময় ভোরে রেড বুল এরিনায় ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে দ্য ব্লুজ। এদিন ম্যাচজুড়ে সমান তালে লড়ে দুই দল। তবে ম্যাচের শুরুতেই ইকুয়েডরের জাল খুঁজে নেন লরেঞ্জো পেলেগ্রিনি। কিছু সময় পরেই ব্যবধান বাড়ানোর কাছাকাছি গিয়েছিলেন জানিয়োলো। কিন্তু ইকুয়েডরকে রক্ষা করেন দলটির গোলকিপার। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় ইতালি।  দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে উঠে লুসিয়ানো স্পালেত্তির শিষ্যরা। অন্যদিকে আক্রমণের ধার বাড়ায় ইকুয়েডর। তবে কোনোভাবেই জালের দেখা পায়নি তারা। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে নিকোলো বারেলার গোলে লিড বাড়ায় ইতালি। ইতালির অধিনায়ক হিসেবে এটি তার প্রথম গোল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠে ছাড়ে লুসিয়ানো স্পালেত্তির শিষ্যরা।
২৫ মার্চ ২০২৪, ১১:৫৫

আমার কোনো প্রেমিক নেই, বিয়ে নিয়েও ভাবছি না
এ প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। শুধু ছোট পর্দা নয়, বড় পর্দাতেও সরব উপস্থিতি রয়েছে লাস্যময়ী এই অভিনেত্রীর। পাশাপাশি লেখালেখি, ছবি আঁকা এবং নাচেও বেশ পারদর্শী তিনি। বহু গুণে গুণান্বিত ভাবনা জীবন নিয়ে খুব একটা চিন্তিত নন। নিজের আপন গতিতেই চলছেন তিনি। এদিকে সমসাময়িক সময়ের অনেক তারকাই বিয়ে করে সংসারে মনোনিবেশ করেছেন। কিন্তু সিঙ্গেলই রয়ে গেছেন এই অভিনেত্রী। এমনকি কোনো প্রেমিকও নেই বলে জানিয়েছেন তিনি। কয়েকবছর আগে এক নির্মাতার সঙ্গে নিজের প্রেমের খবর জানালেও বর্তমানে নাকি কারও সঙ্গেই প্রেম করছেন না ভাবনা। সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।   কারও সঙ্গে এখন প্রেম করছেন কি না প্রশ্নের জবাবে ভাবনা বলেন, প্রেমের সময় কোথায়? আমার কোনো প্রেমিক নেই। কারণ, বর্তমানে সিনেমা নিয়ে ব্যস্ত। নতুন বছরে দুটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছি, মুক্তির অপেক্ষায় আরও চারটি সিনেমা। এখন থেকে সিনেমা নিয়েই ব্যস্ত থাকব। বিয়ের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ভাগ্যে যেদিন লেখা থাকবে, সেদিনেই বিয়ে হবে। বিয়ে তো করতেই হবে, তবে আপাতত নয়। তাছাড়া পরিবার থেকেও এখন বিয়ে নিয়ে কোনো চাপ নেই। প্রসঙ্গত, ২০১৭ সালে ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন ভাবনা। সম্প্রতি অভিনেত্রী যুক্ত হয়েছেন ‘চারুলতা’ নামে নতুন একটি সিনেমায়। পাশাপাশি ‘পায়েল’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে সরকারি অনুদানের সিনেমা ‘যাপিত জীবন’। 
২৪ জানুয়ারি ২০২৪, ১৯:১৯

টিভি বিজ্ঞাপন মূল্য নিয়েও টিআইবির ভুল তথ্য
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবির ট্র্যাকিং রিপোর্টে কিছু অসঙ্গতি পাওয়া পাওয়া গেছে। এর মধ্যে বিটিভি’র রাত ৮টার সংবাদে নির্বাচন সম্পর্কিত সব প্রতিবেদনে দেখানো হয়েছে প্রচারণা হিসেবে। আর এসব সংবাদের প্রতি ১০ সেকেন্ডের মূল্য ধরা হয়েছে ১৫০০০ টাকা। এছাড়া অনএয়ার ডাটাতেও গড়মিল পাওয়া গেছে। টিআইবির এই রেটের সাথে বিটিভি নির্ধারিত টেরিস্টেরিয়াল রেটের কোন মিল পাওয়া যায়নি। টিআইবির দেওয়া তথ্যমতে, গত ৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত রাত ৮ টার খবরে ৪৯৩ মিনিট ২৭ সেকেন্ড নির্বাচন সম্পর্কিত সংবাদ প্রচার করা হয়েছে। আর এই সময়ের অনএয়ার মূল্য বলা হয়েছে ৪ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৫০০ টাকা। অর্থাৎ প্রতি সেকেন্ডের মূল্য ১৫০০ টাকা।  টিআইবির প্রতিবেদনে ৫ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ১২২ মিনিট ২৭ সেকেন্ড এবং ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ৩৭১ মিনিট নির্বাচন সম্পর্কিত সংবাদ প্রচার করা হয়েছে। আর নির্বাচনী সব সংবাদকে প্রচারণা হিসেবে দেখিয়েছে টিআইবি।  এই অনএয়ার হিসেবের যোগফলেও ভুল তথ্য। মোট সম্প্রচার ৪৯৩ মিনিট ২৭ সেকেন্ড বলা হলেও মোট সম্প্রচার ৪৯১ মিনিট ২৮ সেকেন্ড। এর মধ্যে ৫ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ১২৬ মিনিট ৪৮ সেকেন্ড এবং ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ৩৬৪ মিনিট ২৯ সেকেন্ড। বিটিভি বিজ্ঞাপন আকারে কোন সংবাদ প্রচার করেনা। রাত ৮টায় বিটিভির সুপার পিক টাইম শুরু হয়, যা শেষ হয় রাত ১২টায়। সংবাদ শুরুর ঠিক আগের প্রতি ১০ সেকেন্ডের মূল্য ৬,৬৬৭ টাকা এবং সংবাদের আগে সাড়ে ৫হাজার টাকা। আর বিরতিতে ১০,৮৩৪ টাকা। টিআইবির প্রতিবেদনে সংবাদের মূল্য নির্ধারণ এই তিনটির কোনটিতেই পড়েনা। বিটিভির এই বিজ্ঞাপন মূল্যহার ‘পিক টাইম’ সংবাদের মাঝে প্রচারিত ‘স্পট বিজ্ঞাপন’ ক্যাটাগরির প্রতি ১০ সেকেন্ডের মূল্যহার হিসেবে ধরা হয়েছে বলে দাবি করেছে টিআইবি। বস্তুত এই স্পট বিজ্ঞাপন আলাদা কিছু নয়। বিটিভির ওয়েবসাইটে দেওয়া মূল্য তালিকায় দেখা গেছে, তাদের বিজ্ঞাপন স্পটগুলো হলো- সংবাদের শুরু ঠিক আগে বা সংবাদ শেষের পরে, সংবাদের আগে বা পরে, সংবাদের মধ্য বিরতিতে। এখানেই টিআইবির প্রতিবেদনে অসঙ্গতি দেখা গেছে। সংবাদকে মোট ৬টি ভাগে ভাগ করা হয়েছে, এতে প্রতি ১০ সেকেন্ডের দাম দেখানো হয়েছে ১৫ হাজার টাকা। যা প্রতি মিনিটের দাম হিসেব করলে দাঁড়ায় ৯০ হাজার টাকা। অথচ বিটিভির সম্প্রচার মূল্য তালিকায় কোথাও এরকম রেট নেই। বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক হারুন-অর-রশিদ জানান, বিটিভি ন্যাশনালে বিজ্ঞাপন পেলেও বিটিভি ওয়ার্ল্ড-এ খুব একটা বিজ্ঞাপন পাওয়া যায়না। আর বিজ্ঞাপন মূল্য নির্ধারিত। বিটিভি কেন বাংলাদেশে কোনো টেলিভিশনেই প্রতি মিনিটের বিজ্ঞাপন খরচ ৯০ হাজার টাকা নয়। এই মূল্য যারা দেখিয়েছে তারা বাস্তবতার ভিত্তিতে নয়, বিশেষ উদ্দেশ্যে করেছে।  
২২ জানুয়ারি ২০২৪, ১৫:০১

নৌকা নিয়েও স্বতন্ত্রের কাছে হেরে গেলেন মমতাজ
অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এবারের নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। তবে শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসতে পারলেন না তিনি। তাকে টপকে ট্রাক মার্কা নিয়ে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলু। মানিকগঞ্জ ২ আসনে মোট ভোট কেন্দ্র ১৯৩টি। এরমধ্যে ১৩০ টির ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে নৌকা প্রতীক নিয়ে মমতাজ পেয়েছেন ৫১ হাজার ২৩৩ ভোট। অন্যদিকে ৫৬ হাজার ৩৮৬ ভোট তার থেকে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুল। এর আগে, নির্বাচনে নিজের অবস্থা সম্পর্কে মমতাজ আরটিভিকে বলেন, আলহামদুলিল্লাহ্‌ খুব ভালো ভোটারদের সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস যে যাই বলুক না কেনো এবারও জয় নৌকারই হবে। দিনের প্রথম প্রহরে ভোট প্রদান করেছেন মমতাজ। সেসময় ভোটের পরিবেশ নিয়ে সংবাদমাধ্যমকে বলেছিলেন, সকালের দিকে কিছুটা কম ভোটার। আমার মনে হয় আস্তে-ধীরে ভোটাররা আসবে। আর দুপুরের দিকে ভোটারদের উপস্থিতি বাড়বে। প্রার্থী হিসেবে দেখলাম, এখানে যারা দায়িত্বে রয়েছেন বিশেষ করে প্রশাসন, তারা খুব কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। আমার কাছে মনে হয় সবাই যখন জানতে পারবে- সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে, তখন সবাই আসবে। সময়ের সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে। প্রসঙ্গত, কণ্ঠশিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। ২০১৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান। ২০১৮ সালের নির্বাচনেও তিনি নির্বাচিত হয়েছিলেন।  
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:১৭

নৌকা নিয়েও হেরে গেলেন ইনু
দ্বাদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসনে নৌকা প্রতীক নিয়েও হেরে গেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। অধিকাংশ কেন্দ্রেই ফল বিপর্যয় হয়েছে তার। এ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে আওয়ামী লীগ নেতা কামারুল আরেফিন ১ লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৪ দলীয় জোটের হেভিওয়েট প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৯২ হাজার ৪৪৫। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটে ভোটগ্রহণ হয়। এরপর মোট ৫০ কেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষে রাত পৌনে ৮টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়। 
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:৩০

নৌকা নিয়েও পিছিয়ে মমতাজ
অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। নির্বাচনের শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯৩টি কেন্দ্রের মাঝে ৭৪টি কেন্দ্রের ফলাফলে পিছিয়ে আছে মমতাজ বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদ আহমেদ টুলু (ট্রাক)- ৪১,০৪০ ও মমতাজ বেগম (নৌকা)- ২৩,৭৬১ ভোট পেয়েছেন। এর আগে,  নির্বাচনে নিজের অবস্থা সম্পর্কে মমতাজ আরটিভিকে বলেন, আলহামদুলিল্লাহ্‌ খুব ভালো ভোটারদের সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস যে যাই বলুক না কেনো এবারও জয় নৌকারই হবে। প্রসঙ্গত, কণ্ঠশিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। ২০১৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান। ২০১৮ সালের নির্বাচনেও তিনি নির্বাচিত হয়েছিলেন।
০৭ জানুয়ারি ২০২৪, ১৯:৫৭

সিডনি টেস্টে লিড নিয়েও ঘুরে দাঁড়াতে পারল না পাকিস্তান
সিডনি টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩১৩ রানে অলআউট হয়েছিল পাকিস্তান। এরপর অজিদের ২৯৯ রানে অলআউট করে ১৪ রানের লিডে এগিয়ে ছিল দ্য গ্রিন ম্যানরা। তারপরও ম্যাচে ঘুরে দাঁড়াতে পারল না বাবর-রিজওয়ানরা।  দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬৮ রানে ৭ উইকেট হারিয়েছে পাকিস্তান। এতে ৮২ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। ফলে পার্থ ও মেলবোর্ন টেস্টের মতো সিডনিতেও হারের দ্বারপ্রান্তে শান মাসুদের দল। ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই স্টার্কের বলে বোল্ড আউট হন আব্দুল্লাহ শাফিক (০)। পরের ওভারে শূন্য রানে অধিনায়ক শান মাসুদকে সাজঘরে ফেরান হ্যাজেলউড। এরপর বাবর আজমকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অভিষিক্ত সাইম আইয়ুব। তবে ইনিংস বড় করতে পারেনি কেউই। সাইম ৩৩ রানে আউট হলে ২৩ রান করে তাকে সঙ্গ দেন বাবর আজম। এরপর উইকেট মিছিল শুরু করে বাকিরা। সাউদ শাকিল (২), সাজিদ খান (০), আগা সালমান (০) ও আমির জামাল শূন্য রানে আউট হলে, মাত্র ৬৮ রানে ৭ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। ৬ রানে অপরাজিত আছেন মোহাম্মদ রিজওয়ান। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন জশ হ্যাজেলউড। এ ছাড়াও মিচেল স্টার্ক, নাথান লায়ন ও প্যাট কামিন্স একটি করে উইকেট নেন। এর আগে শুক্রবার (৫ জানুয়ারি) দিনের শুরুতে ব্যাটিংয়ে নামেন আগের দিন অপরাজিত থাকা স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেনে। ৩৮ রানে স্মিথ আউট হলেও ১৩১ বল খেলে ফিফটি তুলে নেন লাবুশেনে। ৬০ রান করে লাবুশেনে আউট হলে, ১০ রান করে তাকে সঙ্গ দেন ট্রাভিস হেড। এরপর অ্যালেক্স ক্যারিকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন মিচেল মার্শ। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে ৩৮ রানের ইনিংস খেলেন ক্যারি। ৫৪ রান করে মার্শ আউট হলে, আশা যাওয়ার মিছিলে যোগ দেন বাকিরা। প্যাট কামিন্স (০), নাথান লায়ন (৫) এবং জশ হ্যাজেলউড শূন্য রানে আউট হলে ২৯৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। এতে ১৪ রানের লিড পায় পাকিস্তান।
০৫ জানুয়ারি ২০২৪, ১৮:৪৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়