• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
অধিনায়কত্ব নিতে পিসিবিকে যেসব শর্ত দিলেন বাবর
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমকে নেতৃত্বের ভার দিতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই লক্ষ্যে যেনো উঠেপড়ে লেগেছে বোর্ড কর্মকর্তারা। অপর দিকে অধিনায়কত্ব নিতে পিসিবিকে দুটি শর্ত দিয়েছেন বাবর। বাবরকে নেতৃত্ব ফেরাতে শুক্রবার (২৯ মার্চ) মধ্য-রাতে জরুরী বৈঠকে বসে পিসিবি। এসময় বাবরের সঙ্গে আলোচনা করতে কাকুলে যাওয়ার নির্দেশ দেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। কারণ, কাকুলে সেনাবাহিনীর অধীনে ফিটনেস ট্রেনিং করছেন বাবর-রিজওয়ানরা। ভারত বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর সমালোচনার মুখে অধিনায়কত্ব ছেড়েছিলেন বাবর আজম। দ্বিতীয় দফায় দলের নেতৃত্ব নেওয়ার ইচ্ছে থাকলেও এবার দুটি শর্ত জুড়ে দিয়েছেন বাবর। শর্ত দুটি পূরণ হলেই কেবল অধিনায়কত্ব নিবেন বাবর আজম। প্রথমত, দলের জন্য কোচ নিয়োগ করতে হবে শীঘ্রই। কোচ নিয়োগ করা চূড়ান্ত করতে না পারলেও শুরু করতে হবে আলোচনা। দ্বিতীয়ত, অধিনায়ক বানাতে হলে বাবরকে তিন ফরম্যাটের দায়িত্বই দিতে হবে। পিসিবি বাবরের এমন শর্ত মেনে নিতে রাজি হয়েছে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ক্রিকেট পাকিস্তান। এ ছাড়া জানা গেছে সব ঠিক থাকলে আগামীকাল সংবাদ সম্মেলন ডেকে আনুষ্ঠানিকভাবে বাবরকে নেতৃত্ব তুলে দিবে পিসিবি। অপরদিকে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি চেয়েছিলেন, বাবরকে আপাতত ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক করতে। আর টেস্ট অধিনায়ক কাকে বানানো যায়, সেটা আরও ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া হবে।  
৩০ মার্চ ২০২৪, ২১:৪১

শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন সাকিব
মাসখানেক আগেই বাংলাদেশ দলের সব ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান সাকিব আল হাসান। এরপর সবকিছু বিবেচনায় নাজমুল হোসেন শান্তর কাঁধে আগামী এক বছরের জন্য লাল-সবুজের অধিনায়কত্ব দেয় দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-বিসিবি।  দায়িত্ব পেয়েই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছেন তিনি। তবে শান্তর নেতৃত্বেই টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে সিলেট টেস্টে হেরেছে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সেখানে সাকিবের কাছে শান্তর অধিনায়কত্ব নিয়ে জানতে চাওয়া হয়। জবাবে সাবেক এই দলপতির মন্তব্য, সবার সাপোর্ট পেলে অসাধারণ লিডার হয়ে উঠবেন শান্ত। সাকিবের ভাষ্যমতে, খুবই আর্লি স্টেজ, কিন্তু আমি সিউর বিসিবি ওকে (শান্ত) লং টার্মের কথা চিন্তা করেই দিয়েছে এবং ওর (শান্ত) শুরুটা খুবই ভালো হয়েছে, কিছু রেজাল্ট ওর পক্ষে এসেছে; যেটা ওকে সাহায্য করবে আরও বড় হতে। সবার সাপোর্ট থাকলে আমার ধারণা ও অসাধারণ একজন লিডার হবে। এদিকে লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রামে টেস্ট দিয়ে প্রায় এক বছর পর এই ফরম্যাটে ফিরছেন সাকিব। সবকিছু ঠিকঠাক থাকলেও আজই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। এর আগে, ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ব্যাটে-বলে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছেন সাকিব।
২৮ মার্চ ২০২৪, ১৩:৫৭

শাহিনের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে পিসিবি
গত বছর ভারত বিশ্বকাপের ব্যর্থতায় দায় কাঁধে নিয়ে অধিনায়কত্ব ছেড়েছিলেন বাবর আজম। এরপর টেস্টে শান মাসুদ ও টি-টোয়েন্টিতে নেতৃত্বের ভার দেওয়া হয় শাহিন আফ্রিদির কাঁধে। তবে টি-টোয়েন্টিতে শাহিনের শুরুটা ভালো হয়নি। তার অধীনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ হারে পাকিস্তান। এরপর পিএসএলে তলানিতে থেকে শেষ করে তার দল লাহোর কালান্দার্স। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শাহিনকে নিয়ে আরও একবার ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপের আগ দিয়ে নতুন অধিনায়ক পেতে যাচ্ছে পাকিস্তান। এমনই যেন ইঙ্গিত দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকবি। মহসিন নাকবি দায়িত্ব নেওয়ার পর পরিবর্তন এসেছে পিসিবির নির্বাচক কমিটিতে। নতুন নির্বাচক কমিটির নিয়োগের পর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ।  অধিনায়ক হবেন এই প্রসঙ্গে মহসিন বলেন, এমনকি আমিও জানি না (বিশ্বকাপে) কে অধিনায়ক হবে।  ‘শাহিন তার দায়িত্বে বহাল থাকবে নাকি নতুন কেউ আসবে, তা ফিটনেস ক্যাম্পের পর নির্ধারিত হবে। এখানে অনেক কৌশলগত বিষয় আছে যার বিস্তারিত আমি আলোচনা করতে চাচ্ছি না।’  তিনি বলেন, আমরা দীর্ঘমেয়াদি সমাধান চাই। হোক তা শাহীন বা অন্য কেউ। তারপর আমরা তার ওপর আস্থা রাখব। কেবল এক ম্যাচ হারলেই অধিনায়ক পরিবর্তন করে ফেলব না। মঙ্গলবার (২৬ মার্চ) ২৯ ক্রিকেটারকে নিয়ে শুরু হচ্ছে পাকিস্তানের ফিটনেস ক্যাম্প। যা চলবে ৮ এপ্রিল পর্যন্ত। এই ক্যাম্পে সহযোগিতা করবে পাকিস্তানের সেনাবাহিনী। ফিটনেস ক্যাম্পের স্কোয়াডে জায়গা পেয়েছেন অবসর ভেঙে ফেরা ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির।
২৫ মার্চ ২০২৪, ১৭:৪৩

আইপিএলেও অধিনায়কত্ব পেতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী কামিন্স
গত বিশ্বকাপে ভারতের মাটিতে ক্যামিন্সের অধিনায়কত্বে ভর করে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। এরপরই নিলাম থেকে দ্বিতীয় সর্বোচ্চ মূল্য দিয়ে অজি পেসারকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। চলতি মাসেই মাঠে গড়াবে আইপিএলের ১৭তম আসর। তাই গুঞ্জন উঠেছে এবার হায়দ্রাবাদের অধিনায়কত্বের দায়িত্ব উঠতে পারে বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের কাঁধে। আগের আসরে দলটিকে নেতৃত্ব দিয়েছিলেন প্রোটিয়া ব্যাটসম্যান এইডেন মার্করাম। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমের দাবি অস্ট্রেলিয়াকে দুটি বিশ্বকাপ জেতানো কামিন্সের হাতে অধিনায়কত্ব দিতে চায় তারা ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ। এবারের ১৭তম আসরের মিনি নিলামে হায়দরাবাদ কামিন্সকে ২০.৭৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল। জানা গেছে, সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরি বিশ্বকাপে অস্ট্রেলিয়া জাতীয় দলে কামিন্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। সেই বিবেচনা করেই হয়তো অজি অধিনায়কের হাতেই তুলে দেওয়া হতে পারে দলটির আর্মব্যান্ড।  যদিও মার্করাম গত দুই মৌসুমে দলকে নেতৃত্ব দিয়েছেন, তবে তিনি হায়দ্রাবাদকে সাফল্য এনে দিতে পারেননি। তবে তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগে চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। এদিকে, হায়দরাবাদের বোলিং কোচের দায়িত্বে থাকা কিংবদন্তি পেসার ডেইল স্টেইন আসন্ন আসর থেকে নিজেকে দূরে রাখতে চান। মূলত ক্রিকেট থেকে সাময়িক বিরতি চাওয়ার কথা তিনি জানিয়েছেন হায়দরাবাদ কর্তৃপক্ষকে। ব্যক্তিগত কাজ সেরে পরবর্তী আসরেই স্টেইন ফের কোচিং ফেরার কথা জানিয়েছেন।  ইতোমধ্যে তার বিকল্পও নিয়োগ করেছে হায়দরাবাদ। নিউজিল্যান্ডের সাবেক পেসার জেমস ফ্র্যাঙ্কলিনকে তারা নতুন করে এই আসরের জন্য বোলিং কোচের দায়িত্ব দিয়েছে। ২০১১ ও ২০১২ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন ফ্র্যাঙ্কলিন। মূলত হায়দরাবাদের প্রধান কোচ ভেট্টোরির সঙ্গে তার সম্পর্ক ভালো বলে তিনি নিয়োগ পেয়েছেন বলে জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। এর আগে দুজন একসঙ্গে কাউন্টি ক্রিকেটে মিডলসেক্স ও দ্য হান্ড্রেড টুর্নামেন্টে বার্মিংহামের হয়ে কোচিং করিয়েছেন। এমনকি বর্তমানে পিএসএলের দল ইসলামাবাদ ইউনাইটেডের সহকারী কোচের দায়িত্বে আছেন ফ্র্যাঙ্কলিন।
০২ মার্চ ২০২৪, ২৩:২৭

অধিনায়কত্ব হারালেন সাকিব, দায়িত্ব পেলেন যিনি
গত বছর বিশ্বকাপের আগে জাতীয় দল থেকে তামিম ইকবাল বাদ পড়ার পর থেকে নানা নাটকীয়তার জন্ম নেয় বাংলাদেশ ক্রিকেটে। বিশ্বকাপের বিমানে উঠার আগে জানিয়েছিলেন তিনি আর অধিনায়কত্ব করবেন না। এরপর বিশ্বকাপ শেষ হলেও বিভিন্ন ব্যস্ততায় কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। অবশেষে বাংলাদেশ ক্রিকেটের অধিনায়ক নির্ধারণ করা হয়েছে। সোমবার ( ১২ ফেব্রুয়ারি) মিরপুরে বোর্ড সভায় বসেছিল বিসিবি। দীর্ঘ সাড়ে চার ঘণ্টার বৈঠক শেষে নাজমুল হাসান শান্তকে তিন ফরম্যাটের অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি। এতে তিন ফরম্যাটে থেকে অধিনায়কত্ব হারালেন সাকিব আল হাসান। শান্তকে তিন ফরম্যাটের অধিনায়ক কথা নিয়ে পাপন বলেন, আমরা শান্তকে এই বছরের জন্য তিন বছরের অধিনায়ক করেছি। তবে আমাদের প্রথম পছন্দ ছিল সাকিব। ‘সাকিবের সঙ্গে আমাদের কথা হয়েছে, ওর চোখের সমস্যাটা এখনও কিছু রয়েছে গেছে। আর সামনে শ্রীলঙ্কা সিরিজ রয়েছে, আরও অনেক খেলা আছে। তাই আমরা আলোচনা করেই শান্তকে অধিনায়ক করেছি’ গত বছর বিশ্বকাপের বিমানে ওঠার আগে এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন আর অধিনায়কত্ব করবেন না। চলতি বিপিএলের চোখে সমস্যায় ব্যাটিংয়ে ভালো করতে পারছিলেন না সাকিব। তাই রংপুরেরও অধিনায়ক হতে চান নি তিনি। এ ছাড়াও দ্বাদশ জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাকিব। বিপিএল ব্যস্ততায় সংসদের অধিবেশনেও উপস্থিত থাকতে পারেননি। তাই সব কিছু মিলিয়ে সাকিব অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
১২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১১

‘যোগ্য ব্যক্তিকেই কুমিল্লার অধিনায়কত্ব দেওয়া হয়েছে’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে ইমরুল কায়েসকে আর নেতৃত্ব দিতে দেখা যাবে না। তার পরিবর্তে ওপেনার লিটন দাসকে নেতৃত্বভার দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ। তবে বিষয়টি বেশ স্বাভাবিকভাবেই দেখছেন ইমরুল। তার দাবি, যোগ্য লোকের হাতেই কুমিল্লার নেতৃত্ব পড়েছে। বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল কুমিল্লা। এখন পর্যন্ত সর্বোচ্চ চারবার ঘরোয়া এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে তারা।  ২০১৫ সালে মাশরাফী বিন মোর্ত্তজার অধীনে প্রথমবার শিরোপা ছুঁয়ে ছিল ফ্র্যাঞ্চাইজিটি। এরপর ২০১৮, ২০২২ এবং ২০২৩ সালে আরও তিনবার শিরোপা উৎসবে মেতেছে কুমিল্লা। এই তিনবারই দলটির অধিনায়কত্ব করেছেন ইমরুল। আর প্রত্যেকবারই প্রধান কোচের দায়িত্বে ছিলেন মোহাম্মদ সালাহউদ্দিন। তবে এবারের বিপিএলের শুরুতেই ইমরুলকে দেশসেরা এই কোচ জানিয়ে দেন এবার আর অধিনায়ক থাকছেন না ইমরুল। ইমরুলের ভাষ্য, গত পরশু আমাকে আমার কোচ (সালাহউদ্দিন) জানিয়েছে। অনুশীলনের সময়। এটা আমার কাছে স্বাভাবিক লেগেছে। আমি কখনো অধিনায়কত্ব নিয়ে চিন্তাও করি না, যে আমার নেতৃত্ব দিতেই হবে। দেখেন স্টিভ স্মিথ যখন অধিনায়ক ছিল, যাওয়ার পর কিন্তু আমি করেছিলাম। তো ওগুলোও স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। এখন যে অধিনায়কত্ব চলে গেছে, সেটাও স্বাভাবিকভাবেই নিচ্ছি। এই ওপেনার যোগ করেন, আমার কাছ থেকে আরেকজনের কাছে গেছে, এটাও স্বাভাবিকভাবে নিলাম। খেলোয়াড় হিসেবে দলে অবদান রাখতে চাই। একটা সময় পরিবর্তন হতেই হতো। আমার মনে হয় যোগ্য ব্যক্তিকেই অধিনায়কত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা করেই তারা সেটা চিন্তা করেছে। বাঁহাতি এই ব্যাটারের বিশ্বাস, ভবিষ্যতের কথা চিন্তা করেই নেতৃত্বে বদল এনেছে কুমিল্লা। ইমরুলের মতে, না, না, একদমই না। আমি খেলোয়াড় হিসেবে মাঠে খেলাটা উপভোগ করি। যখন অধিনায়ক ছিলাম, বাড়তি একটা দায়িত্ব কাজ করতো। কোচের (সালাহউদ্দিন) সঙ্গে একটা বোঝাপড়া ছিল, যেটা ভালো ছিল। আমার কাছে এটা একেবারেই কঠিন ছিল না। পেশাদার ক্রিকেটার হিসেবে আপনি যেখানেই খেলেন আপনাকে মানিয়ে নিতে হবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির নিজস্ব পরিকল্পনা থাকে। আমি মনে করি, আমাদের ফ্র্যাঞ্চাইজির একটা পরিকল্পনা আছে। তারা ওই পরিকল্পনাতেই আগাচ্ছে।
১৮ জানুয়ারি ২০২৪, ১৪:৪৪

ইসরায়েলের পক্ষ নিয়ে অধিনায়কত্ব হারালেন প্রোটিয়া ক্রিকেটার
গাজায় ফিলিস্তিনিদের হামলার প্রতিবাদে কালো আর্মব্যান্ড পরাই আইসিসির শাস্তির মুখোমুখি হতে হয়েছে অজি ওপেনার উসমান খাজাকে। তবে এবার ইসরায়েলকে সমর্থন করায় অধিনায়কত্ব হারিয়েছেন দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ডেভিড টিগার। তবে আইসিসি নয়, তাকে অধিনায়ক থেকে সরিয়ে দিয়েছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। কারণ, আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং গণহত্যার মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। গাজায় নির্যাতিতদের প্রতি সহানুভূতি জানাতে এবং ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে সরব হয়ে ইসরায়েলকে বয়কট করেছে দেশটি। অথচ সেই ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলেছেন দেশটির অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ডেভিড টিগার। গাজায়  ফিলিস্তিনিদের উপর চলছে ইসরায়েলের সামরিক বাহিনীর আগ্রাসন। ইসরায়েলি সেনার হামলা থেকে রক্ষা পাচ্ছেন না নারী-শিশুরাও। বিশ্বের অনেকগুলো দেশ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দক্ষিণ আফ্রিকা তাদের মধ্যে একটি। কিন্তু সেই দেশের যুবা ক্রিকেটার ডেভিড টিগারের অবস্থান ইসরায়েলের পক্ষে। এর আগে ২০২৩ সালের অক্টোবর মাসে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষে কথা বলেছেন টিগার। সেখানে ইসরায়েলি যোদ্ধাদের 'আসল নায়ক' হিসেবে উল্লেখ করেছেন তিনি। সম্প্রতি তাদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছেন তিনি।        ইসরায়েলি সেনাদের পক্ষে টিগারের মন্তব্য ভাইরাল হয়েছে দ্রুত সময়ের মধ্যে। দেশটির সব গণমাধ্যমে এই সংবাদ উঠে আসলে প্যালেস্টাইন সলিডারিটি অ্যালায়েন্স (পিএসএ) দক্ষিণ আফ্রিকান স্পোর্টস কনফেডারেশন এবং অলিম্পিক কমিটির কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে প্রোটিয়া ক্রিকেট বোর্ড (সিএসএ) এবং টিগারের অন্যান্য ক্লাবগুলো তাদের কাছে ক্ষমা চেয়েছেন।    তাদের অভিযোগ আমলে নিয়ে উইম ট্রেংগ্রোভের নেতৃত্বে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। তবে তাদের রিপোর্ট মতে, টিগার তার মত প্রকাশের স্বাধীনতার সাংবিধানিক অধিকার অনুযায়ী কাজ করেছেন এবং কোনো অপ্রীতিকর বা ক্ষতিকর আচরণে জড়িত ছিলেন না। সিএসএ প্রতিবেদনটি গ্রহণ করেছে।   কোনো সাজা না পেলেও অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে টিগারকে। সিএসএ'র বিবৃতি অনুযায়ী, দল এবং টিগারের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নেতৃত্ব হারালেও দলের একজন খেলোয়াড় হিসেবে স্কোয়াডেই থাকছেন টিগার। নতুন অধিনায়কের নাম দ্রুতই ঘোষণা করা হবে বলে জানিয়েছে তারা।   চলতি মাসের ১৯ তারিখ থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মুখোমুখি হবে প্রোটিয়ারা। 
১২ জানুয়ারি ২০২৪, ২০:৩১

টেস্টে ওপেনিংয়ে স্মিথ, ওয়ানডেতে করবেন অধিনায়কত্ব
আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে স্টিভ স্মিথ  অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে। তার ডেপুটি হিসেবে ট্রাভিস হেড দায়িত্ব পালন করবেন।  ঘোষিত স্কোয়াডে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে বিশ্রামে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। একইভাবে মিচেল মার্শও বিশ্রামে রয়েছেন। এবার প্রথমবারের মতো ডাক পেয়েছেন ল্যান্স মরিস। অন্যদিকে বাদ পড়েছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। এদিকে ওয়ানডে দল ঘোষণার পাশাপাশি ক্যারিবিয়ান বিপক্ষে টেস্ট স্কোয়াডও ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অবসরে যাওয়া ডেভিড ওয়ার্নারের জায়গায় স্মিভেন স্মিথকে উসমান খাজার সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে। মূলত আগ্রহের কারণেই টেস্টে ওপেনিং করবেন স্মিথ। ক্যামেরন গ্রিনও একাদশে ফিরতে যাচ্ছেন। বিকল্প হিসেবে থাকছেন ম্যাট রেনশ। দল ঘোষণার পর প্রধান নির্বাচক জর্জ বেইলির মন্তব্য, যতটুকু জানি তার ক্যারিয়ারে এমন গুরুত্বপূর্ণ একটা জায়গা বেছে নেওয়ার জন্য সে ভীষণ আগ্রহী ছিল। আমরা অত বেশি দূরে তাকাতে চাই না… স্মিথ মূলত এখানেই থাকতে চায়। আগামী ২ ফেব্রুয়ারি মেলবোর্নে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। বাকি দুটি ম্যাচ হবে সিডনি ও ক্যানবেরায়। এর আগে, দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৭ জানুয়ারি।  অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড : প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, ম্যাট রেনেশ, স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ক।   অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড : স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, ঝাই রিচার্ডসন, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।  
১০ জানুয়ারি ২০২৪, ১৪:২৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়