• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo
তাপপ্রবাহ ব্যবস্থাপনায় রেড ক্রিসেন্টের কর্মশালা
তাপপ্রবাহ ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। রবিবার (৫ মে) সকালে রাজধানীর সিক্স সিজনস হোটেলে বিডিআরসিএস ও জার্মান রেডক্রসের সহযোগিতায় বিভিন্ন পর্যায়ের অংশীদারদের উপস্থিতিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার মূল উদ্দেশ্য ছিলো বাংলাদেশে তাপপ্রবাহের মাত্রা ও এর প্রভাব হ্রাসে করণীয়গুলো চিহ্নিতকরণসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ে তাপপ্রবাহ সম্পর্কিত অংশীজনদের কার্যক্রমকে আরও সমন্বিতভাবে এগিয়ে নিতে উপায় খুঁজে বের করা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান, এমপি। তিনি বলেন, বাংলাদেশে তাপপ্রবাহের ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় সরকারের সহযোগী হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহের যে উদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা খুবই উদ্বেগজনক। চরম বিপদাপন্ন এই পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশে থাকতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, তাপপ্রবাহকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিতে অন্তর্ভুক্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এর প্রভাব হ্রাস করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান সরকার।  কর্মশালার সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. ইউ. কবীর চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, তাপপ্রবাহে আগাম সতর্কতা সমীক্ষার মাধ্যমে দরিদ্র মানুষের বিপদগুলো চিহ্নিত করে একটি কর্মপরিকল্পনা তৈরি করতে সক্ষম হয়েছে বিডিআরসিএস। সে মোতাবেক আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আমরা তা মোকাবিলায় কাজ করছি। কিন্তু আমাদের একার পক্ষে ভয়াবহ এ পরিস্থিতি সামাল দেয়া সম্ভব নয়। সরকারী ও বেসরকারী পর্যায়ের সকল অংশীজনের সম্মিলিত প্রয়াসে একটি সমন্বিত কৌশলই পারে এর প্রভাবে কমিয়ে বিপদগ্রস্থ মানুষের দুর্দশা লাঘব করতে। আমি আশাবাদী তাপপ্রবাহের প্রভাব মোকাবিলা ও হ্রাস করার মধ্য দিয়ে জীবন ও জীবিকা রক্ষায় আমাদের সকলের প্রচেষ্টা চলমান থাকবে। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান, বিডিআরসিএস’র মহাসচিব কাজী শফিকুল আযম ও আইএফআরসি’র হেড অব ডেলিগেশন আলবার্টো বোকানেগ্রা। এছাড়াও সোসাইটির উপ-মহাসচিব সুলতান আহমেদ, আর্শট রকফেলার ফাউন্ডেশন কর্তৃক ঢাকায় নিয়োজিত চিফ হিট অফিসার বুশরা আফরিন, সোসাইটির বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আইসিডিডিআরবি, ঢাকা বিশ্ববিদ্যালয়, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, আবহাওয়া অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা এ সংক্রান্ত তাদের নিজ নিজ কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। কর্মশালায় উপস্থিত সকল অংশীজনদের উন্মুক্ত আলোচনায় উঠে আসে তাদের অভিজ্ঞতা ও সীমাবদ্ধতা। কর্মশালাটি তাপপ্রবাহে কর্মরত সকল অংশীজনদের মধ্যে সহযোগিতা এবং অভিজ্ঞতা ও মতামত বিনিময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। কর্মশালা থেকে প্রাপ্ত অভিজ্ঞতা সারাদেশের চলমান তাপপ্রবাহের বিপদে থাকা অঞ্চলগুলোর মানুষের জীবন ও জীবিকা রক্ষায় চলমান প্রচেষ্টায় উল্লেখযোগ্য অবদান রাখতে পারে।  
০৫ মে ২০২৪, ১৮:৪৯

রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন ১ লাখ ১০ হাজার
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রতিষ্ঠানটি ঢাকায় হেলথ ডিপার্টমেন্টে ডিরেক্টর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: ডিরেক্টর, হেলথ ডিপার্টমেন্ট যোগ্যতা: মেডিকেল-সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাবলিক হেলথ/হেলথ সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেয়া হবে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন থাকতে হবে। সরকারি বা বেসরকারি হাসপাতালে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অবসরপ্রাপ্ত সরকারি বা আধা সরকারি মেডিকেল কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন, প্রোগ্রাম/ফিন্যান্স রিপোর্টিংয়ে অভিজ্ঞ হতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। বয়স: ৫০ থেকে ৬২ বছর চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য) কর্মস্থল: ন্যাশনাল হেডকোয়ার্টার্স, বিডিআরসিএস, ঢাকা। বেতন: মাসে ১,১০,০০০ টাকা। আবেদন যেভাবে: আগ্রহীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে এপ্লাই অনলাইন বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময়: ৯ মে ২০২৪ পর্যন্ত।
০৪ মে ২০২৪, ০৯:৪৫

রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের সঙ্গে সুপ্রিম কোর্ট বার সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দেশের আইনজীবীদের অন্যতম সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সম্পাদক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। বৃহস্পতিবার (২ মে) এ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তারা। সাক্ষাৎ কালে রেড ক্রিসেন্টকে বঙ্গবন্ধুর স্বপ্নের রেড ক্রিসেন্ট গড়ে তুলতে একসঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ হন ‍উভয়ে। ২৮ এপ্রিল অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরী রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২৫ এপ্রিল মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরীকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়।
০৩ মে ২০২৪, ২২:১৪

বঙ্গবন্ধুর সমাধিতে রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পর্ষদের শ্রদ্ধা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী হেলাল এবং নবনির্বাচিত ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা।  বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিস্থলে পৌঁছে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। উপস্থিত নবনির্বাচিত ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা হলেন- মুন্সী কামরুজ্জামান কাজল, অ্যাড. সোহানা তাহমিনা, মো. মস্তাক আহমদ পলাশ, রবীন্দ্র মোহন সাহা (রবি), মো. আব্দুল হামিদ, অ্যাড. মাহাবুবার রহমান তালুকদার, রাজিয়া সুলতানা লুনা, আলহাজ্ব গাজী মোজাম্মেল হোসেন টুকু, অ্যাড. শিহাব উদ্দিন শাহিন, বীর মুক্তিযোদ্ধা এস এম নূর মোহাম্মদ (দুলু), মফিজুর রহমান বাবলু। এ সময় আরও উপস্থিত ছিলেন সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম। পরে উপস্থিত সকলে গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট পরিদর্শন করেন। এ সময় গোপালগঞ্জ জেলায় সোসাইটির সার্বিক কার্যক্রম নিয়ে ইউনিট কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তারা। উল্লেখ্য যে, গত ২৫ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান পদে নিযুক্ত হন। এর আগে ২০ এপ্রিল নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয় এবং গঠিত হয় ২০২৪-২০২৬ মেয়াদে ব্যবস্থাপনা পর্ষদের নতুন কমিটি।  
০১ মে ২০২৪, ১৬:০১

মদিনায় রেড এলার্ট!
ব্যাপক বৃষ্টিপাত সৌদি আরবের বিভিন্ন স্থানে পানি জমে বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অতিমাত্রায় বৃষ্টির কারণে মদিনায় রেড এলার্ট জারি করা হয়েছে। এছাড়া মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদপ্তরের তরফ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মদিনার জন্য সর্বোচ্চ লাল সতর্কতা জারি করেছে সংস্থাটি। মদিনায় আরও বজ্রসহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইয়ে যাবে বলে জানানো হয়েছে।   غرق عدد من السيارات في سيول #المدينة_المنورة بعد هطول أمطار غزيرة #مصدر_للأخبار pic.twitter.com/77QRnzgqQX — مصدر (@MSDAR_NEWS) April 29, 2024 এতে আরও বলা হয়েছে, মদিনার আল ইসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পানিতে উপত্যকা এবং বিভিন্ন প্রাচীরে পানি উপচে পড়েছে। এছাড়া বৃষ্টির পানির কারণে সৃষ্ট বন্যায় অনেক রাস্তায়ও গাড়ি ডুবে গেছে। এতে অনেক সড়ক বন্ধের পাশাপাশি বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।   فيديو | مشاهد لجريان السيول في أودية محافظة العيص بعدسة ماهر الجهني#الإخبارية pic.twitter.com/fUQlEJAcF5 — قناة الإخبارية (@alekhbariyatv) April 29, 2024 মদিনার সিভিল ডিফেন্স অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধের পাশাপাশি উপত্যকা এবং জলধারাগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। কৃষিপণ্য পরিবহনের রাস্তা দিয়ে চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছে সংস্থাটি।   كميات السيول
০১ মে ২০২৪, ০৬:৫৪

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার (২৮ এপ্রিল) সকালে সোসাইটির জাতীয় সদর দপ্তরে যোগদান করেন তিনি।  এসময় তাকে ফুল দিয়ে বরণ করেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান, কোষাধ্যক্ষ ও সদস্যবৃন্দ এবং সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে সোসাইটির মহাসচিব ।  দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করে অধ্যাপক ডা. এম. ইউ. কবীর চৌধুরী বলেন, ‘বিশ্বব্যাপী মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী একটি আন্দোলন রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলন। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের কর্মীরা আর্তমানবতার সেবায় নিজেদেরকে সঁপে দিয়েছিলেন। যুদ্ধবিদ্ধস্ত সদ্য স্বাধীন বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) একটি আদর্শ মানবিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। পাঁচ দশকেরও বেশি সময় ধরে সংগঠনটি যেকোন দুর্যোগে ক্ষতিগ্রস্ত, অসহায়, দুস্থ ও বিপন্ন মানুষকে সেবা প্রদানের মাধ্যমে তাৎক্ষণিক দুর্দশা লাঘবে কাজ করেছে। মানবিক এ সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আমার উপর অর্পিত এই গুরু দায়িত্ব সঠিকভাবে পালনে আমি সর্বোচ্চ সচেষ্ট থাকবো।’ দায়িত্ব গ্রহণের পর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন অধ্যাপক ডা. এম. ইউ. কবীর চৌধুরী, সোসাইটির ভাইস চেয়ারম্যান, কোষাধ্যক্ষ ও ব্যবস্থাপনা পর্ষদ সদস্যবৃন্দ। পরে বনানী কবরস্থানে ১৫ আগস্টে শহীদ জাতির পিতার পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান ও তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্তলাল সেন ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমের সাথে সৌজন্য সাক্ষাত করেন অধ্যাপক ডা. এম. ইউ. কবীর চৌধুরী। গেলো বৃহস্পতিবার, ২৫ এপ্রিল মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরীকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান পদে দায়িত্ব প্রদান করেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 
২৮ এপ্রিল ২০২৪, ১৬:৪৭

রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান এম ইউ কবীর চৌধুরী
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী। ২৮ এপ্রিল থেকে আগামী তিন বছর সংগঠনটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তিনি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির ১৯৭৩ সনের ২৬ নং আদেশ-এর ১০ (১) আর্টিকেল এ বর্ণিত ক্ষমতাবলে অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরীকে ৩ (তিন) বছর মেয়াদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করেন।  বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার সিনিয়র সহকারী সচিব স্নেহাশীষ দাশ স্বাক্ষরিত অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরীকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়। অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ১৯৭৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং একই কলেজে ১৯৭৬ সালে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীকালে তিনি ভিয়েনা ইউনিভার্সিটি থেকে এক্সিলেন্ট গ্রেডে চর্ম ও যৌনরোগে উচ্চতর ডিগ্রি লাভ করেন।  অতঃপর গ্লাসগো রয়েল কলেজ ফেলোশিপ সনদ এবং আমেরিকান কলেজ অব এনজিওলজি থেকে এ্যাসোসিয়েট ফেলো নির্বাচিত হন। তিনি বর্তমানে আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজির আর্ন্তজাতিক ফেলো হিসাবে সংযুক্ত আছেন এবং প্রতি বছর আমন্ত্রিত অতিথি হিসাবে অংশগ্রহণ করেন।  তিনি লন্ডনের সেন্টথমাস হসপিটালে স্কিন প্যাথলজি, আমেরিকার হার্ভার্ড মেডিকেল স্কুলে লেজার ও দিল্লির এইমস থেকে স্কিন সার্জারিসহ স্নাতকোত্তর পর্যায়ের প্রশিক্ষণ গ্রহণ করেন। কানাডার অটোয়া ইউনিভার্সিটি ও আমেরিকার ইউনিভার্সিটি অব মিসিসিপি মেডিকেল সেন্টারে ভিজিটিং অধ্যাপক হিসাবে বিভিন্ন সময়ে পাঠদান করেন। বর্তমানে তিনি এম. এইচ. শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, তিনি ২০০৩ সালে বাংলাদেশের প্রথম ও একমাত্র চিকিৎসক হিসাবে কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগদান করেন। তিনি ‘Kabir’s Dermatology in Practice’ ও ‘A Treatise on Topical Corticosteroids in Dermatology’ সহ অনেক প্রসিদ্ধ গ্রন্থের প্রণেতা। তিনি বৃক্ষমানব খ্যাত আবুল বাজানদারের চিকিৎসায় অন্যতম স্কিন ও লেজার সার্জন হিসাবে অংশগ্রহণ করেন এবং জটিলরোগের সফল চিকিৎসা করে বিশ্বখ্যাতি অর্জন করেন।   সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ডা. কবীর চৌধুরী ১৯৫১ সালের ৩০ ডিসেম্বর সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার বাবা গোলাম কাদির চৌধুরী ও মা রোকেয়া কাদির চৌধুরী।  তিনি মহান মুক্তিযুদ্ধে একজন মেডিকেল শিক্ষার্থী হিসাবে মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাটিপাড়া ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা প্রদান করার পাশাপাশি শহীদ মুক্তিযোদ্ধার জানাজা ও সমাধির ব্যবস্থা করেন।  তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট ইন্টার্ন চিকিৎসক হিসাবে দায়িত্বরত অবস্থায় বঙ্গবন্ধু পরিবারের আহত সদস্যদের জরুরি চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসাবিদ্যায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ডা. এম. ইউ. কবীর চৌধুরী ২০২০ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।  এছাড়া তিনি ভারতের অল ইন্ডিয়া মহাত্মা গান্ধী ইন্সস্টিটিউট অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে মুক্তিযুদ্ধ ও চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য ২০২৩ সালে ‘মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার’ লাভ করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। সর্বোপরি, অধ্যাপক ডা. এম. ইউ. কবীর চৌধুরী প্রায় ৫০ বছরের কর্মজীবনে চিকিৎসাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজসহ ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজে বিনামূল্যে পাঠদান করেন। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একজন আজীবন সদস্য।
২৬ এপ্রিল ২০২৪, ০০:২৯

রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের নতুন কমিটি গঠন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২০২৪-২০২৬ মেয়াদে গঠিত হলো ব্যবস্থাপনা পর্ষদের নতুন কমিটি। শনিবার (২০ এপ্রিল) রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহাবের অনুমতিক্রমে অনুষ্ঠিত ভোটের ফলাফল ঘোষণা করেন ব্যবস্থাপনা পর্ষদের বিদায়ী কমিটির সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। নতুন ব্যবস্থাপনা পর্ষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন লুৎফুর রহমান চৌধুরী হেলাল। ট্রেজারার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন মোহাম্মদ আব্দুস ছালাম। ২০২৪-২০২৬ মেয়াদে ব্যবস্থাপনা পর্ষদ এর সাধারণ সদস্য পদে নির্বাচিত হন মুন্সী কামরুজ্জামান কাজল, এ্যাড. সোহানা তাহমিনা, মো. মস্তাক আহমদ পলাশ, রবীন্দ্র মোহন সাহা (রবি), মো. আব্দুল হামিদ, এ্যাড. মাহাবুবার রহমান তালুকদার, রাজিয়া সুলতানা লুনা, আলহাজ্ব গাজী মোজাম্মেল হোসেন টুকু, এ্যাড. শিহাব উদ্দিন শাহিন, বীর মুক্তিযোদ্ধা এস এম নূর মোহাম্মদ (দুলু), মফিজুর রহমান বাবলু, রেহানা আশিকুর রহমান। আগামী তিন বছরের জন্য সোসাইটির পরিচালনা সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখবেন নতুন এই ব্যবস্থাপনা পর্ষদ।  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং সারাদেশে রেড ক্রিসেন্টের ৬৮টি ব্রাঞ্চের মধ্যে ৬৭টি ব্রাঞ্চের নির্বাচিত ডেলিগেটদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয় নতুন এই কমিটি। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বরগুনা জেলা রেড ক্রিসেন্ট এর সেক্রেটারি ও ডেলিগেট অ্যাড. মো. আবদুল মোতালেব মিয়া এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট এর সেক্রেটারি ও ডেলিগেট মকবুল হোসেন মিন্টু এবং চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট এর সেক্রেটারি ও ডেলিগেট মো. শহিদুল ইসলাম শাহান। রাষ্ট্রপতির ১৯৭৩ সালের ২৬নং আদেশের ধারা ৯ (১) অনুযায়ী তিন বছর মেয়াদে এই ব্যবস্থাপনা পর্ষদ বা ম্যানেজিং বোর্ড গঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে গতিশীল রাখতে ও সেবার পরিধি বাড়াতে প্রতি তিন বছরের জন্য নির্বাচনের মাধ্যমে গঠিত হয় সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ। সোসাইটির অর্ডিনারি সাধারণ সভা (ওজিএম) অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহাব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, সোসাইটির মহাসচিব, উপ-মহাসচিব, বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) হেড অব ডেলিগেশন অ্যালবার্টো বোকানেগ্রা ও বিভিন্ন পার্টনার ন্যাশনাল সোসাইটির প্রতিনিধিবৃন্দ।
২০ এপ্রিল ২০২৪, ২২:১৬

রেড ক্রিসেন্ট’র স্বাধীনতা দিবস উদযাপন
নানা আনুষ্ঠানিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।  স্বাধীনতার ৫৩ বছর পুর্তির এ আয়োজনের মধ্যে ছিল জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ ও রক্ত সংগ্রহ কার্যক্রম। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৯টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে জাতীয় পতাকা উত্তোলন করেন সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমান ও ব্যবস্থাপনা পর্ষদ সদস্য সিকদার নূর মোহাম্মদ দুলু। সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম উত্তোলন করেন রেড ক্রিসেন্ট পতাকা। পরে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।  মো. নূর-উর রহমান বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত স্বাধীন বাংলাদেশে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করতে প্রত্যেককে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে। মহান স্বাধীনতা দিবসে রেড ক্রিসেন্টকে একটি আদর্শ মানবিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে যুব-স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানান তিনি।  এ সময় সামাজিক অবক্ষয়ের এই সময়ে যুব স্বেচ্ছাসেবকদের সততার সঙ্গে কাজ করে আগামী প্রজন্মের জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পরামর্শ দেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য সিকদার নূর মোহাম্মদ দুলু।  মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম বলেন, উন্নতির সবগুলো সূচকেই বাংলাদেশের অগ্রগতি দৃশ্যমান। উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাচ্ছি। এ ধারা অব্যাহত রেখে আগামী প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়াই হোক আমাদের অঙ্গীকার।  দিবসটি উদযাপনের আনুষ্ঠানিকতায় সোসাইটির উপ-মহাসচিব সুলতান আহমেদ, বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। সোসাইটির সদর দপ্তরের আনুষ্ঠানিকতা শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সোসাইটির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও যুব-স্বেচ্ছাসেবকরা।  এছাড়া দিবসটি উপলক্ষে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়। দেশের বিভিন্ন স্থানে রক্ত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।  
২৬ মার্চ ২০২৪, ১২:৫৪

মস্কোর রেড স্কয়ারে ভাষণ দিলেন পুতিন
নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর মস্কোর রেড স্কয়ারে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেইনের ক্রাইমিয়া উপদ্বীপ দখলের দশম বর্ষপূর্তিতে রেড স্কয়ারে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আপন দেশের সৈকতে ফিরে এসেছে এই উপদ্বীপ। রুশ বাহিনীর দখল করা দনবাস এবং ইউক্রেইনের অন্যান্য অংশকেও ‘নতুন রাশিয়ার’ অংশ বলে বর্ণনা করেছেন পুতিন। উপস্থিত লোকজন এ সময় রাশিয়া, রাশিয়া ধ্বনিতে স্লোগান দেয়। পুতিনের সংক্ষিপ্ত ভাষণের পর জাতীয় সংগীত গওয়া হয়। এরপর পুতিন উপস্থিত জনতাকে নির্বাচনে জয় এনে দেওয়ার জন্য ধন্যবাদ জানান। এরপর শুরু হয় কনসার্ট। কনসার্ট শেষ হয় দেশাত্মবোধক গান এবং কবিতার মধ্য দিয়ে। পুতিন ভাষণে বলেন, ক্রাইমিয়া হচ্ছে, সর্বোপরি এর জনতা। সেভাস্তোপোল এবং ক্রাইমিয়ার জনগণ আমাদের গর্ব। রেড স্কয়ারের সমাবেশে তিনি জানান, রোস্তভ থেকে অধিকৃত দোনেৎস্ক, মারিউপোল এবং বারদিয়ানস্ক পর্যন্ত রেলওয়ে লাইন দক্ষিণ এবং পূর্ব ইউক্রেইনে নতুন করে চালু করা হয়েছে। এখন সেটি ক্রাইমিয়ার বন্দরনগরী সেভাস্তোপোল পর্যন্ত বাড়ানো হবে। ক্রাইমিয়া ১০ বছর আগে রাশিয়া দখল করে নিলেও উপদ্বীপটি আন্তর্জাতিকভাবে ইউক্রেইনের অংশ হিসাবে স্বীকৃত। পুতিন তার ভাষণে রাশিয়ার রেস্তোভ-অন-ডন থেকে ক্রাইমিয়ায় নতুন রেলওয়ে চালুর ঘোষণা দেন। ২০১৪ সালে ক্রাইমিয়া দখল করে রাশিয়া। রাশিয়ার মূল ভূখন্ড থেকে ক্রাইমিয়া পর্যন্ত একটি সেতু চালু হয় ২০১৮ সালে। কিনতু ইউক্রেইন যুদ্ধ শুরুর পর থেকে সেতুটি বারবার হামলার শিকার হয়েছে। এই রেলওয়ে হবে সেই সেতুরই বিকল্প পথ। রেড স্কয়ারে জনতার উদ্দেশে পুতিন বলেন, আমরা এভাবেই একসঙ্গে হাতে হাত ধরে এগিয়ে যাব। এটি কথায় নয় কাজে করে দেখানো হবে। এতে সত্যিই মজবুত হব আমরা।
১৯ মার্চ ২০২৪, ০২:৪৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়