• ঢাকা রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
logo
৫ রানে জিতল বাংলাদেশ
দুই ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত বাংলাদেশের
সংক্ষিপ্ত স্কোর   বাংলাদেশ : ২০ ওভারে ১৬৫/৫ জিম্বাবুয়ে : ২০ ওভারে ১৫৬/৯     ৯ রানের জয় বাংলাদেশের ১৮: ৪২, মে ৭ শেষ পর্যন্ত ওয়েলিংটন মাসাকাদজা ১৩ বলে ১৩ রান করে আউট হলেও, ১৯ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন ফারাজ আকরাম। তবুও শেষ রক্ষা হয়নি জিম্বাবুয়ের।  নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে ১৫৬ রান তুলতে পারে জিম্বাবুয়ে। এতে ৯ রানের জয় পায় বাংলাদেশ।   ফারাজ আকরামের লড়াই ১৮: ২১, মে ৭ শেষ দিকে লুক জঙ্গুয়ে ২ রানে আউট হলে, ওয়েলিংটন মাসাকাদজাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ফারাজ আকরাম।   তানভীরের প্রথম শিকার ১৮: ০৩, মে ৭ মাদান্দের বিদায়ের পর ব্যাট চালাতে থাকেন জোনাথন ক্যাম্পবেল। তানভীরের বলে টানা দুই ছক্কা হাঁকান তিনি। তবে পরে বলে বাউন্ডারি লাইনে কাঁটা পড়েন তিনি। ১০ বলে ২১ রান করেন তিনি।     মারুমানিকে ফেরালেন মাহমুদউল্লাহ ১৭: ৫৩, মে ৭ দলের উইকেটে মিছিলের দিনে এক প্রান্ত আগলে রেখে রান তোলার চেষ্টা করেন মারুমানি। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ২৬ বলে ৩১ রান করে মাহমুদউল্লাহর বলে আউট হন।    রাজাকে ফিরিয়ে রিশাদের উল্লাস ১৭: ৪০, মে ৭ টানা দুই ম্যাচে ব্যর্থতার পর তৃতীয় ম্যাচে দলকে জেতানো লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন সিকান্ডার রাজা। তবে ব্যাটিংয়ে থিতু হওয়ার আগেই জিম্বাবুয়ের অধিনায়ককে সাজঘরে ফেরান রিশাদ। ৫ বলে ১ রান করেন তিনি।     পাওয়ার প্লেতে তিন উইকেট নেই জিম্বাবুয়ের ১৭: ২৯, মে ৭ পাওয়ার প্লের শেষ ওভারে ক্রেগ আরভিনকে সাজঘরে ফেরান সাইফউদ্দিন। এতে পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে ৩৩ রান তুলতে পারে সফরকারীরা।   সাইফউদ্দিনের পর সাকিবের আঘাত ১৭: ১৭, মে ৭ ম্যাচের পঞ্চম ওভারে একাদশে সুযোগ পাওয়া তানজিম সাকিবের হাতে বল তুলে নেন শান্ত। অধিনায়কের আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। ১১ বলে ১০ রান করা বেনেটকে সাজঘরে ফেরেন তিনি।   সাইফউদ্দিনের প্রথম আঘাত ১৭: ১০, মে ৭ চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় জিম্বাবুয়ে তৃতীয় ওভারের দ্বিতীয় বলে জয়লর্ড গাম্বিকে সাজঘরে ফেরেন মোহাম্মদ সাইফউদ্দিন।   ১৬৫ রানের পুঁজি টাইগারদের ১৬: ৪০, মে ৭ শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের ৪ বলে ৯ রান এবং রিশাদ হোসেনের ৪ বলের ৬ রানের ইনিংসে ভর করে পাঁচ উইকেটে ১৬৫ রানের লড়াকু পুঁজি পায় টাইগাররা।   হৃদয়ের পর জাকেরের বিদায় ১৬: ৩৩, মে ৭ নিজের ফিফটি পূরণের পর বেশিক্ষণ পিচে থাকতে পারেননি হৃদয়। ৩৮ বলে ৫৭ রান করে মুজারাবানির বলে বোল্ড আউট হন তিনি। এক বল পরেই জাকের কেউ একই ভাবে সাজঘরে ফেরান এই ডান হাতি পেসার। ৩৪ বলে ৪৪ রান করেন জাকের।   হৃদয়ের ফিফটি ১৬: ২২, মে ৭ দুর্দান্তভাবে ব্যাট করে ৩৪ বলে ফিফটি তুলে নেন তাওহীদ হৃদয়। তাকে যোগ্য সঙ্গ দেন জাকের আলী।   হৃদয় ও জাকেরের ছক্কা ১৬: ০৬, মে ৭ তানজিদ তামিমের বিদায়ের পর কমে ছিল রানের গতি; তবে গতি বাড়াতে শুরু করেছে বাংলাদেশ। রাজার শেষ ওভারে একটি করে ছক্কা মেরেছেন হৃদয় ও জাকের।   ৬০ বলে ৬৩ রান ১৫: ৫৬, মে ৭ পরিস্থিতি পাল্টালেও পাল্টায় না বাংলাদেশের ব্যাটিং গতিবিধি।  সিরিজে প্রথম ম্যাচে প্রথম ১০ ওভারে ৬৭/২ দ্বিতীয় ম্যাচে প্রথম ১০ ওভারে ৬২/৩ এবার তৃতীয় ম্যাচে ১ রান বেশি তুলতে পেরেছে লাল-সবুজেরা।  ১০ ওভারে ৬৩/৩   অধৈর্য হয়ে উইকেট বিলিয়ে দিলেন তানজিদ ১৫: ৪৮, মে ৭ রানের গতি বাড়াতে গিয়ে বেশ অধৈর্য হয়ে উঠেছিলেন তানজিদ! ইনিংসের নবম ওভারে ফারাজ আকরামের শেষ ডেভিভারিতে ক্রিজ ছেড়ে এসে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন তানজিদ। তবে কাঙ্ক্ষিত ওভার বাউন্ডারি আসেনি। উল্টো ডিপ-মিড উইকেটে ধরা পড়েছেন এই ওপেনার।  ক্লাইভ মাদান্দের তালুবন্দি হয়ে ২২ বলে ২১ রানেই থামলো তার ইনিংস। এতে হৃদয়ের সঙ্গে তার ৩১ রানের জুটিও ভাঙল। ৯ ওভারে ৬০/৩   পাওয়ার প্লেতে ৪২/২ ১৫: ৩৫, মে ৭ ইনিংসের ষষ্ঠ ওভারে আক্রমণে এসেছিলেন বাঁহাতি স্পিনার মাসাকাদজা। তার ওভারের চতুর্থ বলটি খানিকটা পেছনের লেংথে পেয়ে কাউ কর্নার দিয়ে ওভার বাউন্ডারি বানালেন ওপেনার তানজিদ। এটিই ইনিংসের প্রথম ছক্কা ১৪ বলে ১৫ রানে তানজিদ এবং ৩ বলে ৪ রানে অপরাজিত হৃদয়। ৬ ওভারে ৪২/২   শান্তও ব্যর্থ ১৫: ১৮, মে ৭ আগের ওভারেই প্যাভিলিয়নের পথ ধরেছিলেন লিটন। এবার সতীর্থের পথই অনুসরণ করলেন টাইগার দলপতি শান্ত। এক বাউন্ডারিতে ৬ রানেই থামলো শান্তর চট্টগ্রাম অধ্যায়। তাকে ফিরিয়েছেন সফরকারীদের অধিনায়ক সিকান্দার রাজা।   ফের ব্যর্থ লিটন ১৫: ১৮, মে ৭ সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যর্থতার বৃত্তেই কাটা পড়েছিলেন লিটন। তবে তার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছিলেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সহকারী কোচ নিক পোথাসও তাকে ঘিরে আশার কথা শুনিয়েছিলেন। চট্টগ্রাম থেকে মিরপুর; সব জায়গাতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উইকেটকিপার এই ব্যাটার। এবার তৃতীয় ম্যাচেও ভাগ্য সহায় হলো না এই ওপেনারের। মন্থরগতির এক ইনিংসে ব্যক্তিগত ১২ রানে ফিরলেন প্যাভিলিয়নে। তাকে ফিরিয়েছেন মুজারাবানি। ৩ দশমিক ৪ ওভারে ২২/১   মুজারাবানিরও ভালো শুরু ১৫: ১৩, মে ৭ আগের ওভারে দুই বাউন্ডারিতে বাংলাদেশ ১০ রান তুলে নিলেও পরের ওভারেই টাইগার দুই ওপেনারকে চাপে ফেলেছেন জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানি। এই ওভারে মাত্র দুই রান দিয়েছেন তিনি। ২ ওভারে ১২/০   ভালো শুরু ১৫: ০৬, মে ৭ বাউন্ডারি হাঁকিয়েই ইনিংসের গোড়াপত্তন করেছেন ওপেনার লিটন দাস। একই ওভারে বাউন্ডারির দেখা পেয়েছেন আরেক ওপেনার তামিমও। তবে ওভারের শেষ দিকে ভুল বোঝাবুঝিতে রান আউটের সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে লং অনে থাকা সিকান্দার রাজা সময়মতো বল লুফে না নিতে পারায় বেঁচে গেছে বাংলাদেশ। ১ ওভারে ১০/০   পরিষ্কার আকাশ ১৪: ৪৯, মে ৭ সিরিজের প্রথম দুই ম্যাচে বৃষ্টি বাগড়া দিয়েছিল। তবে আজ বেশ পরিষ্কার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আকাশ। চট্টগ্রামে রৌদ্রও রয়েছে। তাই এমন আমেজে নিজেদের ঝালিয়ে নিতে পারেন টাইগার ব্যাটাররা।   একাদশ  ১৪: ৩৬, মে ৭ সিরিজ জয়ের মিশনে একাদশে জোড়া পরিবর্তন এনেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। স্পিন অলরাউন্ডার মেহেদী হাসানের পরিবর্তে বাঁহাতি স্পিনার তানভির ইসলাম এবং শরীফুল ইসলামের জায়গায় পেসার তানজিম হাসান সাকিব খেলবেন। অন্যদিকে ঘুরে দাঁড়ানোর মিশনে সফরকারীদের একাদশেও দুটি পরিবর্তন এসেছে। একাদশে জায়গা পেয়েছেন ওয়েলিংটন মাসাকাদজা ও ফারাজ করিম। বাদ পড়েছেন এনগারাভা ও এনদোলভু। বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন। জিম্বাবুয়ে একাদশ : জয়লর্ড গাম্বি (উইকেটকিপার), ক্রেগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি।     টস ১৪:৩১, মে ৭ সিরিজের প্রথম দুই ম্যাচেই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতেছিলেন। তবে এবার সিরিজ জয়ের মিশনে টস ভাগ্য সহায় হয়নি লাল-সবুজের দলপতির।  টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে। এতে নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগও পাচ্ছেন টাইগার ব্যাটাররা।   স্বাগতম ১৪:২৭, মে ৭ সবাইকে স্বাগতম আরটিভির লাইভ স্কোর আপডেটে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে স্থানীয় সময় ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়।  
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাক টু ব্যাক জয় বাংলাদেশের
তানজিদ নৈপুণ্যে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের
৪৫৫ রানের লিডে দিন শেষ করল শ্রীলঙ্কা
ভালো শুরুর পর ফিরলেন জয়
জুটি ভাঙলেন সাকিব
সংক্ষিপ্ত স্কোর শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৮৩ ওভারে ২৯৪/৪   জুটি ভাঙলেন সাকিব ১৫: ৫৪, মার্চ পারলেন না কুশল মেন্ডিস। টেস্ট ক্যারিয়ারের দশম তিন অঙ্কের ম্যাজিক ফিগারের খুব কাছাকাছি গিয়েও বঞ্চিত হলেন তিনি। সাকিব আল হাসানের বলে প্যাভিলিয়নে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৫০ বলে ৯৩ রান।   আরেকটি ব্যর্থ রিভিউ ১৫: ৩৭, মার্চ ৩০ চা বিরতি শেষেও চিরচেনা ছন্দে রানের চাকা সচল রেখেছেন কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। উইকেটের আশায় এবারও অদ্ভুতভাবে আরেকটি রিভিউ হারিয়েছে বাংলাদেশ। ফলে আর মাত্র একটি রিভিউ বাকি রইল শান্ত বাহিনীর। মিরাজের বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন মেন্ডিস। বল প্যাডে লাগলে বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। দীর্ঘ আলোচনা পর একদম শেষ মুহূর্তে রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। রিপ্লেতে দেখা যায়, লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে চলে যেত বল। ফলে রিভিউ হারায় বাংলাদেশ। ৬৬ ওভারে শ্রীলঙ্কা ২৪৬/২   দুই ওপেনারকে ফিরিয়ে চা বিরতিতে বাংলাদেশ ১৪: ৫৫, মার্চ ৩০ মধ্যাহ্নবিরতি থেকে ফিরেই মাদুশকাকে ফেরায় বাংলাদেশ। আর দ্বিতীয় সেশনের শেষ দিকে এসে দিমুথ করুনারত্নেকে প্যাভিলিয়নের পথ দেখায় টাইগাররা। এতে কিছুটা স্বস্তি নিয়েই চা-বিরতিতে গেছে বাংলাদেশ। চা বিরতি পর্যন্ত ৫৮ ওভারে লঙ্কানদের সংগ্রহ ২ উইকেটে ২১৪ রান। মেন্ডিস ৬৫ ও ম্যাথিউস ১ রানে অপরাজিত আছেন।     টেস্টে হাসানের অভিষেক উইকেট ১৪: ৩২, মার্চ ৩০ ইনিংসের প্রথম সেশনেই জোড়া উইকেট পেতে পারতেন অভিষিক্ত হাসান। তবে বাজে ফিল্ডিংয়ের কারণে তা হয়নি।  জোড়া উইকেট ফসকে যাওয়ার সেশনে করুনারত্নের উইকেট নেওয়ার সুযোগ তৈরি করেছিলেন হাসান। তবে সাকিব ক্যাচ নিতে না পারায় অপেক্ষা বাড়ে হাসানের। এবার শেষ পর্যন্ত দ্বিতীয় সেশনে ৫৬তম ওভারে এসে ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে উইকেটের খাতা খুললেন এই পেসার।  টেস্ট ক্রিকেটের দুনিয়ায় এটাই প্রথম উইকেট হাসানের। ফলে ব্যক্তিগত ৮৬ রানে প্যাভিলিয়নে ফিরলেন করুনারত্নে। ৬২ রানে অপরাজিত মেন্ডিসের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন ম্যাথুস। শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ৫৫.১ ওভারে ২১০/২   মেন্ডিসের ফিফটি ১৪: ২৫, মার্চ ৩০ মাদুশকা ও করুনারত্নের পর কুশল মেন্ডিসও ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন। ৬ চার ও এক ছক্কায় ফিফটি পূর্ণ করেছেন এ ব্যাটার। টপ-অর্ডার এই ব্যাটারের পঞ্চাশের একটু পরই দলীয় ২০০ পেরিয়েছে লঙ্কানরা। প্রথম ইনিংসে ৫৪ ওভারে শ্রীলঙ্কা ২০৫/১   আজগুবি রিভিউ ১৩: ৫৮, মার্চ ৩০ উইকেটের জন্য রীতিমত মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ। সেই কারণে হয়তো আজগুবি এক রিভিউই নিয়েছেন টাইগার দলপতি শান্ত। তবে তাতে রিভিউ হারানো ছাড়া কিছু আর মেলেনি।  তাইজুলের গুড লেংথ ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন মেন্ডিস। খালি চোখেই বুঝা যাচ্ছিল, মাঝ ব্যাট লেগেছে বল। কিন্তু হুট করেই রিভিউ করেন শান্ত।  রিপ্লেতে দেখা যায়, মেন্ডিসের মাঝ ব্যাটে লেগেছে বল। এরপর ট্র্যাকিং দেখেননি টিভি আম্পায়ার। ৪৪ ওভারে শ্রীলঙ্কা ১৫৫/১।   করুনারত্নের ফিফটি ১৩: ৪২, মার্চ ৩০ দ্বিতীয় সেশনে ইনিংসের ৪১তম ওভারে এসে ফিফটি তুলে নিয়েছেন করুনারত্নে। টেস্ট ক্যারিয়ারে এটি তার ৩৭তম ফিফটি। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির পথে মেন্ডিসের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েছেন তিনি। শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ৪৩ ওভারে ১৫১/১   হাসানের দুর্দান্ত থ্রোয়ে অবশেষে উইকেট  ১২: ৪৮, মার্চ ৩০ হতাশার এক সেশন কাটিয়ে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। এরপর ফিরেই দুর্দান্তভাবে কামব্যাক করেছে স্বাগতিকেরা। এতে অবশেষে বহুল প্রত্যাশিত উইকেটের দেখাও পেয়েছে শান্ত বাহিনী! মিরাজের বল কাভারে খেলেছিলেন করুনারত্নে। দুই রান নিতে দ্রুত প্রান্ত বদল করতে চেয়েছিলেন মাদুশকা। তাকে ফেরত পাঠান করুনারত্নে। তবে হাসানের দুর্দান্ত থ্রোয়ে উইকেট ভেঙে দেন উইকেটকিপার লিটন দাস। রান-আউট করে ৫৭ রানে থামালেন মাদুশকাকে। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন কুশল মেন্ডিস। ২৯ ওভার শেষে ১০০/১   সুযোগ হাতছাড়া করে বাংলাদেশের হতাশার সেশন ১২: ০৪, মার্চ ৩০ এমন উইকেটে বোলারদের খুব বেশি পাওয়ার কিছু নেই। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ।  বাংলাদেশকে চেপে ধরার লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে সেই ভিতটা গড়ে নিয়েছে লঙ্কানরা। দুই ওপেনারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২৭ ওভারে ৮৮ রান তুলে প্রথম সেশন শেষ করেছে সফরকারীরা। ৫৫ রানে একপ্রান্তে মাদুস্কা, অন্যপ্রান্তে ৩৩ রানে করুনারত্নে ক্রিজে আছেন।  প্রথম সেশনে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। দুই ওপেনারের ক্যাচই ছেড়েছে স্বাগতিকেরা। একই সঙ্গে রান-আউটের সহজ সুযোগও কাজে লাগাতে পারেননি বাংলাদেশ। প্রথম ইনিংসের প্রথম সেশন : ২৭ ওভারে ৮৮/০      মাদুশকার ফিফটি ১১: ৪৮, মার্চ ৩০ ব্যাটিং সহায়ক উইকেটের ফায়দা বেশ ভালোভাবেই নিচ্ছেন লঙ্কান দুই ওপেনার। অন্যদিকে পরিকল্পিত বোলিংয়েও সাফল্য পাচ্ছে না বাংলাদেশ। টাইগার ফিল্ডারদের ভুল কাজে লাগিয়ে ইনিংসের ২৩তম ওভারেই ক্যারিয়ারের দ্বিতীয় পঞ্চাশ তুলে নিয়েছেন এই ওপেনার। ৮০ বলে ৬ চারে এই মাইলফলক স্পর্শ করেছেন মাদুশকা। ২৩ ওভারে শ্রীলঙ্কা ৭৯/০   রান আউটের সুযোগ হাতছাড়া ১১: ১৮, মার্চ ৩০ প্রথম ঘণ্টায় সহজ ক্যাচ হাতছাড়া করছিল স্বাগতিক বাংলাদেশ। এবার দ্বিতীয় ঘণ্টার শুরুতেই রান-আউটের সুযোগ এসেছিল। তবে সেই সুযোগ হাতছাড়া করছেন মেহেদী হাসান মিরাজ। এতে বেঁচে গেছেন কারুনারাত্নে। ইনিংসের ১৬তম ওভারে খালেদের প্রথম বলে পয়েন্টের দিকে ঠেলে দিয়ে প্রান্ত বদলের জন্য ছুটেন নিশান মাদুশকা। শুরুর দিকে কারুনারাত্নেও সাড়া দেন। তবে মাঝপথে গিয়ে আসন্ন বিপদ বুঝতে পারেন। এতে কিছুটা হালও ছেড়ে দিয়েছিলেন এই ওপেনার। কিন্তু দারুণ সুযোগ পেয়েও স্টাম্প ভাঙতে পারেননি মিরাজ। এতে ১৮ রানে বেঁচে যান কারুনারাত্নে। ১৬ ওভারে শ্রীলঙ্কা ৫৬ রান। মাদুশকা ৩৭ ও কারুনারাত্নে ১৯ রানে অপরাজিত।   শ্রীলঙ্কার ফিফটি ১১: ০৬, মার্চ ৩০ ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে ইনিংসের ১৪তম ওভারেই দলীয় ৫০ রান তুলে নিয়েছে সফরকারীরা। প্রথম পানিপানের বিরতির আগ পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ বিনা উইকেটে ৫০ রান। ৩২ রানে অপরাজিত নিশান মাদুস্কা, অন্যপ্রান্তে ১৮ রানে ক্রিজে আছেন করুনারত্নে। ১৪ ওভারে ৫০/০   মাদুস্কাকে জীবন দিলেন জয় ১০: ৩২, মার্চ ৩০   ইনিংসের ষষ্ঠ ওভারেই উইকেট পেতে পারতেন অভিষিক্ত হাসান। তার অফ স্টাম্পের বাইরে বেরিয়ে যাওয়া ডেলিভারি মাদুস্কার ব্যাট ছুঁয়ে যায়। তবে স্লিপে থাকা মাহমুদুল হাসান জয় সহজ ক্যাচ লুফে নিতে পারেননি। এতে ব্যক্তিগত ৯ রানে বেঁচে গেলেন মাদুস্কা। ৭ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ১৯ রান। মাদুশকা ৯ ও কারুনারাত্নে ১০ রানে অপরাজিত।   একাদশ ০৯: ৩৮, মার্চ ৩০   বাংলাদেশ দল : মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারত্নে, নিশান মাদুশকা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, অসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো।   হাসানে টেস্ট অভিষেক, ফিরলেন সাকিব ০৯: ৩৭, মার্চ ৩০ প্রথম টেস্টের দলে ছিলেন না সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্ট দিয়েই দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে মাঠে ফিরছেন তিনি। অন্যদিকে সিলেট টেস্টে শরিফুল ইসলাম এবং নাহিদ রানা টাইগারদের একাদশে ছিলেন। তবে দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা হয়নি তাদের। তাদের বদলে শাহাদাত হোসেন এবং হাসান মাহমুদ একাদশে এসেছেন। সফরকারীদের একাদশে কাসুন রাজিথার ইনজুরিতে আসিথা ফার্নান্দো জায়গা পেয়েছেন। টসের সময় হাসানের অভিষেকের কথা জানিয়েছেন শান্ত।      টস ০৯: ৩৫, মার্চ ৩০ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।     স্বাগতম ০৯: ৩৩, মার্চ ৩০ সবাইকে আরটিভির লাইভ স্কোর আপডেটে স্বাগতম। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কিছুক্ষণ পর শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। এর আগে, সিলেটে প্রথম টেস্টে ৩২৮ রানে হেরে ১–০ ব্যবধানে সিরিজে পিছিয়ে নাজমুল হোসেন শান্তর দল।  
নিশাঙ্কা ও আসালাঙ্কার ব্যাটিং নৈপুণ্যে সিরিজ সমতায় লঙ্কানরা
  তিন উইকেটের জয় লঙ্কানদের ২২:২৫, ১৫ মার্চ শেষ পর্যন্ত ওয়েনিন্দু হাসানাঙ্কার ১৬ বলের ২৫ রান এবং দুনিথ ওয়েল্লালাগের ২৬ বলের অপরাজিত ১৫ রানে ভর করে তিন উইকেট এবং ১৬ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।   সাকিবের প্রথম শিকার ২১:৫১, ১৫ মার্চ ৪২তম ওভারে জানিথ লিয়ানাগেকে লেগ বিফোরে ফাঁদে ফেলেন তানজিম সাকিব। ১৬ বলে ৯ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটার। এতে কিছুটা চাপে পড়ে লঙ্কানরা।   নিশাঙ্কার পর আসালঙ্কার বিদায় ২১:৩৫, ১৫ মার্চ নিশাঙ্কার আউটের বেশিক্ষণ পিচে থাকতে পারেনি আসালঙ্কাও। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ৯৩ বলে ৯১ রান করে সাজঘরে ফেরেন তিনি। এতে সেট দুই ব্যাটারকে আউট করে খেলায় ফেরে বাংলাদেশ।     মিরাজের ব্রেকথ্রু ২১:২৮, ১৫ মার্চ ৪৩ রানে লঙ্কানদের তিন উইকেট তুলে নিয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ। তবে নিশাঙ্কা ও আসালাঙ্কা ১৮৫ রানের জুটি গড়েন। ৩৭তম ওভারে নিশাঙ্কাকে ১১৪ রানে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ।     নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরি ২১:০২, ১৫ মার্চ চট্টগ্রামে সময় যত গড়িয়েছে ব্যাটিংয়ের ধার বাড়িয়েছেন নিশাঙ্কা। ১০০ বলে নিজের সেঞ্চুরি তুলে নেন এই ডান হাতি লঙ্কান ওপেনার। তাকে যোগ্য সঙ্গ দেন আসালাঙ্কা।     নিশাঙ্কার পর আসালাঙ্কার ফিফটি ২০:২০, ১৫ মার্চ নিশাঙ্কা ও আসালাঙ্কা জুটিতে ম্যাচে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। ৬১ বলে ফিফটি তুলে নেন নিশাঙ্কা। অন্যদিকে আসালাঙ্কার ফিফটি তুলতে খেলতে হয় ৫০ বল।   আসালাঙ্কা ও নিশাঙ্কার জুটি ১৯:৫০, ১৫ মার্চ পঞ্চম উইকেটে ওপেনার নিশাঙ্কাকে সঙ্গ দেন চারিথ আসালঙ্কা। দুজনের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে লঙ্কানরা।   শরিফুলের দ্বিতীয় শিকার ১৯:০৮, ১৫ মার্চ এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাদিরা সামারাবিক্রমাও। ৪ বলে ১ রান করে শরিফুলের দ্বিতীয় শিকার হন এই লঙ্কান ব্যাটার। এতে দলীয় ৪৩ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা।     তাসকিনের প্রথম আঘাত ১৯:০০, ১৫ মার্চ দ্রুত প্রথম উইকেটে হারালেও পাথুম নিশাঙ্কাকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন কুশল মেন্ডিস। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৩ বলে ১৬ রান করে তাসকিনের প্রথম শিকার হন এই লঙ্কান অধিনায়ক।   শরিফুলের প্রথম আঘাত ১৮:৪০, ১৫ মার্চ জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় বলে আভিষ্কা ফার্নান্দোকে সাজঘরে ফেরান শরিফুল ইসলাম।     ২৮৬ রানের বড় পুঁজি টাইগারদের ১৮:০৫, ১৫ মার্চ শেষ দিকে ব্যাটি চালিয়ে রান তুলতে থাকেন হৃদয়। তাকে সঙ্গ দিয়ে দ্রুত রান তোলেন তাসকিনও। তাসকিনের ১০ বলে ১৮ রান এবং হৃদয়ের ১০২ বলের অপরাজিত ৯৬ রানে ভর করে সাত উইকেট হারিয়ে ২৮৬ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ।     হৃদয়কে সঙ্গ দিয়ে ফিরলেন সাকিব ১৭:৪৫, ১৫ মার্চ মিরাজের বিদায়ের পর হৃদয়কে সঙ্গ দেন তানজিম হাসান সাকিব। ৩৩ বলে ১৮ রান করেন এই টাইগার পেসার।     হৃদয়ের দুর্দান্ত ফিফটি ১৭:২৫, ১৫ মার্চ চতুর্থ উইকেটে ব্যাটিংয়ে নেমে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন তাওহীদ হৃদয়। আগের ম্যাচে তিন রান করে আউট হলেও এদিন ৭৪ বলে নিজের ফিফটি তুলে নেন এই তরুণ ব্যাটার।   থিতু হতে পারেননি মিরাজও ১৭:১০, ১৫ মার্চ মুশফিকের আউটের পর পিচে থিতু হতে পারেননি মেহেদী হাসান মিরাজও। ১৮ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি। এবারও লঙ্কানদের উইকেট শিকারী হাসানাঙ্কা।   হাসানাঙ্কার তৃতীয় শিকার মুশফিক ১৬:৫০, ১৫ মার্চ তিন বলের ব্যবধানে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে লঙ্কানরা। তবে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন তাওহীদ হৃদয়। তবে ইনিংস বড় করতে পারেনি মুশফিক। ২৮ বলে ২৫ রান করে ৩২তম ওভারে হাসানাঙ্কার বলে লেগ বিফোরে কাঁটা পড়েন এই ডান হাতি ব্যাটার।   শূন্য হাতে ফিরলেন মাহমুদউল্লাহ ১৬:১২, ১৫ মার্চ ইনিংসের ২১তম ওভারে বোলিংয়ে আসেন হাসানাঙ্গা। দ্বিতীয় বলে সৌম্য আউট হলে ব্যাটিংয়ে আসেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ। প্রথম বলে দেখলেও পরের বলেই হাসানাঙ্গাকে এক পা উঠে এসে উড়িয়ে মারতে যান তিনি। তবে বল ব্যাটে না লাগায় স্ট্যাপিং হন দেশ সেরা এই ফিনিসার ব্যাটার।   ফিফটির পর ফিরলেন সৌম্য ১৬:১০, ১৫ মার্চ প্রথম ওয়ানডেতে রান পেলেও দ্বিতীয় ম্যাচে ৫২ বলে ফিফটি তুলে নিয়েছিলেন সৌম্য সরকার। এরপর পিচে বেশিক্ষণ টিকতে পারেনি এই টাইগার ওপেনার। ৬৬ বলে ৬৮ রান করে ক্যাচ আউট হন তিনি।     সৌম্যর ফিফটি ১৫:৫৫, ১৫ মার্চ ফিফটির আপেক্ষ নিয়ে শান্ত আউট হলেও ৫২ বলে নিজের অর্ধশতক পূরণ করেন সৌম্য সরকার। তাকে সঙ্গ দেন তাওহীদ হৃদয়। দুজনের ব্যাটে ভর করে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ।   ভাঙল শান্ত -সৌম্যর জুটি ১৫: ৩৫, মার্চ ১৫ সৌম্যর ক্যাচ নেওয়ার পর বেশ উদযাপন করছিলেন আভিস্কা ফার্নান্ডো। কিন্তু সেটি ফ্রি হিট হওয়ায় এ যাত্রায় বেঁচেছেন এই ওপেনার। সৌম্য আউট না হলেও পরের বলেই ফিরেছেন টাইগার দলপতি। দিলশান মাদুশঙ্কার অফস্টাম্প ঘেঁষা দারুণ ডেলিভারিতে লেগ সাইডে খেলতে চেয়েছিলেন শান্ত। কিন্তু ব্যাটের কানায় লেগে তা মেন্ডিসের হাতে গেছে। এতে ৩৯ বলে ৪০ রানেই থেমেছে রানের ম্যাচের সেঞ্চুরিয়ানের ইনিংস। আর এতে ভেঙেছে সৌম্যর সঙ্গে তার ৭৫ রানের জুটি।   সর্বোচ্চ শূন্যে উন্নতি লিটনের ১৫: ১৪, মার্চ ১৫ ৯০ ম্যাচের ক্যারিয়ারে এটি লিটনের ১৪তম ডাক। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ শূন্যে মোহাম্মদ আশরাফুলকে ছাড়ালেন এই ওপেনার। লিটনের ওপরে এখন ওপরে এখন তামিম ইকবাল (১৯), হাবিবুল বাশার (১৮) এবং মাশরাফী বিন মোর্ত্তজা ও মোহাম্মদ রফিক (১৫)। অন্যদিকে এ নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বার টানা দুই ম্যাচে শূন্য রানে সাজঘরের ফিরলেন লিটন। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে এই স্বাদ পেয়েছিলেন ক্ল্যাসিক এই ব্যাটার।   নাজমুল-সৌম্যের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ ১৫: ১০, মার্চ ১৫ রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন লিটন দাস। তবে ইনিংসের অষ্টম ওভারে এসেই ৫০ পেরিয়েছে লাল-সবুজের দলীয় সংগ্রহ। একই সঙ্গে নাজমুল ও সৌম্যর জুটিরও ৫০ পূরণ হয়েছে।  ৮ ওভারে ৫০/১।   বেশ খরুচে বোলিং...  ১৪: ৪৫, মার্চ ১৫ ইনিংসের প্রথম ৫ চারের সবকটিই এসেছে শান্তর ব্যাট থেকে। এরমধ্যে ৪টিই হাঁকিয়েছেন মাদুশানের বলে। এবার তৃতীয় ওভারে এসে দিয়েছেন জোড়া বাউন্ডারি। সৌম্যর ব্যাট থেকে এসেছে সেগুলো। এখনও লাইন-লেংথ ঠিক করে উঠতে পারেননি মাদুশান। ফলে মাশুলও দিচ্ছেন তিনি। প্রথম ৩ ওভারে ৩১ গুণেছেন এই পেসার। ৬ ওভারে ৪১/১।   এক ওভারে দুবার বাঁচলেন শান্ত ১৪: ৪৫, মার্চ ১৫ ১ রানেই ২ উইকেট হারাতে পারতো বাংলাদেশ। প্রমোদ মাদুশানের অফ স্টাম্পের বাইরের বলে স্লিপে ক্যাচ তুলেছিলেন শান্ত। তবে পাতুম নিশাঙ্কার হাতের নাগাল থেকে বেরিয়ে গেছে সেই ক্যাচ। ১ বল পর ফুললেংথের বলেও কাঁটা পড়তে পারতেন শান্ত। মূলত কট বিহাইন্ড হয়েছিলেন শান্ত, তবে তাতে আবেদন করেনি লঙ্কানরা। রিভিউ তো দূরেই থাকুক।   ফের লিটনের ডাক! ১৪: ৩৫, মার্চ ১৫ সিরিজের প্রথম ওয়ানডেতে গোল্ডেন ডাক উপহার দিয়েছিলেন ওপেনার লিটন দাস। এবার দ্বিতীয় ম্যাচে এসে তৃতীয় বলে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। আজও রানের খাতা খোলা হয়নি এই ওপেনারের। দিলশান মাদুশঙ্কার লেগ স্ট্যাম্পের বলে ফ্লিক করতে চেয়েছিলেন তিনি। এরপর শর্ট মিডউইকেটে ধরা পড়েছেন ক্লাসিক এই ব্যাটার। ১ ওভারে ০/১।   শ্রীলঙ্কা একাদশ ১৪: ১২, মার্চ ১৫ সিরিজে ফেরার লক্ষ্যে এই ম্যাচে একটি পরিবর্তন এনেছে সফরকারীরা। মাহিশ থিকশানার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন দুনিথ ভেল্লালাগে। শ্রীলঙ্কা একাদশ : আভিস্কা ফার্নান্ডো, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।     একাদশে নেই পরিবর্তন ১৪: ১০, মার্চ ১৫ সিরিজ জয়ের মিশনে উইনিং কম্বিনেশন ধরে রেখেছে বাংলাদেশ। বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও তানজিম হাসান।   টস ১৪:০৫, মার্চ ১৫ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে ৬ উইকেটের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে লাল-সবুজেরা। সিরিজ জয়ের মিশনে টস হেরে আগে ব্যাটিং করবে নাজমুল হোসেন শান্তর দল।   স্বাগতম ১৩:৫৫, মার্চ ১৫ সবাইকে স্বাগতম আরটিভির লাইভ স্কোর আপডেটে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। স্থানীয় সময় বেলা আড়াইটায় মাঠে নামবে টাইগার।  
মুশফিক ও শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ
  ছয় উইকেটের জয় বাংলাদেশের ২২:১৫, মার্চ ১৩ শেষ পর্যন্ত মুশফিকের ৮৪ বলে ৭৩ রান এবং শান্তর ১২৯ বলে অপরাজিত ১২২ রানের ইনিংসে ভর করে ৭ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।   শান্তর দুর্দান্ত সেঞ্চুরি   ২১:৩৫, মার্চ ১৩ ইনিংসে দ্বিতীয় বলে ব্যাট করতে নামেন নাজমুল হাসান শান্ত। এদিন আশা যাওয়ার মিছিলে লিটন-সৌম্যরা যোগ দিতে যখন ব্যস্ত ছিলেন, তখন নিজেকে বেশ শান্ত রাখেন টাইগার অধিনায়ক। দুর্দান্ত ব্যাটিংয়ে ১০৮ বলে সেঞ্চুরি তুলে নেন শান্ত।   মুশফিকের ফিফটি ২১:৩৫, মার্চ ১৩ নিয়ন্ত্রিত ব্যাটিংযে ৫৯ বলে নিজের ফিফটি তুলে নেন মুশফিক। অন্যদিকে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান শান্ত।   শান্ত-মুশফিকের ১০০ রানের জুটি ২১:৩১, মার্চ ১৩ মাহমুদউল্লাহর আউটের পর শান্তকে সঙ্গ দেন মুশফিকুর রহিম। দুজনের ব্যাটে ভর করে জয়ের পথে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। ১১৭ বলে ১০০ রানের জুটি গড়ে এই দুই ব্যাটার।     অধিনায়ক শান্তর ফিফটি ২০:২৭, মার্চ ১৩ মাহমুদউল্লাহ ৩৭ রানে আউট হলেও নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৫২ বলে নিজের ফিফটি তুলে নেন শান্ত। তাকে যোগ্য সঙ্গ দেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।   ফিফটির আক্ষেপ মাহমুদউল্লাহর ২০:০০, মার্চ ১৩ তিন উইকেট হারিয়ে দল যখন বিপদে, তখন শান্তকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ১৩ রানের আক্ষেপ নিয়ে আউট হন তিনি। ৩৭ বলে ৩৭ রান করে কুমারার বলে ক্যাচ আউট হন এই ডান হাতি ব্যাটার।   ব্যর্থ হয়ে ফিরলেন হৃদয়ও   ১৯:১০, মার্চ ১৩ এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তাওহীত হৃদয়ও। ৮ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ২৩ রানে তিন উইকেট হারায় টাইগাররা।   লিটনের পর সৌম্যর বিদায় ১৮:৫৫, মার্চ ১৩ লিটনের পর পিচে থিতু হতে পারেননি আরেক ওপেনার সৌম্য সরকারও। ৯ বলে ৩ রান করে ভুল শট খেলে ক্যাচ আউট হন তিনি। এতে দলীয় ১৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা।   প্রথম বলেই সাজঘরে ফিরলেন লিটন ১৮:৪৪, মার্চ ১৩ জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় টাইগাররা। ইনিংসে প্রথম বলেই মাদুশানকার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস।   ২৫৬ রানের লক্ষ্য পেল টাইগাররা ১৮:০৯, মার্চ ১৩ ১৫ বলে ৮ রান করে আউট হন প্রামোদ মাদুশান। ৪৯তম ওভারে  দিলশান শূন্য রানে আউট হলে ২৫৫ রানে অলআউট হয় লঙ্কানরা।     লিয়ানাগেকে ফিরিয়ে শরিফুলের আঘাত ১৭:৫৩, মার্চ ১৩ মেন্ডিসের আউটের পর এক প্রান্ত থেকে একাই লড়াই করে যাচ্ছিল জানিথ লিয়ানাগে। ৬৮ বলে ৬৭ রানের দায়িত্বশীলি ইনিংস খেলেন তিনি। ৪৭ তম ওভারে শরিফুলের বলে আউট হন এই লঙ্কান ব্যাটার।   তাসকিনের তৃতীয় শিকার ১৭:৩৬, মার্চ ১৩ ৪১তম ওভারে হাসানাঙ্গাকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তাসকিন। এক ওভার পরেই থিকশানাকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার। এতে ৪ রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে লঙ্কানরা।   তাসকিনের দ্বিতীয় শিকার ১৭:২৬, মার্চ ১৩ মেন্ডিসের আউটের পর পিচে এসে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালাতে থাকেন ওয়েনিন্দু হাসানাঙ্গা। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৪ বলে ১৩ রান করে তাসকিনের দ্বিতীয় শিকার হন হাসানাঙ্গা।   জানিথ লিয়ানাগের ফিফটি ১৭:২৩, মার্চ ১৩ ষষ্ঠ উইকেটে ব্যাটিংয়ে এসে দ্রুত রান তুলতে থাকেন জানিথ লিয়ানাগে। ৫০ বলে ফিফটি তুলে নেন এই ডান হাতি ব্যাটার।   তাসকিনের প্রথম শিকার মেন্ডিস ১৭:০৮, মার্চ ১৩ লিয়ানাগে এবং মেন্ডিস জুটি বড় সংগ্রহের দিকে এগিয়ে যেতে থাকে শ্রীলঙ্কা। ৩৭তম ওভারে মেন্ডিসকে ফিরিয়ে টাইগারদের খেলায় ফেরান পেসার তাসকিন আহমেদ। ৭৫ বলে ৫৯ রানের ইনিংস খেলেন মেন্ডিস।   কুশল মেন্ডিসের ফিফটি ১৬:৪৯, মার্চ ১৩ দলের বাকিরা যখন ইনিংস লম্বা করতে ব্যর্থ হচ্ছে, তখন এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন কুশল মেন্ডিস। ৬৭ বলে নিজের ফিফটি তুলে নেন এই লঙ্কান অধিনায়ক। তাকে যোগ্য সঙ্গ দেন জানিথ লিয়ানাগে।   মিরাজের প্রথম শিকার ১৬:২৫, মার্চ ১৩ তিন উইকেট হারিয়ে দল যখন চাপে, তখন চারিথ আসালাঙ্কাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক কুশল মেন্ডিস। তবে ইনিংস বড় করতে পারেনি আসালাঙ্কা। ৩৭ বলে ১৮ রান করে ২৬তম মিরাজের বলে বোল্ড আউট হন তিনি। এতে দলীয় ১২৮ রানে ৪ উইকেট হারায় লঙ্কানরা।   শ্রীলঙ্কার ১০০ ১৬: ০১, মার্চ ১৩ ইনিংসের ১৯তম ওভারে তাসকিনকে ফিরিয়েছিলেন শান্ত। এই পেসারের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে দলীয় ১০০ রান পূরণ করেছেন আভিস্কা ফার্নান্ডো। এর আগে, প্রথম ৫০ রান ৪০ বলে পেরিয়েছিল লঙ্কানরা, এবার পরের ৫০-এ লাগল ৭২ বল।      তানজিমের তৃতীয় শিকার ১৫: ৩৫, মার্চ ১৩ পরপর ৩ ওভারে তানজিমের ৩ উইকেট! তরুণ এই পেসারের সর্বশেষ শিকার সামারাবিক্রমা। তানজিমের ভেতরে ঢোকা ডেলিভারিতে ফ্লিক করতে চেয়েছিলেন সামারাবিক্রমা। তবে তাতে সফল হয়নি। ব্যাটের কানায় লেগে উল্টো উইকেটের পেছনে গেছে। সেখানে ডান দিকে ডাইভ দিয়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন মুশফিক। ফলে ১৩ রানের মধ্যে ৩ উইকেট হারাল শ্রীলঙ্কা।   ফের তানজিমের আঘাত ১৫: ২৫, মার্চ ১৩ ক্যাচ নেওয়ার পর সৌম্য সরকারও হতবাক হয়েছিলেন। গালিতে অপ্রত্যাশিত এক ক্যাচ নিয়েছেন এই ওপেনার। তানজিমের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে ফাঁদে পড়েছেন লঙ্কান ওপেনার। তবে একটু তাড়াতাড়ি শট খেলায় ব্যাটের কানায় লেগে তা সৌম্যর হাতে গিয়েছে। পরপর ২ ওভারে দুই ওপেনারকে ফেরালেন এই পেসার। ২৮ বলে ৩৬ রানে থামলেন নিশাঙ্কা।   অবশেষে ব্রেকথ্রু ১৫: ১৮, মার্চ ১৩ নিজের প্রথম ওভারেই বেশ আঁটসাঁট বোলিং করেছেন তানজিম। এরপর অফ-স্টাম্পের বাইরে কিছুটা চেষ্টা করেছিলেন। তাতে ব্যাট ছুড়েছিলেন আভিস্কা। উইকেটের পেছনে ভুল করেননি মুশি। সহজেই লঙ্কান ওপেনারকে মুঠোবন্দি করেছেন। এতে প্রথম পাওয়ারপ্লের ১ বল বাকি থাকতে উইকেট খুইয়েছে সফরকারীরা।   এবার স্পিন...  ১৫: ১২, মার্চ ১৩ নিজের প্রথম ওভারে বেশ খরুচে বোলিং করেছেন শরিফুল। তাই অনুমিতভাবেই তাকে সরিয়ে স্পিনে আস্থা রাখতে চেয়েছেন টাইগার দলপতি। প্রথমবার আক্রমণে তাইজুল ইসলাম। তবে তার প্রথম ওভারে দ্বিতীয় ডেলিভারিতেই স্লগ করে ছক্কা মেরেছেন নিশাঙ্কা। তবে পরের ৪ বলে এসেছে ১ রান। ৯ ওভারে ৬৮/০   শ্রীলঙ্কার ৫০ ১৫: ০৫, মার্চ ১৩ ৬ দশমিক ৪ ওভারে ৫০ পেরিয়ে গেছে শ্রীলঙ্কা। প্রথম স্পেলে ৪ ওভারে শেষে ৩১ রান দিয়েছেন শরিফুল।   এবার তাসকিনের মেডেন ১৪: ৫৩, মার্চ ১৩ নিজের ব্যক্তিগত প্রথম ওভারে বেশ এলোমেলো ছিলেন তাসকিন। কিন্তু পরের ওভারে আক্রমণে এসেই ভেলকি দেখালেন। এই পেসার থেকে কোনো সুযোগই পাননি আভিস্কা ফার্নান্ডো। এই ওপেনারকে চাপে রেখে ইনিংসের প্রথম মেডেন তুলে নিয়েছেন টাইগার স্পিডস্টার। তবে মাঝের ওভারে চাপে জিইয়ে রাখতে পারেননি শরিফুল। ৪ ওভারে শ্রীলঙ্কা ২১/০   এলোমেলো তাসকিন ১৪: ৪১, মার্চ ১৩ ইনিংসের প্রথম ওভারে মাত্র ২ রান খরচায় বেশ ভালো শুরুটা করেছিলেন শরিফুল। তবে শুরুটা মোটেও ভালো হয়নি তাসকিনের। নিজের ব্যক্তিগত প্রথম ওভারে লাইন বা লেংথ—কোনোটিই ঠিক করতে পারেননি তিনি। তার এই ওভারে থেকে সফরকারীরা তুলেছে ১২ রান। ২ ওভারে ১৪/০ ‘২৮৬’ ১৪: ৩১, মার্চ ১৩  এটি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে জয়ীয় দলের গড় স্কোর।  সাগরিকায় ২৯ ম্যাচের মধ্যে আগে ব্যাটিং করা দল ১১ বার জিতেছে, বিপরীতে ১৭ বার হেরেছে।   পিচ রিপোর্ট ১৪: ২৪, মার্চ ১৩ রাসেল আরনল্ড বলছেন, উইকেট সিলেটের টি-টোয়েন্টি সিরিজের উইকেটের মতই। পিচে ঘাস আছে, বেশ শক্তও। তাই স্বাভাবিকভাবেই ব্যাটিং নিয়েছে লঙ্কানরা।   শ্রীলঙ্কা একাদশ ১৪: ১৮, মার্চ ১৩ চোট কাটিয়ে লঙ্কান স্কোয়াডে ফিরেছেন পাতুম নিশাঙ্কা, লাহিরু কুমারা। দুজনই আছেন প্রথম ওয়ানডের সেরা একাদশে।  শ্রীলঙ্কা একাদশ : আভিস্কা ফার্নান্ডো, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।   একাদশে নেই ফিজ ১৪: ১০, মার্চ ১৩ নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে একাদশ থেকে এই ম্যাচে তিনটি পরিবর্তন এসেছে। এনামুল, রিশাদ ও মোস্তাফিজের জায়গায় মাহমুদউল্লাহ, তাসকিন ও তাইজুল একাদশে এসেছেন। বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও তানজিম হাসান।     বাংলাদেশের সাফল্য... ১৪:০৮, মার্চ ১৩ ওয়ানডেতে শ্রীলঙ্কার সঙ্গে ৯টি সিরিজের মধ্যে মাত্র একটিতেই জিতেছে লাল-সবুজেরা। সেটিই দুই দলের সবশেষ মুখোমুখি লড়াই। সেবার ঘরের মাঠে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। অন্য ৯টি সিরিজের দুটি ড্র। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে পরিসংখ্যান খুব একটা সুখকর নয়। এখন পর্যন্ত ৫৪টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এর মধ্যে টাইগাররা ১০টিতে এবং লঙ্কানরা ৪২টি জিতেছে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।     টস ১৪:০৫, মার্চ ১৩ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। এর আগে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায় টাইগাররা। তাই তো ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে ভালো কিছু করার প্রত্যয় লাল-সবুজের প্রতিনিধিদের।   স্বাগতম ১৩:৫৫, মার্চ ১৩ সবাইকে স্বাগতম আরটিভির লাইভ স্কোর আপডেটে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। স্থানীয় সময় বেলা আড়াইটায় মাঠে নামবে টাইগার।  
রিশাদ-তাসকিন ঝড় সামলে সিরিজ জিতলো শ্রীলঙ্কা
    রিশাদ-তাসকিন ঝড় সামলে সিরিজ জিতলো শ্রীলঙ্কা ১৮: ৪৩, ৯ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৩ রানে হেরেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয়টিতে ৮ উইকেটের জয়ে ঘুরে দাঁড়ায় টাইগাররা। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্সে ২৮ রানের শোচনীয় পরাজয় দেখেছে বাংলাদেশ। শনিবার (৯ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। জবাবে ব্যাটারদের ব্যর্থতায় ২ বল বাকি থাকতে ১৪৬ রানেই গুটিয়ে গেছে লাল-সবুজেরা। বিস্তারিত পড়ুন : থুসারার ফাইফারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের   থুসারার ফাইফার...  ১৮: ২৮, ৯ মার্চ নিজের শেষ ওভারে এসে জোড়া ছক্কা হজম করেছিলেন থুসারা। তবে এই স্পেলের শেষ বলে গিয়ে ফাইফারের দেখা পেয়েছেন এই পেসার। চতুর্থ লঙ্কান হিসেবে টি-টোয়েন্টিতে পঞ্চম উইকেট নিয়েছেন তিনি।   ৭ ছক্কায় রিশাদের ফিফটি ১৮:১৫, ৯ মার্চ টপ-অর্ডার ও মিডল-অর্ডারের ব্যর্থতার দিনে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন স্পিনার রিশাদ হোসেন। দলীয় বিপর্যয়ের মুহূর্তে ব্যাট করতে নেমে ২৬ বলে ৭ ছক্কায় ফিফটি করেছেন এই স্পিনার। ১৬ ওভারে ১১৫/৭।   প্রথমবার... ৩২/৬ এই প্রথমবার এতো কম রানের মাথায় ৬ উইকেট হারাল বাংলাদেশ। এর আগে, ২০১১ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ৩৯ রানে ৬ উইকেট হারিয়েছিল টাইগাররা।   ষষ্ঠ উইকেট...  ৮ ওভার শেষে লঙ্কানদের স্কোর ছিল ৫৪/২। এমন পরিস্থিতিতে বাংলাদেশের স্কোর ৩১/৫! এমন বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছিলেন জাকের আলী ও মেহেদী হাসান জুটি। তবে হাসারাঙ্গার গুগলিতে লেগ বিফোরের ফাঁদে কাঁটা পড়েছেন জাকের। সঙ্গে সঙ্গে রিভিউ নিয়েও শরফুদ্দৌলার সিদ্ধান্ত বহাল থেকেছে। ৮ দশমিক ১ ওভারে ৩২/৬!    থুসারার চতুর্থ... ১৭:২৫, ৯ মার্চ লঙ্কান এই পেসারকে যেন পড়তেই পারছে না টাইগার ব্যাটাররা। থুসারার চতুর্থ শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন সৌম্য সরকার। তা-ও আবার বোল্ড! কিছুটা ঘুরিয়ে খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়েছেন এই ওপেনার। এতে ২৪ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ!   থুসারার হ্যাটট্রিক, বিপাকে বাংলাদেশ ১৭:১৫, ৯ মার্চ শুরুটা অধিনায়ক নাজমুল হোসেন শান্তে। এরপর হৃদয় এবং সবশেষে মাহমুদউল্লাহ! ৩ বল ব্যবধানে ১৫/১ থেকে বাংলাদেশ ১৫/৪!  লিটনের উইকেট হারিয়ে বিপদে পড়া লাল-সবুজ শিবিরকে আরও হতাশায় ডুবান শান্ত। থুসারার চমকপ্রদ ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন শান্ত। ঠিক পরের বলে ভাঙল তাওহিদ হৃদয়ের স্টাম্পও। এবার লেংথের সিম ডেলিভারি বুঝে উঠতেই পারেনি মিডল-অর্ডার এই ব্যাটার। এরপর হ্যাটট্রিকও পেয়েছেন থুসারা। তার লেংথ থেকে নিচু বলে স্কয়ারড-আপ হয়ে ফিরেছেন মাহমুদউল্লাহ। রিভিউ নিয়েও ফায়দা হয়নি। আম্পায়ার্স কলের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন অভিজ্ঞ এই ব্যাটার। ফলে পঞ্চম লঙ্কান বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক পেয়েছেন থুসারা।    ধনাঞ্জয়ায় ফিরলেন লিটন ১৭:০২, ৯ মার্চ ওভার শেষ না করেই উঠে যান ম্যাথুস। ধারাভাষ্যকাররা ধারণা করছিলেন, কুঁচকিতে টান পড়েছে এই অলরাউন্ডারের। এরপর তার অসম্পন্ন ওভার করতে আসেন ধনাঞ্জয়া। এসেই লিটনকে ফিরিয়েছেন তিনি। ধনাঞ্জয়ার অফ স্টাম্পের ডেলিভারিতে ওপরে ক্যাচ তুলেছেন লিটন। ৭ রানে লিটন ফিরলে ১৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।   ইতিহাস গড়তে টাইগারদের লক্ষ্য ১৭৫ ১৬:৪০, ৯ মার্চ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৩ রানে হারের পর দ্বিতীয়টিতে ৮ উইকেটের জয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এবার সিরিজ নির্ধারণী অলিখিত ফাইনালে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ গড়েছে সফরকারীরা। বিস্তারিত পড়ুন : ইতিহাস গড়তে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য   রিশাদের দ্বিতীয়... ৩ বলের মধ্যে দুটি বাউন্ডারি! শানাকার চারের পর ম্যাথুসের ছক্কা; তবে এরপরই ঘুরে দাঁড়িয়ে নিজের দ্বিতীয় শিকার তুলে নিয়েছেন এই স্পিনার। শেষ পর্যন্ত ৪ ওভারে ২/৩৫ বোলিং ফিগার নিয়ে শেষ করলেন রিশাদ।  ১৮ ওভারে ১৫৩/৬।    মেন্ডিসকে থামালেন তাসকিন ১৬:২৫, ৯ মার্চ ক্রিজে বেশ ভালোভাবেই থিতু হয়েছিলেন। মেহেদী হাসানের ব্যক্তিগত তৃতীয় ওভারে জোড়া বাউন্ডারি হাঁকিয়ে আরও আগ্রাসী হওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন মেন্ডিস। শরিফুলের ওভারেও একই ভঙ্গিমায় খেললেন। তবে এর পরই তাকে প্যাভিলিয়নে ফেরালেন তাসকিন। ডেথে ওভারের শুরুর দিকেই সাজঘরের পথ ধরেছেন তিনি। তাসকিনের ফাঁদে পা দিয়ে ৫৫ বলে ৮৬ রানে শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়ে আজকের অধ্যায়টা ইতি টেনেছেন লঙ্কান এই ব্যাটার। ১৬.৫ ওভারে ১৪০/৫।   মেন্ডিসকে রেখে ফিরলেন আসালাঙ্কা ১৬:২২, ৯ মার্চ বিরতি নিয়ে আক্রমণে এসেই সফল শরিফুল। তার ওভারের দ্বিতীয় বলে ডিপ ব্যাক-ওয়ার্ড পয়েন্ট দিয়ে ছক্কা হাঁকান মেন্ডিস। পরের বলে নেন এক রান। এবার আসালাঙ্কার জন্য ফের শর্ট ডেলিভারি। এতে সফল তিনি। ডিপ স্কয়ার লেগে সহজ ক্যাচ নেন ফিজ। শ্রীলঙ্কা ১৩৩/৪   জুটি ভাঙলেন ফিজ ১৬:২০, ৯ মার্চ বোলিংয়ে কিছুটা বৈচিত্র আনতে গিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে কিছুটা এলোমেলোই ছিলেন ফিজ। তবে শেষ পর্যন্ত তার হাত ধরেই কাঙ্ক্ষিত ব্রেক-থ্রু পেয়েছে লাল-সবুজেরা। ফিজের শর্ট লেংথের ডেলিভারিতে আপার কাট করতে গিয়ে শরীফুলের হাতে ডিপ থার্ড অঞ্চলে ধরা পড়েছেন হাসারাঙ্গা। এতে লঙ্কান অধিনায়কের সঙ্গে ভেঙেছে তার ৩১ বলে ৫৯ রানের দুর্দান্ত জুটি। ১৩ ওভার শেষে ১১১/৩।    কুশল মেন্ডিসের ফিফটি বোলিংয়ে শুরুটা ভালো করলেও তা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ওয়েনিন্দু হাসানাঙ্গাকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন কুশল মেন্ডিস। ৩৫ বলে ফিফটি তুলে নেন মেন্ডিস।   কামিন্দু মেন্ডিসকে ফেরালেন রিশাদ ম্যাচের অষ্টম ওভারের চতুর্থ বলে রিশাদকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন কামিন্দু মেন্ডিস। ১২ বলে ১২ রান করেন এই লঙ্কানরা। এতে দলীয় ৫২ রানে দুই উইকেট হারায় সফরকারীরা।     পাওয়ার প্লেতে এক উইকেটে ৪১ রান সিলভার বিদায়ের পর কামিন্দু মেন্ডিসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন কুশল মেন্ডিস। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৪১ রান তুলতে পারে সফরকারীরা।   তাসকিনের প্রথম শিকার ম্যাচের শুরু থেকেই দাপুটে বোলিংয়ে লঙ্কানদের চেপে ধরে টাইগাররা। প্রথমে দেখে শুনে খেললেও চতুর্থ ওভারের প্রথম বলে ডি সিলভাকে আউট করেন তাসকিন আহমেদ। ১২ বলে ৮ রান করে এই ডান হাতি ব্যাটার।   বাংলাদেশ একাদশ লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।   শ্রীলঙ্কা একাদশ কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ওয়ানিন্দু হাসানাঙ্গা (অধিনায়ক), ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাক্কা, মাহিশ থিকশানা, বিনুরা ফার্নান্দো ও নুয়ান মুশারা।   টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ শ্রীলঙ্কান বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে এই ম্যাচে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে টাইগাররা।    
আট উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরলো বাংলাদেশ
  টাইগারদের আট উইকেটের জয় হৃদয় কিছুটা ধীর গতিতে ব্যাট করলেও সময়ের সঙ্গে সঙ্গে নিজের রূপ বদলায় শান্ত। শেষ পর্যন্ত হৃদয়ের ২৫ বলে ৩২ রান এবং শান্তর ৩৮ বলে ৫৩ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে আট উইকেট ও ১১ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।     শান্ত-হৃদয় জুটি লিটনের আউটের পর তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন নাজমুল হাসান শান্ত। দুজনের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে জয়ের পথে এগোতে থাকে টাইগাররা।   সৌম্যর পর লিটনের বিদায় সৌম্যর বিদায়ের পর বেশিক্ষণ পিচে থাকতে পারেনি লিটনও। ২৪ বলে ৩৬ রান করে পাথিরানার দ্বিতীয় শিকার হন এই টাইগার ওপেনার।   ভালো শুরু পর সৌম্যর বিদায় ভালো শুরু করলেও ইনিংস লম্বা করতে পারেননি সৌম্য সরকার। ২২ বলে ২৬ রান করে পাথিরানাকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন এই বাঁহাতি ব্যাটার।     পাওয়ার প্লেতে উইকেট না হারিয়ে ফিফটি জবাব দিতে নেমে দুর্দান্ত শুরু করে দুই টাইগার ওপেনার লিটন কুমার দাস ও সৌম্য সরকার। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে উইকেট না হারিয়ে ৬৩ রান তোলে বাংলাদেশ।   ১৬৬ রানের লক্ষ্য পেল টাইগাররা সপ্তম উইকেটে দাসুন শানাকাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। শেষ পর্যন্ত শানাকার ১৮ বলে ২০ রান এবং ম্যাথিউসের ২১ বলে অপরাজিত ৩২ রানে ভর করে ১৬৫ রানের লড়াকু পুঁজি পায় শ্রীলঙ্কা।   আসালাঙ্কাকে ফেরালেন মাহেদী সামারাবিক্রমার বিদায়ের পর ব্যাট চালাতে থাকেন চারিথ আসালাঙ্কা। তবে ১৪ বলে ২৮ রান করে মাহেদীর বলে বোল্ড আউট হন এই বাঁহাতি ব্যাটার।   মোস্তাফিজের প্রথম শিকার চারিথ আশালাঙ্কাকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন সাদিরা সামারাবিক্রমা। তবে ইনিংস বড় করতে পারেন তিনি। ১১ বলে ৭ রান করে মোস্তাফিজের প্রথম শিকার হন এই লঙ্কান ব্যাটার।   কুশলের পর কামিন্দুর বিদায় কুশলের বিদায়ের পর পিচের বেশিক্ষণ টিকতে পারেনি কামিন্দুও। ১০তম ওভারের তৃতীয় বলে রিশাদকে বিশাল ছক্কা হাঁকান কামিন্দু মেন্ডিস। পরের বলেই রান আউটে কাটা পড়েন তিনি। ২৭ বলে ৩৭ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার।   কুশল মেন্ডিসকে ফেরালেন সৌম্য কামিন্দু কিছু ধীরে ব্যাটিং করলেও দ্রুত রান তুলতে থাকেন কুশল মেন্ডিস। তবে এই ডান হাতি ব্যাটারকে সাজঘরে ফেরান সৌম্য সরকার। ২২ বলে ৩৬ রান করে ক্যাচ আউট হন তিনি।   পাওয়া প্লেতেই ৪৯ রান সফরকারীদের ফার্নান্দো শূন্য হাতে ফিরলেও কামিন্দু মেন্ডিসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার কুশল মেন্ডিস। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে পাওয়া প্লেতে ৪৯ রান তুলতে পারে লঙ্কানরা।   তাসকিনের প্রথম আঘাত  ইনিংসের প্রথম ওভারেই দুর্দান্ত শুরু করেন টাইগার পেসার শরিফুল ইসলাম। টানা ছয় বল ডট দিয়ে মেইডিন ওভার করেন এই বাঁহাতি পেসার। পরের ওভারের তৃতীয় বলে অভিষ্কা ফার্নান্দোকে ফিরিয়ে ভালো শুরু করে তাসকিন।     বাংলাদেশ একাদশ লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।   শ্রীলঙ্কা একাদশ আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাক্কা, মাহিশ থিকশানা, দিলশান মাদুশানা, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।   টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানো ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে টাইগাররা।    
আহার ও শিহাবের ব্যাটিং নৈপুণ্যে আইরিশদের হারাল যুবারা
  শিহাবের ফিফটি ২১:২২, জানুয়ারি ২২ আহার আমিন ও শিহাব জেমসের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে জয়ের পথে এগিয়ে যেতে থাকে যুবারা। শেষ পর্যন্ত আমিনের ৬৩ বলে ৪৫ রান এবং শিহাবে ৫৪ বলে অপরাজিত ৫৫ রানে ভর করে ১৯ বল ও ৬ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিধিনিরা।     আমিন ও শিহাবের জুটি ২০:৫০, জানুয়ারি ২২ দলীয় ১৩০ রানের চার ব্যাটারকে হারিয়ে বাংলাদেশ যখন কিছুটা চাপে রয়েছে। তখন দলকে এগিয়ে নেওয়ার কাজটা করেন আহার আমিন ও শিহাব জেমস।   রিজওয়ান ও আরিফুলের বিদায় ২০:২৩, জানুয়ারি ২২ দুই ওপেনারের বিদায়ের পর টাইগার শিবিরে হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান। তবে ইনিংস বড় করতে পারেনি কেউই। ২৩ বলে ১৩ রান করে আরিফুল ইসলাম আউট হলে, ২১ রান করে তাকে সঙ্গ দেন মোহাম্মদ রিজওয়ান।     সিদ্দিকের পর শিবলির বিদায় ১৯:৪১, জানুয়ারি ২২ সিদ্দিকের বিদায়ের পর লেগ বিফোরে শিকার হন টাইগার ওপেনার আশিকুর রহমান শিবলি। ৬০ বলে ৪৪ রান করে আউট হন তিনি। এতে প্রতিষ্ঠিত দুই ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।   সিদ্দিকের বিদায় ১৯:২৫, জানুয়ারি ২২ বড় লক্ষ্য তাড়া করতে নেমে শিবলির সঙ্গে দুর্দান্ত জুটি পড়েন আদিল বিন সিদ্দিক। তবে ফিফটি পূরণ করতে পারেননি এই ব্যাটার। ৬৩ বলে ৩৬ রান করে আউট হন তিনি।   শিবলি-আদিলে এগোচ্ছে বাংলাদেশ ১৮:৫০, জানুয়ারি ২২ ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেশ ভালোভাবেই দলীয় রানের চাকা এগিয়ে নিচ্ছেন দুই ওপেনার শিবলি ও আদিল। এই দুই ব্যাটারে ভর করে ৯ ওভারেই দলীয় ৫০ রান পেরিয়ে গেছে লাল-সবুজেরা। ১৩ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান তুলে ফেলেছে যুবারা।   হিল্টনের সেঞ্চুরির আক্ষেপ ১৭:৩০, ২২ জানুয়ারি শেষ দিকে ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন কিয়ান হিল্টন। তার ১১১ বলে ৮৯ রানে ভর করে ৭ উইকেট ২৩৪ রানের বড় পুঁজি পায় আয়ারল্যান্ড।   রাব্বির ব্রেকথ্রু ১৬:৪৮, ২২ জানুয়ারি হিল্টনকে সঙ্গ দিয়ে রান তুলতে থাকেন স্কট ম্যাকবেথ। তবে ফিফটি পূরনের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন তিনি। ৫৯ বলে ৩৪ রান করা এই ব্যাটারকে আউট করে বাংলাদেশকে খেলায় ফেরান মাহফুজুর রহমান রাব্বি।   হিল্টনের ফিফটি ১৬:২৫, ২২ জানুয়ারি ৯৫ রানে চার ব্যাটারকে হারিয়ে চাপে পড়লেও, আইরিশ শিবিরে হাল ধরেন কিয়ান হিল্টন। তাকে যোগ্য সঙ্গ দেন স্কোট ম্যাকবেথ। ৭৬ বলে ফিফটি তুলে নেন হিল্টন।   রাফির পর জীবনের উইকেট উদযাপন ১৫:৫৫, ২২ জানুয়ারি রাফির উইকেট উদযাপনের দিনে ফিলিপ্পুসকে ফিরিয়ে ভাগ বসান পারভেজ জীবন। ২৯ বলে ১৩ রান করে আউট হন এই আইরিশ অধিনায়ক। এতে দলীয় ৯৫ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে আয়ারল্যান্ড।   উইকেটের মিছিলে রাফি ১৫:২৬, জানুয়ারি ২২ অন্য ব্যাটারদের আসা-যাওয়ার অধ্যায়ে একপ্রান্ত আগলে রেখে আইরিশদের রানের চাকা সচল রেখেছিলেন ওপেনার নেইল। তবে এবার তাকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন রাফি। টাইগার এই পেসারের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ২৭ রানে সাজঘরে ফেরেন এই ওপেনার।   মারুফের পর জীবনের উইকেট ১৪:৫৫, জানুয়ারি ২২ প্রথম পাওয়ার প্লে শেষে আইরিশদের সংগ্রহ ছিল ১ উইকেটে ৪৫ রান। বাংলাদেশি বোলাররা মাঝে কিছুটা সময় চেপে ধরলেও ঠিকই রানের চাকা সচল রেখেছিল তারা। তবে ইনিংসের ১১তম ওভারে আক্রমণে এসেই উইকেটে নাম লিখিয়েছেন জীবন। আইরিশদের টপ-অর্ডার ব্যাটার গ্যাভিন রাউলস্টনকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন তিনি। ১২ বলে মাত্র ৫ রানে ফিরেছেন এই ব্যাটার।    আইরিশ শিবিরে মারুফের আঘাত ১৪:৪৫, জানুয়ারি ২২ শুরুর দিকেই আইরিশদের চেপে ধরে বাংলাদেশি বোলাররা। ইনিংসের প্রথম ওভারে কোনো রানই নিতে পারেননি আইরিশ দুই ওপেনার। তবে দ্বিতীয় ওভারেই মারুফ মৃধার বলে চার হাঁকান ওপেনার রায়ান হান্টার। এর পরের ওভারে জোড়া বাউন্ডারি খুঁজে নেন নেইল। ক্রমেই থিতু হওয়ার বার্তা দিচ্ছিলেন এই দুই ব্যাটার। তবে ইনিংসের ষষ্ঠ ওভারেই রায়ানকে ফেরান মারুফ। রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ১৫ বলে ৯ রানে ফেরেন এই ওপেনার।   ৫ ওভারে আইরিশদের সংগ্রহ ২৪ ১৪:২৬, জানুয়ারি ২২ বাংলাদেশের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৫ ওভার শেষে ২৪ রান তুলেছে আইরিশ যুবারা। শুরুর দিকে কিছুটা চাপে থাকলেও ইনিংসের তৃতীয় ওভার থেকেই রানের গতি ফেরানোর চেষ্টা করছে দলটি।   একাদশ ১৩:৪৫, জানুয়ারি ২২ বাংলাদেশ একাদশ : মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক) আশিকুর রহমান শিবলি, দিল বিন সিদ্দিক, মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, রোহানাত দৌল্লাহ বর্ষণ ও মারুফ মৃধা। আয়ারল্যান্ড একাদশ  : জর্ডান নিল, রায়ান হান্টার, গ্যাভিন রাউলস্টন, কিয়ান হিলটন, ফিলিপাস লে রক্স, স্কট ম্যাকবেথ, জন ম্যাকন্যালি, কারসন ম্যাককুলো, অলিভার রিলি, রুবেন উইলসন, ম্যাথু ওয়েল্ডন   টস ১৩:৩৫, জানুয়ারি ২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে জুনিয়র টাইগাররা। পরবর্তী পর্বে যেতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের কাছে। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে গ্রুপ পর্বের বাঁধা টপকে সুপার সিক্সে টিকে থাকার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ।   স্বাগতম ১৩:৩৫, জানুয়ারি ২২ সবাইকে স্বাগতম আরটিভির লাইভ স্কোর আপডেটে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বেলা ২টায় মাঠে নামবে টাইগার যুবারা।  
ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের
ভারতের কাছে ৮৪ রানে হারল যুবারা ২১:৩৫, ২০ জানুয়ারি ৪৬তম ওভারে শেষ বলে মারুফ মৃধা বোল্ড হলে ১৬৭ রানে অলআউট হয় টাইগার যুবারা। এতে ৮৪ রানে জয় পায় ভারত। ফলে তার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ। টাইগারদের উইকেট মিছিল ২১:২৮, ২০ জানুয়ারি ফিফটি পূরণের পর পিচে বেশিক্ষণ থিতু হতে পারেননি শিহাব। ৭৭ বলে ৫৪ রান করে সাজঘরে ফেরেন এই টাইগার ব্যাটার। এরপর উইকেট মিছিল শুরু করে রোহানত দৌল্লাহ বর্ষণ (০) ও ইকবাল হোসেন ইমন। শিহাবের লড়াকু ফিফটি ২১:০৫, ২০ জানুয়ারি আরিফুলের বিদায়ের পর ব্যাটিংয়ে আসেন মাহফুজুর রহমান রব্বি। মলিয়ার বলে ক্যাচ তুলে দেন এই টাইগার অধিনায়ক। ১১ বল খেলে মাত্র ৪ রান করেন তিনি। তবে এক প্রান্ত আগলে রেখে ৭৫ বলে ফিফটি তুলে নেন শিহাব জেমস। ফিফটির আক্ষেপ নিয়ে ফিরলেন আরিফুল ২০:৪৫, ২০ জানুয়ারি দলীয় ৫০ রানে চার উইকেট হারালে, টাইগার শিবিরে হাল ধরেন আরিফুল ইসলাম ও শিহাব জেমস। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ওঠে বাংলাদেশ। তবে ফিফটি পূরণ করতে পারেনি আরিফুল। ৪১ রান করে সাজঘরে ফেরেন তিনি। আমিনের বিদায় ১৯:৫৩, ২০ জানুয়ারি টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের দিনে নিজের উইকেট রক্ষার করতে পারেনি আহার আমিনও। ১৫ বলে ৫ রান করে লেগ বিফোরে কাটা পড়েন এই বাঁহাতি ব্যাটার। ফলে ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।   থিতু হতে পারল না শিবলিও ১৯:১৪, ২০ জানুয়ারি এদিন ব্যাট হাতে পিচে থিতু হতে পারেনি এশিয়া কাপে দুর্দান্ত ব্যাট করা আশিকুর রহমান শিবলি। শুরুতে দেখে শুনে খেললেও ৩৫ বলে ১৪ রান পান্ডের বলে বোল্ড আউট হন তিনি। জিসানের পর রিজওয়ানের বিদায় ১৯:০২, ২০ জানুয়ারি জিসানের বিদায়ের পর এদিন শূন্য হাতে ফেরেন মোহাম্মদ রিজওয়ান। দলীয় ৩৯ রানে উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা।   ১৪ রান করে ফিরল জিসান ১৮:৫৫, ২০ জানুয়ারি জবাবে ব্যাটিংয়ে ভালো শুরু করেছিল দুই টারগার ওপেনার আশিকুর রহমান শিবলি ও জিসান আলম। তবে ইনিংস বড় করতে পারেননি জিসান। ১৭ বলে ১৪ রান করে আউট হন তিনি। বাংলাদেশকে ২৫২ রানের লক্ষ্য দিলো ভারত ১৭:৪৫, জানুয়ারি ২০ শুরুটা নড়বড়ে হলেও ওপেনার আরশান ও সাহারানের জুটিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান তুলেছে ভারতীয় শিবির। লাল-সবুজের হয়ে মারুফ মৃধার শিকার ৫ উইকেট।     মারুফ মৃধার চতুর্থ শিকার ১৭:৩২, জানুয়ারি ২০ অবীনেশ আউট হলে, ৪২ বলে ২৩ রান করে তাকে সঙ্গ দেন মলিয়া। এবারও মারুফের বলে বোকা ধরা পড়েন এই ভারতীয় ব্যাটার। সেই সঙ্গে নিজের চতুর্থ উইকেট তুলে নেন মারুফ।  মারুফ মৃধার তৃতীয় শিকার  ১৭:১৫, জানুয়ারি ২০ সাহারানের বিদায়ের পর প্রিয়ানশু মলিয়াকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেভেলি অবনীশ। তবে ইনিংস বড় করতে পারেননি অবনীশও। ১৭ বলে ২৩ করে মারুফ মৃধার বলে ক্যাচ আউট হন তিনি।  ফিরলেন সাহারানেও ১৬:১৫, জানুয়ারি ২০ ওপেনার আরশাদকে যোগ সঙ্গ দিয়ে দলের রানের চাকা সচল রেখেছিলেন সাহারান। তবে হাফ-সেঞ্চুরির পর সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়লেন টপ-অর্ডার এই ব্যাটার। ইনিংসের ৩৯তম ওভারে রাব্বির বলে বর্ষণের হাতে ক্যাচ দিয়ে ৪ বাউন্ডারিতে ৬৪ রানে প্যাভিলিয়নের পথ ধরেন এই ব্যাটার।    ফিরলেন আরশাদ ১৬:১৫, জানুয়ারি ২০ একপ্রান্ত আগলে রেখে দলীয় রানের চাকা সচল রেখেছিলেন ভারতীয় ওপেনার আরশাদ। দায়িত্বশীল ব্যাটিংয়ে নিজের ব্যক্তিগত হাফ-সেঞ্চুরিও তুলেন নেন তিনি। লাল-সবুজের প্রতিনিধিদের জন্য ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন এই ওপেনার। তবে শেষ পর্যন্ত ভারতীয় ইনিংসের ১৫০ পেরিয়ে যাওয়ার আগেই সাজঘরে ফিরেছেন তিনি। ব্যক্তিগত ৭৬ রানে রিজওয়ানের বলে বর্ষণের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার।    সাহারানের হাফ-সেঞ্চুরি ১৬:১৫, জানুয়ারি ২০ আরশাদের পর নিজের ব্যক্তিগত ৫০ রান পূর্ণ করেছেন সাহারানে। ৪ বাউন্ডারিতে ৬৯ বলে ফিফটি করেছেন তিনি।   ১০০ পার ভারতের ১৫:৫০, জানুয়ারি ২০ ৩০ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতকে টেনে নিচ্ছেন ওপেনার আরশাদ ও টপ-অর্ডার ব্যাটার সাহারানে। এই জুটিতেই দলীয় ১০০ পেরিয়েছে ভারত। একপ্রান্ত আগলে রেখে হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন আরশাদ। তাকে যোগ সং দিচ্ছেন সাহারানে।  এই প্রতিবেদন প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভার শেষ ভারতের সংগ্রহ ১১৭ রান। ৫৮ রানে আরশাদ এবং ৩৮ রানে সাহারানে ক্রিজে আছেন।      আরশাদ-সাহারানে লড়াইয়ে ভারত ১৫:২২, জানুয়ারি ২০ ৩১ রানেই দুই উইকেট হারায় ভারত। এরপর সেখান থেকে দলকে টেনে নিচ্ছেন ওপেনার আরশাদ ও টপ-অর্ডার ব্যাটার সাহারানে। প্রথম পাওয়ার প্লেতে ৪৫ রান তুলে ভারত।  এই প্রতিবেদন প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষ ভারতের সংগ্রহ ৭৩ রান। ৩৭ রানে আরশাদ এবং ২০ রানে সাহারানে ক্রিজে আছেন।      মারুফের জোড়া আঘাত  ১৪:৫৫, জানুয়ারি ২০ মারুফ মৃধার আগুনে বোলিংয়ে ৮ ওভারের মধ্যেই জোড়া উইকেট হারিয়েছে যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। কুরকার্নির পর মুশিরের উইকেটও তুলে নিয়েছেন তিনি। এতে ৩১ রানেই দুই উইকেট হারিয়েছে ভারত। শিবলির হাতে ক্যাচ দিয়ে ৩ রানে ফিরেছেন ভারতীয় টপ-অর্ডার এই ব্যাটার।   ভারতীয় শিবিরে মারুফের আঘাত  ১৪:৩৫, জানুয়ারি ২০ বিশ্বকাপে শিরোপা পুনরুদ্ধারের মিশনে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতে বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দাপট দেখিয়ে ইনিংসের চতুর্থ ওভারেই ভারতীয় ওপেনার আশিস কুলকারনির উইকেট তুলে নিয়েছেন মারুফ। শিবলির হাতে ক্যাচ দিয়ে ১৭ বলে মাত্র ৭ রানে ফিরেছেন এই ওপেনার।   একাদশ ১৩:৩৯, জানুয়ারি ২০ বাংলাদেশ একাদশ- শিবলী, জিসান, রিজওয়ান, আরিফুল, আহরার, জেমস, মাহফুজুর, জীবন, বর্ষণ, এমন, মারুফ ভারত একাদশ- আদর্শ, কুলকার্নি, সাহারান (সি), মুশির, ধস, মোলিয়া, অবনীশ (উক), অভিষেক, লিম্বানি, তিওয়ারি, পান্ডে     টস ১৩:৩৫, জানুয়ারি ২০ টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ।   স্বাগতম ১৩:১৫, জানুয়ারি ২০ সবাইকে স্বাগতম আরটিভির লাইভ স্কোর আপডেটে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বেলা ২টায় মাঠে নামবে টাইগার যুবারা।