• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo
তামিমদের বিধ্বস্ত করে সুপার লিগে উড়ন্ত শুরু আবাহনীর
ডিপিএলের চলতি আসরে দুর্দান্ত ছন্দে রয়েছে আবাহনী লিমিটেড। গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার লিগে উঠেছিল তারা। সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে দারুণ এক জয়ে চলতি মৌসুমের শিরোপার অনেকটাই নিশ্চিত করে ফেলেছে শান্ত-লিটনরা।  সোমবার (২২ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৯.৩ ওভারেই ১৭৮ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। জবাবে ৫ উইকেট হারিয়ে ৩৮.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আবাহনী ৫ উইকেট হারালেও জয় পেতে সমস্যা হয়নি। এদিন আবাহনীর হয়ে নিয়মিত খেলা নাঈম শেখকে বিশ্রাম দিয়ে লিটন দাসকে খেলানো হয়। বিশ্রাম থেকে ফিরেই লিটন দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন। দলীয় ৩৫ রানে ওপেনার এনামুল হক বিজয় আউট হয়েছেন।  এরপর শান্ত ও আফিফের কেউই ইনিংস বড় করতে পারেননি। চতুর্থ উইকেটে তাওহীদ হৃদয় ও লিটন মিলে গড়েন ৬২ রানের জুটি। তাওহীদ ২৭ বলে চার ও ৫ ছক্কায় ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নিয়েছেন। পরে জাকির আলী অনিক ২ রানে আউট হলেও লিটন দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। যদিও কিছুটা স্লো ব্যাটিং করেছেন এই ব্যাটার। ১০৬ বলে ৭ চারে ৫৫ রানের ইনিংস খেলেছেন তিনি। প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে সানজামুল ইসলাম ও শেখ মেহেদী হাসান দুটি করে উইকেট নিয়েছেন। নাজমুল অপু নেন একটি উইকেট। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের গতির কাছে খেই হারায় প্রাইম ব্যাংকের টপ অর্ডার। ৫ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা। তামিম ইকবাল (১), পারভেজ হোসেন ঈমন (০) ও শাহাদাত হোসেন দিপু (৪) রানে আউট হলে চাপে পড়ে যায় দলটি। যদিও চতুর্থ উইকেট মুশফিক ও জাকির হাসান মিলে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেছেন। মুশফিক ৪৪ রানে আউট হতেই ১১২ রানের জুটি ভাঙে তাদের।  স্কোরবোর্ডে আরও ১২ রান যোগ করে অধিনায়ক জাকিরও আউট হন। তার আগে ৭০ বলে ৮ চার ও ১ ছক্কায় খেলেছেন ৬৮ রানের ইনিংস। জাকিরের আউটের পর কেউ প্রতিরোধ গড়তে পারেনি। তাতেই ৩৯.৩ ওভারে ১৭৮ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক।  আবাহনীর জয়ের নায়ক শরিফুল ২৭ রান খরচায় নেন তিনটি উইকেট। তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন ও তানভীর আহমেদ প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া সাইফউদ্দিন নেন একটি উইকেট।  
২২ এপ্রিল ২০২৪, ১৭:৫৪

অসহনীয় গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) রাউন্ড রবিন লিগ শুক্রবার শেষ হয়েছে। সুপার লিগে কোন ৬ দল খেলবে, তা ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। গেলবারের মতো এবারও চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে আবাহনী। এ ছাড়াও শাইনপুকুর ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স সুপার লিগে উঠেছে। তবে লিজেন্ডস অব রূপগঞ্জ, ব্রাদার্স ইউনিয়নের মতো দলের সুপার লিগে জায়গা হয়নি। এদিকে শনিবার (২০ এপ্রিল) ক্লাব কর্তাদের সঙ্গে সভা শেষে সুপার লিগের প্রথম ২ রাউন্ডের সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। অত্যধিক গরমের কারণে ক্লাবগুলোর চাহিদার ভিত্তিতে সুপার লিগের সূচি করা হয়েছে। সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরীর ভাষ্য, বেশিরভাগ ক্লাবগুলোর চাহিদার ভিত্তিতে প্রতি ম্যাচের মাঝে দুইদিন করে বিরতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২২ এপ্রিল) প্রথম রাউন্ডের খেলা মাঠে গড়াবে। দুইদিন বিরতি দিয়ে ২৫ এপ্রিল দ্বিতীয় রাউন্ডের খেলা মাঠে গড়াবে। অন্যদিকে ২৩, ২৬ ও ২৯ এপ্রিল বিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে রেলিগেশন লিগের ম্যাচ মাঠে গড়াবে। ২৩ এপ্রিল গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমির প্রতিপক্ষ সিটি ক্লাব, ২৬ এপ্রিল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ সিটি ক্লাব এবং ২৯ এপ্রিল গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমির প্রতিপক্ষ রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। ডিপিএল সুপার লিগের প্রথম দুই রাউন্ডের সূচি : তারিখ  দল  প্রতিপক্ষ সময় ভেন্যু ২২ এপ্রিল আবাহনী লিমিটেড প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব  সকাল ৯টা মিরপুর ২২ এপ্রিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব গাজী গ্রুপ ক্রিকেটার্স সকাল ৯টা বিকেএসপি ৩ ২২ এপ্রিল মোহামেডান স্পোর্টিং ক্লাব শেখ জামাল ধানমন্ডি ক্লাব সকাল ৯টা ফতুল্লা ২৫ এপ্রিল আবাহনী লিমিটেড গাজী গ্রুপ ক্রিকেটার্স সকাল ৯টা ফতুল্লা ২৫ এপ্রিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব শেখ জামাল ধানমন্ডি ক্লাব সকাল ৯টা বিকেএসপি ৩ ২৫ এপ্রিল মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব সকাল ৯টা মিরপুর  
২০ এপ্রিল ২০২৪, ১৯:৩৫

আইপিএল ২০২৪ / টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংস
চলতি আসরে দুর্দান্ত ছন্দে রয়েছে চেন্নাই সুপার কিংস। আসরে এখনও পর্যন্ত ছয় ম্যাচ জিতে চারটিতেই জয়ের দেখা পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। নিজেদের সপ্তম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টাসের বিপক্ষে মাঠে নেমেছে চেন্নাই। শুক্রবার (১৯ এপ্রিল) ঘরের মাঠে টস জিতে চেন্নাইকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে লখনৌ। চেন্নাইয়ের একাদশ : রুতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্র, শিভাম ডুবে, আজিঙ্কা রাহানে, মঈন আলী, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুশার দেশপান্ডে, মোস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানা। লখনৌ একাদশ : কুইন্টন ডি কক, লোকেশ রাহুল (অধিনায়ক), দীপক হুদা, মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, ক্রুনাল পান্ডিয়া, রবি বিষ্ণয়, যশ ঠাকুর, মাট হেনরি, মহসিন খান।
১৯ এপ্রিল ২০২৪, ১৯:৪২

সুপার লিগ নিশ্চিত শাইনপুকুর ও প্রাইম ব্যাংকের
অভিজ্ঞ মুশফিকুর রহিমের হাফ-সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে ১৪১ রানের বড় জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দিনের আরেক ম্যাচে ইরফান শুক্কুরের অপরাজিত ১০৬ রানের সুবাদে লিগের প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৬৭ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। রূপগঞ্জের বিপক্ষে শাইনপুকুরের জয়ে প্রাইম ব্যাংক ও মোহামেডানের সুপার লিগ নিশ্চিত হয়েছে। ১০ ম্যাচে মোহামেডানের ও ১১ ম্যাচে প্রাইম ব্যাংকের ১৪ করে পয়েন্ট। নিজেদের শেষ ম্যাচ জিতলেই শাইনপুকুর ও শেখ জামালের মতো ৮ জয় নিয়ে সুপার লিগে নামবে মোহামেডান। অন্যদিকে টানা ১১ জয়ে পূর্ণ ২২ পয়েন্ট নিয়ে অন্যদের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আবাহনী। মুশফিকুরের ৬৯ বলে ৫ চার ও এক ছক্কায় সাজানো ৭১ রানের ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৬৯ রান করে প্রাইম ব্যাংক। ওপেনার পারভেজ হোসেন ইমন, জাকির হাসান ও আশিকুর জামান ৩৬ রান করে করেন। ওপেনার হিসেবে নেমে ১৫ বলে ২০ রান করেন তামিম ইকবাল। গাজী টায়ার্সের হয়ে শামীম মিয়া ৪১ রানে তিনটি এবং ইফতেখার সাজ্জাদ ও নুহায়েল সান্দিদ দুটি করে উইকেট নেন। জবাবে মাহেদি হাসান এবং হাসান মাহমুদের দারুণ বোলিংয়ের সামনে ৩২ দশমিক ২ ওভারে ১২৮ রানে অলআউট হয় গাজী টায়ার্স। দলের পক্ষে আশরাফুল আলম আসিফ সর্বোচ্চ ৩৪ রান করেন।  মাহেদি ২৪ রানে চারটি এবং হাসান ২৯ রানে তিনটি উইকেট নেন। ১১ ম্যাচে মাত্র ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ১২ দলের লিগে ১১তম স্থানে গাজী টায়ার্স।  আরেক ম্যাচে শুক্কুরের সেঞ্চুরিতে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৫৬ রানের লড়াকু পুঁজি পায় শাইনপুকুর। ১২ চার ও ৩ ছক্কায় ৮৮ বলে অপরাজিত ১০৬ রান করেন শুক্কুর। এ ছাড়া জিশান আলম ৪২ এবং মার্শাল আইয়ুব ৩৫ রান করেন। ২৫৭ রানের টার্গেটে খেলতে নেমে শাইন পুকুরের বোলারদের দাপটে ২৮ দশমিক ১ ওভারে ৯২ রানে ৮ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে লিজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু শেষ উইকেটে ৭৮ রানের জুটি গড়ে দলকে বড় হারের লজ্জা থেকে রক্ষা করেন রূপগঞ্জের শেষ দুই ব্যাটার আব্দুল হালিম ও আল আমিন হোসেন।  শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেটে ১৮৯ রান করে লিজেন্ডস অব রূপগঞ্জ। ৫টি করে চার ও ছক্কায় ৬৭ বলে অপরাজিত ৬০ রান করেন হালিম। ২২ রানে অপরাজিত থাকেন আল আমিন।  শাইনপুকুরের পেসার নাহিদ রানা তিনটি, নাইম আহমেদ ও রিশাদ হোসেন দুটি করে উইকেট নেন।
১৮ এপ্রিল ২০২৪, ২১:২৮

একটি সিদ্ধান্তেই আইপিএলের দ্রুতগতির বোলার মায়াঙ্ক!
মায়াঙ্ক যাদব, ভারতের অন্যতম দ্রুতগতি সম্পন্ন আগ্রাসী বোলার। চলতি আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে অভিষেক হয়েছে তার। অভিষেক ম্যাচেই করেছেন বাজিমাত।  পাঞ্জাব কিংসের বিপক্ষে ঘণ্টায় ১৫৫ দশমিক ৮ কিমি এবং পরে ব্যাঙ্গালুরুর বিপক্ষে ১৫৬ দশমিক ৭ কিমি গতির বল করে ঢুকে গেছেন ইতিহাসের সর্বোচ্চ গতিসম্পন্ন বোলারদের তালিকায়। আইপিএলের ইতিহাসে তার চেয়ে জোরে বল করেতে পেরেছে কেবল তিনজন। তাই তাকে ঘিরে এখন স্বপ্ন বুনছে কোটি ভারতীয়।  প্রবাদে আছে ‘ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না’। অর্থাৎ যেকোনো কাজের আগে ফল কি হতে পারে; কিংবা সুবিধা-অসুবিধা কি, এসব বিশ্লেষণ করে তবেই কাজটা শুরু করতে হবে। কাজ শেষ করে ভেবে ফলপ্রসূ কিছু হবে না।  ছোটবেলা থেকে জানা এ প্রবাদ মাথায় আনলে ভারতীয় সেনসেশন মায়াঙ্ক যাদবকে হয়তো বোলিং করতে দেখা যেত না। কেননা, ইনজুরি প্রবণ মায়াঙ্কের কোচও ভেবেছিলেন তার ক্রিকেট খেলা নিরাপদ না। পরামর্শ দিয়েছিলেন না খেলার।  কিন্তু সেসব মাথায় না নিয়ে সোশ্যাল মিডিয়ায় পাওয়া একটি উক্তি অনুযায়ী নিজেকে গড়েছেন মায়াঙ্ক। ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে এমনটি জানিয়েছেন বোলিংয়ে গতির নতুন এ তারকা।  উক্তিটিতে বলা হয়েছিল সিদ্ধান্ত নেওয়ার আগে সেটি সঠিক কি না, সে বিচারে না গিয়ে আগে সিদ্ধান্ত নিয়ে সেটাকেই সঠিক প্রমাণ করা। আর মায়াঙ্ক হেঁটেছেন এ পথেই। ঝুঁকি নিয়ে খেলা চালিয়ে গেছেন আর প্রমাণ করেছেন তিনি সঠিক ছিলেন। সুযোগ পেয়েছেন বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগে। আগ্রাসী বোলিংয়ে হয়েছেন দলের অপরিহার্য সদস্য। সেই সাথে তার পরিচিতি এখন বিশ্বব্যাপী।  
০৯ এপ্রিল ২০২৪, ১৩:৫৯

আইপিএল ২০২৪ / টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংস
টানা দুই ম্যাচ জিতে চলতি আইপিএলের শুরুটা দুর্দান্ত করেছিল চেন্নাই সুপার কিংস। সবশেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হারের স্বাদ পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। নিজেদের চতুর্থ ম্যাচে সানরাইজার্স হায়দ্রবাদের মুখোমুখি হয়েছে চেন্নাই। শুক্রবার (৫ এপ্রিল) ঘরের মাঠে টস জিতে চেন্নাইকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে হায়দ্রাবাদ। এই ম্যাচে চেন্নাইয়ের একাদশের নেই টাইগার পেসার মোস্তাফিজ। চেন্নাইয়ের একাদশ: মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গাইকোয়াড (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, শিভাম ডুবে, রবীন্দ্র জাদেজা, ডেরিল মিচেল, রাচিন রবিন্দ্র, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মঈন আলী ও মাহিশ পাথিরানা। হায়দ্রাবাদ একাদশ: অভিষেক শর্মা, এইডেন মার্করাম, এনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, নিতিস কুমার রেড্ডি, মায়াঙ্ক মার্কন্ডে, উনাদকাট ও নাতারাজান।
০৫ এপ্রিল ২০২৪, ১৯:৪৯

আইপিএলের একাধিক ম্যাচের সূচিতে পরিবর্তন
পরিবর্তন এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সূচিতে। একদিন এগিয়ে ১৬ এপ্রিলে আনা হয়েছে ইডেন গার্ডেনসে অনুষ্ঠিতব্য কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচ। অন্যদিকে ১৬ এপ্রিল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠেয় গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। মূলত স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের রাম-নবমী উৎসবের কারণে ম্যাচের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল কলকাতা পুলিশ। এজন্যই ম্যাচ একদিন এগিয়ে ১৬ এপ্রিল নিয়ে আসা হয়।  ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলিকে চিঠি দিয়ে কলকাতা পুলিশ জানিয়েছে, যেহেতু ম্যাচটি রাম-নবমীর সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে পুলিশের একটি অংশ নির্বাচনের দায়িত্বে আছে, ফলে ১৭ এপ্রিলের ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূচির পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। তবে এই দুই ম্যাচের জন্য বিক্রিত টিকিটের বিষয়ে কিছুই জানানো হয়নি। এর আগে, ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও স্থানীয় উৎসবের কারণে সূচিতে পরিবর্তন আনা হয়েছিল।
০২ এপ্রিল ২০২৪, ১৯:১৩

মুন্সীগঞ্জে ১১ ঘণ্টা পর সুপার বোর্ড কারখানার আগুন নিয়ন্ত্রণে 
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের মেঘনা নদীর পাড়ে প্লাই বোর্ড তৈরির কারখানার গুদামে লাগা আগুন প্রায় ১১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। রোববার (২৪ মার্চ) দুপুরে এই আগুনের সূত্রপাত। মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি সোমবার (২৫ মার্চ) দৃশ্যমান আগুন নিভে গেছে। তবে গুদামে মজুত করা পাটখড়ি ও প্লাই বোর্ডে আগুনের ফুলকি আছে। বর্তমানে ফায়ার সার্ভিসের ৪টি  ইউনিটের  ৫৭ জন কর্মী কাজ করছেন।  ফায়ার সার্ভিস ও কারখানা-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার (২৪ মার্চ) বেলা সোয়া ১টার দিকে গুদামে মজুত করা পাটখড়িতে আগুন ধরে গেলে শ্রমিক ও স্থানীয় লোকজন নেভানোর চেষ্টা করেন। তবে বাতাসের কারণে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় তারা ব্যর্থ হন। গুদামের পাশেই নদীতে পাটখড়িবোঝাই তিনটি ট্রলার মালামালসহ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রথম দিকে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, এরপর নারায়ণগঞ্জের আরও চারটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় কুমিল্লা, ঢাকা থেকেও ফায়ার সার্ভিসের আরও কয়েকটি দল আসে। রাত সাড়ে আটটায় আগুনের ভয়াবহতা কমতে শুরু করে।  গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার গণমাধ্যমকে বলেন, রোববার (২৪ মার্চ) দুপুর থেকে রাত পর্যন্ত গজারিয়া, নারায়ণগঞ্জ, ঢাকা ও কুমিল্লা ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভাতে টানা কাজ করেছে। দৃশ্যমান আগুন নিভে গেছে। তবে গুদামের মজুত করা পাটখড়ি ও প্লাই বোর্ডে আগুনের ফুলকি আছে। বর্তমানে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। পাটখড়ি ও প্লাই বোর্ডের ওপরের স্তরে ফুলকি আছে। পানি ছিটিয়ে একটি একটি করে আগুন নির্বাপণ করে মালামাল সরানো হচ্ছে। এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।
২৫ মার্চ ২০২৪, ১৫:১৫

মোস্তাফিজের ঝলকে শুভসূচনা চেন্নাইয়ের
আইপিএলের উদ্বোধনী ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস জয় দিয়ে যাত্রা শুরু করল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে দলটি। ম্যাচটিতে চার ওভারে ২৯ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টায় মাঠে নামে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।  ম্যাচটিতে টস জিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করে বেঙ্গালুরু। জবাবে ৮ বল থাকতেই ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।  বেঙ্গালুরুর দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে রাচিন রাবিন্দ্রর ব্যাটে উড়ন্ত সূচনা করে চেন্নাই। এদিন ব্যাট হাতে বেশিক্ষণ পিচে থাকতে পারেনি অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। আউট হওয়ার আগে করেন ১৫ বলে ১৫ রান। রাচিন রাবিন্দ্র ৩টি চার ও ৩টি ছক্কায় খেলেন ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে বিদায় নেন। এরপর আজিঙ্কা রাহানের ১৯ বলে ২৭ আর মিচেল ১৮ বলে করেন ২২ রান দলকে অনেকটা পথ এগিয়ে দেয়।  পরপর দুটি ওভারে এই দুই সেট ব্যাটারকে ফিরিয়ে চেন্নাইকে চাপে ফেলেন ক্যামেরন গ্রিন। সেখান থেকে রবীন্দ্র জাদেজা ও শিভাম দুবের ৩৭ বলে ৬৬ রানের জুটিতে ম্যাচ জিতে চেন্নাই সুপার কিংস। দুবে ২৮ বলে ৩৪ ও জাদেজা ১৭ বলে ২৫ রানে অপরাজিত থাকেন।  
২৩ মার্চ ২০২৪, ০১:৫৯

মোস্তাফিজকে বরণ করে নিলো চেন্নাই সুপার কিংস
লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে আইপিএল খেলতে ভারতে পাড়ি জমিয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।  আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগটির সপ্তদশ আসরের। টিম হোটেলে মোস্তাফিজকে স্বাগত জানিয়েছে চেন্নাই সুপার কিংস।  চেন্নাই শিবিরে যোগ দিতে মঙ্গলবার (১৯ মার্চ) সকালে ঢাকা ছেড়েছেন এই বাঁহাতি পেসার। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করে ভারতের পথে রওনা দেওয়ার তথ্য নিশ্চিত করেছিলেন মোস্তাফিজ। ভারত যাত্রার একটি ছবি দিয়ে মোস্তাফিজ লিখেছেন, রোমাঞ্চিত এবং নতুন অ্যাসাইনমেন্টের জন্য মুখিয়ে আছি। ২০২৪ আইপিএলে খেলতে চেন্নাইয়ে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, যেন সেরাটা দিতে পারি। এরপর ভারতে পৌঁছে আরেকটি পোস্টে নিজের নিরাপদ গন্তব্যের বিষয়টিও জানিয়েছেন কাটার মাস্টার। অন্যদিকে, নিজেদের পেজে মোস্তাফিজের যোগদানের খবর জানিয়েছে চেন্নাই কর্তৃপক্ষ।  গতকাল লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন মোস্তাফিজ। এ সময় মনে হচ্ছিলো আইপিএলে থেকে ছিটকে যেতে পারেন ফিজ। তবে চোট গুরুতর না হওয়ায় পরদিনই আইপিএল খেলতে দেশ ছাড়লেন তিনি। আইপিএলে ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে অভিষেক হয় মোস্তাফিজের। এরপর মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ঘুরে টাইগার পেসার এবার চেন্নাই সুপার কিংসে। মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে ফর্মে না থাকায় তাকে এবার আইপিএলের কোনো দল কিনবে কি না, সেই সংশয় দেখা দিয়েছিল। তবে চেন্নাই ঠিকই কাটার মাস্টারকে লুফে নিয়েছে।  
১৯ মার্চ ২০২৪, ১৯:৩১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়