• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
নরসিংদীতে ইসতিসকার নামাজ আদায়
নরসিংদীতে বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) জুমার পর শহরের নবাব বাড়ি ঈদগাহ মাঠে এ নামাজ আদায় করা হয়। নামাজে অংশগ্রহণকারীরা জানান, কয়েক দিন যাবৎ নরসিংদীসহ সারাদেশে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টি না হওয়ায় তীব্র গরমে কষ্ট ভোগ করছেন সকল শ্রেণি-পেশার মানুষ। তীব্র গরম থেকে মুক্তি পেতে আল্লাহর সাহায্য চেয়ে এই নামাজ আদায় করেন স্থানীয় মুসল্লিরা। নামাজে ইমামতি করেন নরসিংদী বড় বাজার মসজিদের পেশ ইমাম মুফতি রবিউল আলম। নামাজ শেষে খুতবা প্রদানের পর দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা হয়।  এ সময় দোয়াতে মুসল্লিরা নিজেদের পাপের জন্য ক্ষমা চেয়ে রহমতের বৃষ্টি কামনা করেন।
১ ঘণ্টা আগে

কালিয়াকৈরে ইসতিসকার নামাজ আদায়
গাজীপুরের কালিয়াকৈরে তীব্র তাপদাহে আল্লাহ তায়ালার রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে দুই হাত তুলে কান্নাকাটি করেন মুসল্লিরা। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের দেওয়ার বাজার ঈদগা মাঠ প্রাঙ্গণে এ নামাজে  অংশ নিয়েছেন নানান বয়সের মুসল্লি।  উপজেলার আশাপুর মাদরাসার মাওলানা আবুল হাশেম নামাজের ইমামতি করেন। নামাজের আগে নসিহতপূর্ণ বক্তব্য ও দুই রাকাত নামাজে ইসতিসকার আদায় শেষে আল্লাহতালার কাছে দু-হাত তুলে মোনাজাতে কান্নাকাটিও করেন তারা। নামাজে অংশ নেওয়া মাহমুদুল হাসান ও স্থানীয়রা জানান, বৃষ্টির আশায় নামাজ পড়ে তীব্র তাপদাহ থেকে মুক্তির জন্য দোয়া প্রার্থনা করা হয়। 
৬ ঘণ্টা আগে

কুয়াকাটায় ইসতিসকার নামাজ আদায়
তীব্র দাবদাহ, ঝাঁঝালো রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ কুয়াকাটার সাগরপাড়ের সাধারণ মানুষ। প্রখর রোদ আর অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে বিভিন্ন ফসল। তীব্র এই গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে পরিত্রাণ চেয়ে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় মাঠের খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজ ও দোয়া করেছেন সাগরপাড়ের মানুষ।  শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৯টায় নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক পেশ ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম সরোয়ারি। নামাজ ও দোয়ায় ছাত্র, যুবকসহ নগরীর আশপাশের শতশত মুসল্লিরা অংশগ্রহণ করেন। তাওবাতুন নাসুহা বা একনিষ্ঠ তাওবার মাধ্যমে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করে ২ রাকাত নফল নামাজ আদায় করা হয়। মোনাজাতে মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন এবং তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনাও করা হয়। নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট কৃষি জমি। তীব্র খরায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ। এখন চাষাবাদ করতে পারছি না। তাই আল্লাহর অশেষ রহমতের জন্য এ নামাজ আদায় করা হয়েছে।
৭ ঘণ্টা আগে

নোয়াখালীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
নোয়াখালীতে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছে জেলার ধর্মপ্রাণ মানুষ। নামাজ শেষে বিশেষ মোনাজাতে বৃষ্টি চেয়ে দোয়া করেছেন তারা। এ সময় দুটি উপজেলায় নামাজে অংশ নেন পাঁচ শতাধিক মুসল্লি। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টার দিকে জেলার কোম্পানীগঞ্জের বসুরহাট ইসলামিয়া কামিল মাদরাসা ও চাটখিল কামিল মাদরাসা মাঠে এবং বেগমগঞ্জের চৌমুহনী সেনের পোল পৌরসভা গেইট ঈদগাহে এ নামাজ অনুষ্ঠিত হয়।   এতে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন বসুরহাট ইসলামিয়া কামিল মাদরাসার আরবি বিভাগের অধ্যাপক মাওলানা মাকসুদুর রহমান ও চাটখিল আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর জব্বার।      নামাজে অংশ নেওয়া স্থানীয় মুসল্লিরা জানান, দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখিসহ সবাই খুব কষ্টে আছে। এ জন্য তারা বৃষ্টির আশায় নামাজ পড়েছেন।  বসুরহাট পৌরসভা ওলামা মাশায়েখ এর উদ্যোগে আয়োজিত ইসতিসকার নামাজে অংশ নেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারেফ হোসেন, সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা ওলামা সভাপতি মাওলানা মহিউদ্দিন, চরপার্বতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কাজী হানিফ আনসারী, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা এমদাদ উল্যাহ।  বেগমগঞ্জের ইসতিসকার নামাজে উপস্থিত ছিলেন ঈদগাহের খতিব সায়েদ আলমগীর হোসেন, ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক নাছিমুল গনি চৌধুরী মহল, ওলাম পরিষদের সাবেক জেলা আমীর মাওলানা আলাউদ্দিন, বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরান উদ্দিন, ওলাম পরিষদের বেগমগঞ্জ আমীর আবু জাহেদ।  অপরদিকে, চাটখিলের নামাজে অংশ নেন মাওলানা ছাইফ উল্লাহ, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা ওমর ফারুক, মাওলানা রাকিব উদ্দিন, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা আবুল কালাম আহমাদি, মাওলানা আবু সাদেক প্রমূখ।     
২৫ এপ্রিল ২০২৪, ১৫:০১

চাঁদপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
চাঁদপুরে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষায় বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় চাঁদপুর শহরের চিশতিয়া জামে মসজিদ সম্মুখস্থ হাসান আলী সরকারি হাই স্কুল মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মুসল্লিরা অংশ নেয়।  নামাজ শেষে মহান আল্লাহ পাকের অনুগ্রহ কামনা করে বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করা হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা কান্নায় ভেঙ্গে পড়েন। নামাজে ইমামতী করেন শাহতলী জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মাওলানা ছোহাইল আহমেদ চিশতী। ওলামা মাশায়েখরা বলেন, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।
২৫ এপ্রিল ২০২৪, ১৩:৫১

সাপাহারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়
নওগাঁর সাপাহারে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। এক দিকে দাবদাহ অন্যদিকে দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ায় চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও আম চাষীরা।  বুধবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় তাপদাহ থেকে মুক্তি পেতে ও রহমতের বৃষ্টির জন্য সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদরাসার মাঠে মহান সৃষ্টি কর্তার নিকট রহমতের বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়েছে। নামাজে প্রায় ৬ শতাধিক মুসল্লি অংশ নিয়ে দু’রাকাত ইসতিসকার নামাজ আদায় করেন। নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য মোনাজাত করা হয়।  বিশেষ মোনাজাত পরিচালনাকারী সাপাহার মডেল মসজিদের সাবেক ইমাম ও সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মো. ওমর ফারুক বলেন, এই গরম থেকে রক্ষা পেতে এবং আল্লাহর রহমতের বৃষ্টি যাতে আমাদের ওপর বর্ষণ হয় এ জন্য আমরা ইসতিসকার নামাজ আদায় করেছি। এ সময় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোসাদ্দেক হোসেনসহ উপজেলার বিভিন্ন এলাকার মুসল্লি ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
২৫ এপ্রিল ২০২৪, ১২:২৭

রাজশাহীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষায় বৃষ্টি চেয়ে রাজশাহীতে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামের বাহিরের অংশে এ নামাজ আদায় করেন মুসল্লিরা। এই নামাজের আয়োজন করেন সর্বস্তরের স্থানীয় মুসল্লিরা। এ সময় বিশেষ এই নামাজ আদায় করতে জড়ো হন বিভিন্ন এলাকার শতশত ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজের ইমামতি করেন মাওলানা আবুল কাশেম ফারুকী। পরে তিনি আরবিতে খুতবা দেন। যেখানে তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেন। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা নামাজে অংশ নেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়। নামাজ আদায় শেষে মাওলানা আবুল কাশেম ফারুকী বলেন, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।  
২৫ এপ্রিল ২০২৪, ১০:২৮

ঝিনাইদহে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
ঝিনাইদহে বৃষ্টির জন্য প্রার্থনা করে সালাতুল ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল ৮টায় জেলা ইমাম পরিষদের উদ্যোগে শহরের ওয়াজির আলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ নামাজের আয়োজন করা হয়। এ উপলক্ষে সকাল থেকেই মাঠে উপস্থিত হতে থাকেন সব শ্রেণি বয়সের মুসল্লিরা। পরে নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়। নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, দীর্ঘদিন ধরে ঝিনাইদহসহ সারাদেশে বৃষ্টি নেই। তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আল্লাহ যেন বৃষ্টির মাধ্যমে এ অবস্থা থেকে সবাইকে পরিত্রাণ করেন–এটাই প্রার্থনা। ঝিনাইদহ ইমাম পরিষদের সভাপতি সাইদুর রহমান বলেন, যখন দীর্ঘদিন বৃষ্টি হতো না, তখন নবী করিম (স.) সাহাবাদের নিয়ে যে বিশেষ সালাত আদায় করতেন, তাকে সালাতুল ইসতিসকার নামাজ বলে। ইসতিসকা মানে বৃষ্টি প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করা। 
২৪ এপ্রিল ২০২৪, ২৩:২২

চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।  বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে সোনামসজিদের আশেপাশের কয়েক গ্রামের শতাধিক মুসল্লি এ নামাজ আদায় ও বৃষ্টির জন্য মোনাজাতে শামিল হন। নামাজে ইমামতি করেন পিরোজপুর গ্রামের মাওলানা হুমায়ুন আলী। ঐতিহাসিক সোনামসজিদের ইমাম মাওলানা হিজবুল্লাহ বলেন, চলমান গরমে সাধারণ মানুষ প্রাণীকুল কষ্টে আছে, আমের গুটি ঝরে যাচ্ছে। আল্লাহর রহমতের বৃষ্টি না হওয়া পর্যন্ত প্রকৃতিতে স্বস্তি আসবে না।  তিনি আরও বলেন, আমরা ইসতিসকার নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টির জন্য ফরিয়াদ করেছি। 
২৪ এপ্রিল ২০২৪, ১২:৫৪

পাথরঘাটায় ইসতিসকার নামাজ আদায়
গরম থেকে পরিত্রাণ পেতে রহমতের বৃষ্টির আশায় মহান আল্লাহ তায়ালার নিকট বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ আদায় ও বিশেষ মোনাজাতে দোয়া করেছেন পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের আলেম সমাজ ও স্থানীয় জনগণ। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে পাথরঘাটা উপজেলার ১ নম্বর রায়হানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খাঁন বাড়ি ঈদগাহ মাঠে প্রায় শতাধিক মুসল্লির উপস্থিতিতে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেন স্থানীয় বাসিন্দারা। নামাজে ইমামতি করেন রায়হানপুর সিনিয়র আলিম মাদরাসার আরবি প্রভাষক মাও. হাফিজুর রহমান। নামাজের পূর্বে আগত মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন, মাও. আবু হানিফ ও মাও. আবু বকর প্রমুখ। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করেন রায়হানপুর সিনিয়র আলিম মাদরাসার (অব.) শিক্ষক মৌলভী সামছুল হক। এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে মোনাজাত করেন এবং তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। এছাড়াও মোনাজাতে চলমান বৈশ্বিক সংকট থেকে মুক্তির দোয়াও করা হয়। নামাজে অংশ গ্রহণকারী মুসল্লিরা জানান, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ খুব বিপদে আছে। বিপদের সময় আল্লাহ নামাজের মাধ্যমে চাইতে বলেছেন। বৃষ্টির জন্য এই নামাজ আদায় করা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তাই আমরা সবাই একত্র হয়ে এ নামাজ আদায় করেছি।
২৩ এপ্রিল ২০২৪, ২২:৫১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়