• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
নির্ধারিত সময়েই পর্দা নামছে বাণিজ্যমেলার
ব্যবসায়ীরা সময় বাড়ানোর দাবি জানিয়ে এলেও তাদের সে দাবি রাখা সম্ভব হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে বাণিজ্যমেলা কর্তৃপক্ষ। ফলে, নির্ধারিত তারিখ মেনে আগামীকাল মঙ্গলবারই (২০ ফেব্রুয়ারি) পর্দা নামছে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার। রাত ১০ টায় শেষ হচ্ছে মেলার সব কার্যক্রম।  সোমবার (১৯ ফেব্রুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ও মেলার পরিচালক বিবেক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আগামীকালই শেষ হচ্ছে মেলা। শেষদিনে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন ক্রান্তি ঘোষ। বিবেক সরকার বলেন, ব্যবসায়ীরা মেলার সময় বাড়ানোর দাবি জানালেও তা রাখার সুযোগ নেই। ২০ ফেব্রুয়ারি রাত ১০ টা পর্যন্ত মেলা চলবে। এর আগে বিকেল ৪ টায় মেলা প্রাঙ্গনের দ্বিতীয়তলায় সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে। দেড় লাখেরও বেশি মানুষের সমাগম ঘটেছে এ বছর। বেচাবিক্রি কেমন হয়েছে তা এখন বলা সম্ভব না। আগামীকাল সমাপনী অনুষ্ঠানে বিস্তারিত তথ্য দেওয়া যাবে। গত ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্যমেলা উদ্বোধন করেন। দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলা হতো শেরেবাংলা নগরে। কোভিড মহামারির কারণে ২০২১ সালে মেলার আয়োজন করা সম্ভব হয়নি। এরপর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলার আয়োজন করা হয় পূর্বাচলে বিবিসিএফইসিতে। এবার তৃতীয়বারের মতো স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চীন এক্সিবিশন সেন্টারে বাণিজ্যমেলা অনুষ্ঠিত হয়। এবারের বাণিজ্যমেলায় দেশীয় ব্যবসায়ীদের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, হংকং, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ অংশ নেয়। 
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৬

পবিত্র শবে বরাত নির্ধারিত হবে যেদিন
পবিত্র শবে বরাতের ১৫ দিন পর পবিত্র রমজান। তাই বলা যায় এই রমজানের বার্তা নিয়েই আসে শবে বরাত।  আরবি ১৪৪৫ হিজরি সনের পবিত্র শবে বরাতের তারিখ জানা যাবে চাঁদ দেখার মধ্যদিয়ে। এ জন্য জাতীয় চাঁদ দেখা কমিটি গঠন করা হয়েছে। যা আগামীকাল রোববার (১১ ফেব্রুয়ারি) বৈঠকে বসবে। এদিন জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামীকাল রোববার শাবান মাসের চাঁদ দেখা গেলে সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে শবেবরাত পালিত হবে ২৫ ফেব্রুয়ারি দিনগত রাতে। চাঁদ দেখা না গেলে সোমবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে, শাবান মাস শুরু হবে ১৩ ফেব্রুয়ারি। এক্ষেত্রে ২৬ মার্চ দিনগত রাতে শবেবরাত পালিত হবে। সাধারণ শবেবরাতের ১৫ দিন পর পবিত্র রমযান মাস শুরু হয়। সেটি নির্ধারণ হয় রমজান মাসের চাঁদ দেখার ওপর। যদি শাবান মাস ২৯ তারিখ হয় তবে রমজান শুরু হবে ১১ মার্চ থেকে আর শাবান মাস ৩০ দিন পূর্ণ হলে রমজান শুরু হবে ১২ মার্চ থেকে। শনিবার (১০ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে একটি সভা আহ্বান করা হয়েছে। আগামীকাল রোববার সন্ধ্যা সোয়া ৬টায় (বাদ মাগরিব) এ সভা অনুষ্ঠিত হবে। এসময় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়