• ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১
logo

দুই ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত বাংলাদেশের

প্রকাশ : ০৭ মে ২০২৪, ১৪:৩১ | আপডেট : ০৭ মে ২০২৪, ১৮:৪২

বাংলাদেশ
ছবি-এএফপি

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২০ ওভারে ১৬৫/৫
জিম্বাবুয়ে : ২০ ওভারে ১৫৬/৯

৯ রানের জয় বাংলাদেশের

১৮: ৪২, মে ৭

শেষ পর্যন্ত ওয়েলিংটন মাসাকাদজা ১৩ বলে ১৩ রান করে আউট হলেও, ১৯ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন ফারাজ আকরাম। তবুও শেষ রক্ষা হয়নি জিম্বাবুয়ের।

নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে ১৫৬ রান তুলতে পারে জিম্বাবুয়ে। এতে ৯ রানের জয় পায় বাংলাদেশ।

ফারাজ আকরামের লড়াই

১৮: ২১, মে ৭

শেষ দিকে লুক জঙ্গুয়ে ২ রানে আউট হলে, ওয়েলিংটন মাসাকাদজাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ফারাজ আকরাম।

তানভীরের প্রথম শিকার

১৮: ০৩, মে ৭

মাদান্দের বিদায়ের পর ব্যাট চালাতে থাকেন জোনাথন ক্যাম্পবেল। তানভীরের বলে টানা দুই ছক্কা হাঁকান তিনি। তবে পরে বলে বাউন্ডারি লাইনে কাঁটা পড়েন তিনি। ১০ বলে ২১ রান করেন তিনি।

মারুমানিকে ফেরালেন মাহমুদউল্লাহ

১৭: ৫৩, মে ৭

দলের উইকেটে মিছিলের দিনে এক প্রান্ত আগলে রেখে রান তোলার চেষ্টা করেন মারুমানি। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ২৬ বলে ৩১ রান করে মাহমুদউল্লাহর বলে আউট হন।

রাজাকে ফিরিয়ে রিশাদের উল্লাস

১৭: ৪০, মে ৭

টানা দুই ম্যাচে ব্যর্থতার পর তৃতীয় ম্যাচে দলকে জেতানো লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন সিকান্ডার রাজা। তবে ব্যাটিংয়ে থিতু হওয়ার আগেই জিম্বাবুয়ের অধিনায়ককে সাজঘরে ফেরান রিশাদ। ৫ বলে ১ রান করেন তিনি।

পাওয়ার প্লেতে তিন উইকেট নেই জিম্বাবুয়ের

১৭: ২৯, মে ৭

পাওয়ার প্লের শেষ ওভারে ক্রেগ আরভিনকে সাজঘরে ফেরান সাইফউদ্দিন। এতে পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে ৩৩ রান তুলতে পারে সফরকারীরা।

সাইফউদ্দিনের পর সাকিবের আঘাত

১৭: ১৭, মে ৭

ম্যাচের পঞ্চম ওভারে একাদশে সুযোগ পাওয়া তানজিম সাকিবের হাতে বল তুলে নেন শান্ত। অধিনায়কের আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। ১১ বলে ১০ রান করা বেনেটকে সাজঘরে ফেরেন তিনি।

সাইফউদ্দিনের প্রথম আঘাত

১৭: ১০, মে ৭

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় জিম্বাবুয়ে তৃতীয় ওভারের দ্বিতীয় বলে জয়লর্ড গাম্বিকে সাজঘরে ফেরেন মোহাম্মদ সাইফউদ্দিন।

১৬৫ রানের পুঁজি টাইগারদের

১৬: ৪০, মে ৭

শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের ৪ বলে ৯ রান এবং রিশাদ হোসেনের ৪ বলের ৬ রানের ইনিংসে ভর করে পাঁচ উইকেটে ১৬৫ রানের লড়াকু পুঁজি পায় টাইগাররা।

হৃদয়ের পর জাকেরের বিদায়

১৬: ৩৩, মে ৭

নিজের ফিফটি পূরণের পর বেশিক্ষণ পিচে থাকতে পারেননি হৃদয়। ৩৮ বলে ৫৭ রান করে মুজারাবানির বলে বোল্ড আউট হন তিনি। এক বল পরেই জাকের কেউ একই ভাবে সাজঘরে ফেরান এই ডান হাতি পেসার। ৩৪ বলে ৪৪ রান করেন জাকের।

হৃদয়ের ফিফটি

১৬: ২২, মে ৭

দুর্দান্তভাবে ব্যাট করে ৩৪ বলে ফিফটি তুলে নেন তাওহীদ হৃদয়। তাকে যোগ্য সঙ্গ দেন জাকের আলী।

হৃদয় ও জাকেরের ছক্কা

১৬: ০৬, মে ৭

তানজিদ তামিমের বিদায়ের পর কমে ছিল রানের গতি; তবে গতি বাড়াতে শুরু করেছে বাংলাদেশ। রাজার শেষ ওভারে একটি করে ছক্কা মেরেছেন হৃদয় ও জাকের।

৬০ বলে ৬৩ রান

১৫: ৫৬, মে ৭

পরিস্থিতি পাল্টালেও পাল্টায় না বাংলাদেশের ব্যাটিং গতিবিধি।

সিরিজে প্রথম ম্যাচে প্রথম ১০ ওভারে ৬৭/২

দ্বিতীয় ম্যাচে প্রথম ১০ ওভারে ৬২/৩

এবার তৃতীয় ম্যাচে ১ রান বেশি তুলতে পেরেছে লাল-সবুজেরা।

১০ ওভারে ৬৩/৩

অধৈর্য হয়ে উইকেট বিলিয়ে দিলেন তানজিদ

১৫: ৪৮, মে ৭

রানের গতি বাড়াতে গিয়ে বেশ অধৈর্য হয়ে উঠেছিলেন তানজিদ!

ইনিংসের নবম ওভারে ফারাজ আকরামের শেষ ডেভিভারিতে ক্রিজ ছেড়ে এসে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন তানজিদ। তবে কাঙ্ক্ষিত ওভার বাউন্ডারি আসেনি। উল্টো ডিপ-মিড উইকেটে ধরা পড়েছেন এই ওপেনার।

ক্লাইভ মাদান্দের তালুবন্দি হয়ে ২২ বলে ২১ রানেই থামলো তার ইনিংস। এতে হৃদয়ের সঙ্গে তার ৩১ রানের জুটিও ভাঙল।

৯ ওভারে ৬০/৩

পাওয়ার প্লেতে ৪২/২

১৫: ৩৫, মে ৭

ইনিংসের ষষ্ঠ ওভারে আক্রমণে এসেছিলেন বাঁহাতি স্পিনার মাসাকাদজা। তার ওভারের চতুর্থ বলটি খানিকটা পেছনের লেংথে পেয়ে কাউ কর্নার দিয়ে ওভার বাউন্ডারি বানালেন ওপেনার তানজিদ। এটিই ইনিংসের প্রথম ছক্কা ১৪ বলে ১৫ রানে তানজিদ এবং ৩ বলে ৪ রানে অপরাজিত হৃদয়।

৬ ওভারে ৪২/২

শান্তও ব্যর্থ

১৫: ১৮, মে ৭

আগের ওভারেই প্যাভিলিয়নের পথ ধরেছিলেন লিটন। এবার সতীর্থের পথই অনুসরণ করলেন টাইগার দলপতি শান্ত। এক বাউন্ডারিতে ৬ রানেই থামলো শান্তর চট্টগ্রাম অধ্যায়। তাকে ফিরিয়েছেন সফরকারীদের অধিনায়ক সিকান্দার রাজা।

ফের ব্যর্থ লিটন

১৫: ১৮, মে ৭

সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যর্থতার বৃত্তেই কাটা পড়েছিলেন লিটন। তবে তার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছিলেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সহকারী কোচ নিক পোথাসও তাকে ঘিরে আশার কথা শুনিয়েছিলেন। চট্টগ্রাম থেকে মিরপুর; সব জায়গাতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উইকেটকিপার এই ব্যাটার। এবার তৃতীয় ম্যাচেও ভাগ্য সহায় হলো না এই ওপেনারের। মন্থরগতির এক ইনিংসে ব্যক্তিগত ১২ রানে ফিরলেন প্যাভিলিয়নে। তাকে ফিরিয়েছেন মুজারাবানি।

৩ দশমিক ৪ ওভারে ২২/১

মুজারাবানিরও ভালো শুরু

১৫: ১৩, মে ৭

আগের ওভারে দুই বাউন্ডারিতে বাংলাদেশ ১০ রান তুলে নিলেও পরের ওভারেই টাইগার দুই ওপেনারকে চাপে ফেলেছেন জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানি। এই ওভারে মাত্র দুই রান দিয়েছেন তিনি।

২ ওভারে ১২/০

ভালো শুরু

১৫: ০৬, মে ৭

বাউন্ডারি হাঁকিয়েই ইনিংসের গোড়াপত্তন করেছেন ওপেনার লিটন দাস। একই ওভারে বাউন্ডারির দেখা পেয়েছেন আরেক ওপেনার তামিমও। তবে ওভারের শেষ দিকে ভুল বোঝাবুঝিতে রান আউটের সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে লং অনে থাকা সিকান্দার রাজা সময়মতো বল লুফে না নিতে পারায় বেঁচে গেছে বাংলাদেশ।

১ ওভারে ১০/০

পরিষ্কার আকাশ

১৪: ৪৯, মে ৭

সিরিজের প্রথম দুই ম্যাচে বৃষ্টি বাগড়া দিয়েছিল। তবে আজ বেশ পরিষ্কার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আকাশ। চট্টগ্রামে রৌদ্রও রয়েছে। তাই এমন আমেজে নিজেদের ঝালিয়ে নিতে পারেন টাইগার ব্যাটাররা।

একাদশ

১৪: ৩৬, মে ৭

সিরিজ জয়ের মিশনে একাদশে জোড়া পরিবর্তন এনেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। স্পিন অলরাউন্ডার মেহেদী হাসানের পরিবর্তে বাঁহাতি স্পিনার তানভির ইসলাম এবং শরীফুল ইসলামের জায়গায় পেসার তানজিম হাসান সাকিব খেলবেন।

অন্যদিকে ঘুরে দাঁড়ানোর মিশনে সফরকারীদের একাদশেও দুটি পরিবর্তন এসেছে। একাদশে জায়গা পেয়েছেন ওয়েলিংটন মাসাকাদজা ও ফারাজ করিম। বাদ পড়েছেন এনগারাভা ও এনদোলভু।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ : জয়লর্ড গাম্বি (উইকেটকিপার), ক্রেগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি।

টস

১৪:৩১, মে ৭

সিরিজের প্রথম দুই ম্যাচেই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতেছিলেন। তবে এবার সিরিজ জয়ের মিশনে টস ভাগ্য সহায় হয়নি লাল-সবুজের দলপতির।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে। এতে নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগও পাচ্ছেন টাইগার ব্যাটাররা।

স্বাগতম

১৪:২৭, মে ৭

সবাইকে স্বাগতম আরটিভির লাইভ স্কোর আপডেটে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে স্থানীয় সময় ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়।

মন্তব্য করুন

Radhuni
    আরও
    • লাইভ স্কোর আপডেট এর পাঠক প্রিয়