• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
হিলিতে ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ
উত্তরের জনপদ দিনাজপুর। গত কয়েক দিন থেকে ঘনকুয়াশা তেমন না থাকলেও আজ মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে সব ধরনের যানবাহন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। সব থেকে বেশি কষ্টে আছে নিম্ন-আয়ের মানুষ। হাসপাতালগুলোতে বেড়েছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।  বুধবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় হিলিতে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা যায়। ট্রাক চালক হারেজুল ইসলাম বলেন, মধ্য রাত থেকে খুব ঘন কুয়াশা পড়ছে। যার ফলে সকালেও গাড়ি চালাতে খুব সমস্যা হচ্ছে। হেড লাইট জ্বালিয়ে ধীর গতিতে গাড়ি চালাতে হচ্ছে।  রিকশা চালক আব্বাস আলী বলেন, ঘন কুয়াশা আর অতিরিক্ত শীতের কারনে যাত্রী কম। শীতের মধ্যে রিকশা চালাতেও অনেক কষ্ট হচ্ছে। বাড়িতে তিন সদস্য নিয়ে পরিবার। পরিবারের খরচ চালাতে সমস্যা হচ্ছে যার জন্য শীতের মধ্যেই রিকশা নিয়ে বের হয়েছি।  দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্য মতে, সকাল ৯টায় হিলিতে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারন করা হয়েছে। সেই সাথে বাতাসের আর্দ্রতা ছিলো ৯৫ শতাংশ। 
১০ জানুয়ারি ২০২৪, ১৩:৩১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়