• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
মেট্রোরেলে চড়ে অনুষ্ঠানে গেলেন পরিবেশমন্ত্রী
মেট্রোরেলে চড়ে সচিবালয় থেকে আগারগাঁওস্থ বন অধিদপ্তরের অনুষ্ঠানে যোগ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মেট্রোরেলে চড়ে বিশ্ব জলাভূমি দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি। মেট্রোরেলে ভ্রমণকালে যাত্রীদের সঙ্গে কথা বলেন পরিবেশমন্ত্রী। পাশে বসা যাত্রীর কোলে থাকা শিশুর হাতে হাত দিয়ে নামও জানতে চান মন্ত্রী। এ সময় পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবহারের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণে জনসাধারণের অংশগ্রহণ অপরিহার্য। এর আগে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বৈঠক শেষে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের আগ্রহ প্রকাশ করেছে। সাবের হোসেন চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কোনো কথা হয়নি। কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন মত থাকতেই পারে। তারপরও যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো থাকবে। নির্বাচন নিয়ে ভিন্নমত পোষণ করলেও দুই দেশের সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করবে। পিটার হাস বলেন, যদিও নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি এরপরও কিছু ইস্যুতে আমরা একসঙ্গে কাজ করতে চাই। এরমধ্যে জলবায়ু পরিবর্তনসহ পরিবেশ ইস্যুতে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র।
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়