• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
পছন্দের এপিএস পেলেন ডেপুটি স্পিকার ও মাশরাফী
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামছুল হক টুকু ও সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজার সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দিয়েছে সরকার। তাদের ইচ্ছা অনুযায়ী এপিএস নিয়োগ দেওয়া হয়। সোমবার (২৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একটি প্রজ্ঞাপনে ডেপুটি স্পিকার মো. শামছুল হক টুকুর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. আমজাদ হোসেনকে। তার বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলায়। অন্য প্রজ্ঞাপনে জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজার এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জামিল আহমেদ। তার বাড়ি রাজধানীর পল্লবীতে। প্রজ্ঞাপনে বলা হয়, দুজন এপিএসকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, ২২০০০-৫৩০৬০ টাকা বেতন স্কেলে (নবম গ্রেড) নিয়োগ দেওয়া হয়েছে। তারা যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তাদের জন্য পদায়নকৃত এপিএসদের উক্ত পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
২৫ মার্চ ২০২৪, ১৬:৪৬

ভবিষ্যতে সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়বে : ডেপুটি স্পিকার
সংসদে যে ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে ভবিষ্যতে ধীরে ধীরে বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।  শনিবার (৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাব কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, নারী ক্ষমতার উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নানাবিধ কাজ করে গেছেন। স্বাধীনতার পরপরই তিনি সংসদে সংরক্ষিত নারী আসন প্রণয়ন করেছিলেন। যুদ্ধবিধ্বস্ত দেশে তিনি সবার জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষা কমিশন গঠন করেছিলেন। এতে করে ছেলে এবং মেয়ে উভয়ই শিক্ষিত হয়ে উঠবে। কারণ বঙ্গবন্ধু একটি সমৃদ্ধ জাতি তৈরি করতে চেয়েছিলেন। তিনি বলেন, ৭৫ এর পর শেখ হাসিনা যখন ক্ষমতায় এলেন, তখন একেবারে ইউনিয়ন লেভেল পর্যন্ত নারীদের এগিয়ে নিয়ে যাওয়া এবং নেতৃত্ব দেওয়ার কাজ করেছেন। তাছাড়া শিক্ষানীতি প্রণয়ন করতে গিয়ে স্বাধীনতাবিরোধী চক্ররা যখন তৎপর হয়ে ওঠে, তখন সরকারের জন্য তা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে এই চ্যালেঞ্জ শুধু সরকারকেই নয়, অভিভাবকদেরও তা মোকাবিলা করতে এগিয়ে আসতে হবে। সভায় উপস্থিত ছিলেন হুইপ সানজিদা খানম, ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর গোয়েন লুইস, প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।
০৯ মার্চ ২০২৪, ১৪:৪০

ডেপুটি গভর্নর হচ্ছেন খুরশীদ-হাবিবুর
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. খুরশীদ আলম ও ড. মো. হাবিবুর রহমান। দুই শূন্য পদের বিপরীতে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।  এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়োগসংক্রান্ত নথিতে সই করে আদেশ জারির জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছেন বলে জানা গেছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা দুটি আদেশ জারি করা হয়েছে। খুরশীদ আলম বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক-১ হিসেবে কর্মরত। ড. হাবিবুর রহমান বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ। এখন দুজনকেই নিয়মিত চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিয়ে ডেপুটি গভর্নরের চুক্তিভিত্তিক পদে যোগদান করতে হবে। ২ ফেব্রুয়ারি এ কে এম সাজেদুর রহমান খান এবং ২৩ ফেব্রুয়ারি আবু ফরাহ মো. নাছেরের ডেপুটি গভর্নর হিসেবে চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর এ দুটি পদ খালি হয়। খুরশীদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের স্নাতকোত্তর এবং পরে এমবিএ করেন। তিনি ১৯৮৮ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। খুরশীদ আলম ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, কৃষি ঋণ বিভাগ, পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট, সচিব বিভাগসহ বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। অপরদিকে হাবিবুর রহমান বর্তমানে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে কর্মরত রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার খিরাতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ড. রহমান ১৯৯০ সালে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। বাংলাদেশ ব্যাংকে যোগদানের আগে তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে উচ্চতর প্রশিক্ষণ নেন। পরে তিনি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) বৃত্তির আওতায় যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ও ওয়েস্টার্ন মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে প্রায়োগিক অর্থনীতিতে যথাক্রমে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। হাবিবুর রহমান বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগ, মানিটারি ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল ইউনিটে (বর্তমানে মানিটারি পলিসি বিভাগ) কাজ করেছেন। পরে তিনি বিশ্ব ব্যাংকের ক্যাপাসিটি বিল্ডিং প্রজেক্টের আওতায় বাংলাদেশ ব্যাংকের পলিসি অ্যানালাইসিস ইউনিটে সিনিয়র রিসার্চ ইকোনমিস্ট হিসেবে নিয়োজিত হন। তিনি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমিতে উপমহাব্যবস্থাপক এবং সর্বশেষ গভর্নর সচিবালয়ের পলিসি সাপোর্ট উইংয়ে মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন।
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৫

পূবালী ব্যাংকে বড় নিয়োগ
নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূবালী ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ডেপুটি জুনিয়র অফিসার (ক্যাশ) পদে ৫৪০ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা পূবালী ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। যা যা প্রয়োজন- পদের নাম : ডেপুটি জুনিয়র অফিসার (ক্যাশ) পদসংখ্যা : ৫৪০ যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এসএসসিতে জিপিএ-৫ এর মধ্যে অন্তত ৩.৫০ এবং এইচএসসিতে জিপিএ–৪ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ-৪–এর স্কেলে অন্তত ৩ থাকতে হবে। কোনো ব্যাংকে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।  বয়স : ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩২ বছর কর্মস্থল : বাংলাদেশের যেকোনো স্থানে বেতন : মাসিক বেতন ৩৭ হাজার ৮০০ টাকা। আবেদন যেভাবে : আগ্রহীদের পূবালী ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০০

সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলীর জন্মবার্ষিকীতে আলোচনা সভা
মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের (মুসপ) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী। অলোচনায় অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ। প্রধান অতিথি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী তার বক্তব্যে কর্নেল (অব.) শওকত আলীর দীর্ঘ কর্মময় জীবন ও বীরত্বগাথা তুলে ধরে তাকে জাতীয় বীরের মর্যাদা প্রদানের আহবান জানান। সভাপতির বক্তব্যে মাজেদা শওকত আলী বলেন, জাতির জনকের আদর্শে অনুপ্রাণিত হয়ে শওকত আলী সামরিক শাসক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে সমগ্র জীবন বীরদর্পে এগিয়ে গেছেন। আলোচনায় আরও অংশ নেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ভাইস-চেয়ারম্যান ড. নিমচন্দ্র ভৌমিক, মেজর (অব.) রেজাউল করিম রেজা, মোঃ ইউনুস মিয়া, মোবারক হোসেন সেলিম, এডভোকেট নাজমা কাওসার, অধ্যাপক ফরহাদ হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব হাসান-উজ-জামান, কোষাধ্যক্ষ তালুকদার ওমর আলী, যুগ্ম মহাসচিব শেখ শহিদুল ইসলাম, ডা. খালেদ শওকত আলী, সাংগঠনিক সচিব মাহমুদুর রহমান খোকন, এনামুল হক আবুল, সমবায় সচিব আবু সাইদ তালুকদার, সাংস্কৃতিক সচিব মোঃ মোহসিন, ঢাকা মহানগর সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন প্রমুখ।
৩১ জানুয়ারি ২০২৪, ১৮:৪৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়