• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo
নিখোঁজের ২ দিন পর মিলল যুবকের মরদেহ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের দুদিন পর গৌরাঙ্গ চন্দ্র দাস (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (৭ মে) দুপুরে উপজেলার পূর্বাচল বঙ্গবন্ধু চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিউশন সেন্টারের নিচতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গৌরাঙ্গ চন্দ্র দাস রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার ললিত মোহনের ছেলে। তিনি এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে ভিডিও পোগ্রামের কাজ করতো। স্থানীয়রা জানান, রোববার সকালে গৌরাঙ্গ চন্দ্র দাস নিজ বাড়ি থেকে কাঞ্চনবাজারে চুল কাটানোর জন্য বের হন। পরে রাত ১১টার দিকে তার সঙ্গে মোবাইলে ভগ্নীপতি কৃষ্ণ গোপালের সঙ্গে সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। সেই সঙ্গে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর আজ (মঙ্গলবার) পূর্বাচল বঙ্গবন্ধু চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিউশন সেন্টারে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ নিয়ে যায়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক চন্দ্র সাহা বলেন, মরদেহ পড়ে থাকার খবর পেয়ে নিখোঁজের পরিবারের লোকজন এসে শনাক্ত করেন মরদেহটি। প্রাথমিকভাবে মরদেহের শরীরের আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে

রাজধানীতে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর লালবাগের একটি বাসা থেকে রিতা রানী সাহা (৭১) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত হরিদাস সাহার স্ত্রী। সোমবার (৬ মে) দিবাগত রাত ১২টার দিকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে ভোর ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ বলেন, খবর পেয়ে তারা লালবাগের ৪২ নম্বর সুবল দাস রোডের একটি ভবনের ফ্ল্যাট থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন। তারা ওই বৃদ্ধাকে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত দেখতে পান। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, পরিবারের লোকজনের কাছ থেকে তারা জানতে পেরেছেন, রাতে ছেলের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে ওই বৃদ্ধা অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
১২ ঘণ্টা আগে

বগুড়ায় আ.লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার 
বগুড়ার আদমদীঘিতে নিজ ঘরে এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। তার নাম মোখলেছুর রহমান (৬০)। সোমবার (৬ মে) সন্ধ্যায় ওই আওয়ামী লীগ নেতার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।  এর আগে দুপুরে আদমদীঘি বাজার এলাকায় তার ভাড়া বাসার শোয়ার কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।    স্থানীয়দের বরাতে জানা যায়, মোখলেছুর রহমান উপজেলার বিনাহালী গ্রামের মৃত ইসমাইল হোসেন মন্ডলের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ছিলেন। মোখলেছুর রহমান তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ওই ভাড়া বাসায় থাকতেন। তার প্রথম স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন।  মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী। ওসি রাজেশ বলেন, সোমবার দুপুরে ভাড়া বাসার শোয়ার কক্ষে ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ওসি রাজেশ আরও বলেন, প্রাথমিক তদন্তে ধারণ করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে সঠিক তথ্য জানা যাবে। এ জন্য নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে

চাঁদপুরে পৃথক ঘটনায় নববধূসহ ২ মরদেহ উদ্ধার
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় নববধূ ও এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (৬ মে) হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দ আলী হাজী বাড়ি থেকে মাহফুজুর রহমান (১৯) ও দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের নমসূত্র বাড়ি থেকে নববধূ নুসরাত জাহান মাহির (২০) মরদেহ উদ্ধার করে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গোপিনাথ অধিকারী।  মাহফুজুর রহমান হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দ আলী হাজী বাড়ির খোরশেদ আলমের ছেলে। প্রেমঘটিত কারণে মাহফুজ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে পরিবারের কোনো সদস্যই গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। অপরদিকে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের নমসূত্র বাড়ি থেকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও শাহরাস্তির শোরশাক চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের বাংলা প্রভাষক জাকির হোসেন ফরিদের স্ত্রী নববধূ নুসরাত জাহান মাহির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  গত ১২ এপ্রিল (শুক্রবার) ফরিদ ও মাহির সামাজিকভাবে বিয়ে হয়। মাত্র ২৪ দিনের মাথায় নুসরাত জাহান মাহি আত্মহত্যা করলেন। নুসরাত জাহান মাহি শোরশাক চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। শিক্ষক-ছাত্রী প্রেম করেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলে পারিবারিকভাবে জানা গেছে। জাকির হোসেন ফরিদ জানান, সে সকালে নাস্তা করে কলেজে চলে যায়। কলেজ যাওয়ার পর তার ভাগনে তাহসিন স্ত্রী নুসরাত মাহির আত্মহত্যার ঘটনা মোবাইলে জানায়। তাৎক্ষণিকভাবে তিনি কলেজ থেকে দ্রুত বাড়িতে আসেন। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় একজন তরুণ ও আরেকজন গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে। বিকেলে উভয় মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
০৬ মে ২০২৪, ১৯:৩৩

জাবিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম জিসান আহম্মেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের আলবেরুনি হলের কর্মচারী মো. নজরুল ইসলামের মেজো ছেলে। সোমবার (৬ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের সালাম বরকত ও তাজউদ্দীন হল সংলগ্ন সড়কের পার্শ্ববর্তী একটি গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পান পথচারীরা। খবর দেওয়ার পর আশুলিয়া থানা পুলিশ সকাল ৭টায় মরদেহটি উদ্ধার করে। আলবেরুনী হলের কর্মচারীদের সূত্রে জানা গেছে, জিসান পরিবারের সঙ্গে ক্যাম্পাসের পার্শ্ববর্তী কলাবাগান এলাকায় আনসার ক্যাম্পের পেছনে থাকতেন। তাদের পৈতৃক নিবাস শেরপুর জেলার সদর থানায়। স্থানীয় একটি কলেজে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা শেষে তিনি একটু গরুর খামার দেখাশোনা করতেন। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। জিসানের বড় ভাই ওলিউল্লাহ জানান, রোববার সন্ধ্যায় ঝড়ের আগে সে বাড়ি থেকে বের হয়ে যায়৷ পরে ঝড় থামলে বাড়িতে ফিরলে মা তাকে এতক্ষণ কোথায় ছিল এটা জিজ্ঞেস করে? গরুকে পানি খাওয়ানো হয় নাই এজন্যে বকাঝকা করে৷ পরে সে আবার রাগ করে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। আশুলিয়া থানার এসআই জি এম আসলামুজ্জামান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে। কোনো অভিযোগ না থাকায় তারা মরদেহ দাফনের অনুমতি চেয়েছে পরিবার। তবে এখনও মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়নি। জেলা প্রশাসকের অনুমতির জন্য অপেক্ষা করা হচ্ছে। পরবর্তীতে কোনো অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জিসানের বাবা নজরুল ইসলাম বলেন, সে সন্ধ্যার সময় বাসা থেকে বেরিয়েছিল এবং আনুমানিক রাত সাড়ে ৯টায় বাসায় ফিরে আসে। তার মা তাকে বলেছিল এত রাতে কোথায় ছিলি, গরুগুলোকে এখনও পানি খাওয়ানো হয়নি, এ বিষয়ে তার মায়ের সঙ্গে একটু কথা কাটাকাটি হয় এবং সে পুনরায় বাসা থেকে বেরিয়ে যায়। পরে রাতে তাকে অনেক খোঁজাখুঁজি করা হলেও কোথাও খুঁজে পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, জিসান কোনো ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন না। নেহাত ভদ্র ছেলে হিসেবেই তিনি সবার কাছে পরিচিত। কিন্তু এরকম কেন করলো এলাকাবাসী বিষয়টি কোনোভাবেই মানতে পারছে না।  ক্যাম্পাসের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বলেন, ‘এই ছেলেকে আমি ব্যাক্তিগত ভাবে চিনি, সে খুবই ভদ্র ছেলে। মায়ের সঙ্গে হালকা কথা কাটাকাটির পর ঘর থেকে বেরিয়ে আসলে তার খোঁজ করে পাওয়া যায়নি। এখানে তার পরিবারের কারও কোন অভিযোগ নেই। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে পুলিশ অপমৃত্যুর মামলা নিয়ে মরদেহ দাফনের অনুমতি দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আনসার ক্যাম্পের পেছনে ঘটনাস্থল হওয়ায় তাদের এখানে থেকে সরাসরি দেখা যায়। আমি এসে দেখে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ নামায়।’
০৬ মে ২০২৪, ১৬:১৫

জাবির জঙ্গলে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জঙ্গল থেকে জিসান আহমেদ (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ মে) সকাল সাড়ে ৬টায় জাবির শহীদ সালাম বরকত হল-সংলগ্ন জঙ্গলে ওই যুবকের মরদেহ ঝুলতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। নিহত জিসান আহমেদ বিশ্ববিদ্যালয়ের আল বেরুনি হলের কর্মচারী নজরুল ইসলামের ছেলে। তার বাড়ি শেরপুর সদর উপজেলার চর শাহাবদীতে। তারা বিশ্ববিদ্যালয়ের কলাবাগান-সংলগ্ন এলাকায় থাকতেন। কয়েকজন জানান, জিসান সম্প্রতি এসএসসি পরীক্ষা দিয়েছে। সে বাড়িতে বেশ কিছু গরু পালন করতো। রোববার তার মায়ের সঙ্গে মনোমালিন্যের জেরে ফাঁস নিতে পারেন। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জি এম আসলাম উজ্জামান জানান, ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা।
০৬ মে ২০২৪, ১০:১৭

রাজধানীতে লেক থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরায় লেকের পানি থেকে মিরপুরের শহীদ স্মৃতি স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ মে) তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। জানা গেছে, ওই স্কুলের একই শ্রেণীর মোট পাঁচজন শিক্ষার্থী উত্তরা ১৬ নং সেক্টরের লেকে ১০ নং ব্রিজের কাছে গোসল করতে এসেছিলেন। তাদের মধ্যে ২ জন বেশি দূরে গিয়ে নিখোঁজ হন। পরে তাদের মরদেহ উদ্ধার করে তুরাগ থানায় হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে টঙ্গি ফায়ার স্টেশনের একটি ডুবুরি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২টা ৫৩ মিনিটে তাদের মরদেহ উদ্ধার করে।  
০৪ মে ২০২৪, ১৭:৩১

বস্তা থেকে বের হচ্ছিল দুর্গন্ধ, মিলল স্কুলছাত্রীর মরদেহ 
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে স্বপ্না আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (২ মে) বিকেলে নাসিক ৭ নম্বর ওয়ার্ডের কদমতলীর একটি পরিত্যক্ত জায়গা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।  স্বপ্না আক্তার সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। সে আদমজী এমডব্লিউ স্কুলের ৮ম অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। এলাকাবাসী জানান, নাসিক ৭ নম্বর ওয়ার্ডের কদমতলীর একটি পরিত্যক্ত একটি স্থানে একটি বস্তা পড়ে থাকতে দেখা যায় এবং সেটি থেকে বিকট গন্ধ আসতে থাকে। একপর্যায়ে স্থানীয়রা বস্তাটি খুলে একটি মরদেহ দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হলে সিদ্ধিরগঞ্জ থানার একটি টিম গিয়ে স্বপ্নার মরদেহ উদ্ধার করে। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শওকত জামিল বলেন, কদমতলী এলাকার একটি পরিত্যক্ত জায়গাতে ফেলে রাখা ওই বস্তা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বস্তাটি খুলে এক স্কুলছাত্রীর মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি থানায় জানালে আমি ঘটনাস্থলে গিয়ে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করি। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনই বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
০৩ মে ২০২৪, ০৯:১৭

বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ, মরদেহ মিলল নদীতে
নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের এক দিন পর নবগঙ্গা নদী থেকে সুফিয়া (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার (২ মে) দুপুরে উপজেলার মাউলি ইউনিয়নের ইসলামপুর এলাকায় নবগঙ্গা নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশু সুফিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আক্তার শেখের মেয়ে। সে বাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। নিহতের স্বজনরা জানান, বুধবার (১ মে) কাঞ্চনপুর গ্রামের মিকালইলের সুপার ব্রিকস ইটভাটায় তার বাবাকে ভাত দিয়ে ফেরার পথে নিখোঁজ হয় সুফিয়া। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর এলাকায় নবগঙ্গা নদীতে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা নদী থেকে মরদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থল এসে স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন। এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিল্লাল বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি, তবে শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
০২ মে ২০২৪, ২৩:৫৪

ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
যশোর মনিরামপুরের ঝাঁপা ইউনিয়নের জোকা ঈদগাহ সংলগ্ন একটি ধানখেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশি। বৃহস্পতিবার (২ মে) সকালে খবর পেয়ে পুলিশ ধানখেতে পড়ে থাকা মৃতদেহটি উদ্ধার করে।  জানা যায়, এদিন সকালে ধানখেত মালিক আয়ুব হোসেন শ্রমিক নিয়ে ধান কাটার উদ্দেশ্যে মাঠে যান। এক প্রান্তের শ্রমিক ধান কাটার জন্য প্রস্তুতি নিতে থাকেন। এ সময় জমির মালিক খেত পরিদর্শন করার সময় খেতের অপরপ্রান্তে অজ্ঞাত ওই যুবকের মৃতদেহ দেখতে পান। এ সময় ধানখেতের মালিকের চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে। এরপর স্থানীয় ইউপি সদস্য ঝাঁপা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। যুবকের গলায় ধারালো অস্ত্রের ও রক্তের দাগ দেখা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে পাঠানো হয়েছে।
০২ মে ২০২৪, ১৫:০১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়