• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo
বৃত্তি পেল সেরা ১৫ জন স্কুল ক্রিকেটার
২০২২-২০২৩ মৌসুমে সেরা পারফরমেন্স প্রদর্শন করে বাংলাদেশ ক্রিকেটের উদীয়মান তারকা হওয়ার সম্ভাবনা জাগানো ১৫ জন স্কুলের ক্রিকেটারকে বৃত্তি দিয়েছে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের পৃষ্ঠপোষক প্রাইম ব্যাংক। শনিবার (২৭ এপ্রিল) মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্বাচিত ক্রিকেটারদের মাঝে ৬০ হাজার টাকার বৃত্তি প্রদান করেন প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী। ২০১৫ সাল থেকে স্কুল ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছে প্রাইম ব্যাংক। সারা দেশে প্রতি বছর মোট ১২ হাজার স্কুলের ক্রিকেটাররা নিয়মিতভাবে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। যা দেশের ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ পাইপলাইনে পরিণত হয়েছে। এই মৌসুমে ৩৫২টি স্কুলকে নিয়ে মোট ৫৭৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়। স্কুলগুলো জেলা চ্যাম্পিয়ন হিসাবে এবার বিভাগের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নেবে। ৫৭টি ম্যাচ শেষে সাতটি বিভাগীয় চ্যাম্পিয়ন দল জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। জাতীয় পর্যায়ে অনেক প্রতিভাবান ক্রিকেটার হবার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে স্কুল ক্রিকেট। মূলত নির্মাণ স্কুলকে অনুসরণ করেছে প্রাইম ব্যাংক; যা তৃণমূল থেকে খেলোয়াড় বাছাইয়ের সেরা মাধ্যম। বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনের ভাষ্য, ‘স্কুল পর্যায়ে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে এবং আমাদের পাইপলাইনকে শক্তিশালী করার জন্য তাদের ভালোভাবে যত্ন নেওয়ার চেষ্টা করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘কখনো কখনো আমরা চারজনের বেশি খেলোয়াড় পেয়েছি। যারা বয়সভিত্তিক পর্যায়ে ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করেছে। বাকি খেলোয়াড়রাও বিভিন্ন বিভাগে প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলছে।’  
৬ ঘণ্টা আগে

ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা পেলো বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি 
ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাচোল উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।  এ সময় জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বক্তব্যে তিনি বাল্যবিয়ে মাদকরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।  মতবিনিময় সভায় মুখ্য আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্র্যাক ইন্টারন্যাশনাল আফ্রিকার ডিরেক্টর প্রোগ্রাম মিস আন্না মিনজ, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার ছাইদুল হাসান, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকারের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁওসহ অন্যান্যরা। অনুষ্ঠানে নাচোল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের ১৬৭ জন শিক্ষার্থীকে বাইসাইকেল ও ১৮৭ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। 
২০ এপ্রিল ২০২৪, ২৩:১৭

মেধা ও অবৈতনিক বৃত্তি দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মেধা ও অবৈতনিক বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বছর বৃত্তির আবেদনের জন্য শিক্ষার্থীদেরকে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত ফরম পূরণ করে স্ব স্ব বিভাগে জমা দিতে বলা হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।  রেজিস্ট্রার ওহিদুজ্জামান জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'বৃত্তি নীতিমালা-২০১৩'  অনুযায়ী সকল বিভাগ হতে প্রতি শিক্ষাবর্ষে ৩ জন শিক্ষার্থীকে মাসিক ৪০০ টাকা হারে মেধা-বৃত্তি এবং এক শিক্ষাবর্ষে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করা হবে। মেধা-বৃত্তি ছাড়াও প্রতিটি বিভাগের সকল শিক্ষাবর্ষের মধ্যে ১০ শতাংশ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করা হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীরা বৃত্তি প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। তিনি আরও জানান, এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিভিন্ন শিক্ষাবোর্ড প্রদত্ত বৃত্তি এবং সরকারি বা বেসরকারি সংস্থা থেকে বৃত্তি প্রাপ্ত ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন সেমিস্টারে পুনঃভর্তিকৃত শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। বিশ্ববিদ্যালয়ের বৃত্তির নীতিমালা অনুসারে, মেধা-বৃত্তি প্রাপ্তির জন্য প্রতিটি বিভাগের প্রতি ব্যাচ থেকে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী তিনজনকে মনোনীত হবে। তবে ৩ দশমিক ৬০-এর নিচে সিজিপিএ থাকা যাবে না। অনেক বিভাগে নীতিমালার সমপরিমাণ সিজিপিএ না থাকায় উপাচার্যের বিশেষ ক্ষমতাবলে সর্বোচ্চ নম্বরধারী তিনজনকে বৃত্তি দেয়া হবে। কিন্তু রি-অ্যাডমিশন, বোর্ড বা অন্যান্য সংস্থা থেকে বৃত্তি-প্রাপ্ত শিক্ষার্থীরা এর আওতায় এলে বৃত্তি পাবেন না বলে নীতিমালায় উল্লেখ রয়েছে। অন্যদিকে অবৈতনিক ক্যাটাগরিতে প্রতিটি বিভাগের প্রতি ব্যাচের ১০ শতাংশ শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। এই ক্যাটাগরিতে বৃত্তি-প্রাপ্তরা এক বছরের দুই সেমিস্টার বিনা বেতনে অধ্যয়ন করবেন।  এ বৃত্তি-প্রাপ্তির বিবেচ্য বিষয়াবলীর মধ্যে বাবার বার্ষিক আয়, মায়ের বার্ষিক আয়, অভিভাবকের বার্ষিক আয় (বাবার অবর্তমানে), বাবার চাকরি বা পেশার বিবরণ, মায়ের চাকরি বা পেশার বিবরণ, প্রযোজ্য ক্ষেত্রে বাবা ও মায়ের মৃত্যুসংক্রান্ত তথ্য, সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীর মেধা ও উপস্থিতি এবং আচরণ, পরিবারের সদস্য সংখ্যা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীর কোনো ভাই-বোন অধ্যয়ন করে কি না এবং সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের কোর্স কো-অর্ডিনেটরের মতামত গুরুত্ব দেওয়া হবে। এরই মধ্যে বৃত্তি প্রাপ্তির জন্য আবেদন করার জন্য প্রতিটি ইন্সটিটিউট এবং বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলে নোটিশ পাঠানো হয়েছে। বিভাগীয় একাডেমিক কমিটির মতামতের ভিত্তিতেই বৃত্তির জন্য শিক্ষার্থীরা মনোনীত হবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি ও অবৈতনিক বৃত্তি চালু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই শিক্ষাবর্ষ থেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ৩ হাজার ৫৫৩ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ হাজার ১১৬, ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৯৩৯ জন শিক্ষার্থী বৃত্তি পায়। এছাড়াও ২০২২ সালে এক হাজার ৯৩০ শিক্ষার্থীকে ৫০ লক্ষ টাকা ও ২০২৩ সালে এক হাজার ৬৭৬ জনকে মোট ৫৫ লাখ ৩৩ হাজার টাকা বৃত্তি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪

৬৮৮ মেধাবীকে বৃত্তি প্রদান করলো কেএমআরএফ 
মানবকল্যানমুখী ফাউন্ডেশন খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলার সমগ্র উপজেলার ১১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর ৬৮৮ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেছে।  শনিবার (২০ জানুয়ারি) দুপুরে আনন্দঘন এক অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান অতিথি খাজা টিপু সুলতান মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেন।  সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক মীর মোহম্মদ মাহবুবুর রহমান অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা, শাহজাদপুর থানার উপজিলা নির্বাহী কর্মকর্তা, অফিসার ইন-চার্জ, জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক,  অতিথি ও সমাজের বিভিন্নস্তরের পেশাজীবি মানুষজন। প্রধান অতিথি খাজা টিপু সুলতান বলেন, আমি যা তোমাদের কাছে চেয়েছি তা আমি পেয়েগেছি। আমি তোমাদের কাছে আরেকটা জিনিস চাইবো সেটা হল একজন ভালো মানুষ হওয়া। মহান ওলি হযরত খাজা মোজাম্মেল হক (রঃ) বলেছেন, তোমার কর্মের মধ্যেই তোমার ইবাদত নিহিত আছে, আমাদেরকে আমাদের সর্বদা নিজের আত্মার সাথে জ্বিহাদ করতে হবে কারন সয়তান সব সময় আমাদরে কে বিপথে চালিত করতে চেষ্টা করে। আমরা যদি কোথাও চাকরি বা ব্যবসা করি তাহলে কৃত্তিম ভাবে কাউকে ঠকানো যাবে না। কোন অবস্থাতেই মিথ্যে কথা বলা যাবে না। আমরা এভাবে চলতে থাকলে একদিন নিশ্চয়ই মহান আল্লাহপাক আমদেরকে উঁনার সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। একদিন নিশ্চয়ই আমরা প্রমান করতে পারব যে আমরা সবার চেয়ে উত্তম।  ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের উপস্থাপনায় নানাবিধ মেধা ভিত্তিক প্রতিযোগিতামুলক অনুষ্ঠান ‘মেধায় মাতি’ পর্বটি ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। জনপ্রিয় সংগীত শিল্পী বাপ্পা মজুমদারের গান এবং নাট্য ব্যাক্তিত্ত শহিদুজ্জামান সেলিমের উপস্থিতিতে সকলেই অনুষ্ঠানে আনন্দে মেতে ছিলেন। উল্লেখ্য, ২০০১ সালে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন বৃত্তিপ্রদান কার্যক্রমের পাশাপাশি আরো ২টি মানবকল্যানমুলক কার্যক্রম করে আসছে সারাদেশজুড়ে। অভিজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ঢাকার শ্যামলীবাগ শ্যামলীতে ও শ্রীমঙ্গলের জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে বিনামুল্যে চিকিৎসাপত্র প্রদান কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং শুধুমাত্র খাজা শাহ ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) এর নেছবতভুক্ত অসচ্ছল কর্মক্ষম ভক্তবৃন্দের মাঝে ‘ছাদকা- ই – জারিয়া’ হিসেবে এককালীন মুলধন প্রদান করে আসছে।       
২২ জানুয়ারি ২০২৪, ১৩:৪৪

এইচএসসিতে ঢাকা বোর্ডে কতজন বৃত্তি পেলেন, কত টাকা পাবেন
এইচএসসির ফলাফলের ভিত্তিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ৩ হাজার ৩০১ শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। এর মধ্যে মেধাবৃত্তি পেয়েছেন ৪৫৬ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছেন ২ হাজার ৮৪৫ জন। রোববার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আজাদ হোসেন চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের তালিকাভুক্ত শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেওয়া হলো। সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী এ বৃত্তির তালিকা প্রণয়ন করা হয়েছে। মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসে ৮২৫ টাকা করে পাবেন। এ ছাড়া বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেয়া হবে। সব মিলিয়ে বছরে ১১ হাজার ৭০০ টাকা শিক্ষাসহায়তা পাবেন মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা। সাধারণ বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসে ৩৭৫ টাকা করে পাবেন। এ ছাড়া বছরে এককালীন ৭৫০ টাকা দেয়া হবে সাধারণ বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের। সব মিলিয়ে তারা বছরে ৫ হাজার ২৫০ টাকা পাবেন। বৃত্তির টাকা ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি-মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে। জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে। এইচএসসিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষার জন্য মেডিকেলে ভর্তি হলে ৫ বছর, কারিগরি বা কৃষি কোর্সে ভর্তি হলে ৪ বছর, এলএলবিতে ভর্তি হলে ৪ বছর, ডিগ্রি সম্মান কোর্সে ভর্তি হলে ৪ বছর ও ডিগ্রি পাস কোর্সে ভর্তি হলে ৩ বছর বৃত্তির সুবিধা পাবেন। বৃত্তিপ্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।  
২১ জানুয়ারি ২০২৪, ২২:৪৪

এইচএসসিতে বৃত্তি পাচ্ছেন সাড়ে ১০ হাজার শিক্ষার্থী
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে ২০২৩ সালের এইচএসসির ফলাফলের ভিত্তিতে বৃত্তির কোটা বণ্টন করে আদেশ জারি করা হয়েছে। এতে ১০ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার কথা জানানো হয়েছে। এরমধ্যে ১ হাজার ১২৫ জনকে মেধাবৃত্তি ও ৯ হাজার ৩৭৫ জনকে সাধারণ বৃত্তির দেওয়া হবে। সোমবার (১৫ জানুয়ারি) অধিদপ্তরের জারিকৃত আদেশ থেকে এ তথ্য জানা গেছে। আগামী ২১ জানুয়ারির মধ্যে বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা দিয়েছে মাউশি।  কোন বোর্ডে কত জন মেধাবৃত্তি পাচ্ছেন এ বছর এইচএসসি উত্তীর্ণ ঢাকা বোর্ডের ৪৫৬ জন, ময়মনসিংহ বোর্ডের ৪৭ জন, রাজশাহী বোর্ডের ১৬০ জন, কুমিল্লা বোর্ডের ৮২ জন, সিলেট বোর্ডের ২৪, বরিশাল বোর্ডের ৫৭ জন, যশোর বোর্ডের ১১৬ জন, চট্টগ্রাম বোর্ডের ৯১ জন, দিনাজপুর বোর্ডের ৯২ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হবে। কোন বোর্ডে কত জন সাধারণ বৃত্তি পাচ্ছন ঢাকা বোর্ডের ২ হাজার ৮৪৫ জন, ময়মনসিংহ বোর্ডের ৫৪৪ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ১৭৪ জন, কুমিল্লা বোর্ডের ৯৭৫ জন, সিলেট বোর্ডের ৬৪৯ জন বরিশাল বোর্ডের ৬০৬ জন, যশোর বোর্ডের ৮৫৮ জন, চট্টগ্রাম বোর্ডের ৮৩৪ জন এবং দিনাজপুর বোর্ডের ৮৯০ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা বছরে মোট ১১ হাজার ৭০০ টাকা শিক্ষা সহায়তা পাবেন। মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেওয়া হবে। সাধারণ বৃত্তিপ্রাপ্তরা বছরে মোট ৫ হাজার ২৫০ টাকা পাবেন। মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হবে। বৃত্তির টাকা ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে। জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে। উল্লেখ্য, বৃত্তিপ্রাপ্ত এসব শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষার জন্য ভর্তি হলে ডিগ্রি পাস কোর্সে ৩ বছর, ডিগ্রি সম্মান কোর্সে ৪ বছর, এলএলবিতে ৪ বছর, কারিগরি বা কৃষি কোর্সে ভর্তি হলে ৪ বছর এবং মেডিকেলে ভর্তি হলে ৫ বছর বৃত্তির সুবিধা পাবেন।
১৬ জানুয়ারি ২০২৪, ১৮:৫৯

তালিকা ২১ জানুয়ারির মধ্যে / এইচএসসিতে বৃত্তি পাবে সাড়ে ১০ হাজার শিক্ষার্থী
এবার সাড়ে ১০ হাজার শিক্ষার্থীকে এইচএসসির ফলাফলের ভিত্তিতে বৃত্তি দেবে সরকার। তাদের মধ্যে ১ হাজার ১২৫ জনকে মেধাবৃত্তি ও ৯ হাজার ৩৭৫ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। আগামী ২১ জানুয়ারির মধ্যে বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা বা গেজেট প্রকাশে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার (১৫ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে বৃত্তির কোটা বণ্টন করে জারি করা আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। যে বোর্ড থেকে যতজন বৃত্তি পাবেন এ বছর ঢাকা বোর্ডের এইচএসসি উত্তীর্ণ ৪৫৬ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ২ হাজার ৮৪৫ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। ময়মনসিংহ বোর্ডে ৪৭ জন মেধাবৃত্তি ও ৫৪৪ জন সাধারণ বৃত্তি, রাজশাহীতে ১৬০ জন মেধাবৃত্তি ও ১ হাজার ১৭৪ জন সাধারণ বৃত্তি, কুমিল্লায় ৮২ জন মেধাবৃত্তি ও ৯৭৫ জন সাধারণ বৃত্তি এবং সিলেট বোর্ডের ২৪ শিক্ষার্থী মেধাবৃত্তি ও ৬৪৯ জন সাধারণ বৃত্তি পাবে। বরিশাল বোর্ডে ৫৭ জন মেধাবৃত্তি ও ৬০৬ জন সাধারণ বৃত্তি, যশোরে ১১৬ জন মেধাবৃত্তি ও ৮৫৮ জন সাধারণ বৃত্তি, চট্টগ্রামের ৯১ জন মেধাবৃত্তি ও ৮৩৪ জন সাধারণ বৃত্তি এবং দিনাজপুর বোর্ডে ৯২ জন মেধাবৃত্তি ও ৮৯০ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। শিক্ষার্থীরা কত দিন কত টাকা পাবেন এইচএসসিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষার জন্য মেডিকেলে ভর্তি হলে ৫ বছর, কারিগরি বা কৃষি কোর্সে ভর্তি হলে ৪ বছর, এলএলবিতে ভর্তি হলে ৪ বছর, ডিগ্রি সম্মান কোর্সে ভর্তি হলে ৪ বছর ও ডিগ্রি পাস কোর্সে ভর্তি হলে ৩ বছর বৃত্তির সুবিধা পাবেন। মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেওয়া হবে। তারা বছরে মোট ১১ হাজার ৭০০ টাকা শিক্ষা সহায়তা পাবেন। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হবে। তারা বছরে মোট ৫ হাজার ২৫০ টাকা পাবেন। বৃত্তির টাকা ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে। জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে।
১৬ জানুয়ারি ২০২৪, ১০:৩৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়