• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo
গরমে বিদ্যুৎ বিল কমানোর সহজ উপায়
সারাদেশে চলছে অতি তাপপ্রবাহ। গরমে ফ্যান চললেও নেই স্বস্তি। এই গরমে ২৪ ঘণ্টাই চলছে ফ্যান। তাই বাড়ছে বিদ্যুৎ খরচ। মাস শেষে বিদ্যুৎ বিলের জন্য বাড়তি খরচে চোখে-মুখে চিন্তার ভাজ। বিল কার্ড দ্রুত ফুরিয়ে যাওয়ায় পড়তে হচ্ছে দুশ্চিন্তায়। কিছু ট্রিকস জানা থাকলে খুব সহজেই কমাতে পারবেন বিদ্যুৎ বিল। বাড়তি বিদ্যুৎ খরচ কমাতে চাইলে প্রথমেই বাড়ির পুরোনো সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি সরিয়ে ফেলতে হবে। কেননা এ ধরনের যন্ত্রপাতিগুলো বৈদ্যুতিক বিল প্রচুর পরিমাণে খরচ করে। এর ফলে বিদ্যুৎ বিল অনেকটা বাড়িয়ে দেয়। এখন বাজারে শক্তি সাশ্রয়ী ৫ স্টার রেটযুক্ত যন্ত্রপাতি পাওয়া যায়। আধুনিক সেই যন্ত্রপাতি ব্যবহার করলে বিদ্যুৎ অনেকটা সাশ্রয় করা যায়। শুধু যেই ইলেকট্রিক যন্ত্রপাতিগুলো ব্যবহার করছেন সেগুলোর সুইচ অন রাখুন। অপ্রয়োজনে ইলেকট্রিক যন্ত্রের সুইচ সব সময় অফ রাখতে ভুলবেন না। এমনকি ফোনের চার্জার বা ল্যাপটপের মতো ছোট ছোট ডিভাইসগুলোর ক্ষেত্রেও একই বিষয় মনে রাখতে হবে। আধুনিক বাল্ব ব্যবহার করুন। বাড়িতে এলইডি বাল্বের পরিবর্তে অন্য কোনো বাল্ব ব্যবহৃত হয়ে থাকে তাহলে আজই তা পরিবর্তন করুন। আধুনিক এলইডি লাইট বিদ্যুৎ সাশ্রয় করে। অন্য বাল্ব তা করে না।  বিদ্যুৎ অপচয় রোধ করতে হবে। খেয়াল রাখতে হবে যেন বিদ্যুৎ অনর্থক কাজে ব্যয় না হয়। কম্পিউটার ও মোবাইল চার্জারের কাজ হয়ে গেলে তা সব সময় অফ রাখতে হবে। সঙ্গে সঙ্গে ঘরে থাকা টিভিকে স্ট্যান্ডবাই মোডে কখনই রাখা যাবে না। এতে বিদ্যুৎ খরচ হয়। এয়ার কন্ডিশনার মেশিন (এসি) সঠিক তাপমাত্রায় চালাতে হবে। গ্রীষ্মে বেশি এয়ার কন্ডিশনার মেশিন (এসি) ব্যবহার করতে হয়। এসি ব্যবহার করলে বিদ্যুৎ বিল বেশি আসে ব্যাপারটা তেমন নয়। শুধু এর সঠিক ব্যবহার করতে জানতে হবে। এসি থেকে অতিরিক্ত বিদ্যুৎ অপচয়রোধ করার নিয়ম জানতে হবে। মনে রাখতে হবে এয়ার কন্ডিশনার মেশিন (এসি)যদি ২৪ ডিগ্রি অটোমেটিক সেটিংয়ে চালানো হয় তাহলে বিদ্যুৎ বিল অনেকটা কম আসে। তবে সচেতনতাও এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে।
৩০ এপ্রিল ২০২৪, ০২:৫০

শুভর সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্সের সহজ জয়
দলপতি শামসুর রহমান শুভর সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) রেলিগেশন রাউন্ডে সহজ জয় পেয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। রেলিগেশনে নিজেদের প্রথম ম্যাচে সিটি ক্লাবকে ৮৭ রানে হারিয়েছে তারা। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৯ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৭ রানের পুঁজি পায় রূপগঞ্জ টাইগার্স। এদিন চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪ চার ও ৫ ছক্কায় ১১৫ বলে ১০১ রান করেন শুভ।  এতে এবারের মৌসুমে দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ নেন ডানহাতি এই ব্যাটার। এ ছাড়া রূপগঞ্জ টাইগার্সের হয়ে ৫৯ রান করেন সালমান হোসেন। সিটি ক্লাবের হয়ে তিনটি উইকেট নেন ইরফান হোসেন। জবাবে রূপগঞ্জ টাইগার্স বোলারদের তোপে ৪১ দশমিক ১ ওভারে ১৭০ রানেই গুটিয়ে যায় সিটি ক্লাব। আটে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন মঈনুল ইসলাম।  রূপগঞ্জ টাইগার্সের সোহাগ গাজী ও মহিউদ্দিন তারেক তিনটি করে উইকেট নেন। এর আগে, রেলিগেশন লিগে নিজেদের প্রথম ম্যাচে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির কাছে ৪১ রানে হেরেছিল সিটি ক্লাব। সংক্ষিপ্ত স্কোর রূপগঞ্জ টাইগার্স : ৪৯.৫ ওভারে ২৫৭/১০ (শামসুর রহমান শুভ ১০১, সালমান হোসেন ইমন ৫৯, মাহফিজুল ইসলাম ৩৩; ইরফান হোসেন ৩/৫১, মঈনুল ইসলাম ২/৪৬)। সিটি ক্লাব : ৪১.১ ওভারে ১৭০/১০ (মঈনুল ইসলাম ৫২, মাহফুজুর রহমান টিটু ২৯, রায়ান রাফসান রহমান ২০; মহিউদ্দিন তারেক ৩/২৪, সোহাগ গাজী ৩/৩৪)/    ফল : রূপগঞ্জ টাইগার্স ৮৭ রানে জয়ী। ম্যাচসেরা : শামসুর রহমান শুভ।
২৭ এপ্রিল ২০২৪, ০৮:৫৬

ওমরাহর সুযোগ আরও সহজ করল সৌদি
বিদেশিদের জন্য পবিত্র ওমরাহ পালনের সুযোগ আরও সহজ করেছে সৌদি আরব। এখন থেকে যেকোনো ধরনের ভিসায় সৌদি আরব গেলেই বিদেশিরা ওমরাহ পালনের অনুমতি পাবেন। লাগবে না কোনো বিশেষ ভিসা।  সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, যেকোনো দেশ থেকে এবং যেকোনো ভিসায় সৌদি আরবে আগতরা এখন থেকে স্বাচ্ছন্দ্যে ওমরাহ পালন করতে পারবেন। মন্ত্রণালয় আরও বলেছে, ব্যক্তিগত, পারিবারিক, ট্রানজিট, শ্রম ও ই-ভিসাসহ যেকোনো ভিসাধারী ব্যক্তি এ সুযোগ পাবেন। এ ছাড়া ওমরাহ পালনের অনুমতি ও এ সংক্রান্ত অন্যান্য বিষয়ের জন্য ‘নুসুক’ অ্যাপ ব্যবহার করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সরকার। এদিকে মসজিদুল হারাম ও মসজিদে নববিতে হজ ও ওমরা পালনকারীদের ইবাদত সহজ করতে ‘ডিজিটাল ব্যাগ’ চালু করেছে সৌদি সরকার। দেশটির ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এই ব্যাগ প্রোগ্রাম হজ ও ওমরাযাত্রীদের জীবনমান সহজ করবে। তাদের হজ ও ওমরা পালন সহজ করবে। মুসল্লিদের সব ধরনের সহযোগিতা করা হবে এর মাধ্যমে। বিশেষ করে কখন তারা কোন বিধান পালন করবে, সে বিষয়ে সতর্ক করা হবে।  
২৫ এপ্রিল ২০২৪, ২৩:৩৭

গুজরাটকে সহজ লক্ষ্য দিলো পাঞ্জাব
চলতি আইপিএলের ৩৭তম ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংস। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ‍গুজরাটকে ১৪৩ রানের লক্ষ্য দিয়েছে পাঞ্জাব। রোববার (২১ এপ্রিল) টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে পাঞ্জাবের দুই ওপেনার স্যাম কারান এবং প্রাভসিমরান সিং। দুজনের ব্যাট থেকে আসে ৫১ রান। ২১ বলে ৩৫ রান করে সাজঘরে ফেরেন প্রাভসিমরান। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি রাইলি রুসোও। ৭ বলে ৯ রান করে নুর আহমেদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই প্রোটিয়া ব্যাটার। এরপর ১৯ বলে ২০ রান আরেক আফগান স্পিনার রশিদ খানের শিকার হন স্যাম কারান। এতে ১৫ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ছন্দ হারায় পাঞ্জাব। সেই সঙ্গে উইকেট মিছিল শুরু করেন লাইম লিভিংস্টোন (৬), জিতেস শর্মা (৩), আশুতেশ শর্মা (৩) ও শাশাঙ্ক সিং (৮)। শেষ দিকে হারপ্রীত সিংকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন হারপ্রীত ব্রার। ১১ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলে আউট হন ব্রার। শেষ পর্যন্ত হারপ্রীত সিংয়ের ১৯ বলের ১৪ রানে ভর করে দশ উইকেট হারিয়ে ১৪২ রানের লড়াকু পুঁজি পায় পাঞ্জাব। গুজরাট টাইটান্সের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন সাই কিশোর। এ ছাড়াও মোহিত শর্মা ও নুর আহমেদ দুটি করে উইকেট শিকার করেন। এক উইকেট নেন রশিদ খান।
২১ এপ্রিল ২০২৪, ২১:৫১

প্যারিস অলিম্পিক / কঠিন গ্রুপে আর্জেন্টিনা, সহজ গ্রুপে ফ্রান্স
২০২৪ প্যারিস অলিম্পিক গেমসের পুরুষ ও নারী ফুটবলের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার তুলনায় অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে স্বাগতিক ফ্রান্স। গ্রুপ পর্ব পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ফ্রান্সকে তাই ফেবারিট মনে করা হচ্ছে। তবে দেশটির সবচেয়ে আলোচিত ফুটবলার কিলিয়ান এমবাপ্পের খেলা এখনও নিশ্চিত নয়। ড্রয়ের পর এ প্রসঙ্গে ফরাসি কোচ সাবেক তারকা ফুটবলার থিয়েরি অঁরি বলেছেন, ‘এখানে বলার কিছু নেই।’ এর আগে, ঘরের মাঠে গ্রুপ পর্বে অপেক্ষাকৃত শক্তিশালী দুই দল মরক্কো ও মিশরকে এড়াতে পেরে স্বস্তি পেয়েছেন অঁরি। ১৯৮৪ সালের পর এই প্রথমবারের মতো স্বর্ণ জয়ের লক্ষ্যে স্বাগতিকরা তাই সুস্পষ্ট ফেবারিট হিসেবে মাঠে নামবে। ১৬ দলের এই টুর্নামেন্টে লস ব্লুজরা গ্রুপ এ’তে নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও এএফসি-সিএএফ প্লে-অফ জয়ী দলের সঙ্গে লড়বে। অন্যদিকে গ্রুপ-বি’তে আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো, ইউক্রেন ও এশিয়া থেকে আসা তৃতীয় দল।  দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে গত মাসে ব্রাজিলকে ১-০ গোলে পরাজিত করে প্যারিস অলিম্পিক থেকে বিদায় করেছে আর্জেন্টিনা। যে কারণে টানা তৃতীয়বার পুরুষ ফুটবলে অলিম্পিক স্বর্ণ পাওয়া থেকে বঞ্চিত হয়েছে সেলেসাওরা। টোকিও অলিম্পিকে রৌপ্যপদক জয়ী স্পেন গ্রুপ সি’তে মিশর, ডোমিনিকান রিপাবলিক ও এএফসির দ্বিতীয় বাছাই দলের সঙ্গে খেলবে। এ ছাড়া গ্রুপ-ডি’তে রয়েছে প্যারাগুয়ে, ইসরায়েল, মালি ও এএফসির প্রথম বাছাই দল। আগামী ২৪ জুলাই থেকে পুরুষ ফুটবলের ইভেন্ট শুরু হবে। এর দুইদিন পর গেমসের উদ্বোধনী অনুষ্ঠান হবে। আর ৯ আগস্ট প্যারিসে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।  প্রতি গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।  ২০২৪ অলিম্পিক গেমসে পুরুষ ফুটবলের পূর্ণাঙ্গ ড্র : গ্রুপ-এ : ফ্রান্স, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, এএফসি-সিএএফ’র প্লে-অফ জয়ী দল গ্রুপ-বি : আর্জেন্টিনা, মরক্কো, এএফসি-৩, ইউক্রেন গ্রুপ-সি : এএফসি-২, স্পেন, মিশর, ডোমিনিকান রিপাবলিক গ্রুপ-ডি : এএফপি-১, প্যারাগুয়ে, মালি, ইসরায়েল উল্লেখ্য, আগামী ১৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ কাতারে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট ও তৃতীয় স্থান অর্জনকারী দল সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করবে। অন্যদিকে গেমসের সবশেষ দল হিসেবে অংশ নেবে এএফসি-সিএএফ’র প্লে-অফ জয়ী দল। আফ্রিকান দল গিনি ও এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের চতুর্থ দলের মধ্যে এই প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হবে।
২২ মার্চ ২০২৪, ১১:২১

যেসব জিকিরে সহজ হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ
জিকির মানে আল্লাহ তা'আলার স্মরণ। আর আল্লাহকে স্মরণই হচ্ছে যাবতীয় ইবাদতের প্রধান ও অন্যতম লক্ষ্য। এ প্রসঙ্গে আল্লাহ তা'আলা কোরআনে কারিমে ইরশাদ করেন, ‘আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। তোমরা যা কর আল্লাহ তা জানেন। ’ -সূরা আনকাবুত ৪৫ পবিত্র কোরআনে কারিমের অন্যত্র আল্লাহ তা'আলা আরও ইরশাদ করেন, ‘এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারী নারী- এদের জন্য আল্লাহ রেখেছেন ক্ষমা ও মহা প্রতিদান। ’ -সূরা আহজাব ৩৫ তাই মুসলমান হিসেবে আমাদের উচিত বেশি বেশি আল্লাহ রাব্বুল আল-আমিনের জিকির করা। জিকির বিষয়ে অভিজ্ঞ আলেমরা বলেছেন, নিম্নে উল্লেখিত জিকিরগুলো নিয়মিত আদায় করলে মৃত্যুর পর জান্নাতপ্রাপ্তি ও আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জন সহজ হয়। জিকিরগুলো হলো- এক. প্রতিদিন ১০০ বার করে ‘সুবহানাল্লাহ’ পাঠ করলে ১ হাজার সওয়াব লেখা হয় এবং  ১ হাজার গুনাহ ক্ষমা করা হয়। -সহিহ মুসলিম ৪২০৭৩ দুই. ‘আলহামদুলিল্লাহ’র জিকির মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং এটা সর্বোত্তম দোয়া। - তিরমিজি ৫৪৬২ ও ইবনে মাজা ২১২৪৯ তিন. ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ সর্বোত্তম জিকির। -তিরমিজি ৫৪৬২ ও ইবনে মাযা ২১২৪৯ চার. ‘সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ; ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার’ এই বাক্যগুলো আল্লাহতায়ালার নিকট অধিক প্রিয় এবং নবী করিম (সা.) বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের তুলনায় আমার নিকট অধিক প্রিয়। -সহিহ মুসলিম ৩১৬৮৫ ও ৪২০৭২ পাঁচ. যে ব্যক্তি ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ প্রতিদিন ১০০ বার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ (সগিরা) গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। -সহিহ বোখারি ৭১৬৮ ছয়. নবী করিম (সা.) বলেন, ‘সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লিল আজিম’ এই কালেমাগুলো উচ্চারণে খুব সহজ, মিজানের পাল্লায় ভারী ও দয়াময় আল্লাহতায়ালার নিকট অতি প্রিয় । -সহিহ বুখারি ৭১৬৮ সাত. যে ব্যক্তি ‘সুবহানাল্লাহিল আজিমি ওয়াবিহামদিহি’ পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে (জান্নাতি) খেজুর গাছ রোপন করা হবে । -তিরমিজি ৫৫১১ আট. নবী করিম (সা.) বলেন, ‘লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লাবিল্লাহ’ হচ্ছে জান্নাতের গুপ্তধনসমূহের মধ্যে একটি গুপ্তধন। -সহিহ বুখারি ১১২১৩ নয়. নবী করিম (সা.) বলেন, ‘সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর ওয়ালা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লাবিল্লাহ’- এই কালেমাগুলো হচ্ছে অবশিষ্ট নেকআমলসমূহ। -আহমাদ ৫১৩ দশ. হজরত নবী করিম (সা.) বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহতায়ালা তার প্রতি দশবার রহমত বর্ষণ করবেন। ইসলামি স্কলারদের অভিমত হলো, দরুদের মধ্যে সর্বোত্তম দরুদ হচ্ছে দরুদে ইব্রাহীম (সালাতের মধ্যে যে দরুদ পাঠ করা হয়)। এছাড়া ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ পাঠ করলেই দরুদ পাঠের বরকত পাওয়া যায়। নবী করিম (সা.) আরও বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার এবং বিকেলে দশবার দরুদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে। -আত-তারগিব ওয়াত তারহিব ১২৭৩ ওপরে বর্ণিত ফজিলত ও প্রতিশ্রুত পুরস্কারসমূহ অর্জন করার অভীষ্ট লক্ষ্যে প্রত্যেক মুসলমানের উচিত উল্লেখিত জিকিরগুলো নিয়মিত আদায় করা।  
০৮ মার্চ ২০২৪, ১৭:৩২

সহজ জয়ে কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে প্রথম লেগে এফসি কোপেনহেগেনের মাঠে ৩-১ ব্যবধানে তাদের হারিয়ে কোয়াটার ফাইনালে এক পা দিয়ে রেখেছিল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় লেগেও একই ব্যবধানে জয় পেয়েছে সিটিজেনরা। বুধবার (৬ মার্চ) দিবাগত রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে দ্বিতীয় লেগে এফসি কোপেনহেগেনকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রথম দশ মিনিটের মধ্যেই জোড়া গোল, পরে আর্লিং ব্রট হলান্ডের আরও এক গোলে জয় নিশ্চিত করে বাকি কাজ সেরে ফেলে পেপ গার্দিওলার দল। ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় সিটি। আলভারেসের কর্নারে বক্সে জটলার ভেতর থেকে দারুণ ভলিতে গোলটি করেন আকনজি। নবম মিনিটে আলভারেস নিজেই ব্যবধান দ্বিগুণ করেন। বলা যায়, আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে গোল উপহার দেন কোপেনহেগেন গোলরক্ষক কামিল গ্রাবারা। আলভারেসের কর্নারে রদ্রির হেড ক্রসবারে লাগার পর ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি সফরকারীরা। বাঁ দিকে বক্সের বাইরে বল পান আলভারেস। তার ডান পায়ের কোনাকুনি শট ছিল গোলরক্ষক বরাবর, কিন্তু গ্রাবারার হাত ফসকে বল জালে জড়ায়। খেলার ধারার বিপরীতে দারুণ এক প্রতি-আক্রমণে ২৯তম মিনিটে ব্যবধান কমায় কোপেনহেগেন। এলিয়োনোসি মাঝমাঠ থেকে বল ধরে এগিয়ে বক্সে সতীর্থকে পাস দিয়ে তিনি নিজেও ভেতরে ঢুকে পড়েন। ফিরতি বল পেয়ে ডান পায়ের নিচু শটে গোলটি করেন নরওয়ের এই ফরোয়ার্ড। আক্রমণে আধিপত্য ধরে রেখে প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান আবার বাড়িয়ে নেয় সিটি। রদ্রির উঁচু করে বাড়ানো বল বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন হলান্ড। তার সামনে ছিল প্রতিপক্ষের দুই ডিফেন্ডার। একটু জায়গা বানিয়ে বাঁ পায়ের নিচু শটে ঠিকানা খুঁজে নেন নরওয়ের তারকা। চ্যাম্পিয়ন্স লিগে ৩৭ ম্যাচে হলান্ডের গোল হলো ৪১টি। প্রতিযোগিতাটিতে সর্বোচ্চ গোলের তালিকায় সিটির সাবেক ফরোয়ার্ড সের্হিও আগুয়েরোর সঙ্গে যৌথভাবে ১৭তম স্থানে আছেন তিনি। অবশ্য আগুয়েরোর চেয়ে ৪২ ম্যাচ কম খেলেই তাকে ছুঁয়ে ফেললেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।  দ্বিতীয়ার্ধে অবশ্য খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি সিটি। ৬৬তম মিনিটে কোপেনহেগেনের একটি শট ঠেকান এদেরসন। ৮৮তম মিনিটে হলান্ডকে তুলে নেন গার্দিওলা। শেষ সময়ে রিকো লুইসের একটি প্রচেষ্টা ক্রসবারে লাগায় ব্যবধান আর বাড়েনি। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।    
০৭ মার্চ ২০২৪, ১৩:৪০

কোয়ালিফায়ারে খেলতে সহজ লক্ষ্য পেল বরিশাল
চলমান বিপিএলের শুরুতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে সবাই দুর্বল দল বলে বিশ্নেষণ করেছিল করেছিল অনেকেই। তাবে শেষ পর্যন্ত প্লে-অফ নিশ্চিত করেছে বন্দরনগরীর দলটি। প্লে-অফে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে তারা। আগে ব্যাট করে তামিম-রিয়াদদের ১৩৬ রানের লক্ষ্য দিয়েছে শুভাগত হোমের দল। সোমবার (২৬ ফেব্রুয়ারি) টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বরিশাল। ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় চট্টগ্রাম। ইনিংসের দ্বিতীয় ওভারে ৩ বলে ২ রান করে সাজঘরে ফেরেন তানজিদ তামিম। ১৩ বলে ৭ রান করে তামিমকে সঙ্গ দেন ইমরানুজ্জামান। পিচের এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন জশ ব্রাউন। তবে ইনিংস বড় করতে পারেনি এই ডান হাতি ব্যাটার। ২২ বলে ৩৪ রান করে আউট হন তিনি। এরপর ১১ বলে ১৭ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন টম ব্রুস। দলীয় ৬৪ রানে চার উইকেট হারিয়ে রানের গতি কিছুটা কমে যায় চট্টগ্রাম। এরপর সৈকত আলীকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক শুভাগত হোম। তবে পিচের বেশিক্ষণ থাকতে পারেনি দুজনের কেউই। ১৪ বলে ১১ রান করে সৈকত আউট হলে, ১৬ বলে ২৪ রান করে তাকে সঙ্গ দেন শুভাগত। ১৬ বলে ১১ রান করে আউট হন রোমারিও শেফার্ড। শেষ পর্যন্ত নাহিদুজ্জামানের ১৩ বলে ১০ রান এবং সালাউদ্দিন শাকিলের ১১ বলে ৮ রানের ইনিংসে ভর করে নয় উইকেট হারিয়ে ১৩৫ রানের লড়াকু পুঁজি পায় চট্টগ্রাম। ফরচুন বরিশালের হয়ে কাইল মায়ার্স, মোহাম্মদ সাইফউদ্দিন ও ওবেদ ম্যাককয় দুটি করে উইকেট নেন। এ ছাড়াও তাইজুল ইসলাম নেন এক উইকেট।
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৯

বাংলাদেশীদের ভিসা সহজ করতে চায় হর্ষবর্ধন শ্রিংলা
ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, প্রচুর বাংলাদেশি চিকিৎসা এবং লেখাপড়াসহ বিভিন্ন কারণে ভারতে আসেন। ভিসা নিয়ে কোনো বাংলাদেশির হয়রানি বা সমস্যা হওয়া উচিত নয়। তাই দুই দেশের ভিসা ব্যবস্থা আরও সহজ হওয়া উচিত। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) কলকাতার একটি পাঁচতারকা হোটেলে ‘ভারত বাংলাদেশ সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক’ শীর্ষক আলোচনায় এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। হর্ষবর্ধন শ্রিংলা একই সঙ্গে ভারতের ২০২৩ সালের জি২০ বিষয়ক প্রধান সমন্বয়কারী ছিলেন।  অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, অন্যদিকে ভিসার প্রক্রিয়া সহজ ও ভিসার মেয়াদ দীর্ঘ করা উচিত। হর্ষবর্ধন শ্রিংলা যা বলেছেন, তা বাস্তব সত্য বলেছেন। বহু কারণে বাংলাদেশিদের ভারতে যেতে হয়। ফলে ভিসা প্রক্রিয়া সহজ হওয়া উচিত এবং ভিসার মেয়াদ দীর্ঘ করা উচিত। নতুবা এর জন্য বাংলাদেশিদের ভোগান্তি হয়। আমি আশা করবো ভারত সরকার এ বিষয়ে গুরুত্ব দেবে। আমরাও ভারত সরকারের বিভিন্ন বিষয়ে যাদের সঙ্গে কথা বলি, তাদেরকেও এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি।  শ্রিংলা বলেন, দুই দেশে মানুষে মানুষে যোগাযোগ রাখার জন্য ভিসা প্রক্রিয়া সহজ হওয়া অত্যন্ত জরুরি। আমি যখন ছিলাম তখন বছরে ৫ লাখ ভিসা থেকে ১৫ লাখে নিয়ে এসেছিলাম। সবশেষ ২০ লাখ ভিসা দেওয়া হচ্ছিল। তবে আমি বর্তমানের কথা বলতে পারব না। আমি মনে করি ভিসা নিয়ে কোনো বাংলাদেশির হয়রানি বা সমস্যা হওয়া উচিত না।  তিনি দুই দেশের নিরাপত্তার বিষয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতির কারণে, ভারতের সুরক্ষা মজবুত হয়েছে। আমরাও (ভারত) বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর রাখি। আমাদের ভোলা উচিত নয়, সুরক্ষার বিষয়ে দুই দেশের আরও দায়িত্বশীল হতে হবে। আমাদের মধ্যে তৃতীয় কোনো রাষ্ট্র যেন মাথা ব্যথার কারণ হয়ে না দাঁড়ায়। তিস্তার বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, এতদিন অপেক্ষা করেছেন। আর একটু অপেক্ষা করেন। ভারতের নির্বাচনটা শেষ হলে সব উত্তর পেয়ে যাবেন। প্রতিবেশী দেশের সঙ্গে কি রকম সম্পর্ক হওয়া উচিত, তার একটি রোল মডেল ভারত-বাংলাদেশ সম্পর্ক। এ সম্পর্ক আগের থেকে আরও মজবুত হয়েছে।
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৫

‘এক চোখে সাকিবের পারফরম্যান্স করা সহজ হচ্ছে’
চলতি বিপিএলে চোখের সমস্যার কারণে ছন্দে ফিরতে হিমশিম খেতে হয়েছে সাকিব আল হাসান। তবে সবশেষ তিন ম্যাচে ব্যাট হাতে নিজের বিধ্বংসী রূপে ফিরেছেন তিনি। তবে এক চোখে সাকিব ভালো পারফরম্যান্স করেছে বলে মন্তব্য করেছেন রংপুরের বিদেশি ক্রিকেটার জেমি নিশাম। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন জেমি নিশাম । এ সময় সাকিবের চোখের সমস্যার কথা উঠলে তিনি বলেন, আসলে চোখের সমস্যা সম্ভবত তাকে সাহায্য করছে (হাসি)। এক চোখে খেলাটা আরও কাজ সহজ করে দিয়েছে তাকে । সে দারুণ একজন ক্রিকেটার। আমি জানি না তার চোখের কী সমস্যা হয়েছে। সে যা করছে, তাই ভালো হচ্ছে। প্রথম পাঁচ ম্যাচে তিন ইনিংসে ব্যাট করে মাত্র ৪ রান করে ছিলেন এই টাইগার অলরাউন্ডার। তবে সবশেষ তিন ম্যাচে ১৩০ রান করেছেন তিনি। তাই এক চোখই সাকিবকে সাহায্য করছে কি না এমন প্রশ্নের জবাবে নিশাম বলেন, হয়তো (হাসি)। যদি সে চোখে নাও দেখে, তাহলেও সে বল করতে নেমে যাবে। তিনি আরও বলেন, সে দারুণ খেলছে আমাদের হয়ে। সে অন্যতম সেরা ব্যাটার এবং একইঙ্গে অন্যতম সেরা বোলারও। দলের জন্য এটি বাড়তি সুবিধা। গত কয়েক ম্যাচে সে বেশ ভালো করেছে। আশা করি সে ফাইনাল পর্যন্ত এটা ধরে রাখতে পারবে। বিপিএলের দশম আসরের লিগ পর্ব প্রায় শেষ পর্যায়ে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সবার শীর্ষে আছে সাকিবদের দল রংপুর। ৯ ম্যাচে সাত জয় নিয়ে তারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সমান ১৪ পয়েন্ট করে পেয়েছে। নিজেদের শেষ ৬ ম্যাচেই টানা জয় পেয়েছে রংপুর। 
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়