• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo
সিরিজ নিশ্চিতের পরও শান্তর কণ্ঠে আক্ষেপের সুর
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচ হাতে থাকতেই নিশ্চিত করেছে টাইগাররা। চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে সফরকারীদের ৯ রানে হারিয়েছে স্বাগতিকরা। তবে এই ম্যাচে ব্যাটিং নিয়ে সন্তুষ্ট হলেও, বোলিং নিয়ে শান্তর কণ্ঠে শোনা গেছে আক্ষেপের সুর। চলতি সিরিজে প্রথমবারের মতো আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশ ৫ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন তাওহীদ হৃদয়, এ ছাড়া জাকের আলি অনিক করেন ৪৪ রান।   জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে ১৫৬ রান তুলতে পারে জিম্বাবুয়ে। এতে ৯ রানের জয় পায় বাংলাদেশ। এতে দুই ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করল টাইগাররা। প্রথমে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শেষদিকে জনাথন ক্যাম্পবেলের ২১ এবং ফারাজ আকরামের ৩৪ রানের বদৌলতে কেবল হারের ব্যবধান কমায় জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন নেন ২ উইকেট। সিরিজ জয়ের পর অফিসিয়াল ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, সবাই যেভাবে পারফর্ম করেছে তাতে খুশি। তারা সবাই নিজেদের প্রমাণ করেছে, বিশেষ করে হৃদয় এবং জাকের আলি। বোলিং নিয়ে শান্ত বলেন, আমাদের প্রয়োজন ছিল পরিকল্পনা বাস্তবায়ন করার, তবে শেষ ৫ ওভারে আমরা ভালো বোলিং করতে পারিনি। আমাদের এই জায়গায় উন্নতি করতে হবে। পরের ম্যাচে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করব।’ আগামী ১০ ও ১২ মে শেষ দুটি টি-টোয়েন্টি মুখোমুখি হবে দু’দল। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে টাইগাররা দেশটিতে উড়াল দেবে।
৫ ঘণ্টা আগে

চট্টগ্রামেই সিরিজ নিশ্চিত টাইগারদের
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রক্ষণাত্মক ক্রিকেট খেলে প্রথম তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে টাইগারা। এতে চট্টগ্রাম পর্বেই সিরিজ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ‍তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৯ রানে হারিয়েছে শান্ত বাহিনী। মঙ্গলবার (৭ মে) আগে ব্যাট করে জিম্বাবুয়েকে ১৬৬ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে ১৫৬ রান তুলতে পারে জিম্বাবুয়ে। এতে ৯ রানের জয় পায় বাংলাদেশ। এতে দুই ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করল টাইগাররা। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় জিম্বাবুয়ে। শুরুতেই জয়লর্ড গাম্বিকে সাজঘরে ফেরেন মোহাম্মদ সাইফউদ্দিন। ম্যাচের পঞ্চম ওভারে একাদশে সুযোগ পাওয়া তানজিম সাকিবের হাতে বল তুলে নেন শান্ত। অধিনায়কের আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। ১১ বলে ১০ রান করা বেনেটকে সাজঘরে ফেরেন তিনি। পাওয়ার প্লের শেষ ওভারে ক্রেগ আরভিনকে সাজঘরে ফেরান সাইফউদ্দিন। এতে পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে ৩৩ রান তুলতে পারে সফরকারীরা। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সিকান্ডার রাজাও। ৫ বলে ১ রান করে সাজঘরে ফেরেন এই ডান হাতি অলরাউন্ডার। কিন্তু এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন মুরামানি। তবে ১২তম ওভারে মাহমুদউল্লাহ বলে আউট হন তিনি। ২৬ বলে ৩১ রান করেন তিনি। এরপর ক্লাইভ মাদান্দে (১১), জোনাথন ক্যাম্পবেল (২১) ও  লুক জঙ্গুয়ে ২ রানে আউট হলে, ওয়েলিংটন মাসাকাদজাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ফারাজ আকরাম। ৩১ বলে ৫৪ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। শেষ পর্যন্ত ওয়েলিংটন মাসাকাদজা ১৩ বলে ১৩ রান করে আউট হলেও, ১৯ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন ফারাজ আকরাম। তবুও শেষ রক্ষা হয়নি জিম্বাবুয়ের। নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে ১৫৬ রান তুলতে পারে জিম্বাবুয়ে। এতে ৯ রানের জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন সাইফউদ্দিন। এ ছাড়াও রিশাদ হোসেন দুটি, তানজিম সাকিব, তাসকিন আহমেদ এবং তানভীর ইসলাম নেন একটি করে উইকেট। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৫ বলে মাত্র ১২ রান করে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি অধিনায়ক শান্তও। ৪ বলে ৬ রান করে বোল্ড আউট হন তিনি।  ইনিংস মেরামতের চেষ্টা করেন আরেক ওপেনার তানজিদ তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ২২ বলে ২১ রান করে আউট হন তিনি। তবে জাকের আলিকে সঙ্গে নিয়ে টাইগার শিবিরের হাল ধরেন তাওহীদ হৃদয়। দুজনের ব্যাটে ভর করে এগোতে থাকে বাংলাদেশ। ৩৪  বলে ফিফটি তুলে নেন এই ডান হাতি ব্যাটার। চার বল পরেই ৫৮ রান করে আউট হন তিনি। হৃদয়ের বিদায়ের পর পিচে থাকতে পারেননি জাকেরও। ৩৪ বলে ৪৪ রান করেন তিনি। শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের ৪ বলে ৯ রান এবং রিশাদ হোসেনের ৪ বলের ৬ রানের ইনিংসে ভর করে পাঁচ উইকেটে ১৬৫ রানের লড়াকু পুঁজি পায় টাইগাররা।  
১ ঘণ্টা আগে

দুই ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত বাংলাদেশের
সংক্ষিপ্ত স্কোর   বাংলাদেশ : ২০ ওভারে ১৬৫/৫ জিম্বাবুয়ে : ২০ ওভারে ১৫৬/৯     ৯ রানের জয় বাংলাদেশের ১৮: ৪২, মে ৭ শেষ পর্যন্ত ওয়েলিংটন মাসাকাদজা ১৩ বলে ১৩ রান করে আউট হলেও, ১৯ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন ফারাজ আকরাম। তবুও শেষ রক্ষা হয়নি জিম্বাবুয়ের।  নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে ১৫৬ রান তুলতে পারে জিম্বাবুয়ে। এতে ৯ রানের জয় পায় বাংলাদেশ।   ফারাজ আকরামের লড়াই ১৮: ২১, মে ৭ শেষ দিকে লুক জঙ্গুয়ে ২ রানে আউট হলে, ওয়েলিংটন মাসাকাদজাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ফারাজ আকরাম।   তানভীরের প্রথম শিকার ১৮: ০৩, মে ৭ মাদান্দের বিদায়ের পর ব্যাট চালাতে থাকেন জোনাথন ক্যাম্পবেল। তানভীরের বলে টানা দুই ছক্কা হাঁকান তিনি। তবে পরে বলে বাউন্ডারি লাইনে কাঁটা পড়েন তিনি। ১০ বলে ২১ রান করেন তিনি।     মারুমানিকে ফেরালেন মাহমুদউল্লাহ ১৭: ৫৩, মে ৭ দলের উইকেটে মিছিলের দিনে এক প্রান্ত আগলে রেখে রান তোলার চেষ্টা করেন মারুমানি। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ২৬ বলে ৩১ রান করে মাহমুদউল্লাহর বলে আউট হন।    রাজাকে ফিরিয়ে রিশাদের উল্লাস ১৭: ৪০, মে ৭ টানা দুই ম্যাচে ব্যর্থতার পর তৃতীয় ম্যাচে দলকে জেতানো লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন সিকান্ডার রাজা। তবে ব্যাটিংয়ে থিতু হওয়ার আগেই জিম্বাবুয়ের অধিনায়ককে সাজঘরে ফেরান রিশাদ। ৫ বলে ১ রান করেন তিনি।     পাওয়ার প্লেতে তিন উইকেট নেই জিম্বাবুয়ের ১৭: ২৯, মে ৭ পাওয়ার প্লের শেষ ওভারে ক্রেগ আরভিনকে সাজঘরে ফেরান সাইফউদ্দিন। এতে পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে ৩৩ রান তুলতে পারে সফরকারীরা।   সাইফউদ্দিনের পর সাকিবের আঘাত ১৭: ১৭, মে ৭ ম্যাচের পঞ্চম ওভারে একাদশে সুযোগ পাওয়া তানজিম সাকিবের হাতে বল তুলে নেন শান্ত। অধিনায়কের আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। ১১ বলে ১০ রান করা বেনেটকে সাজঘরে ফেরেন তিনি।   সাইফউদ্দিনের প্রথম আঘাত ১৭: ১০, মে ৭ চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় জিম্বাবুয়ে তৃতীয় ওভারের দ্বিতীয় বলে জয়লর্ড গাম্বিকে সাজঘরে ফেরেন মোহাম্মদ সাইফউদ্দিন।   ১৬৫ রানের পুঁজি টাইগারদের ১৬: ৪০, মে ৭ শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের ৪ বলে ৯ রান এবং রিশাদ হোসেনের ৪ বলের ৬ রানের ইনিংসে ভর করে পাঁচ উইকেটে ১৬৫ রানের লড়াকু পুঁজি পায় টাইগাররা।   হৃদয়ের পর জাকেরের বিদায় ১৬: ৩৩, মে ৭ নিজের ফিফটি পূরণের পর বেশিক্ষণ পিচে থাকতে পারেননি হৃদয়। ৩৮ বলে ৫৭ রান করে মুজারাবানির বলে বোল্ড আউট হন তিনি। এক বল পরেই জাকের কেউ একই ভাবে সাজঘরে ফেরান এই ডান হাতি পেসার। ৩৪ বলে ৪৪ রান করেন জাকের।   হৃদয়ের ফিফটি ১৬: ২২, মে ৭ দুর্দান্তভাবে ব্যাট করে ৩৪ বলে ফিফটি তুলে নেন তাওহীদ হৃদয়। তাকে যোগ্য সঙ্গ দেন জাকের আলী।   হৃদয় ও জাকেরের ছক্কা ১৬: ০৬, মে ৭ তানজিদ তামিমের বিদায়ের পর কমে ছিল রানের গতি; তবে গতি বাড়াতে শুরু করেছে বাংলাদেশ। রাজার শেষ ওভারে একটি করে ছক্কা মেরেছেন হৃদয় ও জাকের।   ৬০ বলে ৬৩ রান ১৫: ৫৬, মে ৭ পরিস্থিতি পাল্টালেও পাল্টায় না বাংলাদেশের ব্যাটিং গতিবিধি।  সিরিজে প্রথম ম্যাচে প্রথম ১০ ওভারে ৬৭/২ দ্বিতীয় ম্যাচে প্রথম ১০ ওভারে ৬২/৩ এবার তৃতীয় ম্যাচে ১ রান বেশি তুলতে পেরেছে লাল-সবুজেরা।  ১০ ওভারে ৬৩/৩   অধৈর্য হয়ে উইকেট বিলিয়ে দিলেন তানজিদ ১৫: ৪৮, মে ৭ রানের গতি বাড়াতে গিয়ে বেশ অধৈর্য হয়ে উঠেছিলেন তানজিদ! ইনিংসের নবম ওভারে ফারাজ আকরামের শেষ ডেভিভারিতে ক্রিজ ছেড়ে এসে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন তানজিদ। তবে কাঙ্ক্ষিত ওভার বাউন্ডারি আসেনি। উল্টো ডিপ-মিড উইকেটে ধরা পড়েছেন এই ওপেনার।  ক্লাইভ মাদান্দের তালুবন্দি হয়ে ২২ বলে ২১ রানেই থামলো তার ইনিংস। এতে হৃদয়ের সঙ্গে তার ৩১ রানের জুটিও ভাঙল। ৯ ওভারে ৬০/৩   পাওয়ার প্লেতে ৪২/২ ১৫: ৩৫, মে ৭ ইনিংসের ষষ্ঠ ওভারে আক্রমণে এসেছিলেন বাঁহাতি স্পিনার মাসাকাদজা। তার ওভারের চতুর্থ বলটি খানিকটা পেছনের লেংথে পেয়ে কাউ কর্নার দিয়ে ওভার বাউন্ডারি বানালেন ওপেনার তানজিদ। এটিই ইনিংসের প্রথম ছক্কা ১৪ বলে ১৫ রানে তানজিদ এবং ৩ বলে ৪ রানে অপরাজিত হৃদয়। ৬ ওভারে ৪২/২   শান্তও ব্যর্থ ১৫: ১৮, মে ৭ আগের ওভারেই প্যাভিলিয়নের পথ ধরেছিলেন লিটন। এবার সতীর্থের পথই অনুসরণ করলেন টাইগার দলপতি শান্ত। এক বাউন্ডারিতে ৬ রানেই থামলো শান্তর চট্টগ্রাম অধ্যায়। তাকে ফিরিয়েছেন সফরকারীদের অধিনায়ক সিকান্দার রাজা।   ফের ব্যর্থ লিটন ১৫: ১৮, মে ৭ সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যর্থতার বৃত্তেই কাটা পড়েছিলেন লিটন। তবে তার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছিলেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সহকারী কোচ নিক পোথাসও তাকে ঘিরে আশার কথা শুনিয়েছিলেন। চট্টগ্রাম থেকে মিরপুর; সব জায়গাতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উইকেটকিপার এই ব্যাটার। এবার তৃতীয় ম্যাচেও ভাগ্য সহায় হলো না এই ওপেনারের। মন্থরগতির এক ইনিংসে ব্যক্তিগত ১২ রানে ফিরলেন প্যাভিলিয়নে। তাকে ফিরিয়েছেন মুজারাবানি। ৩ দশমিক ৪ ওভারে ২২/১   মুজারাবানিরও ভালো শুরু ১৫: ১৩, মে ৭ আগের ওভারে দুই বাউন্ডারিতে বাংলাদেশ ১০ রান তুলে নিলেও পরের ওভারেই টাইগার দুই ওপেনারকে চাপে ফেলেছেন জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানি। এই ওভারে মাত্র দুই রান দিয়েছেন তিনি। ২ ওভারে ১২/০   ভালো শুরু ১৫: ০৬, মে ৭ বাউন্ডারি হাঁকিয়েই ইনিংসের গোড়াপত্তন করেছেন ওপেনার লিটন দাস। একই ওভারে বাউন্ডারির দেখা পেয়েছেন আরেক ওপেনার তামিমও। তবে ওভারের শেষ দিকে ভুল বোঝাবুঝিতে রান আউটের সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে লং অনে থাকা সিকান্দার রাজা সময়মতো বল লুফে না নিতে পারায় বেঁচে গেছে বাংলাদেশ। ১ ওভারে ১০/০   পরিষ্কার আকাশ ১৪: ৪৯, মে ৭ সিরিজের প্রথম দুই ম্যাচে বৃষ্টি বাগড়া দিয়েছিল। তবে আজ বেশ পরিষ্কার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আকাশ। চট্টগ্রামে রৌদ্রও রয়েছে। তাই এমন আমেজে নিজেদের ঝালিয়ে নিতে পারেন টাইগার ব্যাটাররা।   একাদশ  ১৪: ৩৬, মে ৭ সিরিজ জয়ের মিশনে একাদশে জোড়া পরিবর্তন এনেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। স্পিন অলরাউন্ডার মেহেদী হাসানের পরিবর্তে বাঁহাতি স্পিনার তানভির ইসলাম এবং শরীফুল ইসলামের জায়গায় পেসার তানজিম হাসান সাকিব খেলবেন। অন্যদিকে ঘুরে দাঁড়ানোর মিশনে সফরকারীদের একাদশেও দুটি পরিবর্তন এসেছে। একাদশে জায়গা পেয়েছেন ওয়েলিংটন মাসাকাদজা ও ফারাজ করিম। বাদ পড়েছেন এনগারাভা ও এনদোলভু। বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন। জিম্বাবুয়ে একাদশ : জয়লর্ড গাম্বি (উইকেটকিপার), ক্রেগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি।     টস ১৪:৩১, মে ৭ সিরিজের প্রথম দুই ম্যাচেই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতেছিলেন। তবে এবার সিরিজ জয়ের মিশনে টস ভাগ্য সহায় হয়নি লাল-সবুজের দলপতির।  টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে। এতে নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগও পাচ্ছেন টাইগার ব্যাটাররা।   স্বাগতম ১৪:২৭, মে ৭ সবাইকে স্বাগতম আরটিভির লাইভ স্কোর আপডেটে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে স্থানীয় সময় ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়।  
৬ ঘণ্টা আগে

সিরিজ জয়ের মিশনে টাইগারদের সম্ভাব্য একাদশ
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে মঙ্গলবার (৭ মে) জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুই ম্যাচে দাপট দেখানো টাইগারদের সামনে আজ সিরিজ জয়ের হাতছানি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি। ঘরের মাঠে এই সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে বাংলাদেশ। তবে লাল-সবুজের টিম ম্যানেজমেন্টকে এখনও কোনো পরীক্ষা-নিরীক্ষা চালাতে দেখা যায়নি। এমনকি টস জয়ের পর ব্যাটিং করার ঝুঁকিও নেয়নি শান্তর দল। মূলত বোলারদের ধারাবাহিক পারফরম্যান্সে ভর করেই দুই ম্যাচে দাপটে জয় নিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা। এই ম্যাচেও জয়ের ছন্দ ধরে রেখে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করতে চায় শান্তর দল। সিরিজের প্রথম ম্যাচে ৪৭ বলে ৬৭ রানের দুর্দান্ত এক উপহার দেন অভিষিক্ত তানজিদ হাসান তামিম। এই ওপেনারের তিনবার জীবন পাওয়ার দিনে ২৮ বল হাতে রেখেই জয় পায় টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে ব্যর্থতার বৃত্তে আবদ্ধ ছিল টাইগারদের টপ-অর্ডার। মিডল-অর্ডারে তাওহীদ হৃদয় এবং অভিজ্ঞ মাহমুদউল্লাহ’র দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠে ছাড়ে লাল-সবুজেরা। সিরিজ জয়ের মিশনে বাংলাদেশের একাদশে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ নিক পোথাসও এমনটাই ইঙ্গিত দিয়েছেন। তবে ব্যাট হাতে লিটন-শান্তরা কেমন করেন, টস জিতলে আজ সেটাও পরখ করে দেখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। এদিকে এই ম্যাচে জয়ের ছন্দে ফিরতে মরিয়া জিম্বাবুয়ে। বাংলাদেশকে হারিয়ে কমাতে চায় হার ব্যবধান। পেছনের ভুল-ত্রুটি শুধরে তৃতীয় টি-টোয়েন্টিতে দল ভালো করবে বলে আশাবাদী জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। অন্যদিকে আবহাওয়া অফিসের তথ্য মতে, বৃষ্টিতে বাধাগ্রস্ত হতে পারে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। বাংলাদেশের সম্ভাব্য একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
১৩ ঘণ্টা আগে

সিনেমায় সুদিন ফিরছে : সজল
দর্শকপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। নাটকে এখন আর তাকে আগের মতো দেখা না গেলেও সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি দেশের একটি গণমাধ্যম কাজসহ নানা বিষয় নিয়ে কথা বলেছে তার সঙ্গে।    ওই সাক্ষাৎকারে সজল বলেন, নতুন নাটক-সিনেমায় কাজের ক্ষেত্রে আমার কাছে সব সময়ই প্রাধান্য পায় গল্প। এখন আমাদের যে সিনেমা বা ওয়েব কন্টেন্টগুলো হচ্ছে, সবগুলোই এক্সপেরিমেন্টাল কাজ। আর এ ধরনের কাজই আমার বেশি পছন্দ।  সিনেমায় সুদিন ফিরছে মন্তব্য করে এই অভিনেতা আরও বলেন, অবশ্যই বলতে হবে সিনেমায় সুদিন ফিরছে। কারণ, এখন অনেক ভালো ভালো কাজ হচ্ছে। নতুন নতুন গল্প ও গল্প ভাবনা নিয়ে কাজ হচ্ছে। যেটি সত্যিই অনেক ভালো। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আব্দুন নূর সজল বেশ কিছু কাজ করছেন। তবে তার সংখ্যা বা নাম এখনই বলতে নারাজ তিনি। তার ভাষ্য, বিষয়টি নিয়ে এখনই বলা সম্ভব না। বলা যাবে ঠিক ঈদের আগ মুহূর্তে। কারণ, কাজ তো চলমান।
০৪ মে ২০২৪, ১৮:২৪

জয় দিয়ে সিরিজ শুরুর পর যা বললেন টাইগার অধিনায়ক
বিশ্বকাপকে সামনে রেখে অন্যান্যদের মতো নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। সে লক্ষ্যে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছে টাইগাররা। আর শুক্রবার প্রথম ম্যাচ দাপটের সঙ্গে জিতে বিশ্বকাপ প্রস্তুতির শুরুটাও ভালোই হয়েছে হাথুরুসিংহের শিষ্যদের।  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদদের দুর্দান্ত বোলিংয়ে টিম বাংলাদেশকে বড় লক্ষ্য দিতে পারেনি জিম্বাবুয়ে। পরে ব্যাটিংয়ে নেমেও তেমন কোনো পরীক্ষা দিতে হয়নি টাইগারদের। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাসের উইকেট খরচায় ৮ উইকেটের বড় জয় পেয়েছে লাল-সবুজের দল। বড় এই জয়েও অবশ্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ওপেনার লিটন দাসের অফ-ফর্ম। ইনিংসের শুরুতে ৩ বলে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরা কেবল দীর্ঘ করেছে তারা ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা। ওদিকে আবার সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ২৪ বলে ২১ করেই বিদায় নেন টাইগার অধিনায়ক। তবে দলের গুরুত্বপূর্ণ দুই ব্যাটসম্যানের বর্ণহীন পারফরম্যান্সের সুযোগটা দারুণভাবে লুফে নিয়েছেন অভিষিক্ত তানজিদ তামিম। বৃষ্টিস্নাত ম্যাচে ব্যাট হাতে নেমে জয় তুলে নিয়ে মাঠ ছেড়েছেন ২৩ বছর বয়সী এ বাঁহাতি ওপেনার; অভিষেকটাকে রাঙিয়েছেন দুর্দান্ত এক অর্ধশতক দিয়ে। তার সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে এসে ১৮ বলে ৩৩ রানের ঝড়ো একটা ইনিংস খেলে দারুণ সঙ্গ দিয়েছেন এই মুহূর্তে দেশের ক্রিকেটের আরেক সম্ভাবনাময় ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। দুজনের দাপুটে ব্যাটিংয়ে ৪ ওভার ৪ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা।  এমন জয়ের পর অফিসিয়াল ব্রডকাস্টকে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে সতীর্থদের প্রশংসায় ভাসাতে ভোলেননি টাইগার অধিনায়ক শান্ত। তিনি বলেছেন, ‘সবাই আজ ভালো খেলেছে, বোলাররা সবাই দুর্দান্ত ছিল। যদি আমরা এই ম্যাচ থেকে শিখতে পারি, তাহলে পরের ম্যাচে সেটা ভালোভাবে কাজে লাগাতে পারব।’ তানজিদের ফর্ম ধরে রাখার ব্যাপারে আশাবাদী হওয়ার পাশাপাশি হৃদয়ের ইনিংস নিয়েও দারুণ খুশি শান্ত। বলেছেন, ‘গত কয়েকদিন আমরা খুব কঠোর অনুশীলন করেছি এবং আমি আশা করি তানজিদ তার ফর্ম ধরে রাখতে পারবে। আমরা কেবল আমাদের প্রক্রিয়া চালিয়ে যেতে পারি। তাওহিদ তার শক্তিমত্তা প্রমাণ করেছে। তানজিদ যেভাবে ইনিংস শেষ করেছে তাতে আমি খুশি।’ এর আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গতদিন শান্ত বলেছিলেন, ‘জিম্বাবুয়ে সিরিজের পারফরম্যান্স বিশ্বকাপ দলে প্রভাব রাখতে পারে। আগের শ্রীলঙ্কা সিরিজ ও এই  জিম্বাবুয়ে সিরিজ থেকেই বিশ্বকাপে বেশিরভাগ খেলোয়াড় যাবে, যদি সবাই সুস্থ থাকে। হ্যাঁ, দুই-একজন এদিক–ওদিক হতে পারে। তবে বেশির ভাগই এখান থেকে যাবে।’ ১ মে পর্যন্ত আইসিসির কাছে দেওয়া স্কোয়াডে নির্দিষ্ট কারণ ছাড়া দলগুলো পরিবর্তন আনতে পারবে আগামী ২৫ মে পর্যন্ত। টি-টোয়েন্টিতে এখনো কয়েকটি পজিশন নিয়ে ভুগছে বাংলাদেশ; বিশেষ করে চিন্তায় ফেলছে ওপেনিং জুটি। কন্ডিশন বিবেচনায় অতিরিক্ত স্পিনার বা বাড়তি পেসার নেওয়ার বিষয়ও রয়েছে। এসব জায়গায় প্রস্তুত হয়েই বিশ্বকাপে যেতে চান শান্ত। তার ভাষ্য, ‘আমি চাইব প্রতিটি জায়গায় যেন ফোকাস থাকে; প্রতিটা জায়গায় যেন আমরা ভালোভাবে প্রস্তুত হয়ে বিশ্বকাপে যেতে পারি।’ প্রসঙ্গত, বিশ্বকাপকে লক্ষ্য করে সাজানো জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে নেই বাংলাদেশ দলের প্রাণভোমরা মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। বিশ্রাম ও ছুটির কারণে এ দুজনকে ছাড়াই ১৫ সদস্যের স্কোয়াড সাজিয়েছে বিসিবি। অবশ্য আসন্ন জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নিশ্চিতভাবেই থাকছেন তারা।   
০৪ মে ২০২৪, ০৭:৪০

সিরিজ রক্ষার ম্যাচেও বাংলাদেশের মামুলি পুঁজি
ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে পরাজয়ের তিক্ত স্বাদ নিয়েছে বাংলাদেশ। এবার সিরিজের তৃতীয় ম্যাচেও বড় সংগ্রহ গড়তে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। অনভিজ্ঞ দিলারা আক্তারের ঝোড়ো ব্যাটিংয়ে সিরিজে টিকে থাকার ম্যাচে মামুলি পুঁজি পেয়েছে টাইগ্রেসরা। বৃহস্পতিবার (২ মে) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৭ রান তুলেছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে বেশ ভালো শুরুই পেয়েছিল বাংলাদেশ। ঝোড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ডে দ্রুতই ৪৬ রান জড়ো করেন ইনিংসের গোড়াপত্তনে নামা দুই ব্যাটার দিলারা এবং মুর্শিদা খাতুন। তবে ব্যক্তিগত ৯ রানে রান-আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন মুর্শিদা। মুর্শিদা ফেরার পর আরেক ওপেনার দিলারাও সাজঘরের পথ ধরেন। প্যাভিলিয়নে ফেরার ২৭ বলে ৫ বাউন্ডারিতে ৩৯ রানের মারকাটারি এক ইনিংস সাজান অনভিজ্ঞ এই ব্যাটার। দুই ওপেনার ফেরার পর জ্যোতি এবং সোবহানা মুস্তারি ছাড়া আর কেউই দলের হাল ধরতে পারেননি। শেষ পর্যন্ত অধিনায়ক জ্যোতির ধীরগতির ২৮ আর সুবহানার ১৫ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৭ রানে থামে বাংলাদেশ।
০২ মে ২০২৪, ১৮:১৩

সিরিজ রক্ষার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতেই হারের তিতো স্বাদ পেয়েছে টাইগ্রেসরা। তাই সিরিজ রক্ষার করতে হলে তৃতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই জ্যোতি-মারুফাদের সামনে। বৃহস্পতিবার (২ মে) সিলেট আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ সুলতানা খাতুনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন শরিফা খাতুন। তবে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ভারত। ভারত একাদশ : হরমনপ্রিত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, হেমালথা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, সজানা সজীবন, রিচা ঘোষ, পূজা ভাস্ত্রকার, রেণুকা সিং ঠাকুর, শ্রেয়াঙ্কা পাতিল, রাধা যাদব বাংলাদেশ একাদশ : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার দোলা, সোবনা মোস্তারি, মুর্শিদা খাতুন, রিতু মণি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, শরিফা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা।
০২ মে ২০২৪, ১৫:৪২

বাংলাদেশ-ভারত সিরিজ দেখা যাবে যেভাবে
ঘরের মাঠে ভারত জাতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২৮ এপ্রিল সিলেটে এই সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। এদিকে প্রতিবারই মেয়েদের সিরিজের সম্প্রচার নিয়ে তৈরি হয় নানান জটিলতা। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজও ইউটিউবে দেখানো হয়েছে। তবে এবার আর তেমনটি হচ্ছে না। দুই দলের মধ্যকার এই সিরিজটি টি-স্পোর্টসে সরাসরি দেখা যাবে।  শুক্রবার (২৬ এপ্রিল) রাতে এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচটি হবে ৩০ এপ্রিল। অন্যদিকে ২ মে ও ৬ মে হবে তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ মাঠে গড়াবে আগামী ৯ মে। সিরিজের প্রথম দুটি ও শেষ ম্যাচটি দিবারাত্রির হলেও তৃতীয় ও চতুর্থ ম্যাচ দুটি বেলা ২টায় শুরু হবে। উল্লেখ্য, গত বছর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারত নারী দল। সেবার নানান বিতর্কিত কাণ্ড ঘটিয়েছিলেন ভারতীয় অধিনায়ক। আম্পায়ারিং নিয়েও অভিযোগ তুলেছিলেন তিনি। এমন কাণ্ডে আইসিসি থেকে শাস্তিও পেয়েছিলেন হারমনপ্রীত। বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মারুফা আক্তার, মুর্শিদা খাতুন, সোবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, সুলতানা আক্তার, রাবেয়া খান, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, রুবায়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি।
২৭ এপ্রিল ২০২৪, ১০:২৮

‘জিম্বাবুয়ে সিরিজ নয়, চেন্নাইয়ের সঙ্গে থাকাটা ফিজের জন্য জরুরি’
কয়েক দিন আগেই বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেছিলেন আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই। তবে বিসিবির এমন মন্তব্যে কঠোর সমালোচনা করেছেন ভারতের জনপ্রিয় ধারাভষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। জিম্বাবুয়ে সিরিজে খেলার থেকে ধোনি, ব্রাভো এবং হেড কোচ ফ্লেমিংয়ের সঙ্গে থাকাটা বেশি জরুরি মনে করেন এই ক্রিকেট বিশ্লেষক। তিনি বলেন, মোস্তাফিজ ১ মে আইপিএল ছেড়ে চলে যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর বলেছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশে খেলাটা মোস্তাফিজের জন্য বেশি ভালো। ব্রাভো যখন পাথিরানাকে শেখাবে তখন ফিজ খুব বেশিদিন থাকবে না। ধোনি এবং ফ্লেমিংয়ের সঙ্গটা অন্যরকম ব্যাপার। তিনি আরও বলেন, বিসিবি পরিচালক যা বলেছে আশা করি তা মিথ্যা প্রমাণ হবে। কারণ, সে বলেছে আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই। তখনই প্রশ্নটা উঠছে কোথায় তাহলে তার জন্য ভালো। আমি বুঝতে পারছি ব্যাপারটা। আসলে বাংলাদেশের রীতিটা ঠিক করতে হবে। এখানে খেলাটা মোস্তাফিজের জন্য খুবই ভালো। কারণ, এখানে সে দারুণ বোলিং করছে। আইপিএলের জন্য মোস্তাফিজুর রহমানকে শুরুতে ৩০ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  এরপর এক দিন বাড়িয়ে ১ মে পর্যন্ত করেছে বিসিবি। ১ মে চেন্নাই বনাম পাঞ্জাবের ম্যাচ রয়েছে। সব ঠিক থাকলে সেই ম্যাচ খেলে পরদিন ২ মে বাংলাদেশে ফিরবেন ফিজ। মূলত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মোস্তাফিজকে খেলানোর পরিকল্পনা বিসিবির। তাই আইপিএলের পুরো আসরের জন্য এই পেসারকে এনওসি দেয়নি বোর্ড। কয়েক দিন আগেই মোস্তাফিজকে আইপিএলে না খেলিয়ে জিম্বাবুয়ে সিরিজে খেলানোর ব্যাখ্যা দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরী। তিনি বলেছেন, আইপিএলে থেকে এই পেসারের শেখার কিছু নেই। আগামী ৩ মে থেকে ঘরের মাঠে রোডেশিয়ানদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে কেন্দ্র করে ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি।
২৪ এপ্রিল ২০২৪, ১৭:৪৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়