• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ধামরাইয়ে কালবৈশাখীতে দেয়ালচাপায় ২ জনের মৃত্যু

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ মে ২০২৪, ২০:১২
ধামরাইয়ে কালবৈশাখীতে দেয়ালচাপা পরে ২ জনের মৃত্যু
ছবি : সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে কালবৈশাখী ঝড়ে ঘরের দেয়াল চাপা পরে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

সোমবার (৬ মে) দুপুর ২টার দিকে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম।

এর আগে রোববার রাতে আহত চারজনকে সাভারের এনাম মেডিকেলে নিলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহতরা হলেন, নওগাঁ জেলার মান্দা থানার কুরুগ্রামের ফকির উদ্দিন সরকারের ছেলে আনিছুর রহমান (৫৩) ও গাইবান্ধার পলাশবাড়ী থানার মৃত মতিয়ার রহমানের ছেলে শাহারুল আলম (৫২)। তারা ওই প্রজেক্টের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। আহত তিনজনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং আহত হামিদ আলী ও আল-মানুন চিকিৎসাধীন।

পুলিশ জানায়, রোববার মধ্যরাতে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের আড়ালিয়া গ্রামের এসএস অ্যাগ্রো কমপ্লেক্স লিমিটেডের ভেতরের একটি কক্ষে সাতজন নিরাপত্তাকর্মী অবস্থান করছিলেন। হঠাৎ কালবৈশাখী ঝড়ে প্রথমে ওই কক্ষের চাল উড়ে নিরাপত্তাকর্মীদের ওপরে পরে। পরে দেয়ালও তাদের ওপর ধসে পরে।

এ সময় তাদের মধ্যে পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের চিকিৎসা চলছে। আহত একজন সামান্য আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এসএস অ্যাগ্রো কমপ্লেক্স লিমিটেডের হিসাবরক্ষণ কর্মকর্তা কৃষ্ণ বলেন, তারা এখানে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। রাতে ঝড়বৃষ্টি হলে টিনের চালা পড়ে তারা আহত হন। এরমধ্যে দুজনের মৃত্যু হয়েছে। অন্য দুজন চিকিৎসা নিচ্ছেন।

এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ডিউটি ইনচার্জ মো. ইউসুফ আলী বলেন, রাতে ৪ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজন মারা গেছেন। বাকি দু’জনের চিকিৎসা চলছে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, দুজন মৃত্যুর খবর পেয়ে আজ সকালে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। তারা শঙ্কামুক্ত রয়েছেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবার তাপপ্রবাহ কেন বাড়ল, জানাল আবহাওয়া অফিস
ধামরাইয়ে উপজেলা নির্বাচন অফিসারকে প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন 
যে দুই বিভাগ দিয়ে শুরু হবে কালবৈশাখী
যে পাঁচটি প্রশ্ন মায়েদের অবশ্যই করা উচিত
X
Fresh