• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

২৪ ঘণ্টার আলটিমেটামের পর কুবি শিক্ষকদের অবস্থান কর্মসূচি  

কুবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ মে ২০২৪, ২০:০১
২৪ ঘণ্টার আলটিমেটামের পর কুবি শিক্ষকদের অবস্থান কর্মসূচি  
ছবি : আরটিভি

দুই দফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফএম আব্দুল মঈনকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পর অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি।

বুধবার (৬ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

গত ২৮ এপ্রিল উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানের নেতৃত্বে ‘অপেশাদার কতিপয় শিক্ষক’, অছাত্র ও বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষকদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদত্যাগ অথবা অপসারণের এক দফা ও সকল সন্ত্রাসীদের বিচারের জন্য প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল কুবি শিক্ষক সমিতি। দাবি পূরণ না হওয়ায় অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি।

কর্মসূচির বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘গত ২৮ এপ্রিল উপাচার্য ও ট্রেজারারের নির্দেশে বহিরাগত ও সাবেক শিক্ষার্থীদের দ্বারা শিক্ষকদের ওপর হামলা হয়েছে। এই হামলাকারীদের বিচারের দাবি এবং উপাচার্য ও ট্রেজারারের পদত্যাগের এক দফা দাবিতে আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে।’

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh