• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
বিরোধী দল গঠন নিয়ে যা বললেন নিক্সন চৌধুরী
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী বলেছেন, বিরোধী দল গঠনে আমরা জোট করব।  বুধবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের আগে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। আরও পড়ুন : বিরোধী দলে ছিলাম, থাকতে চাই : জি এম কাদের   নিক্সন চৌধুরী বলেন, আজকে আমরা শপথ নেব। এখনও বিরোধী দল গঠন হয় নাই। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব। আমরা জোট করব। জোট অবশ্যই করব। এর আগে, সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে প্রথমে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এরপর বেলা ১১টার দিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। আজ দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার কথা। জাতীয় সংসদ ভবনে সরকারি দলের ওই বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হবে। সংসদীয় দলের নেতা নির্বাচনের বিষয়টি চিঠি দিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে জানানো হবে। এরপর রাষ্ট্রপতি আহ্বান জানালে নতুন সরকার শপথ নেবে। আগামীকাল বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার কথা। আরও পড়ুন : কলা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন চাষিরা   গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে। সংবিধানের বিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হবে। শপথ গ্রহণের পরই তিনি কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য হবেন। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রোববার সারাদেশে একযোগে ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২৫ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠা লাভ করেছে। জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬১টি আসন, এ ছাড়া অন্যান্য দল থেকে পেয়েছে ১টি আসন।
১০ জানুয়ারি ২০২৪, ১৪:১৯

টানা তৃতীয় জয় পেলেন নিক্সন চৌধুরী 
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বিজয়ী হলেন তিনি।  ঈগল প্রতীক নিয়ে নিক্সন চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও দলটির দ্বাদশ নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৬ ভোট। ২৩ হাজার ৯৬৯ ভোটে বিজয়ী হয়েছে নিক্সন চৌধুরী।  রোববার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কার্যালয় থেকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয় তাকে। ২০১৪ সালে আনারস প্রতীক নিয়ে নিক্সন চৌধুরী নৌকাকে ২৮ ভোটের হাজার ব্যবধানে হারিয়ে বিজয় পান। এরপর ২০১৮ সালে সিংহ প্রতীকে ৪৮ হাজার ভোটে নৌকাকে হারান তিনি। এবার কাজী জাফরউল্লাহকে হারিয়ে হ্যাটট্রিক করলেন নিক্সন চৌধুরী। 
০৭ জানুয়ারি ২০২৪, ২২:৪১

নিক্সন চৌধুরীর গাড়ি বহর দেখে জাফর উল্লাহর সমর্থকদের বৈঠা মিছিল
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের গাড়ি বহর দেখে আচমকাই বৈঠা মিছিল করেছে নৌকার প্রার্থী জাফর উল্লাহর সমর্থকরা। বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় নিক্সন চৌধুরী সদরপুর উপজেলার ঢেউখালি থেকে পথসভা শেষে মানিকদহ ইউনিয়নে যাচ্ছিলেন। তখন নৌকা স্লোগান দিয়ে নিক্সন চৌধুরীকে অবরুদ্ধ করার চেষ্টা করা হয়। আরও পড়ুন : ইতিহাসে আজকের এই দিনে   এ বিষয়ে নিক্সন চৌধুরী বলেন, কাজী জাফর উল্লাহ সাহেব পরাজয় জেনে আজকে আমার গাড়ির সামনে বৈঠা মিছিল করে। তাদের কাছে রাম দাসহ ধারালো অস্ত্র ছিল, এটা কি আচরণ বিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না? পেয়াজখালির শিশু খার নেতৃত্বে মিছিল হয়। তিনি স্থানীয় সন্ত্রাসী। এটা আচরণ বিধি লঙ্ঘন না? যদি হয় তাহলে এটার ব্যবস্থা নিতে হবে। তারা আমাকে অবরুদ্ধ করে আমার গাড়ি বহরে হামলার চেষ্টা করে। এ সময় আমার লোকজন ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করে। আরও পড়ুন : প্রয়োজনে প্রশাসনকে সহায়তা করবে সশস্ত্র বাহিনী : ইসি সচিব   তিনি বলেন, আমি প্রশাসনকে বিষয়টি অবগত করেছি। এতে যদি আইনশৃঙ্খলার অবস্থার অবনতি হয়, তাহলে কিন্তু দায় প্রশাসনের। আমরা ধৈর্য ধরে আছি, কোনো ষড়যন্ত্র হলে কিন্তু ঘরে বসে থাকব না। আমরা কিন্তু খেলতে জানি, পরিস্থিতি অন্যদিকে নিয়েন না। নির্বাচন সুষ্ঠুভাবে করতে দেন।
০৪ জানুয়ারি ২০২৪, ১০:১৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়