আইপিএল ২০২৪
টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংস
চলতি আসরে দুর্দান্ত ছন্দে রয়েছে চেন্নাই সুপার কিংস। আসরে এখনও পর্যন্ত ছয় ম্যাচ জিতে চারটিতেই জয়ের দেখা পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। নিজেদের সপ্তম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টাসের বিপক্ষে মাঠে নেমেছে চেন্নাই।
শুক্রবার (১৯ এপ্রিল) ঘরের মাঠে টস জিতে চেন্নাইকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে লখনৌ।
চেন্নাইয়ের একাদশ : রুতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্র, শিভাম ডুবে, আজিঙ্কা রাহানে, মঈন আলী, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুশার দেশপান্ডে, মোস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানা।
লখনৌ একাদশ : কুইন্টন ডি কক, লোকেশ রাহুল (অধিনায়ক), দীপক হুদা, মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, ক্রুনাল পান্ডিয়া, রবি বিষ্ণয়, যশ ঠাকুর, মাট হেনরি, মহসিন খান।
মন্তব্য করুন
দুই বিদেশি তারকাকে দলে ভিড়িয়ে বরিশালের চমক
আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট। তার আগেই একের পর এক তারকা ক্রিকেটারকে সরাসরি চুক্তির মাধ্যমে ক্রিকেটারদের দলে ভিড়িয়ে চমক দেখিয়ে যাচ্ছে ফরচুন বরিশাল। সবশেষ ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মায়ার্সকে দলে ভিড়িয়েছে দলটি।
রোববার (১৩ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই তথ্য নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
এর আগে গতকাল (শনিবার) আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিকে তারা ডিরেক্ট সাইন করিয়েছে বরিশাল। গত আসরে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন নবি। বিপিএলের নিয়মিত এই ক্রিকেটার এবার পাড়ি জমালেন নতুন ফ্র্যাঞ্চাইজিতে।
এ ছাড়াও তামিম ইকবালকে রিটেইন করেছে বরিশাল। দলটির অধিনায়ক হিসেবেও থাকছেন বাঁহাতি এই ওপেনার। এরপর সরাসরি চুক্তিতে তাওহীদ হৃদয়কে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
পুরনো ফ্র্যাঞ্চাইজি হিসেবে দেশি ক্রিকেটারদের মাঝে একজনকে সরাসরি চুক্তিতে এবং দুজনকে রিটেইন করতে পারবে বরিশাল। সেটার ফায়দা নিয়েই হৃদয়কে দলে টেনেছে তারা। আর রিটেইন ক্রিকেটার হিসেবে তামিমের সঙ্গে দলটিতে থাকছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।
উল্লেখ্য, আগামীকাল (সোমবার) অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফট। ড্রাফট থেকে আরও তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ রয়েছে ফ্র্যাঞ্চাইজিদের।
আরটিভি/ এমএসআর
সরাসরি চুক্তিতে দল পেলেন ১৮ জন দেশি ক্রিকেটার, হতাশ শান্ত
নির্ধারিত সূচি অনুসারে আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। এর আগে আগামীকাল সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট। তার আগেই প্রাথমিকভাবে নিবন্ধনকৃত ১৯৮ দেশি ক্রিকেটারদের তালিকা ফ্র্যাঞ্চাইজিদের হাতে পৌঁছে দিয়েছিল বিসিবি।
যেখান থেকে পছন্দের ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে দলগুলো। ১৯৮ জন দেশি ক্রিকেটারের মধ্যে ১৮ জন ক্রিকেটার ইতোমধ্যে দল পেয়ে গেছেন। বাকি ১৮০ জন ক্রিকেটারের ভাগ্য নির্ভর করছে ড্রাফটের উপর।
এবারের আসরে ড্রাফটের আগেই একজন ক্রিকেটারকে সরাসরি চুক্তি এবং দুজনকে রিটেইন করার সুযোগ পাচ্ছে পুরাতন ফ্র্যাঞ্চাইজিরা। আর সরাসরি চুক্তিতে তিনজন ক্রিকেটারকে দলে নেওয়া সুযোগ পেয়েছে নতুন তিন ফ্র্যাঞ্চাইজি।
এবারের ড্রাফটে ক্রিকেটারদের ৬ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেখানে একজন ক্রিকেটার সর্বোচ্চ ৬০ লাখ এবং সর্বনিম্ন ১০ লাখ টাকা পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরি ৬০ লাখ, ‘বি’ ক্যাটাগরি ৪০ লাখ, ‘সি’ ক্যাটাগরি ২৫ লাখ, ‘ডি’ ক্যাটাগরি ২০ লাখ, ‘ই’ ক্যাটাগরি ১৫ এবং ‘এফ’ ক্যাটারগরিতে থাকা ক্রিকেটাররা ১০ লাখ টাকা করে পাবেন।
বিসিবি মোট ১২ ক্রিকেটারকে ‘এ’ ক্যাটাগরিতে রেখেছেন। যেখানে সাকিব আল হাসানের সঙ্গে লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়।
এই ক্যাটাগরি থেকে ইতোমধ্যে ৭ জন ক্রিকেটার দল পেয়েছেন। তারা হলেন, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান এবং তাওহীদ হৃদয়। তবে সবাইকে অবাক করেছে টাইগার অধিনায়ক শান্তর দল না পাওয়ার বিষয়টি।
‘বি’ ক্যাটাগরি রয়েছেন আফিফ হোসেন ধ্রুব, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, মাশরাফী বিন মুর্তজা, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, তানভীর ইসলাম, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন এবং তানজিম হাসান সাকিব।
এদের মধ্যে ৭ জন ক্রিকেটার দল পেয়েছেন। দল পাওয়া ক্রিকেটাররা হলেন আফিফ হোসেন ধ্রুব, এনামুল হক বিজয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, তানজিদ হাসান তামিম এবং তানজিম হাসান সাকিব।
‘সি’ ক্যাটাগরি রয়েছেন ২২ জন ক্রিকেটার। তারা হলেন, আবু হায়দার রনি, ইবাদত হোসেন চৌধুরি, ইমরুল কায়েস, মাহমুদুল হাসান জয়, আল আমিন হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদ রানা, নাহিদুল ইসলাম, নাইম শেখ, নাসুম আহমেদ, রাকিবুল হাসান জুনিয়র, রনি তালুকদার, সৌম্য সরকার, খালেদ আহমেদ, তাইজুল ইসলাম এবং ইয়াসির আলী রাব্বি।
তবে এই ক্যাটাগরি থেকে মাত্র ৩ জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছেন ফ্র্যাঞ্চাইজিগুলো। তারা হলেন নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং জাকির হাসান।
অন্যদিকে ‘ডি’ ক্যাটাগরিতে রয়েছেন ২৮ জন ক্রিকেটার। আবু জায়েদ রাহি, আকবর আলী, আলিস আল ইসলাম, আরাফাত সানি, আরিফুল হক, ফজলে মাহমুদ রাব্বি, হাবিবুর রহমান সোহান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, জিসান আলম, সৈকত আলী, মৃত্যুঞ্জয় চৌধুরি, নাঈম হাসান, নাজমুল ইসলাম অপু, নিহাদ উজ জামান, রেজাউর রহমান রাজা, রিপন মণ্ডল, রবিউল হক, রুবেল হোসেন, সাদমান ইসলাম, শফিকুল ইসলাম, সোহাগ গাজী, শহিদুল ইসলাম, শুভাগত হোম, সুমন খান, সানজামুল ইসলাম এবং জিয়াউর রহমান।
কিন্তু এই ক্যাটাগরি থেকে সরাসরি চুক্তিতে মাত্র ১ জনকে (জিশান আলম) দলে ভিড়িয়েছে দুর্বার রাজশাহী। বাকি ২৭ জনের ভাগ্য নির্ধারণ হবে ড্রাফটে।
আরটিভি/ এমএসআর
অবশেষে বিপিএলে দল পেলেন শান্ত
গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই ব্যাট হাতে আলো ছড়াতে পারছেন টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ভারতের বিপক্ষে কয়েক ইনিংসে ভালো শুরু করলেও পিচে থিতু হতে পারেননি। যার প্রভাব পড়েছে আসন্ন বিপিএলের দল গঠনেও। জাতীয় দলের অধিনায়ক এবং ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও কোনো দল তাকে সরাসরি চুক্তিতে দলে নেওয়ার আগ্রহ দেখায়নি।
তাই ড্রাফটে নাম ওঠে এই বাঁহাতি ব্যাটারের। সেখান থেকে এই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। ‘এ’ ক্যাটাগরির হওয়ার শান্তর জন্য ফ্র্যাঞ্চাইজিটিকে গুনতে হবে ৬০ লাখ টাকা।
সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার ড্রাফট।
গত বিপিএল সিলেট স্ট্রাইকার্সের হয়ে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি শান্ত। ১২ ইনিংসে রান করেছিলেন ১৭৫, গড় ১৪.৫৮। সবচেয়ে বেশি সমালোচনা হয়েছিল টি-টোয়েন্টিতে তাঁর ব্যাটিংয়ের ধরন নিয়ে। টুর্নামেন্টে শান্তর স্ট্রাইকরেট ছিল ৯৩.৫৮ এবং ছিল না কোনো ছক্কা।
জাতীয় দলের অধিনায়কত্ব করলেও, দলটির নেতৃত্ব ছিল মাশরাফীর হাতে। তবে ২০২৩ বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছিলেন তিনি, হাতে তুলেছিলেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও। কিন্তু পরের মৌসুমেই মুদ্রার উল্টো পিঠ দেখেছিলেন শান্ত।
এবার বরিশালের হয়ে বিপিএল মাতাবেন শান্ত। সেই সঙ্গে ব্যাট হাতে নিজের সেরাটা দেওয়ায় থাকবে মূল লক্ষ্য।
উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের ১১তম আসর। এবারের বিপিএলে তিনটি দলে পরিবর্তন এসেছে। ঢাকা ও চট্টগ্রামের পুরোনো ফ্র্যাঞ্চাইজি ফিরে এসেছে বিপিএলে। থাকছে না কুমিল্লার কোনো দল। নতুন ফ্র্যাঞ্চাইজি দেখা যাবে রাজশাহী থেকে।
আরটিভি/ এমএসআর
বিপিএলে দল পেলেন না দেশের দুই তারকা ক্রিকেটার
বাংলাদেশ ক্রিকেটে একসময় সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে পরিচিতি পেয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে ২০২২ সালে জাতীয় দল থেকে বাদ পড়লে আর ফিরে আসতে পারেননি তিনি। তবে ঘরোয়া টুর্নামেন্ট গুলোতে নিয়মিত খেলছিলেন তিনি। কিন্তু এবার বিপিএলের ড্রাফটে তাকে দলে নিতে কোনো ক্রিকেটার আগ্রহ দেখায়নি।
সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছিল বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট।
যেখানে ১৬ জন বিদেশি ক্রিকেটার ও ৬২ দেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে সাতটি ফ্র্যাঞ্চাইজি। তবে দেশি ক্রিকেটারদের মধ্যে থেকে জাতীয় দলের দুজন দলই পাননি। টানা দুই আসরেই ড্রাফটে অবিক্রিত থেকে গেলেন মুমিনুল, সেই সঙ্গে প্রথমবার ড্রাফটে দল পেলেন না মোসাদ্দেক হোসেনও।
দেশি ক্রিকেটারদের মধ্যে বিসিবির নির্ধারিত ‘সি’ ক্যাটাগরিতে ছিলেন ২২ জন। তাদের মধ্যে এ দুজনই কেবল দল পাননি। গত আসরে দুর্দান্ত ঢাকার হয়ে খেলেছিলেন মোসাদ্দেক। যদিও এবার দলটি নাম ও মালিকানা পরিবর্তন করে এসেছে। গত আসরে অলরাউন্ডার মোসাদ্দেক ৯ ম্যাচ খেলে বলার মতো পারফরম্যান্স দেখাতে পারেননি। ৯ ম্যাচে মাত্র ৯১ রান এবং ৩টি উইকেট পেয়েছেন।
অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে কেবল টেস্ট ফরম্যাটে খেলেন মুমিনুল। তাই ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল।
উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের ১১তম আসর। এবারের বিপিএলে তিনটি দলে পরিবর্তন এসেছে। ঢাকা ও চট্টগ্রামের পুরোনো ফ্র্যাঞ্চাইজি ফিরে এসেছে বিপিএলে। থাকছে না কুমিল্লার কোনো দল। নতুন ফ্র্যাঞ্চাইজি দেখা যাবে রাজশাহী থেকে।
বিপিএলে কোন দলে কারা খেলবেন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট শেষ হলো। পুরনো ক্রিকেটারদের মধ্য থেকে ধরে রাখা, ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে আবদ্ধ করার পর ড্রাফট থেকে বাকি ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে বিপিএলের সাতটি ফ্র্যাঞ্চাইজি।
ড্রাফট শেষে কেমন হলো প্রতিটি দল? দেশি-বিদেশি ক্রিকেটাররা কে কোন দলে গেলেন? একনজরে দেখে নেওয়া যাক সেই তালিকা।
ঢাকা ক্যাপিটালস
দেশি: মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন।
বিদেশি: থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মীর হামজা, স্টিফেন এসকিনেজি, সাইম আইয়ুব, আমির হামজা।
চিটাগং কিংস
দেশি: সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব।
বিদেশি: মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল।
দুর্বার রাজশাহী
দেশি: এনামুল হক, তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ।
বিদেশি: সাদ নাসিম, লাহিরু সামারাকুন।
খুলনা টাইগার্স
দেশি: মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান।
বিদেশি: ওশানে থমাস, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি, মোহাম্মদ নেওয়াজ।
রংপুর রাইডার্স
দেশি: নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান।
বিদেশি: অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফর, স্টিভেন রায়ান টেলর, সৌরভ নেত্রবালকার, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার।
সিলেট স্ট্রাইকার্স
দেশি: জাকির হাসান, জাকের আলী, তানজিম হাসান, রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম।
বিদেশি: পল স্টার্লিং, জর্জ মানসি, রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি।
ফরচুন বরিশাল
দেশি: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম।
বিদেশি: ডেভিড ম্যালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, আলী মোহাম্মদ, খান জাহানদাদ, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার।
আরটিভি/ ডিসিএনই
শাকিব খানের নেতৃত্বে শক্তিশালী দল গঠন করল ঢাকা ক্যাপিটালস
আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। এবারের আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান। বিপিএলের ড্রাফটে উপস্থিত থেকে শক্তিশালী দল গঠন করেছেন এই ঢালিউড সুপারস্টার। তাই সাত দলের মধ্যে শিরোপায় চোখ রেখেই টুর্নামেন্ট শুরু করবে দলটি।
নিজেদের প্রথম আসরেই শক্তিশালী স্কোয়াড গঠন করেছে দলটির ম্যানেজমেন্ট। সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। এরপর তারা বিদেশি ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে ক্যারিবিয়ান তারকা জনসন চালর্সকে। এরপর ইংলিশ ক্রিকেটার স্টিফেন এসকিনাজিকে দলে নিয়েছে তারা।
এ ছাড়াও টাইগার ওপেনার লিটন কুমার দাসকে ড্রাফট থেকে দলে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি। ড্রাফট থেকে বিদেশি ক্রিকেটারের মধ্যে সাইম আইয়ুব এবং আমির হামজাকে দলে নিয়েছে ঢাকা।
বেশ কয়েকজন দেশি তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ড্রাফট থেকে ১০ জন এবং সরাসরি চুক্তিতে ৬ জন, মোট ১৬ জন ক্রিকেটারকে নিয়ে দল সাজিয়েছে ঢাকা ক্যাপিটালস।
একনজরে দেখে নিন ঢাকা ক্যাপিটালস স্কোয়াড:
সরাসরি চুক্তি
দেশি ক্রিকেটার: মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম।
বিদেশি ক্রিকেটার: স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড), জনসন চালর্স (ওয়েস্ট ইন্ডিজ), শাহনাওয়াজ দাহানি (পাকিস্তান) এবং তিশারা প্যারেরা (শ্রীলঙ্কা)।
ড্রাফট থেকে নেওয়া:
দেশি ক্রিকেটার: লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান এবং শাহাদাত হোসেন।
বিদেশি ক্রিকেটার: আমির হামজা (আফগানিস্তান) এবং সাইম আইয়ু্ব (পাকিস্তান)।
আরটিভি/ এমএসআর
দেশে ফিরছেন সাকিব
সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে সব সংশয় কেটেছে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে দেশে ফিরছেন তিনি। সেই সঙ্গে বিপিএলের ১১তম আসরেও অংশ নেবেন দেশের সেরা এই অলরাউন্ডার।
জানা গেছে, এবারের বিপিএলে চিটাগাং কিংসের হয়ে খেলবেন সাকিব। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি তাকে সরাসরি চুক্তির মাধ্যমে দলে নিয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লিয়ারেন্স পাওয়ার পরই সাকিবকে চুক্তিতে যুক্ত করা হয়েছে।
এ বিষয়ে চিটাগাং কিংসের মালিক সাব্বির জানান, তারা সাকিবের খেলার জন্য সব ক্লিয়ারেন্স পেয়েছেন। বাংলাদেশে খেলার অনুমতি নিশ্চিত হওয়ার পরই তার সঙ্গে চুক্তি করেছেন। সেই সঙ্গে রংপুরের সাথেও আলোচনা করে কোনো চুক্তিগত জটিলতা নেই সেই বিষয়েও নিশ্চিত হওয়া গেছে। সব দিক থেকেই সবুজ সংকেত পাওয়ার পরই তারা সাকিবকে দলে নিয়েছে। তাদের আশা, সাকিবের অংশগ্রহণে কোনো সমস্যা হবে না।
তিনি বলেন, সাকিব যুক্তরাষ্ট্রে থাকায় নিলামে উপস্থিত ছিলেন না, তবে দল গঠনে কিছু মূল্যবান পরামর্শ দিয়েছে তিনি। আমরা তার দেওয়া পরামর্শ অনুযায়ী নিলামে অংশ নিয়েছি। সম্মিলিত পরিকল্পনায় দল সাজাতে পেরেছি এবং প্রত্যাশিত খেলোয়াড়দের দলে ভিড়িয়েছি।
আরটিভি/এসএপি-টি