• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
এমন মুগ্ধ হয়ে এর আগে দেখিনি : পরীমণি
ঢাকাই চলচ্চিত্রের লাস্যময়ী অভিনেত্রী পরীমণি। ভালোবেসে বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজকে। যদিও সে সংসার বেশিদিন টেকেনি। তবে বিচ্ছেদের পর এখন ছেলে পূণ্যকে নিয়ে নিজের মতো করে জীবনযাপন করছেন এই অভিনেত্রী। সব ব্যস্ততাও তাকে ঘিরে।  তবুও নিজের প্রতিও অনেক ভালোবাসা রয়েছে পরীর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানালেন সে কথা। বুধবার (২৪ এপ্রিল) নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন পরীমণি। শেয়ার করা ছবির ক্যাপশনে তিনি লেখেন, এমন মুগ্ধ হয়ে এর আগে নিজেকে চেয়ে দেখিনি কখনও। এখন দেখি। প্রাণ ভরে নিজেকে দেখি। আর সাহস করে নিজেকে নিজের ভালোবাসার কথা জানান দেই। নিজেকে ভালোবাসার মতো প্রেম যে দ্বিতীয়টি আর নেই। ভক্ত থেকে শুরু করে সহশিল্পী, সবাই পরীর সেই ছবিতে নিজেদের মুগ্ধতার কথা জানিয়েছেন। প্রসঙ্গত, সম্প্রতি পরীমণি কলকাতার একটি সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন। যার নাম ‘ফেলু বক্সী’, নির্মাণ করছেন দেবরাজ সিনহা। সিনেমাটিতে পরী ছাড়াও দেখা মিলবে সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকারের মতো তারকাদের।
২৫ এপ্রিল ২০২৪, ১৮:৫৭

রাজনীতির নামে মানুষ পুড়িয়ে হত্যা কোথাও দেখিনি : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগুন-সন্ত্রাস যারা চালায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাজনীতির নামে মানুষ পুড়িয়ে হত্যা করা গত দুই তিন দশকে দুনিয়ার কোথাও আমি দেখিনি। বিএনপি-জামায়াতের নেতৃত্বে যে আগুন-সন্ত্রাস বিভিন্ন সময় হয়েছে এবং এখনো ওঁৎ পেতে বসে আছে। তাদের নেতারা হচ্ছে এই দুর্বৃত্তদের নেতা। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন নেতা অ্যাডভোকেট আতাউর রহমান শামীমের মৃত্যুতে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।     পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আপনারা জানেন গত নির্বাচনের আগে কীভাবে ট্রেনের মধ্যে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে। যাত্রী বেশে ঢুকে সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করে বের হয়ে গেছে। তারা জানে সেখানে নারী-শিশু আছে, আগুনে পুড়ে তারা অঙ্গার হয়ে গেছে। এই যে আগুন-সন্ত্রাস, এটা কল্পনারও বাইরে। সুতরাং আজকে যেমন কোনো জায়গায় আগুন না লাগে সেদিকে সচেতন হতে হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আসলে বাংলাদেশে অগ্নিনির্বাপণের জন্য ঘরবাড়িতে এবং বিশেষ করে রেস্টুরেন্টগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা বেশির ভাগ ক্ষেত্রে রাখা হয় না। আপনারা জানেন ঢাকা শহরে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকার কারণে অনেকগুলো রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে যাতে এই ধরনের অগ্নিকাণ্ড আর না ঘটে, এই ধরনের মর্মান্তিক ঘটনা যাতে আর না ঘটে সে জন্য অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ফায়ার সার্ভিসকে কিন্তু ঢেলে সাজিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা যখন সরকার গঠন করি ২০০৯ সালে, তখন দেশের মাত্র ৪০টা উপজেলায় ফায়ার সার্ভিসের স্টেশন ছিল। এখন প্রত্যেকটা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন আছে। এটা একটা বিরাট অগ্রগতি। ফায়ার সার্ভিসে আগে বিশ তালায় উঠতে গিয়ে ফায়ার ফাইটিং করার ব্যবস্থা ছিল না। বিশ তলা বা আরও উঁচু ভবনে ফায়ার সার্ভিসের কর্মীরা ফয়ার ফাইটিং করতে পারে তাদেরকে সেইভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এমনকি ফায়ার সার্ভিসের কর্মীরা যাতে আকাশ থেকেও অগ্নিনির্বাপণ করতে পারে সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সবশেষে যেটি প্রয়োজন সেটি হলো মানুষের সচেতনতা। মানুষের সচেতনতার যদি অভাব থাকে তাহলে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেও অগ্নিনির্বাপণ করা সম্ভব নয়। আমাদের দেশ একটি গরমের দেশ। আমাদের দেশের প্রত্যেকটি ঘরবাড়িতেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকা প্রয়োজন।  বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির আয়োজনে সাপ্তাহিক গণবাংলার প্রধান উপদেষ্টা এম এ করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ ছাড়াও স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন প্রয়াত আতাউর রহমানের একমাত্র কন্যা ফারদিন রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাধারণ সম্পাদক সফিকুল বাহার মজুমদার টিপু, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য মশিউর আহমেদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান মো. সুমন সরদার, মহাসচিব এম এ বাশার প্রমুখ।
০৪ এপ্রিল ২০২৪, ১৭:৪৮

শাকিব খানের সিনেমা কখনও হলে গিয়ে দেখিনি : রুনা খান
দর্শকপ্রিয় অভিনেত্রী রুনা খান। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। দিন যতই যাচ্ছে বয়স যেনো কমছে। ৪১ বছর বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন এই অভিনেত্রী। মাঝে মধ্যেই ভক্তদের তাক লাগিয়ে দেন রুনা। কখনও অভিনয়ে, কখনও বা ফেসবুকে ছবি দিয়ে। এবার ফের ভক্তদের চমকে দিলেন রুনা। সম্প্রতি মুক্তি পেয়েছে রুনা অভিনীত ওয়েব ফিল্ম ‘অসময়’। বর্তমানে এই সিনেমায় অভিনয়ের জন্য আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। ওয়েব ফিল্মটির নির্মাতা কাজল আরেফিন অমির প্রশংসা করে তিনি বলেন, ‘অসময়’ করে গিয়ে আমি বিভিন্ন লোকেশনে শুটিং করেছি। শুটিং সেটে গিয়ে মনে হতো আমি রানী এলিজাবেথ। শুটিংয়ে বেশ কয়েকটি টিম ছিলো যারা আসলে এত আতিথিয়তা করেছে যাতে একবারের  জন্য মনে হয়নি আমি শুটিং করছি। আর অমির যদি কখনো কোন কাজে আমকে নিয়ে ভাবে তাহলে আমি তৎক্ষণাৎ ডেট দিয়ে দিবো।  নাটক-ওটিটিতে ব্যস্ত থাকলেও তেমন ভাবে বড় পর্দায় দেখা যায় না রুনা খানকে। বাংলাদেশের নাম্বার ওয়ান খ্যাত নায়ক শাকিব খানকে নিয়ে জানতে চাইলে এই অভিনেত্রী বলেন,  আসলে আমার শাকিব খানের কোন সিনেমা আমি দেখি নাই এখনও। শাকিব খান সম্পর্কে যতটুকু জানি পত্রিকা পড়ে জানি। হলে গিয়ে আমরা কেনো ছবি দেখি? একটা ছবির ট্রেইলার দেখে আগ্রহ জন্ম হয়। কিন্তু এখন পর্যন্ত শাকিব খানের কোন ছবির ট্রেইলার দেখে হলে গিয়ে দেখার আগ্রহ হয়নি আমার।  শাকিব খানের ভক্তদের উদ্দেশ্যে রুনা খান বলেন,  আসলে শাকিব খানের যারা ভক্ত আছেন তারা কোন ভাবেই ভাববেন না যে আমি শাকিব খানকে ছোট করতে এইসব কথা বলেছি। আমি শুধু বলতে চাইসি আমি তার দর্শক নই। কিন্তু আমাদের দেশের ১৮ কোটি মানুষের মাঝে ১৫ কোটি মানুষ তার দর্শক। বানিজ্যিক ঘরনার সিনেমায় গেল দশ বছরে সবচেয়ে বেশি সাফল্য শকিব খান এনে দিয়েছে। সেই জায়গা থেকে তার প্রতি আমার সম্মান, ভালোবাসা সব সময় আছে।  প্রসঙ্গত, টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন রুনা খান। ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন তিনি।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৬

আমি জায়েদ খানের কোনো কিছুই কোনো দিন দেখিনি : রুনা খান
এক বছরের ব্যবধানে ৪০ কেজি ওজন কমিয়ে নিজেকে দারুণভাবে বদলে ফেলেছেন অভিনেত্রী রুনা খান। প্রতিনিয়ত ভক্তদের সামনে নতুনভাবে হাজির হচ্ছেন তিনি। কখনো সাহসী পোশাকেও উত্তাপ ছড়াচ্ছেন এই অভিনেত্রী। নতুন বছর রুনা খান অভিনীত অসময় ওয়েব ফিল্মের ট্রেলার প্রকাশ্যে এসেছে। যেখানে তাকে একজন আইনজীবী হিসেবে দেখা গেছে। পাশাপাশি ‘শোধ’ ও সিনেমা ‘বক’, ‘দাফন’-এর শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী। এদিকে রুনা খান অভিনয়ের পাশাপাশি দেশের শোবিজ অঙ্গন নিয়েও খেয়াল রাখেন। যেমন জায়েদ খান কী করছেন, শাকিব খানের বিষয়ে অভিমত। এসবের সাবলীল উত্তর দিয়েছেন তিনি। আলোচিত অভিনেতা জায়েদ খান প্রসঙ্গে রুনা খানের মনোভাব ইতিবাচক। তিনি বলেন, আমি জায়েদ খানের কোনো কিছুই কোনো দিন দেখিনি। দেখার আগ্রহ তৈরি হয়নি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তিনি কোনো অপরাধ করছেন না। কোনো দিন জায়েদ খানকে আক্রমণ করতেও পারি না। প্রসঙ্গত, টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন রুনা খান। ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন তিনি।
১৩ জানুয়ারি ২০২৪, ২০:২১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়