• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
১৬০০ মিটার দৌড়ে যেমন করলেন টাইগাররা
দেশের ক্রিকেটের নানান ঘটনার সাক্ষী বঙ্গবন্ধু স্টেডিয়াম। বাংলাদেশের ক্রিকেটের অনেক স্মৃতিময় মুহূর্তের জন্মও এখানেই। বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে আজ (২০ এপ্রিল) ফিটনেস টেস্ট দিয়েছেন জাতীয় দল ও রাডারে থাকা ৩৪ ক্রিকেটার। এ সময়ে বর্তমানে বিসিবিতে কাজ করছেন এবং অতীতে ক্রিকেট খেলেছেন এমন অনেকেই উপস্থিত ছিলেন। তীর্থভূমিতে ফেরার পর তাদের পুরোনো স্মৃতিও স্মরণে আসে। এদিকে এবার একটু ব্যতিক্রমী ফিটনেস টেস্ট দিয়েছেন ক্রিকেটাররা। স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে টানা ৪ চক্করে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা। ১৭ জন করে দুটি দলে ৩৪ ক্রিকেটার রানিং পরীক্ষা দিয়েছেন। বিসিবির নতুন কন্ডিশনিং কোচ ও ট্রেইনার নাথান কেইলি পুরো প্রক্রিয়াটি তদারকি করছেন। এ সময়ে অন্য ট্রেইনাররাও তার সঙ্গে ছিলেন। দুই ধাপের রানিং টেস্টে দুই পেসার প্রথম হয়েছেন। প্রথম ধাপে ১৬০০ মিটার দৌড়ে তানজিম হাসান সাকিব সবচেয়ে কম আর মাহমুদউল্লাহ রিয়াদ বেশি সময় নেন। অন্যদিকে দ্বিতীয় ধাপে পেসার নাহিদ রানা প্রথম হয়েছেন। শামীম হোসেন সবচেয়ে শেষে ছিলেন। সব মিলিয়ে ফিজিক্যাল পারফরম্যান্স অ্যাসেসমেন্টে শামীমই সবচেয়ে বেশি সময় নিয়েছেন। ৩৯ ক্রিকেটার টেস্ট দেওয়ার কথা থাকলেও এই আয়োজনে সাকিব আল হাসান, তাসকিন, মোস্তাফিজ, তাইজুল ও সৌম্য অনুপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে পরীক্ষা শেষে মিরপুরে ফেরেন খেলোয়াড়রা। সেখানে জিমসহ অন্যান্য পরীক্ষা দিয়েছেন। রানিং টেস্ট প্রসঙ্গে ট্রেইনার ইফতেখার ইসলাম ইফতির ভাষ্য, ‘অনেক দিন আমরা ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা নেইনি। এটাতে আসলে পাস-ফেলের কিছু নেই। খেলোয়াড়দের বর্তমান অবস্থা কী, তা জানা। বেশ কয়েকটা সিরিজ গেছে, বিপিএল গেছে, ডিপিএল যাচ্ছে, এরপর ওদের ফিটনেসের অবস্থা কী, সেটা জানার জন্য। এটা জানার পরে খেলোয়াড়দের আলাদা আলাদা কাকে কোন ফিটনেস ট্রেনিং করাতে হবে, এগুলো আমরা বের করব। এরপর তাদের জানিয়ে দেব, সেভাবে আমরা বাস্তবায়ন করব সেটি। ১৬০০ মিটার নিয়েছি, তাদের কার্ডিওভাসকুলার সিস্টেমটা কীভাবে কাজ করে বা তাদের সামর্থ্য কেমন সব মিলিয়ে ফিটনেসের জানার জন্য।’ ইফতি যোগ করেন, ‘অ্যাথলেটিক্স ট্র্যাক বেছে নেওয়ার কারণ আসলে টাইমিংয়ের একটা বিষয় আছে। আমরা যদি আন্তর্জাতিকভাবে অনুসরণ করি, তাহলে বেশ কিছু টেস্টিং মেথড আছে, আমরা আজ ১৬০০ মিটার টাইম-ট্রায়াল নিলাম। অ্যাথলেটিক্স ট্র্যাকে যদি নেই, তাহলে প্রপার টাইমিংটা হয়। কারণ, ওইভাবেই হিসাব করা হয়। এটা ওদের কাছে নতুন মনে হয়েছে। সব মিলিয়ে ভালো।’ এদিকে দৌড় পরীক্ষা শেষে স্মৃতি ভাগাভাগি করলেন সাবেক ক্রিকেটার ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস। তার ভাষ্য, ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবারও ফেরা সত্যি দারুণ। আমাদের জীবনে খেলার প্রতি আগ্রহ তৈরি হওয়া, খেলা দেখে শেখা—সব এই স্টেডিয়ামকে কেন্দ্র করেই।’ নাফীসের ভাষ্যমতে, ‘১৯৯৪ সালে প্রথম এই মাঠে আসি আমি। অনেক আইকন ক্রিকেটার এখানে খেলতেন। তাদের দেখতে মাঠে আসতাম। ২০০৪ সালে আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ইনিংস এই মাঠে খেলেছি, ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছিলাম। তখন হয়তো বুঝিনি, কিন্তু এখন বুঝি সেই ইনিংসটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রতিটা ইঞ্চি ইতিহাস বহন করে। আমাদের প্রজন্মের খেলোয়াড়, শুধু ক্রিকেটার নয়, অন্য খেলার খেলোয়াড়েরাও এ কথা বলবে।’  বঙ্গবন্ধু স্টেডিয়াম সবার কাছেই আলাদা মাহাত্ম্য বয়ে আনে মন্তব্য করে নাফীস শোনালেন, ‘যারা একদম নতুন প্রজন্ম, তারা হয়তো এখানে খেলেনি। কিন্তু এই স্টেডিয়ামের কথা নিশ্চয়ই শুনেছে। অনেকের জন্ম ২০০০ সালের আশপাশে। তাদের খেলার কথাও নয়। তবে আইকনিক স্টেডিয়াম যেহেতু, এটার গল্প নিশ্চয়ই শুনেছে। দেখুন, সাধারণত সকাল ৬টায় ফিটনেস টেস্ট দেখতে এত মানুষের আশার কথা নয়। যেহেতু বঙ্গবন্ধু স্টেডিয়াম, তাই এসেছে। সবার জন্যই দারুণ অভিজ্ঞতা ছিল।’  
২০ এপ্রিল ২০২৪, ১৭:৪৩

ময়মনসিংহে দৌড়ে ছিনতাইকারী ধরলেন ডিবির ওসি
ময়মনসিংহে ঈদ মার্কেটে এক যুবকের গলায় ছুরি ধরে ছিনতাই চেষ্টার ঘটনায় সজীব (৩০) নামের একজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ওসি (ডিবি) ফারুক হোসেন। এ সময় এক রেস্টুরেন্ট কর্মচারীকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করেছে ছিনতাইকারীরা।   রোববার (৭ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর সেহড়া চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারী সজীব সেহড়া চামড়ার গুদাম এলাকার বাসিন্দা ইউসুফ আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদকসেবন, চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।  জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এ তথ‍্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈদ মার্কেটের নিরাপত্তা নিশ্চিত করতে রাতে নগরীতে টহল চলছিল। এ সময় নগরীর গার্লস ক‍্যাডেট কলেজের সামনের সড়কে হঠাৎ দুই ছিনতাইকারী এক যুবকের গলায় ছুরি ধরে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টায় ধস্তাধস্তি করছিল। বিষয়টি বুঝতে পেরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দৌড়ে পালানোর চেষ্টা করে ছিনতাইকারীরা। এ সময় তাদের ধাওয়া করে ধোপাখলা মোড় এলাকা থেকে সজীব নামের এক ছিনতাইকারীকে আটক করা হয়। তবে এ ঘটনায় জড়িত সানি নামে অপর ছিনতাইকারী পালিয়েছে, তাকেও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ দিকে ছিনতাই চেষ্টার শিকার এক রেস্টুরেন্টের কর্মচারী রক্তাক্ত জখম হয়েছে। তাকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।   এর আগে রাত ১০টার দিকে গ্রেপ্তার হওয়া ছিনতাইকারী সেহড়া এলাকার টুয়েলভ শো-রুমে ঈদ সালামি বাবদ চাঁদা দাবি করে। এ সময় সে শো-রুমের একটি গ্লাস ভাঙচুর করে বলে জানান প্রতিষ্ঠানের ম‍্যানেজার শরীফ রাকিব।    ডিবির ওসি মো. ফারুক হোসেন আরও বলেন, ঈদ মার্কেটকে সামনে রেখে জেলা পুলিশ সুপার (এসপি) মাছুম আহম্মেদ ভূঞার নির্দেশে চলতি রমজানের প্রথম দশদিন পৃথক পৃথক অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ২৮ জন চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতির চেষ্টা ও মাদক সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।   প্রসঙ্গত, বিগত দুটি ঈদে ছিনতাইকারীদের হাতে পৃথক পৃথক ঘটনায় বেশ কয়েকটি হত‍্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই বিষয়টি মাথায় রেখে এবার ঈদ মার্কেটে নিরাপত্তা নিশ্চিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে জেলা পুলিশ। এতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।    
০৮ এপ্রিল ২০২৪, ১৫:১২

ঈদে মুক্তির দৌড়ে ডজনখানেক সিনেমা (ভিডিও)
ঈদ আসলেই সিনেমা মুক্তি দেয়ার হিড়িক দেখা যায় প্রতিবছর। ঈদের ছুটিতে দেশের প্রেক্ষাগৃহে তুলনামূলক দর্শকের আনাগোনা বেড়ে যায় বছরের অন্য সময় থেকে। যে কারণে আগের তুলনায় প্রেক্ষাগৃহ এখন কম থাকলেও ঈদকে কেন্দ্র করে অনেক বন্ধ হল চালু হয়। যার ফলে নির্মাতা, প্রযোজকরা ঈদকেই সিনেমা মুক্তির অন্যতম সময় বলে মনে করেন। এবার ঈদেও রেকর্ড পরিমাণ সিনেমা মুক্তির তালিকায় আছে। এখন পর্যন্ত প্রায় ১৩ টি সিনেমা ঈদে মুক্তির প্রস্তুটি নিচ্ছে। তবে এরই মধ্যে ৬-৭টি সিনেমা নিয়েই আলোচনা চলছে দর্শক মহলে।  রাজকুমার ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। প্রতি ঈদেই মুক্তি পায় তার সিনেমা। এবারের ঈদে শাকিব খান অভিনীত ও হিমেল আশরাফ পরিচালিত সিনেমা ‘রাজকুমার’ মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। সিনেমাটিতে শাকিবের নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। হিমেল আশরাফ জানান, শাকিব খান তার সেরাটা দিয়েছেন এ সিনেমায়। ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা তাদের। ঢাকা, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, বান্দরবান, ভারত ও যুক্তরাষ্ট্রে শুটিং হয়েছে রাজকুমার সিনেমাটির। কাজলরেখা কিছুদিন আগেই ঘটা করে দেশের জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ঘোষণা দিয়েছেন ‘কাজলরেখা’ সিনেমাটি মুক্তি পাবে ঈদে। মৈমনসিংহ গীতিকার ‘কাজলরেখা’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন সেলিম। কাজলরেখার নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। সুচ কুমারের বেশে দেখা যাবে শরিফুল রাজকে। কঙ্কণ দাসীর খলচরিত্রে অভিনয় করেছেন রাফিয়াথ রশিদ মিথিলা। ঈদে সিনেমা মুক্তির বিষয়ে নির্মাতা বলেন, ‘আমরা এখন ২০২৪ সালে বাস করছি আর আমাদের সিনেমার গল্পটা এখন থেকে ৪০০ বছর আগে লেখা। সে সময়ের মানুষের বিনোদনের যে ধারা ছিল, সেটা এ সময়ে এসেও প্রাসঙ্গিক। এ কারণে আমি মনে করি, কাজলরেখা দর্শক দেখবে। আমার মনে হয় কাজলরেখা মুক্তির উপযুক্ত সময় হচ্ছে উৎসব। ঈদ ও বৈশাখ আমরা পাচ্ছি।’ মোনা: জ্বীন-২ গত বছর ঈদে মুক্তি পেয়েছিল ‘জ্বীন’ সিনেমাটি আর এ বছর আসছে সিনেমাটির সিকুয়াল ‘মোনা: জ্বীন-২’। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দিয়েছে এ ঈদে কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমা মোনা: জ্বীন-২ মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে সিনেমাটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে মোনার চিত্রনাট্য। জামালপুরে এক বাড়িতে জিনের উৎপাত। ফলে বাড়ির মালিক নিজ বাড়ি ছেড়ে মাদ্রাসাকে ভাড়া দেন। কিন্তু মাদ্রাসার ছাত্র ও শিক্ষক জিনের উৎপাতে সে বাড়ি ছেড়ে দেয়। জিন কেন উৎপাত করছে? সে কী চায়? সে কি কারো ক্ষতি করছে? এসব প্রশ্ন সামনে রেখে এগিয়েছে মোনার গল্প। নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। আরো আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা, সাজ্জাদ হোসেন, সামিনা বাসার, শেহজাদ ওমর, রেবেকা, মাহমুদুল হাসান মিঠু, শামীম প্রমুখ। ওমর দীর্ঘদিন পর নতুন সিনেমা নিয়ে আসছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার পরিচালিত সিনেমা ‘ওমর’ মুক্তি পাবে এ ঈদে। নির্মাতা নিজেই বিষয়টি জানিয়েছেন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘এ রোজার ঈদেই মুক্তির জন্য প্রস্তুত ওমর। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী।’ সিনেমায় ওমর চরিত্রটিতে অভিনয় করেছেন শরীফুল রাজ। এতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রমান বাবু, নাসির উদ্দিন খান, রোজী সিদ্দিকী, আয়মান সিমলা প্রমুখ। ‘দেয়ালের দেশ’ ঈদে মুক্তির অপেক্ষায় ঢালিউডের জনপ্রিয় দুই তারকা শবনম বুবলী ও শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’। এ সিনেমায় প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেছেন  রাজ-বুবলী। সম্প্রতি ছবিটির টিজার মুক্তি পেয়েছে। ৫৬ সেকেন্ডের এক ঝলকেই আলোচনায় উঠে এসেছে ‘দেয়ালের দেশ’। মিশুক মনির পরিচালনায় সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘দেয়ালের দেশ’। সিনেমাটি নিয়ে নায়িকা বুবলী আগেই জানিয়েছেন, এটি অনুদান নিয়ে প্রচলিত ট্যাবু ভেঙে দেবে। ‘ডেডবডি’ ঢালিউডের সুপরিচিত পরিচালক মোহাম্মদ ইকবাল তার সিনেমা ‘ডেডবডি’ ঈদ উপলক্ষে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছেন।  ‘ডেড বডি’তে অভিনয় করেছেন– শ্যামল মাওলা, জিয়াউল রোশান, মিষ্টি জান্নাতসহ অনেকে।  ‘পটু’ এবার ঈদে জাজ মাল্টিমিডিয়ার ‘পটু’ সিনেমাটিও মুক্তি পেতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি তাদের ভেরিফাইড ফেসবুকে ‘পটু’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করে ঈদে এর মুক্তির ঘোষণা দিয়েছে বেশ কিছুদিন আগে। সিনেমাটি নির্মাণ করেছেন আহম্মেদ হুমায়ুন। এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন ইভান সাইর। সিনেমায় আরও অভিনয় করেছেন– আফরা সাইয়ারা, শোয়েব মনির, দিলরুবা হোসেন দোয়েল, বাচ্চু দেওয়ান, গালিব সরদার প্রমুখ। ‘সোনার চর’  এবার ঈদের আরেকটি বহুল প্রতীক্ষিত ছবি বলা হচ্ছে চিত্রনায়ক জায়েদ খান অভিনীত সিনেমা ‘সোনার চর’। এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ দশ বছর পরে ঈদে মুক্তি পেতে যাচ্ছে জায়েদ খানের সিনেমা। জাহিদ হোসেন পরিচালিত  ‘সোনার চর’ সিনেমায় জায়েদ খান ছাড়াও আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী,শহীদুজ্জামান সেলিম, স্নিগ্ধা, শবনম পারভীনসহ অনেকে। ১৯৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প নিয়ে সাজানো হয়েছে এর কাহিনী।  ‘আহারে জীবন’ এদিকে গত ২৫ জানুয়ারি ‘আহারে জীবন’র ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে ঈদে এর মুক্তির কথা জানিয়েছেন নির্মাতা ছটকু আহমেদ। করোনাকালীন একটি গল্প ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমায় অভিনয় করেছেন– ফেরদৌস, পূর্ণিমা, সুচরিতা, মিশা সওদাগর, কাজী হায়াৎ, জয় চৌধুরী, মৌমিতা মৌসহ আরও অনেকে। এশা মার্ডার: কর্মফল ‘ব্ল্যাক ওয়ার’ খ্যাত নির্মাতা সানী সানোয়ারের নতুন সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’। নির্মাতা ঘোষণা দিয়েছেন এ ঈদেই প্রেক্ষাগৃহে আসবে সিনেমটি। এশা মার্ডার: কর্মফল সিনেমায় দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আজমেরী হক বাঁধন ও পূজা ক্রুজ। আরো অভিনয় করবেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ, সুষমা সরকার, দীপু ঈমাম। হক বাঁধনকে এ সিনেমায় দেখা যাবে নারী পুলিশ কর্মকর্তার চরিত্রে। নির্মাতা জানান ‘সিনেমাটি হতে যাচ্ছে সত্য ঘটনা কেন্দ্র করে। আজিমপুরে ঘটে যাওয়া একটি খুনের ঘটনা ঘিরে এ সিনেমার গল্প।  এছাড়াও আরও মুক্তির তালিকায় ফুয়াদ চৌধুরী পরিচালিত ‘মেঘনা কন্যা’। কাজী মারুফ পরিচালিত ‘গ্রিনকার্ড’ ও জসিম উদ্দিন জাকিরের ‘মায়া’।
৩০ মার্চ ২০২৪, ২০:৪২

আইসিসির মাস সেরার দৌড়ে জয়সওয়াল
ইংল্যান্ডের বিপক্ষে পরপর দুটি ডাবল সেঞ্চুরি করে পুরো বিশ্বকেই তাক লাগিয়ে দিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। যার ফলে আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন এই ভারতীয় তরুণ ওপেনার। সোমবার (৪ মার্চ) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে আইসিসি। এই তালিকায় মোট তিনজন ক্রিকেটারকে রাখা হয়েছে। পরবর্তীতে একজনকে চূড়ান্ত মনোনয়ন দিয়ে মাসসেরা হিসেবে ঘোষণা করা হবে। ভারত, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের তিনজন টপঅর্ডার ব্যাটসম্যানকে নিয়ে এই তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় যশস্বী জয়সওয়াল ছাড়াও রয়েছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন ও শ্রীলঙ্কার পাথুম নিশানকা।  ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে জয়সওয়ালের প্রথম ডাবল সেঞ্চুরিটি ছিল বিশাখাপট্টমে। আর পরেরটি রাজকোটে। এমন পারফরম্যান্স দেখিয়ে আইসিসির ফেব্রুয়ারি মাসসেরা তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিউইদের সাদা পোশাকে কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন উইলিয়ামসন। মাউন্ট মঙ্গানুইতে দুটি সেঞ্চুরি করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। এরপরে সিরিজ জয়ের জন্য হ্যামিলটনে ১৩৩ রানের অনবদ্য এক ইনিংস খেলেছিলেন। তার এমন পারফরম্যান্সে মাসসেরার তালিকায় জায়গা করে নিয়েছেন।  এ ছাড়াও লঙ্কান ‘জাদুকর’ পাথুম নিশানকাও এই তালিকায় জায়গা পেয়েছে । আফগানিস্তানের বিপক্ষে ১৩৯ বলে ২১০ রানের অপরাজিত ইনিংস খেলে যে জাদু দেখিয়েছিলেন তিনি, সেটি দেশটির জার্সিতে কেউ কখনো করতে পারেনি। অর্থাৎ ওয়ানডেতে নিশানকাই প্রথম ডাবল সেঞ্চুরিয়ান। এছাড়াও আফগানদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও ২৫ বছর বয়সী এই তারকা সেঞ্চুরি করেছিলেন। তাতেই ভর করে মাসসেরা তালিকায় জায়গা হয়েছে। 
০৪ মার্চ ২০২৪, ১৬:১৭

আইসিসির মাসসেরার দৌড়ে শামার
‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন অভিষেক টেস্ট সিরিজে সেরার পুরস্কার জয়ী ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফ। শামারের সঙ্গে আছেন ইংল্যান্ডের ওলি পোপ ও অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচ টেস্ট সিরিজে শামারের অভিষেক হয়। সিরিজের প্রথম টেস্টে বোলিংয়ে এসে নিজের প্রথম ডেলিভারিতেই ১'শর বেশি টেস্ট খেলা স্টিভেন স্মিথকে আউট করেন তিনি।  অভিষেকে উইকেট নেওয়ার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। টেস্টের প্রথম ইনিংসে ৯৪ রানে ৫ উইকেট নেন ডানহাতি এই পেসার। দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি লোয়ার-অর্ডারে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শামার। এরপরও হার এড়াতে পারেনি ক্যারিবীয়রা। এরপর ব্রিজবেন টেস্টে অজিদের একাই ধসিয়ে দেন শামার। পায়ে ব্যথানাশক ইনজেকশন নিয়েও তার অবিশ্বাস্য বোলিং পারফরমেন্সে অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর টেস্ট জয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ৬৮ রান খরচায় ৭ উইকেট নেন শামার।  এই ম্যাচে ৮ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন তিনি। দুই ম্যাচে মোট ১৩ উইকেট নিয়ে সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন শামার। এমন পারফরমেন্সের সুবাদে  মাসসেরার মনোনয়ন পেয়েছেন এই পেসার। অন্যদিকে ভারতের বিপক্ষে ৫ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৯৬ রানের অসাধারণ ইনিংস খেলেন ইংল্যান্ডের ব্যাটার পোপ। এর সুবাদে ভারতকে ২৩১ রানের টার্গেট দিয়ে নাটকীয়ভাবে জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড। জানুয়ারিতে তিনটি টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার পেসার হ্যাজেলউড। ১৯ উইকেট শিকার করে মাসসেরার দৌড়ে নাম তুলেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টে পাঁচটি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাডিলেডে ৯টি এবং ব্রিজবেনে ৫ উইকেট নেন হ্যাজেলউড। নারীদের বিভাগে মাসসেরার দৌড়ে মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি ও অ্যালিসা হিলি এবং আয়ারল্যান্ডের অ্যামি হান্টার।
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪২

ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে যিনি সবচেয়ে এগিয়ে
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার পরই পদত্যাগের ঘোষণা দেন কোচ তিতে। এরপর ১৪ মাসেরও বেশি সময় পার হলেও এখনও স্থায়ী কোচ নিয়োগ দিতে পারেনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বিপরীতে অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজকেও বরখাস্ত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দিনিজকে বরখাস্ত করার পরপরই খবর চাউর হয়ে গেছে, সাও পাওলোর কোচ দরিভাল জুনিয়রকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে ব্রাজিল ফুটবল কর্মকর্তারা। এ বিষয়ে সিবিএফ সভাপতি রদ্রিগেজ জানিয়েছেন, দরিভালের ব্যাপারে ইতোমধ্যেই সাও পাওলোর সভাপতির সঙ্গে আলাপ করেছেন তিনি। তবে এখনই দরিভালকে ছাড়তে রাজি নয় সাও পাওলো। ধারণা করা হচ্ছে, সমঝোতার ভিত্তিতে শেষ পর্যন্ত ব্রাজিলের ডাগআউটে দরিভালকেই দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে রিয়াল মাদ্রিদ কোচ ব্রাজিলকে না করায়, ধারণা করা হচ্ছিল হোসে মরিনহোকে নিয়োগ দিতে পারে ব্রাজিল। যদিও মরিনহো এ নিয়ে বলে দিয়েছেন, ব্রাজিলের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাননি। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইউরোপিয়ান কোচের চিন্তা থেকে সরে এসেছে ব্রাজিল। ফলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের স্থায়ী কোচ হওয়ার দৌড়ে বর্তমানে সবচেয়ে এগিয়ে আছেন কোচ দরিভাল জুনিয়র।  এর আগে ব্রাজিল ফুটবল ফেডারেশন আশায় ছিল ২০২৪ সালের মৌসুমে রিয়াল মাদ্রিদের সঙ্গে কার্লো আনচেলত্তির মেয়াদ শেষ হলে তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেবে। এ ভরসায় গত জুলাইতে ফার্নান্দো দিনিজের সঙ্গে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে চুক্তি করে নিয়েছিল সিবিএফ।  কিন্তু গত সপ্তাহেই রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত নতুন চুক্তিতে আবদ্ধ হন আনচেলত্তি। এরপরই নতুন কোচের খোঁজে মাঠে নেমেছে ব্রাজিল ফুটবল ম্যানেজমেন্ট।
০৭ জানুয়ারি ২০২৪, ২০:২৮

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের দৌড়ে ভারতের আধিপত্য
আইসিসির ২০২৩ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনয়ন তালিকায় চারজনের তিনজনই ভারতের। নিউজিল্যান্ড থেকে জায়গা পেয়েছেন আরেকজন। ভারতের বিরাট কোহলি, শুভমান গিল ও মোহাম্মদ শামির সঙ্গে আছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। এদিকে পুরুষের পাশাপাশি গেল বছরের বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটারের মনোনয়ন তালিকাও প্রকাশ করে আইসিসি। বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটারের মনোনয়নে আছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ইংল্যান্ডের স্কিভার-ব্রান্ট ও নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কোহলি। ১১ ইনিংসে ব্যাট করে ৭৬৫ রান করেন তিনি। যা বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড।  বিশ্বকাপে ১১ ইনিংসের মধ্যে ৯ ইনিংসেই পঞ্চাশোর্ধ রানের রেকর্ড গড়েন কোহলি। এ ছাড়া বিশ্বমঞ্চে ওয়ানডে ইতিহাসে স্বদেশি শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯ ওয়ানডে শতকের রেকর্ডও ভেঙে ৫০ সেঞ্চুরির মালিক হন তিনি। গেল বছরে ভারতের হয়ে ২৭ ওয়ানডেতে ৬ সেঞ্চুরি ও ৮ হাফ-সেঞ্চুরিতে ১ হাজার ৩৭৭ রান করেন এই ব্যাটার।   গত বছর ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক ছিলেন গিল। ২৯ ম্যাচে ৫ সেঞ্চুরি ও ৯ হাফ-সেঞ্চুরিতে ১ হাজার ৫৮৪ রান করেন তিনি। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ভারতের শামি। ৭ ম্যাচে ২৪ উইকেট নেন তিনি। গেল বছর সর্বমোট ১৯ ওয়ানডেতে ৪৩ উইকেট শিকার করেছিলেন সামি। উইকেট শিকার তালিকায় তৃতীয় স্থানে তিনি। ভারতীয়দের পারফরমেন্সের ভিড়ে সেরার দৌড়ে মিচেলও সুযোগ পেয়েছেন। গেল বছরে ২৬ ওয়ানডেতে ১ হাজার ২০৪ রান করেছেন তিনি। ওয়ানডেতে ৫টি সেঞ্চুরি করেন মিচেল। এর মধ্যে বিশ্বকাপে ৫৫২ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার।
০৪ জানুয়ারি ২০২৪, ২১:২৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়